নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সাঁঝবেলাতে দিগন্তরেখায়
অপার্থিব এক ছবি।
বেলা শেষের মুগ্ধতায়
কল্পলোকে কবি।
আকাশ পথে সারি সারি
বলাকারা যায় ছুটে
হাজার আলোর ঢেউ পিছু নেয়
মেঘ পাহাড় টুটে।
অলীক হতে স্বপ্নমায়া
জলস্পর্শে ভাসে
মোহমায়ায় ফুলকলি সব
খিলখিলিয়ে হাসে ।
ফুল সুবাসে আহ্লাদিত মেয়ে
দখিনা বাতাস।
চিরচেনা ছবি এঁকে যায়
প্রকৃতির ক্যানভাস।
গুন গুন গুন গুঞ্জরিছে
পথহারা অলি।
গোঠ ছাড়ছে ধেনু লয়ে
রাখালবালকগুলি।
আবির রাঙা মেঘপাহাড়
দেখতে সবিশেষ।
বাঁশবাগানে পাখির কু'জন
শুনতে লাগছে বেশ।
পাতার গানে ছন্দে ছন্দে
নাচে নদীর কুল।
সেই খুশিতে বাতাস করে
হাজার রকম ভুল।
স্বপ্নমায়ায় মুগ্ধ পাহাড়
মুুগ্ধ নীলাকাশ।
ঘরমুখো ক্রেকার ধ্বনির
সশব্দ প্রকাশ ।
কুল কুল কুল ছুটে চলেছে
পাহাড়িয়া ঝরনা।
পূব আকাশে উঁকি দিয়ে যায়
উতলা জােছনা ।
কি হয়েছে কি যে হলো
কোন সে খুশির কারণ?
কবির মন হারিয়েছে দিশা
বলা কিন্তু বারণ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৫
আজব লিংকন বলেছেন: এত কিছু বলে দিয়েও আর কি বলা বারণ?
অনেক ভালো হয়েছে কবিতাটা। সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ইসিয়াক ভাই
ভালো থাকুন