নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড় হতে হতে বুড়ো হয়ে গেলাম

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আবদুর রহমান (রোমাস)

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আবদুর রহমান (রোমাস) › বিস্তারিত পোস্টঃ

আজ বালিকার মেজাজ ঘরম!

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

বালিকার ফোন পেলাম ধরবো কি ধরবো না ভাবতে ভাবতেই ধরে ফেললাম ফোন ধরতেই বালিকার ধমক এত দেরী করে ফোন ধরেন কেন?

আমি> না একটু কনফিউজড ছিলাম ধরবো কি ধরবো না এই ভেবে...!

বালিকা: রাখানে আপনার কনফিউজ দেশে কেউ কেউ কনফিউজ দুরে রেখে রাষ্ট্রপতি হইতেছে আর উনি ফোন ধরবে কিনা সেটা নিয়েও কনফিউজ থাকে!

আমি> কে আবার রাষ্টপ্রতি হইতেছে? হামিদ সাহেব কি পদত্যাগ করছে?

বালিকা : আরে আমি নোবেল পুত্র ইউনেসের কথা বলতেছি(ধমকের সুরে) উনি আর কনফিউজ নাই বিএম্পির সাথে চুক্তি করছে রাষ্টপতির গদি ইউনেসের আর তত্বাবধায়ক সরকার সহ আমেরিকার সমর্থন বিএনপির।

আমি> তাইলে আর কি করা আগামীতে বিএনপিরে ভোটদান করে নোবেলপুত্র ইউনেসের রাষ্টপতি হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করো!

বালিকা: পাগল হইছেন আরকি, বিএনপিকে ভোট দিয়া আবার খাম্বা তারেক,মামুন-কোকো'দের ব্যাংক একাউন্ট ভারি করা, বাংলাদেশকে জংগি ঘাঁটি করে পাকিস্তানের ন্যায় সকাল বিকাল বোমা দিয়ে মানুষ মারতে সাহায্য করার মতো বোকা নই!

আমি> তুমি আর আরো কয়েকজন না দিলে কি হবে? অন্যরা সবাই দিবে দেখনা নোবেল পুত্র-গামচা কাদের সহ উল্লেখ্যযোগ্য সুশিল'রা এখন বিএনপিকে দোয়া দিচ্ছে এসব হাইপ্রোফাইলারদের দেওয়া দোয়া কি আর বিফলে যাবে!

বালিকা : আপনি কিছুই জানেন না, আসল কথা হলো এদেরকে গুটি কয়েক মানুষ ছাড়া কেউই পুছে না কারন এরা সবসময পল্টিবাজ... যেমন তেলাপোকাও একটা পাখি আর এরাও হাইপ্রোফাইলদারী রাজনৈতিক নেতা/সুশিল!

অত:পর ফোন ডিসকানেক্ট!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

আবদুর রহমান (রোমাস) বলেছেন: বালিকার ধমক খাইলেও পস্তাইবেন না খাইলেও সেইম :P

২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: সিরিজ হিসাবে চালায় যাও এইটা।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

আবদুর রহমান (রোমাস) বলেছেন: হামা ভাই এতবেশি অনিয়মিত হয়ে গেলাম তাই সিরিজ হিসেবে চালাতে পারবো কিনা ভাবতেছি... তবে যাইহোক অনেক ধন্যবাদ ভালো উপদেশ দেওয়ার জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.