নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী...
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ভরে
জয় বাংলা বলতে মন আমার
এখনো কেন ভাবরে মন?
হারানো বাংলাকে আবার তো ফিরে পাব
শৌর্যে বীর্যে কোথায় আছে
হায়রে এমন সোনার খনি?
বিশ্বকবির সোনার বাংলা
নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ,
বাংলাদেশ!
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে-
তোমার ওই শ্যামল বরণ
কোমল মূর্তি মর্মে গাঁথা...
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
ওগো মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
তোমার পরেই খেলা আমার দু:খে সুখে...
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে-
তুমি যে সকল সহা সকল বহা
মাতার মাতা...
আমি কাটানু দিন ঘরের কোণে,
তুমি বৃথাই আমায় শক্তি দিলে, শক্তিদাতা-
আমরা পরাজয় মানব না,
তোমার মাটির একটি কণাও ছাড়ব না,
আমরা শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি,
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।
মরি হায়, হায়রে মা তোর
মুখের বাণী আমার কানে লাগে
সুধার মতো...
মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন...
ওমা আমি নয়নজলে ভাসি,
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
জাগোরে সন্তান,
হিন্দু-মুসলমান-
থাকে থাকিবে প্রাণ,
নাহয় যাইবে প্রাণ...
ভয় কী মরণে,
রাখিতে সন্তানে-
মাতঙ্গী মেতেছে আজ
রমণও রঙ্গে
তা থৈ তা থৈ থৈ
তাকি তাকি থম থম
ধূর্ত পিশাচ নাচে
যোগিনী সঙ্গে
আমরা যা খুশি তাই বলি
আবার তার খুশিতেই চলি
আমরা নই বাঁধা নই বাঁধা
কারো দাসের দাসত্বে
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুঁটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যাচল।
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি
জেনে নিক দুর্বৃত্ত
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কোটি প্রাণ একসাথে
জেগেছে অন্ধরাতে
নূতন সূর্য ওঠার
এইতো সময়
রাফাভাই ভাল লাগা ছড়িয়ে গেল মনের ভিতরে।
২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
ঘুড্ডির পাইলট বলেছেন: ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
এই গান গাইলে কি শিরক হইবো ? মাথা তো ঠেকান যাইবো না !
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হাসতে হাসতে শেষ। তাইলে তো বালিশে মাথা ঠেকাইলেও শিরক। আবার আপনে না ওইদিন কইলেন, নিচু হইয়া জুতার ফিতা বান্ধনও শিরক হইব...
:!> :#>
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শিরক কি এত সস্তা নাকি...
শিরক ব্যবসায়ীদের আবু দাঊদ শরীফের এই হাদিস বারবার পড়াতে হবে।
... নিশ্চইয় মহান আল্লাহ রাব্বুল আলামীন আমার উম্মদের শিরকের ভয় থেকে পুরোপুরি নিশ্চয়তা দিয়েছেন। তারা কখনো শিরক করবে না।
এইবার ঠেলা সামলা। যে কইব মুসলমানে শিরক করসে,
ওরে আগে হাদিস কয় কারে সেইটা বুঝাইতে হইব।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল ভাই।
৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪
পাকাচুল বলেছেন: সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আআহ্... চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে,
ওমা আমার প্রাণে বাজায় বাঁশী।
৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাংলার মাটি দুর্জয় ঘাঁটি
জেনে নিক দুর্বৃত্ত
ভালো লাগলো লিসানি ভাই।
আর হ্যাঁ শিরক ব্যাবসায়ীদের আগে তো কোরান হাদিস মাথায় ঢকুত হবে! মনে হয় শুধু তাদের জন্যেই পবিত্র কোরানে (সুরা বাকারায়) একটা আয়াত আছে যে কোরানের বাণী তাদের গলার নীচে(আমার ধারনা হৃদয়) নামে না।
জয় বাংলা।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এক্সাক্টলি, হৃদয়ে।
মানুষের হৃদয়ে কিন্তু ৪০০০+ নিউরনের একটা স্বতন্ত্র্য নিউরাল সিস্টেম থাকে, সরলভাবে বলতে গেলে একটা অতি ক্ষুদে মস্তিষ্ক, যাকে আমরা ক্বালব বলি।
ক্বালবের গুরুত্ব অন্যত্রও আছে।
হৃদয়ের নিউরাল সিস্টেম সৃষ্টি হয় মস্তিষ্ক ডেভেলপ করার আগে।
ইন ফ্যাক্ট, এটাই সৃষ্টি করে মস্তিষ্ককে। তাই মস্তিষ্কের পর হৃদয় নয়, হৃদয়ের দান মস্তিষ্ক।
তাদের মধ্যে পারস্পরিক আদান প্রদান তো হয় আমরা জানি, মাঝে মাঝে হৃদয়ের নিউরাল সিস্টেম মস্তিষ্কের নিউরাল সিস্টেমকে রিজেক্ট করে।
অর্থাৎ মস্তিষ্ক এক আদেশ দিচ্ছে এবং হৃদয়ের সিস্টেম সেটাকে ডিনাই করে।
তাই কুরআনে হৃদয়কে এত গুরুত্ব দেয়া হয়েছে।
কুরআনের আয়াত আমরা যতই পড়ি, তা হৃদয়ঙ্গম না হলে কোন কাজেই আসবে না।
এই হল গলার তলায় প্রবেশ না করার বিষয়টা।
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল লাগল।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই।
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
আশিক মাসুম বলেছেন: ছবি আর কবিতা ২ টা তেই +++
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দ্বিগুণ প্লাসে বহুগুণ খুশি।
৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
বোকামন বলেছেন: কোটি প্রাণ একসাথে
জেগেছে অন্ধরাতে
নূতন সূর্য ওঠার
এইতো সময় .....
নিমন্ত্রণ
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্কস। যাচ্ছি ভাই এখনি।
১০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭
রুদ্র মানব বলেছেন: চমৎকার ছবি ব্লগ
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ রইল ভাই।
১১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++++++
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কান্ডারী ভাই ভাল থাকুন অযুত নিযুত বছর ধরে নিজে এবং মানুষের মনে।
১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৫০
নিয়েল ( হিমু ) বলেছেন: পোষ্ট পর্যবেক্ষণে রাখলাম ।
০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্ক ইউ ভাই। সব মিলিয়ে আছেন কেমন?
১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: লিসানি ভাই আপনার জ্ঞান এবং বিশ্লেষনী ক্ষমতা আমাকে মুগ্ধ করে। এগুলো নিযে ঘন্টার পর গন্টা আলোচনা করা যাবে এরপরও মনে হবে অনেককিছুই বাকিরয়ে গেল। শুভকামনা ভাই।
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু। আল্লাহ সাবধানতা দান করুন, যেন নীতিগত ভুল কখনো না করি। প্রায়োগিক ভুল কখনো না হয়। এই দোয়া রাখবেন। সত্যি সত্যি রাখবেন।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১
দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর পোষ্ট ভাই। প্রিয়তে রাখলাম।
আমার দেখা অন্যতম একটি ছবিব্লগ !
বিশ্বকবির সোনার বাংলা
নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ,
বাংলাদেশ!
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন। রাজনীতি দেখি আর অবাক হই, দেখেন তো চারদিকে কী চালাচালি শুরু হয়ে গেল! হয়ত অনিচ্ছাকৃত হলেও এখন নিজেকে গুটিয়ে নিতে হবে।
১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
বৃতি বলেছেন: অনেক ভাল লাগলো । ছবিগুলো শেয়ারের জন্য ধন্যবাদ ।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বৃতি!
১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮
নিয়েল ( হিমু ) বলেছেন: আমার নিজের হাতে তোলা একটা আছে । সময় করে অবস্যই দিয়ে যাব এই অসাধারন পোষ্টের কমেন্টে । ++
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দিবেন কিন্তু! ভুললে চলবে না। আপনি অনেক কষ্ট করে ফোন দিয়ে কমেন্ট করেন এই জিনিসটা খুব ভাল লাগে হিমুভাই।
১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ স্বর্ণাপু।
১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: ভালো লাগলো.......
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আরো কাজু বাদাম খাবো! (কালকে রাতে একটু খেলাম, অনশন শেষ করে।)
১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: এই প্রথম কোন ছবিব্লগ প্রিয়তে নিলাম।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। এই প্রথম ছবিব্লগ প্রিয়তে- বিষয়টা অত্যন্ত সম্মানের। আমি কিন্তু সত্যি সত্যি কাজু খেয়েছি কালকে রাত্রে!
২০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
নিয়েল ( হিমু ) বলেছেন: খুজে পাচ্ছি না । কুন হালার কাছে যে ছবিটা আছে ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
রাফা বলেছেন: জয় বাংলা বাংলার জয়
হবে , হবে, হবে নিশ্চয়।
মায়ের জন্য পতাকা-র ছবি ব্লগ ভালো লাগলো।
ধন্যবাদ,গো.দ.লিসানী ভাই।