নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

একাত্তর ঘন্টার অনশনে যুক্ত হলাম শহীদ রুমী স্কোয়াডের সাথে

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮



তাঁরা ও আমরা বাকিরা একই রকম। আমাদেরও ক্ষুধা লাগে তাঁদেরই মত। আমাদের একটা ঘর ও মাথার উপর ছাদ, পিঠের নিচে বিছানার প্রয়োজন হয়- তাঁদেরও। তাঁরা অপেক্ষা করছেন ভোরের জন্য। শাহবাগে। জাদুঘরের সামনে। পিঠের নিচে শক্ত ফুটপাতের পাথরগুলো লজ্জায় শীতল। আপনারা আমরণ অনশন করছেন, একটু অনুভব করে দেখতে চাই আপনাদের, একটু ছুঁয়ে দেখতে চাই অনুভূতি।



নিতান্তই গৃহী মানুষ আমরা। নিতান্তই ভোগী হয়ত। ঘর বাঁধা হয়ে দাঁড়ায়। সংসার, স্ত্রীপুত্র দেয়াল হয়ে দাঁড়ায়। তাই শাহবাগে পিঠ ঠেকাতে পারি না। প্রতীকীভাবে আপনাদের সাথে, শহীদ রুমী স্কোয়াড, যুক্ত হলাম ৭১ ঘন্টার জন্য।



আপনাদের মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের, পরিচ্ছন্নতার, দৃঢ়-সংকল্পের।

মন্তব্য ৭০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

নিয়েল ( হিমু ) বলেছেন:
মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের
জয় বাংলা

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জয় বাংলা! কী মধুর বচন! কী মধুর শব্দ! বলতে পারলে মন উচাটন।

২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: শ্রদ্ধা জানাই।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নিতান্তই গৃহী মানুষ আমরা। নিতান্তই ভোগী হয়ত। ঘর বাঁধা হয়ে দাঁড়ায়। সংসার, স্ত্রীপুত্র দেয়াল হয়ে দাঁড়ায়। তাই শাহবাগে পিঠ ঠেকাতে পারি না।

তাই তাঁদের প্রতি শ্রদ্ধা।

৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের।
জয় বাংলা

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জয় বাংলা শব্দটার আগুন ধরানো নেশা আছে। জয় বাংলা শব্দটার অচল পাথর ভাঙার শক্তি আছে। এ শব্দটা হিমালয় টলাতে জানে। গলাতে জানে। গলিয়ে পদ্মা মেঘনা যমুনা করে বাংলা সাগরে মিলাতে জানে।

জয় বাংলা!

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০

মামুন রশিদ বলেছেন: আমরাও যুক্ত হলাম প্রজন্মের বীর সেনানীদের সাথে ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: যুক্ত হলাম, কারণ আমরা আর তাঁরা ভিন্ন কেউ নই। কারণ আমরা আর তাঁরা একই আকাশের নিচে একই স্বাধীনতাকে পূর্ণভাবে ভোগ করতে চাই। মামুন ভাই ধন্যবাদ।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

s r jony বলেছেন: অনশন চলছে,
আছি শাগাবাগে, শহীদ রুমি স্কয়াডের সাথে।



চলে আসেন আগামিকাল,

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: গতকালও গিয়েছিলাম ভাই। আজো আসছি। কিছুক্ষণের জন্য।

৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

দূর্যোধন বলেছেন: অনেক ধন্যবাদ,লিসানী । :)

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দূর্যোদা বাংলা জাগলে অগ্নিকুন্ড হয়, চিরকালই। দাম দিয়ে কিনেছি বাংলা। সহজে শাহবাগ আগুন নিভবার নয়।

৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

নস্টালজিক বলেছেন: আমি আহত যোদ্ধা! বোধহয় যুদ্ধের ভীরু সৈনিক!

তাতে কি,

অন্তত এই সাহসী যোদ্ধাদের তো স্যালুট জানাতে পারি! শাহবাগ এ গিয়ে চুপচাপ দেখে আসতে পারি নির্ভীক মুখগুলোকে!


জয় বাংলা!

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অন্তত এই সাহসী যোদ্ধাদের তো স্যালুট জানাতে পারি! শাহবাগ এ গিয়ে চুপচাপ দেখে আসতে পারি নির্ভীক মুখগুলোকে!


জয় বাংলা!


কবি, এই একটু কথা আমারও। কিছুই করার নেই, তাই চোরের মত, মুখচোরার মত চুপচাপ দেখে আসি। এখানে সেখানে দাঁড়িয়ে ক্ষিপ্ত স্লোগান দেই। তারপর আরেক জায়গায়।

৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

আলতামাশ বলেছেন: চলছে লড়াই চলবে
বীর বাঙ্গালী লড়বে

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমি কে তুমি কে?
হিন্দু মুসলিম বাঙালি।
আমি কে তুমি কে?
বৌদ্ধ খ্রিস্টান বাঙালি।
আমি কে তুমি কে?
চাকমা মারমা বাঙালি।
আমি কে তুমি কে?
বাঙালি বাঙালি।

বাঙালি-বাংলাদেশী,
রুদ্ধ করো ছদ্মবেশী।

৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

নাইট রিডার বলেছেন: পারছিনা যেতে রুমি স্কোয়াডের সাথে একাত্ম হতে, কিন্তু তাতে কি যেখানে বসে আছি সেখানে অনশন করতে সমস্যা কোথায়? এই অনশন কেউ দেখবেনা, হয়ত কোন প্রভাবও ফেলবে না সরকার বা বিরোধী দল বা অন্য কারও উপরে, কিন্তু নিজের বিবেকের কাছে তো মাথা উঁচু করে বলতে পারব, "হ্যা আমিও ছিলাম রুমি স্কোয়াডে।"

আর এই অনশন হবে সোনার চেয়েও খাঁটি কারণ নিজে ছাড়া আরও কেউ জানছে না এই ব্যাপারে, প্রমাণ দিতে হচ্ছে না কাউকে। এ শুধু নিজের বিবেকের কাছে নিজের জবাবদিহিতা।

আমি শুরু করেছি এই অনশন, দোয়া করবেন যেন রুমি স্কোয়াডের সাথে থাকতে পারি।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সালাম ভাই। লক্ষ সালাম। দেশ আমার মা। ত্রিশ বছর খাওয়াতে পেরেছে। তার বাতাস, শুদ্ধ পানি, আর অযুত খাদ্য। নাহয় তার জন্য চেষ্টাটুকু করি।

১০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

রুদ্র মানব বলেছেন: শ্রদ্ধা জানাই , রুমী স্কোয়াডের জয় হোক ।


জয় বাংলা

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাংলা বিজয় পেয়েছে তমুদ্দুন মজলিসের হাত ধরে, ব্রিটিশ বিরোধী মুসলিম লীগ (পাকিস্তান আমলের নয়), আওয়ামীলীগ (স্বাধীনতা যুদ্ধে), জেড ফোর্স, কে ফোর্স, ১১ সেক্টর, বাঙালি সামরিক বাহিনী, বাঙালি পুলিশ, বাঙালি ইপিআর, গণবাহিনী, গেরিলা বাহিনী, মুক্তি বাহিনী, মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী'র হাত ধরে।


বাংলার নবমুক্তিতে যুক্ত হোক আরো আরো নাম।

আমরা সত্যের পক্ষে। আর মহান স্রষ্টা সত্যের পক্ষে।
জয় বাংলা।

১১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাদের মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের, পরিচ্ছন্নতার, দৃঢ়-সংকল্পের।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দৃঢ় সংকল্প ছাড়া কখনো সূর্য বিজিত হয়না।
দৃঢ় সংকল্প ছাড়া এম্নি এম্নি পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় না।

১২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১

আমিনুর রহমান বলেছেন: প্রতীকীভাবে আপনাদের সাথে, শহীদ রুমী স্কোয়াড, যুক্ত হলাম ৭১ ঘন্টার জন্য।


সালাম আপনাকে লিসানি ভাই।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিনুর রহমান ভাই, আপনাদের সবাইকে সালাম। আমরা সবাই এক বায়ু এক জলে ঋদ্ধ, এক খাদ্যে পরিপুষ্ট, আমাদের মনোবল পাথর টলিয়ে দিবে ইনশাআল্লাহ।

১৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মন্ত্রীর সশ্রদ্ধ সালাম জানবেন লিসানী ভাই আর জনি ভাই সহ শহীদ রুমি স্কোয়াডের সকল বীরেরা ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই সামান্য সহমত আমরা, রুমী স্কোয়াড তো সূর্যজয়ের প্রতীক্ষায়। সালাম তাঁদের। তাঁদের সকল সহযাত্রীদেরও।

১৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪

রেজোওয়ানা বলেছেন: আপনাদের মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের, পরিচ্ছন্নতার, দৃঢ়-সংকল্পের


তোমাদের সাথে বসতে পারার সাহস, সামর্থ্য কোনটাই হয়তো নেই আমার......তবে সাথেই আছি!

জয় বাংলা

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রেজোওয়ানা আপু, সাহস অগ্নিস্ফুলিঙ্গ, বাতাসে বাতাসে ধায়। একদিক থেকে আরেকটা দিক জ্বালিয়ে জ্বালিয়ে যায়। আমরা সবাই একত্রেই আছি। আপনি আমি হয়ত জীবনের কিছু ঋণের জন্য যেতে পারছি না, কিন্তু আজকে, একটু সময়ের হেরফের থাকলে আমরাও পিঠ ঠেকাতাম পথে। এই বিশ্বাস এই সংকল্প সুপ্ত থাকে মনে।

১৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫১

বাংলাদেশী দালাল বলেছেন: লেখক বলেছেন: জয় বাংলা শব্দটার আগুন ধরানো নেশা আছে। জয় বাংলা শব্দটার অচল পাথর ভাঙার শক্তি আছে। এ শব্দটা হিমালয় টলাতে জানে। গলাতে জানে। গলিয়ে পদ্মা মেঘনা যমুনা করে বাংলা সাগরে মিলাতে জানে।

জয় বাংলা!


শ্রদ্ধা জানাই আপনাদের।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শ্রদ্ধা জানাই দৃঢ়তার সাথে যারা দশের জন্য দেশের জন্য পথে নেমেছেন। ভাই ভালবাসা রইল অনন্ত।

১৬| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: জয় বাংলা! আমাদেরই জয় হবে, আমরাই দেশ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমরাই দেশ। কত্তবড় কথা, আমরাই দেশ। তাইতো। শুভেচ্ছা রইল ভাই।

১৭| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬

হইচই বলেছেন: সাবাস।জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জয় বাংলা। জয় জয় জয় বাংলা।

১৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬

বাক স্বাধীনতা বলেছেন: আপনাদের মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের, পরিচ্ছন্নতার, দৃঢ়-সংকল্পের


জয় বাংলা

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার প্রোফাইল পিকচারের শান্তির পায়রাটা মুখে শস্যদানা নিয়ে সারা দেশে উড়ে বেড়াক ভাই। জয় বাংলা।

১৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন:

আমিতো ওদের সাথে অনশনে যেতে পারলাম না। সত্যি বলতে কি, ঘরেও অনশন করতে পারবো না। তবে এই মুহুর্তে নিয়ত করলাম আজকের পর থেকে রোজা রাখবো। আর ওদের জন্যে দোয়া করবো ।
জয় আমাদের হবেই।।

অনেক ধন্যবাদ লিসানী, বোধের জাগরণ ঘটাতে।


জন্মদিনের শুভেচ্ছা রইল।।

২০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তবে এই মুহুর্তে নিয়ত করলাম আজকের পর থেকে রোজা রাখবো। আর ওদের জন্যে দোয়া করবো ।
জয় আমাদের হবেই।।


পরম করুণাময়ের করুণাধারা আমাদের প্রার্থনায় ঝরে পড়বেই।
আমরা যেন আমাদের সুন্দর ইচ্ছাগুলো প্রকাশ করি পোস্টের মাধ্যমে। অন্যরা উৎসাহিত হবেন।

অনেক ধন্যবাদ রইল পনিআপু, জন্মদিনের শুভেচ্ছা প্রথমবারের মত ব্লগে জেনে।

২১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: শুভ জন্মদিন লিসানী ভাই। ভালো থাকবেন !


জামাত শিবির নিপাত যাক। জামাত শিবির নিষিদ্ধ কর !

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জামাত শিবির নিপাত যাক। জামাত শিবির নিষিদ্ধ কর !

ধন্যবাদ ভাই। ভাল থাকুন প্রতিক্ষণ।

২২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

আমিনুর রহমান বলেছেন: শুভ জন্মদিন লিসানি ভাই।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। হাতে হাত আর মুখে দৃঢ় প্রতিজ্ঞার ছাপ।

২৩| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
শুভ জন্মদিন ব্রো :)

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ব্রো শুভেচছা পেয়ে মন ভরে উঠল। ভাল থাকুন অষ্টপ্রহর।

২৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: শহীদ রুমী স্কোয়াড...


আমাদের জাতির বিবেক...


বিপ্লব দীর্ঘজীবী হোক।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আসলেই তারা আমাদের জাতির বিবেক। আমাদের জাতি যত বড়, তার বিবেক তত বড়। দারুণ। বিপ্লব চিরজীবী হোক।

২৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

লাইট ভাই বলেছেন: শ্রদ্ধা .।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমাদের জাতির সূর্যসন্তানদের জন্য শ্রদ্ধা আমাদের সবার পক্ষ থেকে।

২৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

লাইট ভাই বলেছেন: মেষ এর জাতক। মেষের মত সাহসী, উচু ব্যক্তিত্বসম্পন্ন, ঠান্ডা মেজাজের। কুম্ভ ও সিংহের জাতকের চেয়ে কম বৈশিস্ট্যসম্পন্ন।


সৎ চিন্তাধারার, ভদ্র, মার চেয়ে বাবার প্রতি টান বেশি, পেছনে বেশ শত্রু আছে, ধর্মগত দিকে (যে ধর্মেরই হোক) দূর্বলতা বেশী, মানুষকে বিশ্বাস করার প্রবনতা বেশি এবং তাদের দ্বারা ক্ষতিও হয় বেশি, জীবন উত্থান পতন মিলিয়ে, পেশায় চাকুরী হলে সফল (বড় চাকুরীজীবী) কিন্তু ব্যবসায়ী হলে উত্থান পতনের সাথে আগাবে, দয়াশীল হলেও কিছু ব্যাপারে কঠোর নির্দয়, প্রতিভাবান-মেধাবী হলেও অলস।


লিখলে আরো লিখা যেত। জাস্ট ফান। ফরগেট। শুভ জন্মদিন লিসানী ভাই।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে রাশির ব্যাপারটা। কিন্তু আমরা এই দিকে মাথা ঘামাই না। এরচে অধূনা বিজ্ঞান, ধর্ম ও আধ্যাত্মিকতা অনেক বেশি দুর্জ্ঞেয় লাগে আমাদের কাছে।

আসলেইতো, মাঝে মাঝে রাশিফল ভাবায়।

ভাই কষ্ট করে লিখেছেন, ভাল লেগেছে- জন্মদিনের শুভেচ্ছা পেয়ে মন ভরে উঠল।

২৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

মেলবোর্ন বলেছেন: দুরে থাকি তো কি হয়েছে মন কি আর রয় দুরে পড়ে থাকে শাহবাগের মোড়ে, ওদের জন্য শুভকামনা

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমরা একই জায়গায়, একই ভাবে আছি। আমরা বিবেকবান মানুষদের থেকে শিখি, অন্তত বিবেকবান হবার চেষ্টা করি, মহান রাব্বুল আলামীন! তুমি তো দেখছ, আমরা চেষ্টা করি বিবেকবান হওয়ার, মালিক, তুমি কবুল করো আমাদেরকেও, সত্যপথচারীদের মধ্যে।

২৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:






শুভ জন্মদিন ভাই !!





৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অগুণতি ধন্যবাদ আর শুভেচ্ছা রইল আপু। ভাল থাকুন আজীবন সবাইকে সাথে নিয়ে। অজর থাকুন, কর্মে থাকুন অমর।

২৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২

jotejoy বলেছেন: আমরাও যুক্ত হলাম প্রজন্মের বীর সেনানীদের সাথে ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমাদের নেই কোন ভয়,
আমাদের নেই কোন ভয়,
আমাদের নেই কোন ভয় আজকে!

হো হো বুকের গভীরে,
আমরা জেনেছি,
আমাদের নেই কোন ভয় আজকে!

৩০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩

নষ্ট শয়তান বলেছেন: নিপাত যাক এই নষ্ট রাজনীতি।

শহীদদের আত্মার প্রতি আমাদের দায়বদ্ধতা খুব শীঘ্রী শোধ হোক।

রাজাকারের ফাঁসি চাই

শুভহোক তোমার জন্মদিন ব্রো।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রতিটা কথা অনেক শক্তিমত্ত ও তীক্ষ্ণ। অগুণতি শুভেচ্ছা রইল আমারো।

৩১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: শহীদ রুমি স্কোয়াড কে ছেলুট জানাই।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমাদের আমরা ব্লগার এর অনেক অনেক সদস্য গিয়েছেন দেখে এত ভাল লাগছে! ফেবু ব্যবহার করলে নিশ্চই আমিও জানতাম আমরা ব্লগারের ইভেন্টের কথা।

৩২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

s r jony বলেছেন:
শুভ জন্মদিনের "বাসি"শুভেচ্ছা, (সরি আগে খেয়াল করি নাই)


আমার ভাগের কেক"টা তুলে রাখবেন, আপনার কেক দিয়ে অনশন ভাংব ইনশাল্লাহ।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জনিভাই, কেক ছিল না। কারণ আমি তো খাচ্ছিলাম না।

খোদার কসম, আমি আমার মায়ের হাতে কেক বানিয়ে রাখাব, আমার জন্মদিনের উপলক্ষ্যেই যেটা আপনাকে খাইয়ে আমি আপনার অনশন ভাঙানোর আশা রাখি।

৩৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

শিপু ভাই বলেছেন:
দাম দিয়ে কিনেছি বাংলা- কারো দানে পাওয়া নয়!!!


এত আবেগ বৃথা যেতে পারে না!!!

জয় বাংলা!!!

ইনশাল্লাহ আমরা আবারো বিজয়ী হব!!!

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইনশাআল্লাহ!

বিজয়ী তো ছিলামই, বিজয়ী আবারো হবো। শিপুভাই এগিয়ে যাবার মশাল সময় আমাদের হাতে তুলে দিয়েছে।

৩৪| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

স্পাইসিস্পাই001 বলেছেন: অন্তর থেকে স্যালুট জানাই ভাই.......

অনেক অনেক শুভকামনা রইলো...... জন্মদিনের শুভেচ্ছা রইলো....

ধন্যবাদ .... ভাল থাকবেন......জয় বাংলা....

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জয় বাংলা,
ভাই ভাল থাকুন। শুভেচ্ছা পেয়ে মন ভরে উঠেছে। দেশটা মুক্ত হোক। এই প্রার্থণাই করি।

৩৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

নাইট রিডার বলেছেন: ভাই জন্মদিনের একদম লেট আওয়ার শুভেচ্ছা

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই পরদিন। তো অসুবিধা কী? আন্তরিক শুভেচ্ছা ভাই।

৩৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

শান্তা273 বলেছেন: আপনাদের মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের, পরিচ্ছন্নতার, দৃঢ়-সংকল্পের।

জয় বাংলা।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বিবেক চাই, পরিচ্ছন্নতা ও দৃঢ়-সংকল্প চাই।

জয় জয় জয় বাংলা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.