নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।
বালিকার ফোন পেলাম ধরবো কি ধরবো না ভাবতে ভাবতেই ধরে ফেললাম ফোন ধরতেই বালিকার ধমক এত দেরী করে ফোন ধরেন কেন?
আমি> না একটু কনফিউজড ছিলাম ধরবো কি ধরবো না এই ভেবে...!
বালিকা: রাখানে আপনার কনফিউজ দেশে কেউ কেউ কনফিউজ দুরে রেখে রাষ্ট্রপতি হইতেছে আর উনি ফোন ধরবে কিনা সেটা নিয়েও কনফিউজ থাকে!
আমি> কে আবার রাষ্টপ্রতি হইতেছে? হামিদ সাহেব কি পদত্যাগ করছে?
বালিকা : আরে আমি নোবেল পুত্র ইউনেসের কথা বলতেছি(ধমকের সুরে) উনি আর কনফিউজ নাই বিএম্পির সাথে চুক্তি করছে রাষ্টপতির গদি ইউনেসের আর তত্বাবধায়ক সরকার সহ আমেরিকার সমর্থন বিএনপির।
আমি> তাইলে আর কি করা আগামীতে বিএনপিরে ভোটদান করে নোবেলপুত্র ইউনেসের রাষ্টপতি হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করো!
বালিকা: পাগল হইছেন আরকি, বিএনপিকে ভোট দিয়া আবার খাম্বা তারেক,মামুন-কোকো'দের ব্যাংক একাউন্ট ভারি করা, বাংলাদেশকে জংগি ঘাঁটি করে পাকিস্তানের ন্যায় সকাল বিকাল বোমা দিয়ে মানুষ মারতে সাহায্য করার মতো বোকা নই!
আমি> তুমি আর আরো কয়েকজন না দিলে কি হবে? অন্যরা সবাই দিবে দেখনা নোবেল পুত্র-গামচা কাদের সহ উল্লেখ্যযোগ্য সুশিল'রা এখন বিএনপিকে দোয়া দিচ্ছে এসব হাইপ্রোফাইলারদের দেওয়া দোয়া কি আর বিফলে যাবে!
বালিকা : আপনি কিছুই জানেন না, আসল কথা হলো এদেরকে গুটি কয়েক মানুষ ছাড়া কেউই পুছে না কারন এরা সবসময পল্টিবাজ... যেমন তেলাপোকাও একটা পাখি আর এরাও হাইপ্রোফাইলদারী রাজনৈতিক নেতা/সুশিল!
অত:পর ফোন ডিসকানেক্ট!
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১
আবদুর রহমান (রোমাস) বলেছেন: বালিকার ধমক খাইলেও পস্তাইবেন না খাইলেও সেইম
২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
হাসান মাহবুব বলেছেন: সিরিজ হিসাবে চালায় যাও এইটা।
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
আবদুর রহমান (রোমাস) বলেছেন: হামা ভাই এতবেশি অনিয়মিত হয়ে গেলাম তাই সিরিজ হিসেবে চালাতে পারবো কিনা ভাবতেছি... তবে যাইহোক অনেক ধন্যবাদ ভালো উপদেশ দেওয়ার জন্য!
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: