নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
পেশোওয়ার কথা বলে,
অবিরত, অবিরত...
পেশোওয়ার কথা বলে,
কতশত! কতশত!
পেশোওয়ার ঢুকে পড়ে-
সময়কে ছিঁড়েখুঁড়ে
সেই পূব-বঙ্গতে,
অবিরত, অবিরত!
পেশোওয়ার, শিশু কার,
আর্মি- না কদাকার?
শিশু এই পৃথিবীর,
মানবের, তথাগত।
পেশোওয়ার চিৎকার
করে দেয় ধিক্কার
পেশোওয়ার পৃথিবীর-
পেশ করে লাশ যত!
পেশোওয়ার, পেশোওয়ার,
করে যাও হাহাকার-
ধর্ম ও দেশ ও জাতি
মানব না হলে, গত!
পেশোওয়ার, যেরবার,
হয়ে হয়ে বারবার,
কথা বলে, কথা বলে-
অবিরত, কতশত!
২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্কস হামাভাই। অনেক ভাল আছেন আশা করি।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: আপনার ছন্দের হাত বেশ ভালো।