নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

"অধিকাংশ লোক আল্লাহ\'র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক" :: বেশিরভাগ মুসলিম কি শিরক-কারী? :: সূরা ইউসূফের ১০৬ আয়াতে কী আছে?

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

আত্ তাওহীদ প্রকাশনী'র একটা বই কিনলাম কাল রাতে। লেখক খলীলুর রহমান বিন ফযলুর রহমান। বইটা ২০০৩ সাল থেকে বাজারে। বইয়ের কাভার পেজে আরবিতে সূরা ইউসূফের ১০৬ আয়াত এবং তারপর বইয়ের নাম হল অনুবাদটা: "অধিকাংশ লোক আল্লাহ'র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক"। আয়াতটাকে হুবহু এভাবেই অনুবাদ করা হয়েছে।

এখন আমাদের সরল প্রশ্ন, বেশিরভাগ মুসলিম কি আল্লাহ্- কে বিশ্বাস করার পরও মুশরিক? শিরকে লিপ্ত? মুশরিক তো জঘন্যতম কাফির। মুশরিকের চেয়ে নিকৃষ্ট কাফির জগতে দ্বিতীয় নেই। শিরকের চেয়ে বড় যুলম দ্বিতীয় নেই। মুসলিমরা আল্লাহ্' কে বিশ্বাস করেও কি জঘন্যতম কাফির এবং নিকৃষ্টতম যালিম?
সূরা ইউসূফের ১০৬ আয়াতে কী আছে?

সূরা বাক্বারার ২৬ আয়াতে আল্লাহ্ বলেছেন,
ইউদিল্লু বিহি= (কুরআন) এর মাধ্যমে তিনি পথভ্রষ্ট করেন
ক্বাসীরাহ্= অনেককে
ওয়া= এবং
ইয়াহ্-দী বিহি ক্বাসীরাহ্= পথপ্রদর্শন করেন অনেককে
ওয়া মা ইউদিল্লু বিহি= এবং আল্লাহ্ কী করে তাদের পথভ্রষ্ট করতে পারেন
ইল্লাল= যদি না তারা (আগে থেকে হয়ে থাকে)
ফাসিক্বীন্= (নবী ও রাসূলগণের প্রতি অসম্মান ও অস্বীকৃতি জানানোর মাধ্যমে) পাপাচারী?

এ আয়াতে স্পষ্টভাবেই বলা আছে, কুরআনের মাধ্যমে অনেকে পথভ্রষ্ট হবে। অনেকে হবে পথপ্রাপ্ত। আর যারা পথভ্রষ্ট হবে তাদের আল্লাহ্ পথভ্রষ্ট কীভাবে করবেন? তারা পথভ্রষ্ট হবে কারণ তারা আগেই পাপাচারী ছিল। ভুলের উপর ছিল বলেই ভুলের উপর ভুল নিতে থাকবে।

আসুন দেখা যাক সূরা ইউসূফের ১০৬ আয়াতে কী আছে।

ওয়া= এবং
মা= কীভাবে
ইয়ু'মিনু= ঈমান আনল
আকসারুহুম= তাদের অনেকেই/ বেশিরভাগ
বিল্লা-হি= আল্লাহ'র প্রতি
ইল্লা= ছাড়া
ওয়াহুম= বরং তারা
ইউশরিকুন= শরিক করে, মুশরিক

আর কীভাবে তাদের বেশিরভাগ আল্লাহর উপর ঈমান আনলো তা তো নয় বরং তারা শরিক করে।

এ আয়াতে আল্লাহ্ কখনোই এ কথা বলেনি যে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা মুশরিক।
বরং এ কথা বলেছেন যে, তাদের বেশিরভাগ আল্লাহর উপর ঈমান আনেনি, বরং তারা মুশরিক।

যেখানে আল্লাহ্ বলছেন-
যারা আল্লাহ'তে বিশ্বাস আনেনি তাদের বেশিরভাগ মুশরিক,
সেখানে কিছু মানুষ বলছে-
যারা আল্লাহর উপর বিশ্বাস এনেছে তাদের বেশিরভাগ মুশরিক!

ওয়া= এবং
মা=কী করার আছে/ দায়িত্ব আছে
আলাইনা= আমাদের
ইল্লাল= ছাড়া
বালাগুম= পৌছানো
মুবীন= সুস্পষ্টভাবে।

সুস্পষ্টভাবে সত্যকে পৌছানো ছাড়া আমাদের আর কোন দায়িত্ব নেই।
হে আল্লাহ্ আমাদের সালাত ও সালাম অনুগ্রহ করে পাঠান সাইয়্যিদি রাসূলিল্লাহ্ ও তাঁর পরিবার-অনুসারীদের প্রতি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

হাবীব কাইউম বলেছেন: লেখকের দৃষ্টি আকর্ষণ করুন। প্রকাশনীকে ফোন দিন।

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লেখক মৃত, আর প্রকাশনী যে জীবন্মৃত!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

রাফা বলেছেন: আইএস ,আল কায়েদা,তালিবান কি এমনি এমনি হয়।নিজেরাই নিজেদের মত ব্যাখ্যা করে ইসলাম পালন করতেছে এখন।

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বিষয়টা রাফাভাই ওখানেই। সম্পূর্ণ আলাপের বিষয় তো ওটাই।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

হাসান নাঈম বলেছেন: ধন্যবাদ গুরুত্বপুর্ণ একটি বিষয় উপস্থাপনের জন্য।
ঐ বই এ মুমিনদের অধিকাংশ মুশরিক হওয়ার ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা যা আছে তাও জানা প্রয়োজন।

এখানে যদি মুমিন বলতে 'জন্মগত মুসলমান' - বিবেচনা করা হয় তাহলে কথাটা কি খুব ভুল হবে?
আজকে পৃথিবীতে জাতিগত বা জন্মগত যে ১৩০ কোটি মুসলমান আছে তারা সবাই কি শিরকমুক্ত মুমিন?
মুখে মুখে কালেমা পড়লে বা নিজেকে মুসলমান বলে পরিচয় দিলেই কি মানুষ মুমিন হয়ে যায়??

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার মনে হয়, পূর্বের আয়াতগুলোর সাথে মিলিয়ে নিলে বুঝতে আরো সুবিধা হবেঃ

وَمَا أَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِينَ (103
আপনি যতই চান, অধিকাংশ লোক বিশ্বাসকারী নয়।
Yet no faith will the greater part of mankind have, however ardently thou dost desire it.

وَمَا تَسْأَلُهُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ هُوَ إِلاَّ ذِكْرٌ لِّلْعَالَمِينَ (104
আপনি এর জন্যে তাদের কাছে কোন বিনিময় চান না। এটা তো সারা বিশ্বের জন্যে উপদেশ বৈ নয়।
And no reward dost thou ask of them for this: it is no less than a message for all creatures.

وَكَأَيِّن مِّن آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ (105
অনেক নিদর্শন রয়েছে নভোমন্ডলে ও ভু-মন্ডলে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না।
And how many Signs in the heavens and the earth do they pass by? Yet they turn (their faces) away from them!

وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللّهِ إِلاَّ وَهُم مُّشْرِكُونَ (106
অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।
And most of them believe not in Allah without associating (other as partners) with Him!

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

মুদ্‌দাকির বলেছেন: লিসানি ভাই আসসালামুয়ালাইকুম , আপনার পয়েন্ট অফ ভিউ কি এর উপরে নির্ভর করে। আসলে অনেকে না জেনেই শিরক করছেন বলেই মনে করি, যদিও তারা জানেন না বা দেখিয়ে দিলেও কেয়ার করেন না।

যেমন ধরেন আমার কাছের আত্নীয়দের মধ্যে একজন কাউকে বলতে শুনেছি সামনে এস এস সি পরিক্ষা তাই ছেলেকে এবার রোজা রাখতে দিবেন না !!

যেমন ধরেন টিভিতে হুজুরদের গাল্গপ্প আর হামদ নাত দেখল কিন্তু নামাজে ওয়াক্ত পার।

যেমন ধরেন আল্লাহ এর ক্ষমতা র উপরে ভরসা না করে চাকরি, ব্যাবসা তথা রিজিক অর্জনের জন্য শুধুই তদবিরে ভরসা করা।

যেমন ধরেন রোগী মারা যাওয়ার পরে শুধুই ডাক্তারের দোষ দেয়া বা ঠিক উল্টা .........

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

greenrezwan বলেছেন: নিজেকে মুসলিম দাবি করলেই কি সে মুসলিম?
দাবিকৃত অধিকাংশ মুসলিম কি শির্কে লিপ্ত নয়?
তারা মুসলিম না মুশরিক?

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৩

মোঃ মাহমুদুল হাসান (মাহমুদ) বলেছেন: সমস্যা হচ্ছে মুর্খতা। এদেশের জনসাধারণও বুঝালে বুঝতে চায় না। কুরআনুল কারীমের আয়াতটির কি অর্থ আর এরা কিভাবে করলো

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭

মোঃ মাহমুদুল হাসান (মাহমুদ) বলেছেন: Intentionally যদি কেউ মুসলিমকে মুশরিক প্রমাণ করতে চায় শুধুমাত্র সেক্ষেত্রে গ্রমারের বিপরীতে গিয়ে এমন অনুবাদ করা সম্ভব।

আপনাকে অসংখ্য ধন্যবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.