নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্স, ওয়েব ডেভেলপ ও ডিজাইন: ঐতিহাসিক মেগাপোস্ট+ফ্রিল্যান্সার জরিপ

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

পোস্টে যাদের তৃষ্ণা মিটবে



ক. শুনি ওয়েব ডিজাইন ভাল কাজ, জিনিসটা কী, পয়সাকড়ি কেমন...

খ. ব্লগে কত্ত ডেভেলপার, হেল্প পেলে ভাল হত...

গ. ডব্লিউ থ্রি স্কুলস শেষ করলাম। চোক্ষে তো এখন আন্ধা দেখি...

ঘ. বছর দুয়েক ধরে আমি প্রফেশনাল ওয়েব ডেভেলপার...



পোস্টে যেসব বিষয় আছে



ক. সুপ্পার ডুপ্পার প্রো ডেভেলপার ও ডিজাইনার হবার চিপাগলি

খ. ওয়েব প্রফেশনাল হওয়া, সময়কাল ও আয় সম্পর্কে বাস্তব ধারণা

গ. এটাই সবচে গুরুত্বপূর্ণ, প্রত্যাশা করছি ব্লগের ওয়েব ডেভেলপার ভাইরা সহব্লগারদের জন্য এমনকি পুরো বাংলাদেশের নেটগামী তারুণ্যের জন্য দিকনির্দেশনা দিবেন

ঘ. চোখে না পড়া কিছু সহায়তা

ঙ. মোটামুটি বড়সড় একটা আর্কাইভ, এই ব্লগের ল্যান্সরথীদের কিছু পোস্ট।



জরিপে আমরা যা চাই



খ. ফ্রিল্যান্সিঙের বাস্তব অভিজ্ঞতার নির্যাস। সর্বশেষ অবস্থার নির্যাস। সম্ভাব্য ভবিষ্যতের আশা বা শংকার খবর।

ক. সামুতে বা সামুর বাইরে সত্যিকার ফ্রিল্যান্সিঙ সহায়তার যে-কো-ন ব্লগ, ফোরাম, পোস্ট, নোট, স্ট্যাটাস, টুইট, টিউন, গ্রুপ, পেইজের লিঙ্ক।

গ. ব্যক্তিগত মতামত তো অবশ্যই। কারণ বাস্তবতা শুধু বাস্তব মানুষের কথাগুলো থেকেই উঠে আসে।



১. ডিসক্লেইমার



সামান্য নেট সার্ফার আমি। নেটটা কীভাবে ঘুরতে হয় এটুকুই কিছুটা জানি। শখের বশে ডব্লিউথ্রিতে কিছু ঘুটা দিয়েছিলাম। এই। প্রকৃত চিত্র ফুটবে সহব্লগার ও প্রকৃত ল্যান্সারদের পদচারণায়।



২. মুক্তবর্শাধারী: ভূমিকা



ফ্রিল্যান্সার শব্দটা এসেছে কোত্থেকে জানি না। তবে অনুমান করি, আগের দিনে বর্শাধারী (ল্যান্সার) সৈনিকদের ভাড়া করা যেত। সেই গ্রেকো-রোমান মিথের জগত থেকে শুরু করে এই যুগের আফ্রিকার ভাড়াটে সৈনিক পর্যন্ত। যেটুকু যুদ্ধের জন্য ভাড়া করা, সেটুকু যুদ্ধ লড়ে বর্শাধারীরা। তাদের বলা হত ফ্রি ল্যান্সার।



ওই সৈনিকদের যেমন ছিল দুর্দান্ত সম্মান আর ইমেজ, দেবপ্রতীম, ঠিক তেমনি আজকের ফ্রিল্যান্সার। এরচে বেশি আর কিছু বলার আছে কি? সবাই জানি, সারা পৃথিবীর ছোট মাঝারি এমনকি ক্ষেত্রবিশেষে বড় বড় কোম্পানিও নগদ নারায়ণ বাঁচানোর জন্য স্থায়ী কর্মচারীদের ছাঁটাই করছেন এবং ওয়েবের মাধ্যমে যে কোন দেশ থেকে সবচে কম মূল্যে সবচে ভাল সার্ভিস পাবার জন্য আইটি এক্সপার্টদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। তাঁরাও সুবিধায়, আর ফ্রিল্যান্সার আইটি এক্সপার্ট রা তো সুবিধাতেই।



৩. আশ্বস্ত করার গল্প



না, এই প্রবণতা কমবে না। অবশ্যই বাড়বে। বাণিজ্য করার উদ্দেশ্য মাত্র দুটা, পয়সা বানাও এবং পয়সা বানানোর পিছনে খরচ কমাও। বাণিজ্যের এই উদ্দেশ্য যেহেতু কোনদিনই নষ্ট হবে না, তাই আশা করা যায়, ভবিষ্যতে ফ্রিল্যান্সিঙের যে বিশাল বাজার তৈরি হতে যাচ্ছে, আমাদের সে সম্পর্কে কোন ধারণাই নেই।



বাংলাদেশের তারুণ্য এখন ফ্রিল্যান্সিঙের অগ্রদূত।

বাংলাদেশের তারুণ্য নেটে আউল ফাউল করে সময় যতটা কাটায়, তারচে বেশি কাটায় ফ্রিল্যান্সিঙ করে। প্রমাণ?

ওডেস্ক ডটকম এর দেশওয়ারী রেঙ্কিঙে বাংলাদেশ সবার উপরে।

ডব্লিউ থ্রি স্কুলস এর দেশওয়ারী রেঙ্কিঙে বাংলাদেশ সবার উপরে।

তার মানে একটাই, বাংলাদেশের কোটি কোটি যথাযথ শিক্ষিত (ইন্টারমিডিয়েট ইজ এনাফ) তারুণ্য এবার ফ্রিল্যান্সিঙের দিকে ঝুকতে চাইছে বা অলরেডি ঝুকেছে। এর যথাযথ প্রয়োগ হলে দেশটাকে আমরাই পাল্টে দিতে পারব কোন হরতাল-অবরোধ-বিপ্লব ছাড়াই! 'মাল' এক্সপোর্ট ও ইমপোর্ট করা ছাড়াই। 'চা পানি' র অপচয় ও লাল ফিতার দৌরাত্ম্য ছাড়াই। এমনকি আমাদের ট্যাক্সও দিতে হবে না।



৪. নগদ নারায়ণ কেমন?



এটাই হল আসল কথা। কষ্ট করে কাজ করব। চুরিধাড়ি করব না। সব ঠিক আছে। কিন্তু অর্থকড়ির যোগ কেমন?



ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্টে অর্থকড়ির যোগ কেমন সেটার জন্য তিনটা উদাহরণ দেই?



১. বর্তমানে ফ্রিল্যান্সার.কমে বাংলাদেশের যে ইউজার সবচে টপে আছেন, তাঁর পেন্ডিং কাজের পরিমাণ কল্পনা করুন? ২০০+ সব সময়।

২. বয়স মাত্র ষোল। স্কুলে পড়ে। ৭০% কাজ নিতে পারে না, ফিরিয়ে দেয়, কারণ তার পড়ালেখা করতে হবে। সামনে এসএসসি। নিজের আয় দিয়ে ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে ফ্যামিলি নিয়ে থাকে। আয়, মাত্র ৩০% কাজ করে মাসে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

৩. একজন, নিজেই শুধু ফ্রিল্যান্সিং করে (কাউকে কাজ বর্গা দিয়ে নয়) দুই/আড়াই বছরের আয় দিয়ে চারতলা বিল্ডিং গড়েছেন।



হ্যা, ওয়েবসাইট ডেভেলপমন্টে জানা থাকলে আমরা ৩০ হাজার থেকে মোটামুটি লাখ চারেক টাকা পর্যন্ত আয় করতে পারি প্রতি মাসে, নিজের কাজ নিজে করেই, কাউকে বর্গা না দিয়ে। তবে লাখ চারেকের উপরে আয় করতে হলে সেটা নিশ্চিত নাও হতে পারে, তবে অনেকে এক মাসে ২০/৩০ লাখও উপার্জন করে ফেলেন মাঝে মধ্যে, সেটাকে লাক বলতে হবে।



৫. তাহলে দেশি ল্যান্সাররা ধাক্কাটা খায় কোথায়?



* সত্যিকারের কমুনিকেশনের ইংরেজিতে ধরা খায়। নেটিভ টাইপ ইংলিশ জানতে পারলেই সব ক্লায়েন্ট পটানো সহজ হয়।

* প্রফেশনাল এটিকেট এ ধরা খায়। প্রফেশনাল কথাবার্তায় কী বলা যাবে, কী যাবে না, কীভাবে লিখতে হবে, ইত্যাদি।

*প্রফেশনাল সততার কাছে ধরা খায়। প্রফেশনাল সততা তখনি আসবে, যখন একজন মানুষ সততার মূল্য বোঝে।

* একটা প্রফেশনে নামার সময় সেটাকে প্রফেশনালভাবে না শেখার কারণে ধরা খায়। এটা খুবই ইম্পর্টেন্ট। অর্জনের মধ্যে শর্টকাট নেই। অর্জন আর লটারি এ দুটা ভিন্ন জিনিস, আমরা ভুলে যাই।

*প্রফেশনাল ডেডিকেশনের কাছে ধরা খাওয়াটা আরো গুরুত্বপূর্ণ। কর্পোরেট ডেডিকেশন বা প্রফেশনাল ডেডিকেশন ২৪-৭-৩৬৫ এর মোটিভেশনে চলে। সাফল্যের স্বর্ণহরিণ তখনি ধরা দেয়।



৬. শিখতে গেলে ক্যাম্নেকী



এই হল আসল কথা। শিখতে গেলে কী শিখতে হবে, কতটা গভীরে শিখতে হবে এবং তাতে কতটা সময় লাগবে।



আমরা কিন্তু চাইলে ড্রিমওয়েভার আর জুমলা-ওয়ার্ডপ্রেসে একটু ঠুকুর ঠাকুর করেই কাজের জন্য নামতে পারি। তাতে সাফল্য আসবে কি? আসবে। যেটুকু দুগ্ধ ঠিক সেটুকুর অনুপাতে মাখন। এখন আমরা বাস্তবে চাইছি লাখ লাখ টাকা আয় করতে, সেটার জন্য তো সেরকম শেখা থাকতেই হবে। তাহলে ভাল, অর্থাৎ প্রো-ডেভলপার হতে গেলে আমাদের এই পথটুকু পাড়ি দেয়া মনে হয় উচিত, আরো ভালমত বলবেন বাস্তব অভিজ্ঞরা...



বেসিক বিষয়-

*প্রপার টাইপিং টিউটর দিয়ে টাইপ জানা

* রোসেটা স্টোন অথবা হেডওয়ে অ্যামেরিকান দিয়ে ইংলিশ জানা

* এইচটিএমএল ফোর, ফাইভ এবং এক্স এইচটিএমএল (সর্বক্ষেত্রে প্রযোজ্য হবার জন্য)

* সিএসএস এর লেটেস্ট দুইটা ভার্শন

* জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি (জাভা নয়)

* পিএইচপি (পিস, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি ;) )

*মাই এসকিউএল, এসকিউএল

* এসইও ( অ্যাডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে না জানে, সে কখনোই ভাল ডেভেলপার কি হতে পারে? আমি একটা সাইট বানালাম, সেটার এসইও আরেকজনকে দিয়ে করাতে হল... সাইট বানানোই মাঠেমারা।)



সুবিধা দিবে এই জ্ঞানগুলো-

* ওয়েব ডেভেলপারদের জন্য প্রযোজ্য ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্ল্যাশ এর নলেজ।

* ফটোগ্রাফারদের জন্য প্রযোজ্য ফটোশপ ও ইলাস্ট্রেটর এর নলেজ। খুবই সংক্ষিপ্ত কোর্সে লিন্ডা থেকে শেখা সম্ভব। মাসের পর মাস নয়।



টাইম ইজ মানি-

ভালমত আগের বিষয়গুলো জানা থাকলে এবার হেল্প করবে দুর্দান্তভাবে এই বিষয়গুলো-

*ড্রিমওয়েভার *জুমলা *ওয়ার্ডপ্রেস * কেক পিএইচপি * রেডি টেমপ্লেট



অভিজ্ঞতাই বাগান বানায়-

* প্রচুর প্রচুর ঘোরাঘোরি করতে হবে ওডেস্ক, ফ্রিল্যান্সার.কম, ইল্যান্স এ। এখানে ইচ্ছামতন পরীক্ষা দিতে থাকতে হবে। একেবারে ইমেইল এটিকেট বা টেলিফোন এটিকেট থেকে শুরু করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষাগুলো থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর এইচটিএমএল থেকে শুরু করে পিএইচপি এসকিউএল পর্যন্ত যত ভার্শন আছে যত পরীক্ষা দেয়া সম্ভব, সবগুলো। বারবার। আমি সাজেস্ট করব, কোন ধরনের নকল না করার জন্য। নিজেকে যাচাই করার একমাত্র উপায় পরীক্ষা। এখানে নকল করতে গেলে করাই যায়। কিন্তু করে ফেললে আর প্রফেশনাল কাজের সময় সততা ধরে রাখা যায় না।



শত শত ব্লগপোস্ট পড়া বাংলা এবং ইংরেজিতে। ফেসবুকে বাংলাদেশিদের জন্য আছে সম্ভবত ওডেস্ক হেল্পগ্রুপ থেকে শুরু করে ইল্যান্স ও ফ্রিল্যান্সার ডট কম হেল্পগ্রুপ। সেখানে অকল্পনীয় হেল্প আছে। সেগুলোতে ঢুঁ'র পর ঢুঁ।



৭.সময় কতটা লাগবে?



এত মাস বা ততো মাস না বলে আমরা সরাসরি ঘন্টার হিসাবে চলে আসি?

আমার মতে (ইংলিশ বাদে), মাত্র ৫০০ ঘন্টা লাগবে কাজ শুরু করার আগে। যদি মন শান্ত থাকে এবং মনোযোগ একাগ্র থাকে। কিন্তু প্রফেশনাল কাজ শুরুর পরও শিখতে থাকতে হবে।



এই ধরনের কাজে একমাত্র দক্ষতার উদাহরণ হল প্র্যাকটিস।

কোনকিছু মুখস্ত করার চেষ্টা করেছি তো মরেছি। সবকিছুতে অভ্যস্ত হতে হবে।



কেউ এইচটিএমএল শিখে ফেলেন মাত্র একদিনে, কেউ এক সপ্তায়, এভারেজ দুই সপ্তাহ। জাভাস্ক্রিপ্ট আর সিএসএস এর বেলায় একই কথা প্রযোজ্য। এসকিউএলও। শুধু পিএইচপির বেলায়- দুই সপ্তাহে দক্ষ হওয়া সম্ভব নয়, কিন্তু বিষয়টাতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করা সম্ভব।



পিএইচপি শিখতে কদ্দিন? এই নিয়ে গুগল ঝড় তুলে জানতে পারলাম, একটা সুতা কত লম্বা? কেউ কেউ ৫ বছর ধরে দারুণ প্রফেশনাল এবং বলছেন, এখনো আমি পিএইচপি শিখি।



আসলে কোন কিছুতে বেশি প্রেশার দেয়ার মানে নেই। মনকে স্যাটিসফায়িং লেভেলে নিয়ে গিয়ে পরের ধাপে যেতে হবে এবং সম্ভব হলে আগের ধাপগুলো প্রতিদিন প্রতিটা কোড একবার করে রিভাইস করতে হবে। অবশ্যই কেল্লা ফতে।



আর সুপার আর্নিং ফ্রিল্যান্সার হতে চাইলে এই ৫০০+ ঘন্টায় সবকিছুতে অভ্যস্ত হয়ে নিয়ে কাজ শুরু করার পর প্রতিদিন নিজের মান উন্নয়ন করতে থাকতে হবে। অন্তত ছয়মাস সিরিয়াসলি। তারপর আরো বছরখানেক নিজেকে সবসময় আতস কাঁচের নিচে রাখলে মাসে লাখ তিন চার আর ঠেকায় কে?



৮.শিখব কোথায়?



ফ্রিল্যান্সার হতে চাইলে আমাকে কেউ পুরোপুরি গাইড করবে, এই আশা ত্যাগ করতে হবে। কারণ এই পেশা চ্যালেঞ্জিং পেশা।

আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের পঙ্গু করেছে।

পৃথিবীতে এমন কোন নলেজ নেই, যেটার প্র্যাক্টিক্যাল টুকু বাদ দিয়ে আর সব নেট থেকে জানা যায় না। আমরা ডাক্তারদের থেকেও দক্ষ ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ারদের থেকেও দক্ষ ইঞ্জিনিয়ার। শুধু নেটেই আছে সব। শুধু নিতে জানতে হবে।



ঢাকায় বা বাংলাদেশে যারা কোর্স করান, তাদের বেশিরভাগই, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, ফাউল।



বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা বিসিসিতে তিন মাসের কোর্সে ভর্তি হতে পারেন। মাত্র ৫ হাজার টাকা। চমৎকার শিক্ষক, চমৎকার নেট স্পিড (অকল্পনীয়, টরেন্ট নামালে আমাকেও দিয়েন)। সিলেট আইটি একাডেমির নাম তো সবাই জানি। এর বাইরে কোর্সের আর কোন কিছু জানি না, জানার চেষ্টাও করিনি।



লিন্ডাকে অতি গুরুত্ব দেয়ার তিনটা কারণ-

১. সুগঠিতভাবে শেখায়, এসেন্সিয়াল থেকে শুরু করে অ্যাডভান্সড, আপ অ্যান্ড রানিং, ওয়ান টু ওয়ান নানা ধরনের ভিডিও পাওয়া যায় যা দিয়ে যে কোন বিষয়ে খুবই দক্ষ হওয়া সময়ের ব্যাপার।

২. লিন্ডা সাধনা করলে আপসে আপ ইংরেজি ভাল হওয়া শুরু করবে। ভাল ইংরেজি আরো দক্ষ হবে।

৩. আমাদের অবচেতন মন নেটে সব পেলেও তুষ্ট হতে চায় না। তার দরকার শিক্ষক। এই অভাবটা লিন্ডা আপটুডেট রেখেই পূরণ করছে। অতি দক্ষদের দ্বারা শিখাচ্ছে।



নেটের রিসোর্সগুলার মধ্যে লিন্ডা ডটকমের বিশাল একটা ফিরিস্তি দিলাম টরেন্টের লিংক। বেগুনভাজা করে ফেলা যাবে এই ভিডিওগুলো থাকলে। শত গিগার মত আরকী, খুব বেশি নয় (আমি পাচ্ছি নানা সোর্স থেকে)।

By serial-



1.



Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link



Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



2.

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



3.

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



Click This Link



Only PHP

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



PHP MySQL

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



SEO

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



-Joomla

Click This Link

Click This Link

Click This Link



-WordPress



Click This Link

Click This Link



-Dreamweaver

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



E-Commerce

Click This Link

Click This Link

Click This Link



Flash

Click This Link



XML

Click This Link

Click This Link

Click This Link



Photoshop-Illustrator

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



এত কষ্ট করে এই লিঙ্কগুলো জোগাড় করেছি, বলার মত না। একেবারে দুর্দান্ত ওয়েব ডিজাইনার হয়ে ওঠা যাবে, সেইসাথে গ্রাফিক্স এর বিশাল নলেজও অর্জন করা সম্ভব।



এছাড়া ফর ডামিজ সিরিজের ওয়েব ডেভেলপমেন্টের বইগুলো পিডিএফ ফর্মেটে টরেন্ট ডাউনলোড করা যায়, যেমন এইচটিএমএল ফর ডামিজ। ডাউনলোড করা যায় অগুণতি ইউটিউব ভিডিও, পাবেন বাজারে আল হেরার কমপ্লিট কোর্স ম্যাটেরিয়াল। অন্য বাংলা টিউটোরিয়াল থেকে একটু এগিয়ে আছে যতটা জানি। কিন্তু পুরোপুরি স্যাটিসফেক্টরি নয়। যদি চ্যানেল থাকে প্রপার, তাহলে নেটে কিন্তু পাওয়া যায় কমপক্ষে তিনটা গ্রুপের আপলোড করা বাংলা ম্যাটেরিয়াল, যেগুলা বেশ ভাল টিউটো। শিক্ষক ডটকম এর কাজগুলো এখনো আন্ডার ডেভেলপমেন্ট। তারপরও কিছু বিষয় খুব কাজে লাগবে এখনি।



আর সবচে বড় কথা, ডাব্লিউ থ্রি স্কুলস ছাড়া তেমন গতি নাই।



৯. সামুসমুদ্র



* ওডেস্ক ওদেস্ক অদেস্ক

Click This Link * Click This Link * Click This Link * মাঝে মাঝে এভাবে টিম সদস্য চাওয়া হয়, অথবা সদস্য হওয়ার ইচ্ছা Click This Link * Click This Link * অগুণতি টিপস এবং টিউটোরিয়াল Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link *



* নতুন পুরাতন

Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link *



* অপটিমাইজেশন

Click This Link * আইপাগলের এই পোস্টের লিংকে গিয়ে স-বগুলো পোস্ট দেখা জরুরি Click This Link * Click This Link *



* সহায়ক চিপাগলি

Click This Link * Click This Link * Click This Link *



* আরো কিছু

Click This Link * Click This Link * খুবই কাজের Click This Link * মাইক্রোওয়ার্কার্স Click This Link * খুব কাজের Click This Link * Click This Link * Click This Link



* মো: জাকারিয়া চৌধুরী ফ্রিল্যান্সিঙের এক কিংবদন্তী। তাঁরচে সফল ফ্রিল্যান্সার হয়ত অনেক থাকতে পারেন, কিন্তু এতটা সহায়তা খুব কমজনের কাছ থেকেই এসেছে। তাঁর সামু আইডি এবং নিজস্ব ব্লগ হল তথ্যের আকড়। মন্তব্যগুলোতে অনেক লিংক রয়েছে। * সিলেট আইটি একাডেমির ব্লগ এছাড়াও তাঁর নিজস্ব একটি ব্লগসাইট রয়েছে যেখানে অসাধারণ সব পোস্ট রয়েছে।



১০. টেকটিউনস সাম্রাজ্য



ক্যাটাগরি অনুসারে অসম্ভব হেল্প রয়েছে, ঢুকলেই চলে। ফ্রিল্যান্সিং বিষয়ক ক্যাটাগরিগুলোর লিঙ্ক রইল- Click This Link * http://www.techtunes.com.bd/category/seo * http://www.techtunes.com.bd/category/odesk * http://www.techtunes.com.bd/category/wordpress * Click This Link * Click This Link * http://www.techtunes.com.bd/category/webware * Click This Link * Click This Link * http://www.techtunes.com.bd/category/joomla * http://www.techtunes.com.bd/category/jquery * http://www.techtunes.com.bd/category/php * Click This Link * http://www.techtunes.com.bd/category/mysql *





দক্ষ ফ্রিল্যান্সার বা হবু ফ্রিল্যান্সার বা আম ব্লগার, সবার সহায়তায় লিঙ্কে লিঙ্কে, বাস্তব অভিজ্ঞতায় আর সত্যিকার হেল্পের প্রত্যাশা বা কিছুটা দাবি তো থাকতেই পারে।

এবার জরিপের পার্টটা শুরু হোক?

মন্তব্য ৭১ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

নিশ্চুপ শরিফ বলেছেন: টেকটিুউন্সে কষ্ট করে পোস্টটা দিয়েন। ওখানে বেশি কাজে লাগবে। আর ভাই যা করলেন। আপনাদের এতো কষ্ট করে পোস্ট করতে দেখে মাঝে মাঝে পোস্ট করতে লজ্জা লাগে।
লোগো ডিজাইনের ওপর কি কোন টিউতিরিয়াল আছে?

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শরিফ ভাই,

সবার অবগতির জন্য, আমি এই পোস্টের কপিরাইট উন্মুক্ত করে দিলাম।

যে কেউ টেকটিউন্সে পোস্ট করতে পারেন।
আমার আইডি সম্ভবত নেই (করে থাকলে ভুলে গেছি।)
নতুন করে আইডি করাও হচ্ছে না।

অবশ্যই লোগো ডিজাইনের ওপর অসাম অসাম টিউটো আছে। আপনি আগে লিন্ডা খুঁজুন পাইরেট বে' তে। তারপর আরো অনেক কিছু পাবেন।

২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

রবিন মিলফোর্ড বলেছেন:
বিশাল তথ্যবহুল পোস্ট । প্রিয়তে রাখলাম । কেউ এই বিষয়ে জানতে চাইলে সোজা এই পোস্টের লিংক ধরিয়ে দেব ।

ধন্যবাদ আপনাকে । :)

+++++

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনাকেও ধন্যবাদ রবিন ভাই। মুসা আমান কেমন আছে? কিশোর পাশাকে আমার একটু চালবাজ লাগে, তাই মুসা আমান ফেভারিট। দ্য মাসলম্যান।

৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

আবিদ ফয়সাল বলেছেন: এরকম পোষ্টের জন্য শুধু ধন্যবাদ নয়, সাধুবাদ জানাই :)

পোষ্ট প্রিয়তে !

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ আবিদ ভাই। আপনি কি হজ্ব করেছিলেন? সেই ছবি এটা? আমার এখনো হয়নি। কোন একদিন, কোন এক সুযোগে...

৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

তামিম ইবনে আমান বলেছেন: লিজেন্ডের লিজেন্ডারি পোস্ট। স্যালুট ব্রো :)

প্রিয়তে না নিলে গুনাহ হবে

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইয়াল্লা, এভাবে বললে লজ্জা হয়। আসলে কিছুই না। এক বছর ধরে দেখছিলাম, হুট করে মেরে দিলাম। ভাল থাকুন অগুণতি দিন।

৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন:
পুরো ১ঘন্টা ধরে পোষ্ট পড়লাম ।
এবং প্রিয়তে নেয়ার জন্য আপাতত পর্যবেক্ষণে রাখলাম PCথেকে পোষ্ট প্রিয় তে নেব ।
আর পরিশ্রমি পোষ্টে ভাল লাগা নাজানালে অপরাধ হবে :)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাল লেগেছে দেখে আমারও খুব ভাল লাগল ভাই। সব সময় শান্তিতে থাকুন। আর শহীদ রুমি স্কোয়াডের খবর পেয়ে অনেক শান্তি লাগল। আমরা এখনো মরিনি।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

নাজির বলেছেন: বরাবরই এইরকম পোষ্টদাতাকে ধন্যবাদ জানাতে লগইন হতে বাধ্য হই :)

+ দিয়ে পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম।

ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই লগিন করে প্লাস দিয়ে প্রিয়তে নিয়ে গেছেন... ট্রিপল ভাললাগা আপনাকেও।

৭| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

কুন্তল_এ বলেছেন: এরকম উপকারী পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকুন সবাইক নিয়ে। :)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার প্রোপিকটা সাঙ্ঘাতিক মিনিংফুল।

৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: কাজের পোস্ট।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রিয়াদ ভাই শুভেচ্ছা অগণন।

৯| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ফ্রিল্যান্সার ভাইরা কই???

জরিপের কী হবে আপনারা এভাবে চুপচাপ থাকলে? পোস্টের অর্ধেক উদ্দেশ্য তো মাঠেমারা যাচ্ছে।

১০| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

পথহারা সৈকত বলেছেন: প্রিয় ভাই তোমার পা দু খানা দাও তো একটু ছালাম করব.......... :)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধূরো, এম্নে কইলে তোমার লগে থাকি না! হাত ধরো। তাইলেই চলব ভাইডি।

১১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

বাংলাদেশী দালাল বলেছেন: সাধারণের জন্যে অসাধারণ পোস্ট।
প্রিয়তে।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। আসলেই আমাদের মত সাধারণ মানুষের এইসব বিষয় জানা নেই। এম্নিতে তো যারা প্রফেশনাল তাদের প্রায় সবই জানা। ইন ফ্যাক্ট এরচেও বেশি অনেক বিশেষ বিষয় জানা আছে।

১২| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মেহেদী সুমন বলেছেন: অনেক ভাল একটা লেখা । অফ লাইন থেকে দেখলাম পোষ্ট টা ৪টায় । এখন কমেন্ট করলাম । পোষ্ট প্রিয়তে । আর পুরাতন পোষ্ট গুলো দেখব । অনেক দিন পরে আসলাম ব্লগে :)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন অনন্তকাল ধরে।

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

নােয়ফ চৌধুরী বলেছেন: দেশ ও জাতির উপকারে আসবে বলে আমার বিশ্বাস, অনেক ভালো লাগা রইল লিসানি ভাই :)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনাকে ধন্যবাদ নায়েফ ভাই। অনেক অনেক ভাল থাকা হোক।

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

নিশ্চুপ শরিফ বলেছেন: Click This Link

আমি টিটিতে কপি করে দিলাম। লিঙ্ক হিসাবে আপনার পোস্টের লিঙ্ক দিয়ে দিলাম। কারন এত লিঙ্ক অ্যাড করতে গেলে আমার ১২টা বেজে যাবে। :(

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শরিফ ভাই অনেক অনেক অনেক ধন্যবাদ। কারো উপকার হলেই ভাল লাগবে। অনেক ভাল লাগবে।

১৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

ঝটিকা বলেছেন: আপনার এই পোস্টটা নিঃ সন্দেহে অনেক কাজের। দেখি আমিও কাজে লাগাতে পারি কিনা।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দ্বিধা নেই। নেই কোন বাঁধা। শুধু সিদ্ধান্ত নেয়া। নিজের বা কাছের কারো জন্য। ভাল থাকুন ভাই অষ্টপ্রহর।

১৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

জন ঢাকা বলেছেন: দারুন ভাল লাগল আপনার লেখা পড়ে। ভবিষ্যতে লাগতে পারে তাই সোকেজে তুইলা রাখলাম।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি ভাল আছেন।

১৭| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৩

আরজু পনি বলেছেন:

উপস! :-&
আসলেই মেগা পোস্ট।

কিন্তু টেকি ব্যাপার গুলো আমি বুঝিই না :(

তারপরও শেয়ার নিয়ে রাখলাম, বেশি সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে।

এতো কষ্ট করে পোস্ট দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ লিসানী।।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আসলে ভাবছিলাম, এই বিষয়টা নিয়ে পূর্ণ একটা পোস্টের দরকার। যেখান থেকে একই সাথে বিষয়গুলো ক্লিয়ারলি বলা হবে, সেইসাথে বলা হবে উৎসগুলো। যেন একটাই যথেষ্ট হয়।

এখনো ফ্রিল্যান্সাররা জরিপে অংশ নেননি...

১৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অদ্ভুদ অসাধারণ পোস্ট। আমার একজন ওয়েব ডিজাইনার দরকার। একটা ওয়েব সাইট তৈরি করার জন্য। এটা কমার্সিয়াল একটা ওয়েব সাইট হবে। পরামর্শ দিলে বাধিত হবো। ওয়েব ডিজাইন শেখাও দরকার। সেটা কয়েকদিন পরে, এখন ফটোগ্রাফি শিখছি। পাশাপাশি ফটোশপ ও দেখছি। শেখার চেষ্টা করছি।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমাদের ব্লগ ভর্তি ওয়েব ডিজাইনার। ভাল লেগেছে দেখে আমারো মনটা ভরে উঠল সজীব ভাই। ফটোগ্রাফি আর ফটোশপের পর যদি ওয়েব ডিজাইন শেখেন তাহলে আপনাকে আর পায় কে!

ষোলকলা পূর্ণ হবে।

১৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

মেহেদী হাসান মানিক বলেছেন: কাজের পোস্ট প্রিয়তে রাখলাম

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মানিক ভাই অনেক দিন পর...

২০| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: শুভ জন্মদিন

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তামিম ভাই ঠিকই খেয়াল করেছেন? কৃতজ্ঞতা রইল অনেক অনেক। (বুড়া হয়ে যাচ্ছি, ত্রিশ বছর বয়স, ক্যান ইউ ইমাজিন? :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( )

২১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

নিরপেক্ষ মানুষ বলেছেন: অসাধারণ পোস্ট।প্রিয়তে নিলাম।কাজে নামার আগেই পোস্টটা চোখে পড়ায় বিয়াপুক লাভ হইলো।চট্টগ্রামে এই বিষয় শিখার জন্য ভাল কোন প্রতিষ্ঠান নেই? অসংখ্য ধন্যবাদ আপনাকে।আপাতত গ্রাফিক্স আর ডাটা এন্ট্রি শিখতাছি পরে ওয়েব ডিজাইন শিখবো...

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: যে তিনটা কাজের কথা বললেন সেগুলো পরিপূরক, কিন্তু প্রতিটাই সম্পূর্ণ ভিন্ন সেক্টর। এভাবে কি এগুনো ঠিক হবে? নাকি একটা ঠিকমত শিখে সেটাতে থিতু হয়ে প্রফেশনালি আয় করতে থাকার পর শখ হলে আরো কিছু শেখা... জাস্ট ওপিনিয়ন জানালাম ভাই।

সবচে ভাল হয় ডাটা এন্ট্রিটা বাদ দিলে এবং গ্রাফিক্স অথবা ডেভলপমেন্টের যে কোন একটাকে শক্ত করে শিখে কাজ শুরু করলে।

২২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

মেলবোর্ন বলেছেন: লিসানী ভাই আমি অনেক আগে একটা পেইজে কিছু ফ্রিল্যন্সিং ইনফো দিয়ে ছিলাম যদিও ইংরেজিতে তবে কাজে লাগবে আশা করি:

http://www.maximusit.net/p/freelancing.html

আর বাংলাতে এই সাইটাটা নতুনদের জণ্য কাজে দিবে:
http://rrfoundation.net/

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কালকেই মূল পোস্টে আপডেট দিচ্ছি ভাই।

এই প্রথম জরিপের একটা কমেন্ট পেলাম। ভাল থাকুন অষ্টপ্রহর।

২৩| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুভ জন্মদিন। (খেয়াল করা হয়নি প্রথমবার।)

হ্যাপী ব্লগিং।

বি. দ্র.ঃ আমি কি ওয়েব ডেভলপার চাই বলে সামুতে একটা বিজ্ঞাপন দিবো? কি বলেন ভাই? আমি এই বিষয়ে একেবারেই অজ্ঞ। আমার প্রতিষ্ঠানের জন্য দরকার। তাছাড়া একটা ওয়েব সাইট বানাতে বা তৈরি করতে খরচ কত? বার্ষিক খরচ, বা অন্যান্য খরচ কত লাগে তাও জানা দরকার।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। কষ্ট করে আবার এসেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, কৃতজ্ঞ বোধ করছি।

আপনি অবশ্যই পোস্ট দিবেন। তাতে করে লাভ আছে অন্যরকম, একটা উৎসাহ তৈরি হবে সবার মাঝে।

২৪| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: আসলে গ্রাফিক্সের উপর একটা ৩ মাসের কোর্সে মাত্রই ভর্তি হইছি।তাই ভাবছিলাম এইটা নিয়ে কাজ শুরুর আগে ডাটা এন্ট্রির কাজ করে এই বিষয়ে একটু অভিজ্ঞতা নিব যাতে পরে গ্রাফিক্সের কাজ করতে সুবিধা হয়।কি বলেন আপনি?? আর ওয়েব ডিজাইন আরো পরে শিখবো।এইটা শিখার জন্য এখানে ভাল কোন প্রতিষ্ঠান নাই তো।ইন্টরিউর ডিজাইনের কাজের সুবিধার জন্যই এখন গ্রাফিক্সটা শিখছি।এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা আরকি... :P

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইয়াল্লা! এবার যুক্ত হল ইন্টেরিয়র ডিজাইন!!!
ভাই, সৃষ্টিশীলতার জন্য ঠিক আছে। আমরা যত চাই তত শিখতে পারি।

কিন্তু আয় করার সেইফ এবং ফুলপ্রুফ উপায় হল, আগে একটাকে অতি অতি অতি ভালভাবে শিখতে শিখতে সেটাতে প্রফেশনাল কাজ করা।

যেমন, গ্রাফিক ডিজাইন ইজ এনাফ। গ্রাফিকে আপনি ২/১ বছর ফ্রিল্যান্সিং করছেন, এমন সময়ে শিখতে পারেন ওয়েব ডেভলপমেন্ট। ওটা বাড়তি বুমিং দিবে।

আর ডাটা এন্ট্রি... সিম্পলি ডোন্ট লাইক। ছিনিয়ে আনলে প্রদীপ কেন? সূর্যটা কী দোষ করেছে...

ভাল থাকুন ভাই, আবার আপনার পূর্ণ আলোচনা পেয়ে ভাল্লাগল।

২৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার। প্রিয়তে।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জাকারিয়া ভাই ধন্যবাদ। কৃতজ্ঞপাশে আবদ্ধ হলাম ভালবাসা পেয়ে।

২৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রিয়তে নিলাম । এখন একটু একটু কাজ করছি ।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দারুণ, ঘুপাভাই, তাহলে আমিও শুরু করলাম। আমরা একত্রে শুরু করব আবার এই কথাই তো ছিল।

২৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

মেহেদী হাসান মানিক বলেছেন: হ্যা ভাই বাড়িতে ছিলাম এত দিন। কেমন আছেন?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনেক অনেক ভাল। আলহামদুলিল্লাহ। বাড়িতে নিশ্চই খুব মজা হয়েছে ভাই?

২৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

দি সুফি বলেছেন: ভাই করছেন কি? B:-) সেইরকম পোষ্ট B:-) আপনারে কয়েকশ ধইন্যবাদ। !:#P !:#P
অসাধারন পোষ্ট !:#P

জরিপে অংশ নিলাম ;)

খ) প্রথম শর্ত হল দক্ষতা , দ্বিতীয় শর্ত সময়ানুবর্তিতা , তৃতীয় শর্ত ইংরেজিতে পারদর্শীতা । আর সবচেয়ে বড় হল সততা
ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে যদি এখন থেকেই পদক্ষেপ নেয়া ন হয়। বর্তমানে প্রচুর বাংলাদেশীতে ফ্রিল্যান্সিং সাইটগুলো ভরে যাচ্ছে। কিন্তু দুঃখের কথা এদের বেশিরভাগেরই কোনোরকম দক্ষতা নেই! এতে করে দক্ষরা বিপদে পরে যাচ্ছে।

ক) সবচেয়ে বড় বন্ধু হল গুগল । সবার আগে আপনাকে জানতে হবে "আপনি কি জানতে চান"!
এছাড়া ফেইসবুকে ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সারের গ্রুপগুলোতে অনেক সাহাজ্য পাওয়া যায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এসব যায়গা থেকে কখনও এ-টু-জেড সহায়তা পাবেন না। কারন যারা আপনাকে সাহাজ্য করবে, তাদের এতটা সময় নেই।

গ) প্রত্যেকের উচিত যেকোনো একটা (বা ২টা) বিষয়ের উপর দক্ষতা অর্জন করা। আপনি যদি সব শিখতে যান, তাহলে আদতে কিছুই শিখতে পারবেন না। তাই আগে সিদ্ধান্ত নিন কোন বিষয়টা আপনার প্রিয় বা আপনার জন্য সুবিধা হয়!

গুড লাক টু এভ্রিওয়ান! !:#P

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সুফিভাই আন্তরিক ধন্যবাদ। আপনার ব্লগে এবং এখানে সম্পূরক কিছু কথা কিন্তু আছে। বলে আসব।

২৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

মেহেদী হাসান মানিক বলেছেন: হ্যা ভাই এই প্রথম বাড়ি থেকে আসতে মন চায় নাই। আসলে এত বেশী সময় অনেকদিন বারিতে থাকা হয় নাই।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাড়িতে থাকা আনন্দময় ঘটনা। বাড়িতে যাওয়াও। আর যদি সবাই থাকে তো কথাই নাই। আমি স্পর্শ করলাম আপনার আবেগটুকু। ভাল তাকুন প্রতিনিয়ত।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

রাজুবিডি বলেছেন: ধন্যবাদ লিসানি ভাই। গাইডটি কাজে লাগবে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রাজু ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। এরপর কিন্তু চমৎকার কিছু আপডেট এসেছে। যেমন, টুটশেয়ার বিডি নামে একটা ফেসবুক গ্রুপ এইসমস্ত এবং আরো অনেক অনেক অনেক ভিডিও লেকচার শেয়ার করছে ফ্রিতে সারা বাংলাদেশে। শত শত গিগা। সারা দেশের প্রতিটা জেলায় তাদের ভলান্টিয়ার আছেন।

৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

সমস্যাটা কী? বলেছেন: ওহ ভাই দারুন পোস্ট ! আমার এইচটিএমআল, সিএসএস , জাভাস্ক্রিপ্ট কমপ্লিট, আপনার পোস্টটা আমাকে আরও ভাল কাজ করতে সহায়তা করবে। থ্যাঙ্কস !!! :#) :#) :P :P :D :D

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এরপর কিন্তু চমৎকার কিছু আপডেট এসেছে। যেমন, টুটশেয়ার বিডি নামে একটা ফেসবুক গ্রুপ এইসমস্ত এবং আরো অনেক অনেক অনেক ভিডিও লেকচার শেয়ার করছে ফ্রিতে সারা বাংলাদেশে। শত শত গিগা। সারা দেশের প্রতিটা জেলায় তাদের ভলান্টিয়ার আছেন।

ভাই কতদূর এগুলেন একটু বলবেন কিন্তু।
এখন কী অবস্থা।
কাজ কি শুরু করেছেন মার্কেটপ্লেসে?

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

আশফাক সুমন বলেছেন: আন্তরিক ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সুমন ভাই আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আমরা চাইলে দেশটাকে এভাবেও অনেকদূর এগিয়ে নিতে পারি।

৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

রপদ বলেছেন: অনেক ধন্যবাদ (y) :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ আপনারো প্রাপ্য ভাই। এতগুলো।

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

তওসীফ সাদাত বলেছেন: সিরাম পুস্ট !! ধইন্যা, ধইন্যা !!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনাকেও ধইন্যা, ধইন্যা ভাইডি!!!

৩৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬

হাসিনুল ইসলাম বলেছেন: এমন পরিশ্রমী পোস্টের জন্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। যতদূর মনে পড়ে, পোস্টটি প্রথমে এত বিশাল আকৃতির ছিল না। মাঝে অনেকদিন দেখা হয়নি, কবে এমন পরিপূর্ণতা পেলো বুঝিনি। আমি নিজে অনুবাদের ক্ষেত্রে জড়িত, শখ থেকে এবং সাধারণ শিক্ষক হয়ে প্রাইভেট না পড়িয়েও টিকে থাকা যায় এমন সামাজিক চ্যালেঞ্জ থেকে ফ্রিল্যান্সিংয়ে জড়িয়ে পড়ি, এখন বিশ্বের দুই জায়ান্টের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে।

তবে আমি বর্তমানে এসইও-র বিষয়ে আগ্রহী হয়েছি, মূলত এইচএসসি/ডিগ্রী পাশ করা বেকার যুব-যুবার কর্মসংস্থানের কথা ভেবে। আমার পাড়ার এক এনজিও আগ্রহী, তারা এমনকি অনুদান সংগ্রহ করে কাজ করতে চায়। তারা এখন উত্তরাঞ্চলের সাওতালদের মাঝে খাদ স্বনির্ভরতা তৈরী করেছে সফলভাবে।

কিন্তু সমস্যা হলো, এসইও বিষয়ে একটি পরিপূর্ন প্রশিক্ষণ পরিকল্পনা পাচ্ছি না। আপনি যদি গ্রাফিক্স এর মত এসইও বিষয়ে এমন আরকেটি পরিপূর্ণ পোস্ট করতেন, তাহলে মনে হয় খুব উপকার হতো। এখানে লিন্ডার ভিডিও, আইপাগলের পোস্ট ও আর কয়েকটি পোস্ট পাচ্ছি। সম্ভব হলে, এসইও বিষয়ে আরেকটি পূর্নাঙ্গ পোস্ট করবেন আশা রখিছি।

সে শক্তি, ধৈর্য, জ্ঞান-দক্ষতা আপনারই হাতের মুঠোয় যে!

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হাসিন ভাই, সালাম। অবশ্যই এসইও বিষয়ে আরেকটা পোস্ট আসবে। কষ্ট হবে দু তিনদিন, কিন্তু উপকারে আসলে কোন কথাই নেই, আসবেই আসবে, আল্লাহ সহায় থাকলে।

আমাদের মধ্যে সাধারণ গণমানুষে কল্যাণ ছড়ানোর চেষ্টা অনেকেই করতেন, কিন্তু তা ছিলঅন্ধকারে। এখন নেটের কল্যাণে তা প্রকাশ্যে আসে এবং বেশি মানুষ উপকৃত হবার সুযোগ পায়।

আপনি অনুবাদ করছেন, আপনার সাথে ব্যক্তিগত যোগাযোগটা প্রয়োজন হয়ে পড়ল। অভিজ্ঞতার আদানপ্রদান। আমার ক্ষেত্রে বিশেষভাবে, গ্রহণ।

ফেবুতেই হোক?

৩৬| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:১১

আদরসারািদন বলেছেন: ভাই! শুধু আপনাকে ধন্যবাদ দেবার জন্য লগইন কর্লাম। জানেন, অনেক হন্নি হয়ে নেটে এতো দিন এরকম এক পোষ্ট খুজচ্চিলাম। আজ পেয়ে গেলাম। সেজন্য আবারো ধন্যবাদ। সঠিক গাইড লাইন সমৃদ্ধ পোষ্ট। আমার অনেক কাজে লাগবে।

২৩ শে জুন, ২০১৪ রাত ১:২৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আন্তরিক কৃতজ্ঞতা। ফেসবুকে চলে আসেন তো, এইসব ডাটা এখন ডাউনলোড করতে হবে না, মানুষ মানুষকে এম্নি দিচ্ছে। শত শত গিগা ফ্রিল্যান্স এর টিউটোরিয়াল। সব লিন্ডা এবং অন্যান্য। টুটশেয়ার বিডি এবং আরআর ফাউন্ডেশন নামে দুইটা গ্রুপে সমুদ্র পাবেন ডাটার।

আরআর ফাউন্ডেশনের রাসেল আহমেদ অত্যন্ত ভালভাবে শিখিয়েছেন বাংলায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.