নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ কোথায় হয়? যুদ্ধ কেন হয়? [মাইক্রোব্লগ-৩]

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

যুদ্ধ, গত ১৫০ বছর ধরে দুই বিশ্বযুদ্ধের কথা বাদ দিলে হয় শুধু আফ্রিকায়। ঘরে ঘরে যুদ্ধ। পাড়ায় পাড়ায় যুদ্ধ। গোত্রে গোত্রে ও অঞ্চলে অঞ্চলে যুদ্ধ। দেশে দেশে তো আছেই।

এশিয়ায়। উত্তর ভিয়েতনামের সাথে দক্ষিণ ভিয়েতনামের যুদ্ধ। কেন? উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। চীনের সাথে ভারতের যুদ্ধ। বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ। কেন?

বৃহত্তর আরবে। ইজরায়েলের সাথে জর্ডান-লুবনান-আরাবিয়ার যুদ্ধ। মিশরের। সিরিয়ার। ইরাকের সাথে ইরানের। আবার ইরাকের সাথে কুয়েতের। আবার ইরাকের সাথে সৌদি বলয়ের। আবার ইরাকের সাথে ইঙ্গ-মার্কিনের। কিন্তু ইঙ্গ-মার্কিন এ কেমন যুদ্ধ করে যে তাদের দেশের মানুষ শান্তিতে বিছানায় শুয়ে শুয়ে পপকর্ন খেতে খেতে ব্যাক টু দ্য ফিউচার দেখে, ডেট করে বেড়ায়, আর যুদ্ধরত অপর দেশ ভিয়েতনাম-ইরাক-আফগানিস্তান-সিরিয়া-তিউনিশিয়া-মিসর-লিবিয়ায় পুড়ে খাক হয় এখনো গর্ভ থেকে বের না হওয়া শিশুটা, যে ছেলে ছিল কি মেয়ে ছিল তাই তার সদ্যমৃত মা জানতে পারল না?

যুদ্ধ হয় লাতিন আমেরিকায়। যুদ্ধ ওশেনিয়ায়। সারা পৃথিবীতেই টুকটাক যুদ্ধ চলতে থাকে, শুধু বর্মানের উন্নত রাষ্ট্র এবং ভবিষ্যতের উন্নত রাষ্টের বলয় বাদ দিয়ে। কেন?



যেসব নিয়ে প্রশ্ন ওঠে সবচে বেশি, সে বিষয়গুলো নিয়ে মূলপোস্ট হচ্ছে এগুলো-



পরিচয়: ১. বাঙালী ২. জামাতের আদর্শ ও পরিণতি ৩. হেফাজতে ইসলাম ৪. হিজবুত তাহরীর



মুসলিমের: ১. উপলব্ধির উপায় ২. একজন মুসলিমের তাহলে কেমন হতে হবে?



লড়াই: ১. অবমাননায় মুসলিমের করণীয় ২. শাহবাগীরা কী চায় ৩. আস্তিক-নাস্তিক ক্যাচাল ৪. কারা লড়ছে, কেন লড়ছে ৫. শুধু বিধর্মে নয়, সংঘাত সর্বত্র



জামাতের কিছু বিষয়: ১. জামাতের প্রচার পদ্ধতি ২.

অবমাননা জামাতেই

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: লিসানি ভাই, কেমন আছেন?

কিছু মনে করবেন না, আপনার এই মাইক্রো ব্লগিং এর উদ্দেশ্য কি?
আসলে ব্লগে এই কয়েকদিন নিয়মিত ছিলাম না। এটা একটি কারণ হতে পারে। বুঝতে পারছি না ঘটনা কোন দিকে মোড় নিয়েছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আলহামদুলিল্লাহ ভাল আছি। মাইক্রোব্লগিঙের উদ্দেশ্য দুইটা- ১. আমার ফেবুতে লিখতে ভাল্লাগে না। এদিকে সামুতেও ফ্লাড হয়। তাহলে লিখতে দোষ কী। ফেবু একাউন্টএর পাসওয়ার্ডও হারিয়ে ফেলেছি। মানুষ এখন লম্বা লেখা পড়তেও চায় না। ২. বারবার মূল সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ। কিন্তু বিতর্ক এড়ানো।

ধন্যবাদ ভাই।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেকে দেখছি আপনার মাইক্রোব্লগিং নিয়ে টেনশিতো! :D :D :D

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তেমনি দেখা যাচ্ছে। তবে বন্ধুভাইয়ের বিষয়টা আলাদা। তিনি আসলেই জানতে চাইছেন ঘটনা কী।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

সিদ্ধার্থ. বলেছেন: একদল স্বার্থান্বেষী ,কায়েমী ,ধর্মান্ধ ব্লগার আপনার পিছনে লেগে আছে গত কয়েকদিন ধরে ।তাদের লেজে যে আগুন জ্বলছে তা স্পষ্ট বোঝা যায় ।

যুদ্ধ একটা ইনভেসমেন্ট ,যা কিনা ধর্ম আর দেশ কে সামনে রেখে করা হয় ।++

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: যুদ্ধ একটা ইনভেসমেন্ট ,যা কিনা ধর্ম আর দেশ কে সামনে রেখে করা হয় ।

ধন্যবাদ ভাই। বিষয়টা সব সময় এখানেই।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


পরের পর্বের অপেক্ষায়।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সংঘাতমুক্ত বাংলার প্রতীক্ষায়।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

নিকষ বলেছেন: রথচাইল্ড!

মনটা ভাল? (মাইক্রোকমেন্ট)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: :|
(মহামাইক্রোকমেন্ট।)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

নিয়েল হিমু বলেছেন: এই সিরিজটাই শেষ করা দরকার ছিল আগে । যাই হোক চলুক

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাইরে, এক পোস্ট করে দিলে তো লাভ নাই। কেমন আছেন আপনি।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো একটা সিরিজ লিখছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.