নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

কমেন্টাব্য, আর কথা নয় এক বিন্দু

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬

১.

জাতিস্মর আমি, জাতপাত সব হাঁটুজলে যায় ভেসে,

আর শব্দে বুনে শব্দ এগোই অক্লান্ত, অক্লেশে।

কত ঝঞ্ঝা শত ঝড় বয়েছে না চাখতে গন্ধম,

টুঁটে কর্কশ সব শব্দ করে অদৃশ্য বন্ধন।

আমি নিপতিত হই, নিপাতিত হই, নেমে আসি বসুধায়,

আর তোমাকেই খুঁজি, বুকের পাঁজর, কোথায় তুমি? হায়!

গুহাবাসী হই, নিজেই নিজের সাথে লড়ি প্রতিদিন

দেখি বাড়ছে তৃষা, চাওয়া ও দিশা- বাড়তে থাকে ঋণ।

আমি শিকার এবং শিকারীর রূপে জনপদে জনপথে,

পিচঢালা ঢাকাতে অথবা গহীন আফ্রিকাতে।

স্মৃতির ভারে অস্থির আমি, জাতির ভারে নোয়া-

পথতো শেষে বেঁকে বেঁকে যায়, চন্দ্রালোকে ধোয়া।



২.

আমরা মরি, পুড়ি,

হই ছাই-

আবার ছাই থেকে উৎরাই।



আমরা ঝলকে সামনে যাই,

আবার চমকে পিছনে চাই-



আমরা জেগেছি, জাগব,

জেগেইতো আছি,



পশুর ক্ষমা নাই।



৩.

নিপাতনে সিদ্ধ প্রেমালাপ



শুনুন,

আপনি যখন আমার দিকে এগিয়ে আসবেন,

আপনার কোন ধরনের পরিবর্তন হবে না।

কারণ আপনি আগে থেকেই পূর্ণ।



কিন্তু 'আমি' আপনি ছাড়া চিরকালই অপূর্ণ ছিল।

তাই, শুনুন।



আপনি যখন আমার দিকে এগিয়ে আসেন,

প্রকৃতপক্ষে আমার পূর্ণতা আমার দিকে এগোয়,

অর্থাৎ (যদিও আপনি আমাকে ছাড়া পূর্ণ তবু...)

আপনি ছাড়া পুরোটা সময় ছিল একটা স্বপ্ন...



এবং এই স্বপ্ন ভাঙার সময়,

আপনার এগিয়ে আসার সময়,

পূর্ণতার সময়-

বাস্তবতা শুরুর সময়...



আমি বলতে চাই,

আপনার এবং আমার মধ্যে মৌলিক পার্থক্য এতটুকুই যে,

আপনার আমাকে ছাড়াও চলে কিন্তু আমার আপনাকে ছাড়া চলে না,



এবং এই কারণে,

আপনার এবং আমার মধ্যে কোন তফাৎ নেই।

প্রকৃপক্ষে, আপনি এবং আমি একইজন।



৪.

পেল্লায় পাল্লায়

শুধু হই হল্লায়

আল্লাহ্ র নামে দেখো-

প্রাণ যায়, প্রাণ যায়।



আল্লাহ তো রহমান

সবকে খাওয়া পরান

তিনি যাকে রেখেছেন

তার খুন বহমান।



প্রভু এনে সামনে,

মৃততুর ঘ্রাণ নে-

তাঁর নাম নিয়ে আজ

স্বদেশীরই জান নে।



এ কেমন মন্ত্র?

দখলের যন্ত্র

চেপে বসে গলাতে-

না, শান্তির মান নে।

মন্তব্য ৪১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: ১ আর ৩ সবচাইতে বেশী ভাল্লাগল। আপনার লেখনি মানেই গভীরতায় ভরপুর :)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কমেন্টের আলোচনা ছিল। আসলে আজকাল কাব্যের নামে বমি প্রসব হচ্ছে আমার কিবোর্ড দিয়ে। ভাবি, ভালইতো, কবিতা নিয়ে ভাবার কিছু নেই। সেসব পোস্ট পড়ে এম্নি চলে আসে, তারপর একত্র করে একটা কমেন্টাব্য করে দেয়া, ব্যস।
ইন্দোরে গেছেন মামুন ভাই? যথাযোগ্য জায়গা শুনলাম।

২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:





আমরা মরি, পুড়ি,
হই ছাই-
আবার ছাই থেকে উৎরাই।

আমরা ঝলকে সামনে যাই,
আবার চমকে পিছনে চাই-

আমরা জেগেছি, জাগব,
জেগেইতো আছি,

পশুর ক্ষমা নাই।



+++++++++++++++


পশুর ক্ষমা নাই।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ক্ষমা নাই। ক্ষমা নাই। ক্ষমা নাই। কতজনের কাছ থেকে ক্ষমা পাবে? ত্রিশলাখ আত্মা চিৎকার করে বেড়ায় এখান থেকে সেখানে। সাড়ে সাতকোটির পরিবার বেড়ে বেড়ে ষোলতে।

৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

যিনদা মুরদা বলেছেন: চ্যালেঞ্জ ! চ্যালেঞ্জ !! চ্যালেঞ্জ !!!
নাস্তিক ও মুসলিম নামধারী মুনাফিকদের প্রতি জামাতের ইসলামীর চ্যালেঞ্জ ! রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না-শান্তি ও মুক্তির একমাত্র পথ ইসলামী খেলাফত- রাষ্ট্রশক্তি বিহীন ইসলাম ইসলামই নয়.বিস্তারিত জানতে হলে পড়তে হবে নিচের লিঙ্ক এর সকল পোষ্ট -
Click This Link

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নাস্তিক ও মুসলিম নামধারী মুনাফিকদের প্রতি জামাতের ইসলামীর চ্যালেঞ্জ !

তোমাদের চেনা আছে চান্দু।

প্রথমে নাস্তিক বিদ্বেষ করবা,
তারপর হিন্দুবিদ্বেষ,
তারপর অ-জামাতি সকল মুসলমানকে মুনাফিক আখ্যা দিয়ে তাদেরও এক কাতারে ফেলবা।

যারা আজো তোমাদের চিনতে পারে নাই, মনে করে, তোমাদের লড়াই নাস্তিকের বিরুদ্ধে/ হিন্দুর বিরুদ্ধে/ ধর্মদ্রোহীর বিরুদ্ধে- তারা তখনি চিনতে পারব যখন তোমাদের চাপাতি নিজের গলায় বসব।

অগ্রীম ব্যান মুবারক।
আর শুইনা রাখ, আগে হয় মানুষ হও, নাইলে জ্বীন হও- মানুষ আর জ্বীন ব্যতীত কারো মুসলিম হওয়ার অধিকার নাই।

৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ৩ আর ৪ ভাল লাগল সবচেয়ে বেশি ।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্কস হিমুভাই। হুদাই মন্তব্য করতে গিয়ে হুদাই লেখা আরকী!

৫| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লেখার গভীরতা ছুয়ে গেল।:)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আসলে আন্তরিক অন্তর তো ভাল কথায় আন্দোলিত হবেই... তবে লেখার গভীরতা... ইয়াল্লাহ! এভাবে বললে লজ্জাজনক পরিস্থিতির উদ্ভব হয়।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

সায়েম মুন বলেছেন: প্রথম দুটাতে অনেক ভাললাগা।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই। ভাল থাকুন অষ্টপ্রহর।

৭| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। কেমন আছেন?

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: স্বর্ণাপু অনেক অনেক অনেক ভাল আছি। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনিও খুব ভাল আছেন আশা করি।

৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

কোবিদ বলেছেন:
চমৎকার!!
অসাধারণ কথামালা
শুভেচ্ছা রইলো

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনাকেও অযুত নিযুত শুভেচ্ছা ভাই। ভাল লেগেছে শুনলে তা স্পর্শ করে।

৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

আমিনুর রহমান বলেছেন: +++

কেমন আছেন??

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আলহামদুলিল্লাহ, সদা সর্বদা সবচে ভাল অবস্থায় আছি। কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারি না। আপনি খুব ভাল আছেন আশা করি আমিনুর রহমান ভাই।

১০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: ভাল লাগল লিসানী ভাই।

সময় পেলে আপনার ওল্ড পোস্টগুলো পড়ি। যদিও সময় পাই না বললেই হয়। আরো বেশি বেশি লেখা উচিত আপনার। সবাই তো আর লিখতে পারে না। আপনার লেখাগুলোর সত্যই তাত্ত্বিক দিক দিয়ে গভীরতায় ভরপুর।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই এটা অনেক বড় পাওয়া। আপনাদের মত সত্যিকার উদ্যোক্তা আছেন দেখেই আমরা আজো স্বপ্ন দেখি। আমরা আজো ভাবি, হারিনি। হারব না।

ভাই চালিয়ে যান। উন্নয়ন আগে। কৃষিবিপ্লব আপনার হাত ধরেও এগিয়ে যাক।

১১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

*কুনোব্যাঙ* বলেছেন: ভাই, ইন্দোরের কারো ফোন নাম্বার দেয়া যায় কি, যার কাছে আপনার রেফারেন্স দিতে পারব? তাহলে মনেহয় অনেক আনুষ্ঠানিকতা নতুন পরিচয় পর্ব সহজ হবে।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নাতো, ওই শহরে যারা ঘোরাঘোরি করে তাদের সাথে লতায় পাতায় কথা হয়েছে। জাস্ট গেলেই চলবে। শুধু যদি এটা বলেন, তাঁর রেপুটেশন অনেক ভাল এবং তাঁর এক এক্স ছাত্র যে কিনা ন্যাশনাল চ্যাম্প সে-ই খুজেপেতে নিজের শিক্ষকের কাছে দিয়েছে (আমার ওই ভাইটা)...

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ও, আর্টটা হল খালি-হাতে, কারাতে।

১২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন:
যদাপিও মাঝে মাঝে
তোমায় আমি স্বরি
আমি জানি তুমি দেখো আমায় বার বার
আমার একস্বরনে তোমার স্বরন ৭০ বার ।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আ-হ! কী কথা! ভাল থাকুন ঘুপাভাই। সবদিক দিয়ে সুখে থাকুন।

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
+++++++

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন অনেক অনেক।

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

মুনসী১৬১২ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এত্তোগুলো প্লাস পেয়ে মন সেজে উঠল।

১৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

ফালতু বালক বলেছেন: অসাধরণ, লিসানি ভাই।
আপনার কবিতা মনে হয় ফাস্ট পড়লাম।
মিস করছি, মিস করছি।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আরে আমরা তো ঠিক কবিতা লেখার মানুষ না। খেয়াল করলেই দেখবেন, কবিতার কোন ছিড়িছাদে পড়েনি। কোন গ্রামারে নেই। বরং একটু একটু খোঁড়ামতন ছড়ার ধাঁচ হয়েছে।

ভাল লেগেছে শুনেই মন মেতে উঠল। ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।

১৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: আপনি তো দারুণ কবিতা লেখেন! নিয়মিত লিখুন।

শুভ জন্মদিন।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হামাভাই, আপনি যে কোন কবিতা বা গল্প একটু ভাল লাগলেই অনেক উৎসাহ দেন। আপনার এ বৈশিষ্ট্যটা এত ভাল লাগে যে, বলার মত না।

আপনি অনেক ভাল থাকুন ভাই। অনেক ভাল থাকুন।

শুভেচ্ছা পেয়ে মন ভরে উঠল।

১৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর কবিতা। শুভ জন্মদিন। :)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জাকারিয়া ভাই আপনাকে অন্তস্থল থেকে ধন্যবাদ। প্রোপিক তৃপ্তি দেয় মনের ভিতরে, ছেলেবেলায় নিয়ে যায় একটানে।

১৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

রাহি বলেছেন: অসাধারণ কবিতা! আছেন কেমন?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমি রাহিভাই নিয়ে ভয়ে ভয়ে ছিলাম। এবার তো ভাল লাগবে না নিশ্চিত ছিলাম। ভাল লেগেছে দেখে অবাকই হয়েছি, বিশ্বাস করেন।

আমি তো সব সময় কৃতজ্ঞ, সব সময় পূর্ণ সমর্পণে ভাল থাকার প্রাণপণ চেষ্টায় রত এবং ফলশ্রুতিতে ভাল আছি। খুব খুব খুব।

(তবে একটু আধটু খিদা লাগছে!

"এমন অনশন ঠিক না, যাহাতে ক্ষুধা লাগিবে"- এটা আজকে আমার বাণী।)

১৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:১২

রাহি বলেছেন: ব্লগে এলেই দুই তিনজন ব্লগারের নতুন নতুন কবিতাগুলি পড়ে যাই। আপনি তার একজন। কবিতাটা আসলেই ভালো হয়েছে। ভালো থাকবেন।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে কবিতাতে আপনাকে আশা করি। ভাল থাকুন সব সময়।

২০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:১৩

বোকামন বলেছেন:











শ্রদ্ধেয় ব্লগার,

আমি আগেই বলেছি ... আমি আপনার নিয়মিত পাঠক কিন্তু সময়ের কারনে মন্তব্য করা হয় না .. তাই দেরীতে হলেও কিছু লিখার চেষ্টা করি মাত্র ....।

আমরা মরি, পুড়ি,
হই ছাই-
আবার ছাই থেকে উৎরাই।

আমরা ঝলকে সামনে যাই,
আবার চমকে পিছনে চাই-

আমরা জেগেছি, জাগব,
জেগেইতো আছি,

পশুর ক্ষমা নাই


লাইনগুলো খুব সহজ কিন্তু চমকে উঠলো বৈশাখী ঝড়ের বিদৎু চমকানো রুপে ...
লাইনগুলো সংগ্রহে রাখতে পারি ? ...

(আমার কোন মন্তব্য অপ্রাসঙ্গিক হলে মনে দু:খ নিবেন না)

আস সালামু আলাইকুম

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রিয় ভাই,
আপনি এটা বিনা দ্বিধায় ব্যবহার করতে পারেন। যে কোন ক্ষেত্রে, যে কোন পরিস্থিতিতে।

আমিতো আপনার সামান্য বন্ধু বা ভাই, এর বাইরে কিছুই নই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.