নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

আজকে একটা অবাস্তব, প্রায় অসম্ভব ঘটনা ঘটতে দেখলাম

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯



পৃথিবীর ২৬ টা দেশের সামরিক অফিসার, এদের বেশিরভাগই সেনাবাহিনীর, বেশিরভাগই ব্রিগেডিয়ার জেনারেল বা সমমান, তাঁরা সবাই মিলে টেনেটুনে আমার বাস্তবতার চোখের পর্দা যেটুকু অবশিষ্ট ছিল খুলে দিলেন।

বাংলাদেশের এক সন্তানের বিষয়ে তাঁরা মাত্র ৭ মিনিট জেনেই বিস্ময় ধ্বনি করলেন। শিশুর মত। কেউকেউ বললেন ওয়াও! কেউ কেউ হাততালি থামাতে চান না। কল্পনা করা যায়! ২৬ টা দেশের কর্নেল, ব্রিগেডিয়ার ও মেজর জেনারেলরা বাংলাদেশের একজন বেসরকারি মানুষের সাথে ছবি তোলার জন্য তাড়াহুড়া করছেন। তাঁকে প্রশ্ন করে করে ব্যতিব্যস্ত করে তুলছেন, খাওয়া দাওয়ার সময়টুকুও দিচ্ছেন না, নিজেরাও মনোযোগ দিয়ে করছেন না!

ড. মোহাম্মদ আনোয়ারুল কামাল ইউরী,
আচার্য বজ্রমুনি,
ব্যুত্থানের প্রতিষ্ঠাতা,
আপনাকে কেন ১৯৯৩ সালে আসিয়ামা বান্ডো মার্শাল আর্টের উত্তরাধিকারী গ্র্যান্ডমাস্টার এবং সপ্তম ডিগ্রি ব্ল্যাকবেল্ট করেছিলেন বার্মার গ্রান্ডমাস্টার খিং মং জি,
আপনাকে কেন ভার্মা কালাইয়ের আসান ভাষ্করণ টিচার বজ্রমুনি উপাধী দিয়েছেন,
কেন বার্মার ৩৩ জন গ্র্যান্ডমাস্টার মিলে আপনাকে বলেছেন থান শিন পা- শত বছরে ফোটা একটা ফুল,
কেন ভূটান রাজকীয় সরকার পদবী দিয়েছেন সোনালি নখরওয়ালা শান্তি ড্রাগন,

কেন আপনি পৃথিবীর পাঁচ সুপার হিউম্যানের একজন,
কেন চার চারটা বিশ্বরেকর্ড আছে আপনার,
কেন আপনাকে পরপর পাঁচ বছরে পৃথিবীর শীর্ষ সবগুলো গ্র্যান্ডমাস্টার্স অ্যাসোসিয়েশন বিশেষ বিশেষ হল অভ ফেইম ও উপাধী দিয়েছে,
আমি বুঝতে পেরেছি।

কারণ, আপনি কল্পনা ও বাস্তবের মধ্যে কোনও তফাত রাখেননি।

কোনও মানুষ দু:স্বপ্নেও কল্পনা করতে পারবে না, যে, পৃথিবীর ২৬ টা দেশের সামরিক বাহিনীর রাশভারি জেনারেলরা কাউকে নিয়ে একাধারে উচ্ছ্বাস প্রকাশ করতে পারে। বহু দেশের জেনারেলরা দাঁড়িয়ে আছেন, আপনি বসে আছেন। রীতিমত কষ্টকল্পনা। ওয়াইল্ডেস্ট ড্রিম।

আমি গর্বিত বলতে পারব না, বরং আমি উপলব্ধ। বাস্তবতার মধ্যে গর্ব থাকতে নেই, আপনি বাস্তবতা। আপনার ছাত্র হিসাবে এই বাস্তবতাকে আমি উপলব্ধি করছি।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

রাফা বলেছেন: হূুমমম ,অনেক আগে পড়েছিলাম উনার সম্বন্ধে।আবার ভুলেও গিয়েছিলাম।পৃথিবীব্যাপি গর্ব করার মত রেকর্ডের অধিকারি একজন বাঙালী।

ধন্যবাদ,গো.দ.লিসানি।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ রাফাভাই। তিনি অঘটনঘটনপটিয়সী। আশা করি খুবই ভাল আছেন।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: তার সম্পর্কে বিস্তারিত লিখলে খুশি হতাম।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অত্যন্ত বিস্তারিত লিখব ভাই। বছর ধরে লিখব। অন্তত দুই বছর ধরে লিখব আশা করি।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

সোহানী বলেছেন: জানতাম না...

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমি কিছুটা জানতাম। কিন্তু এর মাত্রাটা দেখে থমকে যাই।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

রাফা বলেছেন: মর্শাল আর্টের এমন শিল্পী পৃথিবিতে আর ২য়টি নেই।ভালো আছি ।আপনার খবর কি সবাই ভালো'তো?
ছবি দিয়ে সব কিছু লিখুন "ইউরী"কে নিয়ে

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লিখব টিচারকে নিয়ে ভাই। বিস্তারিত।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫২

সচেতনহ্যাপী বলেছেন: একদম না জানা তথ্য, বাধিত করলেন সাথে গৌরবান্বিতও।।

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি ভাল আছেন। টিচারের কথা আরো লিখব।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৪

বিজন রয় বলেছেন: জানলাম।

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আশা করি ভাল আছেন ভাই।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬

ইসমত বলেছেন: তখন আমার ছোটোবোনের বয়স পাঁচ হবে। একটু একটু লেখাপড়া শিখছে, অ আ ক খ, A B C D। ওর ছবি আঁকাতেই বেশি আগ্রহ ছিল সেই বয়সে। হাতিরপুলে খালার বাসায় ইউরী ভাইএর সাথে দেখা। বোনটি ড্রইং খাতায় ইউরী ভাইএর নাম লিখে আমাদের দেখালো। আমরা তো অবাক! এরকম হয়? সে লিখেছিল- Uঋ

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হাহাহা। অসাধারণ। বাচ্চাদের আইকিউ আমাদের চেয়েও শার্প থাকে।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই নাম প্রথম শুনলাম !

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এখানেই তো আমাদের জাতিগত দৈন্য ভাই। আমরা বড় হই না, বড় হতে দেই না, বড় হলে তার স্বীকৃতি পর্যন্ত দিই না।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

হাসান মাহবুব বলেছেন: আবছাভাবে মনে পড়লো, কোথায় যেন পড়েছিলাম তার কথা... বিস্তারিত পোস্টের অপেক্ষায় রইলাম।

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হামাভাই আশা করি খুব ভাল আছেন। বিস্তারিত পোস্ট করছি তাঁকে নিয়ে।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ইসমত বলেছেন: তখন আমার ছোটোবোনের বয়স পাঁচ হবে। একটু একটু লেখাপড়া শিখছে, অ আ ক খ, A B C D। ওর ছবি আঁকাতেই বেশি আগ্রহ ছিল সেই বয়সে। হাতিরপুলে খালার বাসায় ইউরী ভাইএর সাথে দেখা। বোনটি ড্রইং খাতায় ইউরী ভাইএর নাম লিখে আমাদের দেখালো। আমরা তো অবাক! এরকম হয়? সে লিখেছিল- Uঋ

কমেন্ট পড়েও আনন্দ পেলাম।

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিও। খুবই। ভাল থাকুন অনেক অনেক।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

মারুফ তারেক বলেছেন: উনি তো মনে হয় একদিন ইত্যাদিতে এসেছিলেন।

বিস্তারিত লিখলে ভালো হত।

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইত্যাদিতে সম্ভবত দুবার এসেছিলেন। বিস্তারিত লেখা দিচ্ছি ভাই।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

গরল বলেছেন: হিস্টরী ও ডিসকভারীর কয়েকটা অনুস্ঠানে উনাকে দেখেছিলাম, বাঙালী কেন উনাকে চিনে না সেটাই বুঝতেছি না। আর এক বাংলাদেশী লিপু ভাইকে নিয়েও এই দুই চ্যানেলে সিরীজ অনুস্ঠান হয় কিন্তু উনাকেও কেউ চিনে না। অথচ ইন্ডিয়ার কোথাকার কে সুইসাইড করছে তাকে মনে হচ্ছে সব বাঙালী চিনে মনে হচ্ছে। মিডিয়াতে তনুকে নিয়ে যত না রিপোর্ট হয়েছে তার চেয়ে বেশী হয়েছে ঐ ভারতীয় মেয়েকে নিয়ে। ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাবেদ করিমকে কয়জন চিনে জানি না, কিন্তু গুগলের সিইও মানে চাকুরীজিবী সুন্দর পিচাইকে নিয়ে রিতিমত যেন দেশী পত্রিকাগুলি বিজ্ঞাপন সুরু করেছিল।

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অসাধারণ মন্তব্য।

রিপিট করে রাখলাম ভাই।

'হিস্টরী ও ডিসকভারীর কয়েকটা অনুস্ঠানে উনাকে দেখেছিলাম, বাঙালী কেন উনাকে চিনে না সেটাই বুঝতেছি না। আর এক বাংলাদেশী লিপু ভাইকে নিয়েও এই দুই চ্যানেলে সিরীজ অনুস্ঠান হয় কিন্তু উনাকেও কেউ চিনে না। অথচ ইন্ডিয়ার কোথাকার কে সুইসাইড করছে তাকে মনে হচ্ছে সব বাঙালী চিনে মনে হচ্ছে। মিডিয়াতে তনুকে নিয়ে যত না রিপোর্ট হয়েছে তার চেয়ে বেশী হয়েছে ঐ ভারতীয় মেয়েকে নিয়ে। ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাবেদ করিমকে কয়জন চিনে জানি না, কিন্তু গুগলের সিইও মানে চাকুরীজিবী সুন্দর পিচাইকে নিয়ে রিতিমত যেন দেশী পত্রিকাগুলি বিজ্ঞাপন সুরু করেছিল।'

১৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৩

অলওয়েজ ড্রিম বলেছেন: ভাই ওনার সম্পর্কে বিস্তারিত লেখেন। আমার মতো অনেকেই ওনার সম্পর্কে কিছুই জানে না। এমনকি ওনার নামও এই প্রথম শুনলাম।

০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বিস্তারিত পোস্ট করছি। আজকেই। আশা করি অনেক ভাল আছেন ভাই।

১৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার দেখাই পাওয়া দায় !!

অনেক ভালো লাগলো জেনে। কেমন আছেন ?

১৫ ই মে, ২০১৬ সকাল ৯:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আবার চলে আসছি। বহুদিন দূরে ছিলাম ব্লগ থেকে। আর ভাল্লাগে না। খুবই ভাল আছি। আশা করি আপনিও অনেক অনেক ভাল আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.