নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

আয়রে পিশাচ, জড়ে আয়

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৯

চোখ তো মাত্র দুইটা,

সেখান থেকে ঘুম উবে যেতে বেশি সময় লাগেনি।

অনেক. অনেক বেশি সময় লেগেছিল

আত্মাদের উড়ে যেতে।

চায়নি, জোর করে টেনে টেনে ঘাড় ধাক্কা দিয়ে

বের করে দিয়েছিল।

একটা কোষও বাকী রাখেনি-

যেখানে কোন ফাঁকফোঁকড়ে আল্লা আল্লা করে লুকিয়ে থাকা যায়।

থেঁতলানো শরীর থেকেও বেরিয়েছিল আত্মা।

ইনট্যাক্ট। চকমকে।

আত্মাদের বসার কোন জায়গা নাই।

দাঁড়িয়েই ছিল। যুগ-যুগান্তর।

কচি, ছোট্ট আত্মা বেরিয়েই সে কী ভয়!

আত্মারা তারস্বরে চিৎকার করে,

পিশাচ, পিশাচ, ডাকপাড়ি!

বিয়াল্লিশ বছরের অভুক্ত পিশাচ-

কাগজের পিছে লুকায়।

আরবি কাগজ, ইংলিশ কাগজ, উর্দু কাগজ, বাংলা কাগজ।

আত্মাদের দীর্ঘশ্বাসে কাগজেরা হলদে হয়ে যায়।

তামাটে হয়ে যায়। পাপী, ভঙ্গুর, ন্যাতন্যাতে হয়ে যায়।

বিয়াল্লিশ বছরের সেক্স-স্টার্ভড পিশাচ শরীর খোঁজে-

আশ্রয় খোঁজে।

কিন্তু পিশাচের জন্য অবশিষ্ট কোন লাশ নাই।

লাশেরা গলে গেছে।

লাশেদের আত্মা তবু চিৎকার করে,

পিশাচ, পিশাচ, ডাকপাড়ি।

পিশাচ যেতে চায় না। পিশাচ যাবে না।

পিশাচ মাংস খাবে।

পিশাচ যাবে না। মাংস খাবে।

আরো এত্তোগুলো মাংস খাবে।

এবার পোড়া পোড়া মাংসেরাই ডাকপাড়ে,

পিশাচ, পিশাচ, ডাকপাড়ি।

পিশাচ তারের ভিতরে লুকায়। তারপোড়া গন্ধছোটে দিগ্বিদিকে।

পিশাচ হাইকমোডের পিছে লুকায়।

কমোডে থরের হাতুড়ির বাড়ি পড়ে। হেইয়া হো! হেইয়া হো!

পিশাচ কথার আড়ে থুতু ছিটায়।

আঙুলে ফুটিয়ে তোলে যোনীর চিহ্ন।

চিহ্নের ফাঁকা দিয়েও চেয়ে দেখে,

আত্মারা ঘুরপাক খায় আজরাইল হয়ে-

পিশাচ, পিশাচ, ডাকপাড়ি।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১১

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কথা

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাল লাগল +++

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাল থাকুন। ধন্যবাদ রইল।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কবিতা টা মোটামোটি ভালই হইসে। তাইত পোস্টে প্লাস জানিয়ে গেলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই মোটামোটির জন্য এত্ত ধন্যবাদ।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

মামুন রশিদ বলেছেন: এবার পোড়া পোড়া মাংসেরাই ডাকপাড়ে,
পিশাচ, পিশাচ, ডাকপাড়ি।

দারুণ!

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্কস মামুন ভাই। দেশটার জন্য দোয়া করেন।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

হাসান মাহবুব বলেছেন: চরম লিখসেন।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হামাভাই ধন্যবাদ অনেক।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

ধূর্ত উঁই বলেছেন: কবিতার নাম শুণে ভাবলাম আমাকে গালিগালাজ করে ডাকছেন। লেখাটা ভাল হয়েছে।চরমপত্র ।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইয়াল্লা, আপনাকে কেন শুধুশুধু গালাগালি করব?
কৃতজ্ঞতা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.