নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

*

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

উল্লাস নয়, আবেগের ক্ষণ-
উৎসব নয়, কান্নার ক্ষণ-
একাত্তর! একাত্তর! অভিশাপ তোলো-
আছি, আজো আছি।

একাত্তর! একাত্তর! পিছে ফিরে দ্যাখো-
যে কেউটে মুখ রেখেছিল তোমার কালে-
পিষে দিয়েছি সফণা মুখটা-
আছি, আজো আছি।

আত্মারা শোও, বিশ্রাম করো, আরাম করো-
স্বর্গেতে যাও।
আর দরকার নেই থাকবার-
একাত্তর! আমরাই আছি।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১১

জেন রসি বলেছেন: একাত্তর! একাত্তর! পিছে ফিরে দ্যাখো-
যে কেউটে মুখ রেখেছিল তোমার কালে-
পিষে দিয়েছি সফণা মুখটা-
আছি, আজো আছি।

চমৎকার।

২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো হয়েছে। জয় বাংলা!

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন: .... মুগ্ধ..!

৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ।++

৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪১

শহিদুল বলেছেন: জয় বাংলা

৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৯

রিজভী খান রাজ বলেছেন: ভাই সাহেব

আপনার ''সেরা একুশ মার্শাল আর্ট '' লেখাটা পড়ে ভীষণ ভালো লেগেছে। তাতে ১৫-২১ র‍্যাঙ্কের যে সুন্দর বর্ণনা করেছেন তার তুলনা হয়না। কিন্তু ১-১৫ র‍্যাঙ্ক নিয়ে আপনি পরে আর কিছু লিখেন নি। লিখলেও তা খুঁজে পাইনি। জানতে আগ্রহী !

লিঙ্ক এখানে দিবেন প্লিজ :)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫০

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অসাধারণ লেগেছে ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একাত্তর! একাত্তর! পিছে ফিরে দ্যাখো-
যে কেউটে মুখ রেখেছিল তোমার কালে-
পিষে দিয়েছি সফণা মুখটা-
আছি, আজো আছি।

একাত্তর! চেতনায় নির্মোহ
যে কেউটে চেতনার মূখোশে লুকায় ফনা
বাদ যেন না যায় সেও
কুচলে দিতে হবে মূখোশের আড়ালে
কেউটে! কেউটে কখনো বিয়াই হয়!!!??

আত্মীয়তার দোহাই, জার্সি বদলের দোহাই
মূখোশধারী কেউটেদের যেন ক্ষমা না করে!
কুচলে দিতে হবে কেউটের জাতকেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.