নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।
শরীরের বাহিরের অংশে পচন ধরলে তা যত তাড়াতাড়ি সারিয়ে তোলা সম্ভব কিন্তু মনে পচন ধরলে তা তত তাড়াতাড়ি সারিয়ে তোলা অসম্ভব !! আজকে সমাজের কিছু অংশের মন ধর্মান্ধতার বিষক্রিয়ায় আক্রান্ত এ অংশের সংক্রামন থেকে নিজেকে, পরিবারকে, সমাজকে বাছানোর জন্যে অবিরাম কাজ করে যেতে হবে! এটা যেমন কঠিন তেমনি সময়সাপেক্ষ! কিন্ত লক্ষ অটুট রেখে অবিরাম লেখালিখি আর সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এই ধর্ম ব্যবসায়ী মুখোশদারিদের চাপিয়ে দেওয়া ধর্মান্ধতার শেকল থেকে পরিবার , সমাজ, জাতিকে রক্ষা করা সম্ভব!! আমাদেরকে বলতে হবে, লিখতে হবে, প্রতিবাদ করতে হবে সকল ধর্মব্যবসায়ী, ধর্মীয় উম্মাদ/মৌলবাদ, এবং ধর্মান্ধতার বিরুদ্ধে!! এভাবে আগাই দেখবেন বিজয়ের সূর্য একদিন উঠবেই!! জয় বাংলা!!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
আবদুর রহমান (রোমাস) বলেছেন: এভাবে আগাই তাহলে অবশ্যই সম্ভব!
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
মরু বালক বলেছেন:
মুনাফিকদের সর্দার ' আব্দুল্লাহ ইবনে উবাই সালুল" মারা গেলে রাসুল (সা) তার জানাজা পড়তে গিয়েচেন।
হযরত উমার (রা) এর বিপক্ষে ছিলেন, তিনি রাসুলের জামা পিচন থেকে টেনে ধরেচেন, কেননা সে রাসুল কে "কুকুর" বলে গালি দিয়েছে।
কিন্তু রাসুল বলেছেন, উমর! আমাকে যেতে দাও। কেননা সে কালিমার সাক্ষ্য একবার হলেও দিয়েছিল।
.
.
.
সাধারনত, নিয়ম হল জানাযার নামাজে ৪ তাকবির দিতে হয়, কিন্তু রাসুল মুনাফিকের জানাজায় ৯ বার তাকবির দিয়েছেন। প্রত্যেক তাকবিরের মাঝে তার ক্ষমার জন্য দোয়া করেছেন।
....
কিন্তু, আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করলেন না। রাসুলের বিপক্ষে এবং "উমর" কে সমর্থন দিয়ে আল্লাহ পবিত্র কুরআনে ২৫ টি আয়াত নাযিল করলেন।
আর রাসুল কে বললেন" তিনি যেন কখনো অন্য কোন মুনাফিকের জানাযা না পড়ান।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ধর্মীয় উম্মাদের না বলি!
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
নতুন বলেছেন: আমাদের উল্টা পথে চলা থামাতে হবে...
বিশ্বের সব দেশ/জাতি যখন চিন্তা করতেছে কিভাবে অথ`নৈতিক/ প্রযুক্তি গত ভাবে এগিয়ে যাওয়া যায়... আর আমরা ব্লগারা নাস্তিক বলে দেশে হরতাল ডেকে অথ`নিতি ধংস করছি...
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আমাদেরকে কথা বলতেই হবে এইসব মুখোশদারিদের বিরুদ্ধে !
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
Palol বলেছেন: ধর্মান্ধতার শেকল থেকে পরিবার , সমাজ, জাতিকে রক্ষা করা সম্ভব!