নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
আমেরিকার বুকে গত ২০০ বছরের মধ্যে কোন যুদ্ধ কি হয়েছে? না।
গত ১৫০ বছরের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ তাবৎ ইউরোপে কোন যুদ্ধ কি হয়েছে প্রথম আর দ্বিতীয় মহাযুদ্ধ ছাড়া? না।
অস্ট্রেলিয়ায়? ক্যানাডায়? চীন-জাপান-ব্রাজিলে? না।
আমরা বর্তমানে উন্নত রাষ্ট্র এবং ভবিষ্যতের উন্নত রাষ্ট্র বলতে শুধু এই দেশগুলোকেই চিনি। এই চতুর দেশগুলো যুদ্ধ এক্সপোর্ট করে। এই চতুর দেশগুলো তৈরি করে এম ফোর থেকে শুরু করে কালাশনিকভ রাইফেল, তারাই বানায় হাইড্রোজেন বোমা থেকে শুরু করে যুদ্ধের একটা মামুলি লিসনিং ডিভাইস পর্ন্ত সবকিছু।
তাদের বাণিজ্যই যুদ্ধ তৈরি করা। তারা যুদ্ধ তৈরি করবে, যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করবে দুই পক্ষকে।
কিন্তু একবার ভেবে দেখুন, যুদ্ধ কখনো তাদের ভূমি স্পর্শ করতে পারে না। কখনোই না। কেন?
যেসব নিয়ে প্রশ্ন ওঠে সবচে বেশি, সে বিষয়গুলো নিয়ে মূলপোস্ট হচ্ছে এগুলো-
পরিচয়: ১. বাঙালী ২. জামাতের আদর্শ ও পরিণতি ৩. হেফাজতে ইসলাম ৪. হিজবুত তাহরীর
মুসলিমের: ১. উপলব্ধির উপায় ২. একজন মুসলিমের তাহলে কেমন হতে হবে?
লড়াই: ১. অবমাননায় মুসলিমের করণীয় ২. শাহবাগীরা কী চায় ৩. আস্তিক-নাস্তিক ক্যাচাল ৪. কারা লড়ছে, কেন লড়ছে ৫. শুধু বিধর্মে নয়, সংঘাত সর্বত্র
জামাতের কিছু বিষয়: ১. জামাতের প্রচার পদ্ধতি ২.
অবমাননা জামাতেই
১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পড়ে শেষ করার?
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কাদের উদ্দেশ্যে এই পোষ্ট?
১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পোস্ট ধারাবাহিকতায়, স্বর্ণাপু।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৮
সায়েদা সোহেলী বলেছেন: হুম
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পরের পর্বের অপেক্ষায় দারুন লাগছে সিরিজটি।
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই, পড়ছেন জেনে কৃতজ্ঞ। শুভেচ্ছা।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২
হ্যারিয়ার টু বলেছেন: আমেরিকার আইনে আছে, যুদ্ধরত বা যুদ্ধের হুমকি দেয়া দেশগুলোতে অস্ত্র বেচতে পারেনা!
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তাতে অস্ত্র তো আর ফুল হয়ে যায় না। অস্ত্রই রয়ে যায়।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭
এস বাসার বলেছেন: কত দূরে? ঐ দেখা যায় তালবান!
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নাহ, আমরা ভীত নই। আমরা শুধু আলাপ করতে পারি। আপনার কমেন্টগুলো ভাবায়। ভাল থাকুন ভাই।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: চালিয়ে যান সিরিজটি। +
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কতদূর, জয় ভাই?
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
ঘুড্ডির পাইলট বলেছেন: এই পোষ্টে দেখি এখনও এটাক শুরু হয় নাই !
এখনও মনে হয় কেউ টের পায় নাই !
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ঘুপাভাই, বেচারারা ক্লান্ত।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আজকাল যুদ্ধের ব্যাবসা হলো অনেক লাভের ব্যাবসা!
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এককথায় অনেক কথার সুর। এককথায় সবকিছু স্পষ্ট।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১
নিয়েল হিমু বলেছেন: হু বিষয়টা ঠিকই বলেছেন । দেখি পরের পর্ব তারপর কমেন্ট করতেছি
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওক্কে ভাইডি। আমার দেশটা কেমন আছে!
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৭
সায়েদা সোহেলী বলেছেন: আপনার দেয়া লিঙ্ক গুলোতে না গিয়েই মন্তব্য করছি ।
বাংলায় কিছু প্রবাদ আছে । যেগুলো কোথা থেকে উতপত্তি জানিনা তবে এখন কার রথী মহীরথীদের সাথে বেস ভালো যায়
" চোররে কয় চুরি করো ,গ্রিহস্থ রে কয় ধরো ধরো। "
"কাটা দিয়ে কাটা তোলা "
"ধরি মাছ না ছুই পানি "
আপনার সবগুলো লেখা শেষ করার ইচ্ছে আছে