নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
পাইনি কোরান ঘেঁটে
আমি পাইনি হাদীস পাতায়,
হায়,
ঈমান শুধু ছিল ভালবাসায়।
কোরান ঘেঁটে শব্দ বেরোয়
শব্দশেষে নুক্তা-ই রয়
নুক্তা হল দাগটা কালো বিরাট সাদা পাতায়।
শব্দ ধরে অর্থ ক'রে
কোরান ঘেঁটে বুঝতে পেরে
সিজদা নিয়ে পারলে ঘুরো মাথায়।
সিজদা যখন সর্বগামী
ঈমান তোমার তখন দামি
কোরান হাদীস বুঝবে যখন অন্তরে, নয় খাতায়।
ঘাঁটলাম কী, কোন্-টা বোঝার আশায়।
হায়, ঈমান শুধু ছিল ভালবাসায়।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈমানেতে জোশ আসে ভাই
বিশ্বাসে কি তা পাই
তিয়াস মেটায়-পানি, জল
ভিন্নতা তো নাই।
আমার বিশ্বাস ভোগ পূজিতে
সঞ্চয় আর বখিলিতে
যতই ধরি জুব্বা টুপি
ইসলাম কি রবে তাতে?
কোরআন বলে দান করিতে
শত হাজার বার
মোল্লা বেটা লুকায় কেন
কি লাভ তাহার?
মানুষ সেবায় খোদা খূশি
পস্ট বলেন খোদায়
সেই মানুষেরে অবহেলে
সবে খোদা পেতে চায়!!!
সহজ সরল পথটি সহজ
খুজলে সরল মনে
পাবে খূজে ভালবাসায়
সেই সরলের মানে।।
বদলে যাবে বিশ্বাস
বদলে যাবে জীবন
পূর্ণ হবে মানব জনম
সফল হবে ঈমান
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার হয়েছে ।