নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
পণ করেছি কাঁদব না এবার
বাঁধব না দুই হাতে দুই হাত।
পণ করেছি... মরবে, মরেই,
জন্মে মানুষ মরে, মরা কাজ।
পোড়া শিশু, ছেঁড়া শিশু, মরা শিশু
ছিল, থাকবেই।
একটা শিশু, থমকে দিল,
রুখে দিল, মরার আগেই।
চুপ কেন তুই? চিৎকার কর,
অশ্রু ঝরা, কোথায় গেলি?
কন্ঠ কি নাই? তাই জড়ো কর্-
নিরবতাও যুদ্ধাপরাধ।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আসলে, যার যার বিশ্বাস তার তার কাছে।
এখনো জামাতেস্লামীর সদস্যরা বিশ্বাস করে, একাত্তরে বাংলাদেশের পাকিস্তানে আস্থা রাখা দরকার ছিল। ওদের বোঝানো আমরা বাদ দিয়ে দিয়েছি। সামনে এগিয়েছি। বোঝার সাথে পিছনে পড়ে থাকার কোন মানে নাই।
২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৭:০৭
নস্টালজিক বলেছেন: সাইলেন্স।
ভিড় ঠেলে সামনে দাড়ানোর সময় খুব কাছে চলে আসছে।
শুভেচ্ছা, লিসানী ভাই।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুভেচ্ছা, প্রিয় নস্টালজিক ভাই।
একটা শপথ করেছি। কী করব, এটাই পৃথিবী। পৃথিবীতে শিশু মরেছেই। এভাবেই মরেছে। গণ-পরিষ্কারকরণ চলেছেই, সর্বযুগে, এভাবেই।
তাই বলে চোখকান কেমন করে কতদিন বন্ধ রাখি? একটা প্রতিজ্ঞা করেছি, মুখোশ খুলতেই থাকব। প্রত্যেক নির্যাতিতের পক্ষে, প্রত্যেক নির্যাতনকারীর বিরুদ্ধে।
৩| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
শেখের বেটার বোচকা ধরে
টান মারো ভাই জোর হাতে
সউদ নামে- আরব বেঁচে
ইহুদীদের গোলামীতে!
যারা রবের শত্রু বলে আছে ঘোষনা
তার সাথে কোন যুক্তি কোন কথা চলে না,
শয়তানেরই শিষ্য চেলা, ইয়াজিদের আলখেল্লা
ইসলামেরই নামেরে ভাই খেলছে বিভাজনের খেলা;
এক আল্লাহ এক রাসূল এক কোরআন যাদের
তারা কেন বিভাজিত শিক্ষা ভুলে তাওহিদের?
কেবল আসলে ফিরে মূল সেই পথে আহলে বাইয়াতে
আসবে বিজয় প্রতিশ্রুত, আছে কোরআনেরই আয়াতে।।
লোভ ক্ষমতা ঐশ্বর্যের গোলাম যারা শেখ নামে
তাদের যদি ইমাম মানো ঝরবেই রক্ত অক্ষমে!
আল্লাহর রশি ধরা রাসূলেরই বাইয়াত ধারা
সেই ইমামের কর সন্ধান, মুক্তির পাবে ইশারা।।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অসাধারণ কবিতা হয়েছে ভাই। পোস্ট করতে পারেন।
মানুষ কেন সরলে বিশ্বাস রাখতে পারে না, জানে না?
মানুষ ঠিক কী কারণে স্পষ্টটাকে চোখের সামনে দেখতে পায় না?
আমার মাঝে মাঝে মানবজাতির উপর ভরসাটা একটু টলে যায়। গোঁড়ামি মানুষ কতদূর পর্যন্ত করতে পারবে? কতদূর পর্যন্ত করতে পারে?
৪| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩০
মামুন রশিদ বলেছেন: একটা শিশু, থমকে দিল,
রুখে দিল, মরার আগেই।
#savegaza
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সেইভ হিউম্যানিটি। মানুষ মানুষ হতে ভুলে গেছে ভাই। সবার সাথে আমরাও শামিল।
৫| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রতিবাদ জানাই এই নৃশংস হত্যাকাণ্ডের।
২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: চিরকাল মানুষ এমনি ছিল। আমরা কেন যেন এটাকে এড়াতে চাই। পারি না, স্তব্ধ হই, চিন্তিত হই।
চিরকাল শিশুরা এভাবে সীমানা নির্ধারনের যুদ্ধে জবাই হয়েছে।
তবু চিরকালই আমরা প্রতিবাদ জানাই। মানুষ ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছিল, এটা তাদের প্রাপ্য ছিল না।
৬| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
হাসান মাহবুব বলেছেন: নীরবতাও যুদ্ধাপরাধ।
০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কারণ আমরা সবাই মিলে থাকতে এসেছি এখানে... আন্তরিক কৃতজ্ঞতা, হামাভাই।
৭| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৭
আমি তুমি আমরা বলেছেন: একটা শিশু, থমকে দিল,
রুখে দিল, মরার আগেই।
চুপ কেন তুই? চিৎকার কর,
অশ্রু ঝরা, কোথায় গেলি?
কন্ঠ কি নাই? তাই জড়ো কর্-
নিরবতাও যুদ্ধাপরাধ।
ভাল লাগল+++
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা ভাই। আশা করি খুব খুব ভাল আছেন।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
অন্ধবিন্দু বলেছেন:
নিরবতাও যুদ্ধাপরাধ
অপরাধ বুঝার মতো বিবেক বিকশিত করেছি কী আমরা !
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই বিবেক বিকশিত করার চেষ্টাতেই তো রয়েছি সর্বক্ষণ। নিরপরাধ যে কোন মানুষের, তা সে যেই হোক না কেন, হত্যার বিরুদ্ধে আছি।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪৫
হরিণা-১৯৭১ বলেছেন: প্যালেস্টাইনীদের দরকার দেশ; তারা তা যুদ্ধ করে নেয়ার মত অবস্হানে নেই; শান্তিতে আস্হা রেখে তারা দেশ পাবে।