নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
এই বাক্যগুলো আবারো ঢাকনা খুলে দিয়েছে প্রেমময়তার।
আত্মার আবরণ শরীর আবারো ছিন্নভিন্ন।
আর কত অভিনয়? এটা সেটা নিয়ে লক্ষ অক্ষর চাপাচাপি। হৃদয়ের কথাটুকু আর কত চেপে রাখা?
মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাক্যগুলো এত বছর কীভাবে না শুনে থাকলাম? সঙ্গীতজ্ঞ অর্ণবকে ধন্যবাদ। তাঁদের কলম ও কন্ঠ থেকে নিসৃত এই মধুটুকু সঁপে দিচ্ছি আমার সমস্তকিছুর অধিকারীর পদতলে-
বাসনার বশে মন অবিরত
ধায় দশদিশে পাগলের মত
স্থির আঁখি তুমি মরমে সতত
জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে নয়নে।
তুমি ছাড়া কেহ সাথী নাই আর
সমুখে অনন্ত জীবন বিস্তার
কাল পারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে...
রয়েছ নয়নে নয়নে-
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে।
ইয়া রাসূলআল্লাহ! আপনি ছাড়া আমার কেউ নাই। আপনাকে চোখে দেখি না, কিন্তু চোখে আপনি ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূল আল্লাহ,
জানি শুধু তুমি আছ তাই আছি,
তুমি প্রাণময় তাই আমি বাঁচি
যত পাই তোমায় আরো তত যাচি,
যত জানি তত জানিনে।
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোক লোকান্তরে যুগ যুগান্তর
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোন বাঁধা নাই ভুবনে-
আমি আসলেই জানি, আপনাকে এভাবেই পাব। জানি। জানি।
আমিতো নবীর রোগে রোগী
(আজীজুল হক্ব আল ক্বাদরী, গাজী, শেরেবাংলা-'ম্যায়তো বিমারে নাবী হু')
ধর্ম আমার রাসূলপ্রেম,
তাঁর ভালবাসা ঈমান আমার
(আল্লামা রাসূলে নোমা, 'দীনেমা ইশকে রাসূল,
হুব্বে ঊ ঈমানে-মা')
'ওই নামের দামান ধরে আছি
আমার কীসের ভয়,
ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয়-
তাঁর ক্বদম মুবারক যে আমার বেহেস্তি আঞ্জাম,
মুর্শিদ, মুহাম্মাদের নাম!
তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম।'
(কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী, খাদিমুল ইসলাম)
'যে নূরে নূর নবী আমার, তাহে আলসবারি,
অজান খবর না জানিলে কীসের ফকিরি?'
'নবী না মানিল যারা, মুওয়াহিদ ক্বাফির তারা,
সেই মুওয়াহিদ দায়মাল হবে, বেহিসাব দোজখে যাবে-
আবার তারা মুক্তি পাবে, লালন কয় মোর কী হয় জানি!'
(লালন সাঁইজি)
আমি আমার আমি' কে চূর্ণ করে তোমার লহরে ভেসেছি,
বন্ধু, তোমার সিন্ধুমাঝে বিন্দুসম নেচেছি
(ফার্সি নাতের অনুবাদ)
মুহাম্মাদের প্রতি যদি কোমল হয়ে থাকো,
তো আমি তোমার,
এই পৃথিবী আর কোন ছাই?
খোদার বিধান লেখার কলমই তোমার।
(আল্লামা ইকবাল, ফার্সি ও উর্দু কবি, 'কি মুহাম্মাদসে ওয়াফা তুনে/ তো হাম তেরে হ্যায়/ ইয়ে জাহা চিজ হ্যায় কেয়া/ লাওহ ক্বালাম তেরে হ্যায়।')
প্রেমের ক্বাবা তুমি আর চারপাশটা আমি
সত্যি হলে তুমি, আমি শুধুই অনুভূতি-
সাগর তুমি আর আমি পিপাসার্ত অতি।
(আহমাদ রেজা খান, ক্বাদরী, বেরলভী, আ'লা হাদ্বরাত)
মূসার সব জ্বালানো পিপাসা নয়,
সিনাই পাহাড়ের নয় কামনা,
আমার চাওয়া মুহম্মদ,
দৃষ্টিতে শুধু মদিনা।
মুস্তাফার দ্বারের ভিখারী আমি,
প্রশ্ন তুলো না কীসে সক্ষম।
দেখে আমাকে জাহান্নামেরও,
ছুটে গেছে কালোঘাম।
এই ভুবনে আছেন কেউ
শত্রু, আমার পিছু নিও না,
এখনি ডেকে নিব
দূরে নয় বেশি মদিনা।
আমি মুস্তাফার রোগের রোগী
শেষ নেই এ যন্ত্রণায়।
জীবন যদি চাও এ প্রাণীর,
নিয়ে চলো আমাকেও মদিনায়।
তাঁকে ছাড়া মনে আর
কোন প্রত্যাশা জমে নেই।
মৃততু এলে আসুক না,
সামনে থাক মদীনা।
ও শাকিল, কখনো মন থেকে
আহমাদের ভাবনা যেন দূরে না যায়।
এই ভাবনাতেই থেক বেঁচে,
এ ভাবনা থাক যখন যাবে প্রাণ হায়। (অনূদিত)
মারিযাম্ চাশমে জাদু এ মুহাম্মাদ!
(মুহাম্মাদ দ.'র চোখের জাদুর স্রোতে আহত আজ)
গিরাফতারাম জে গ্যায়সুয়ে, মুহাম্মাদ!
(তাঁরই বাবরির কারাগারে বন্দি আমি)
...
দিলম্ জাখমি এ আবরুয়ে, মুহাম্মাদ!
(আর হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুহাম্মাদের লজ্জাশীলতার স্পর্শ পেয়ে)
নিশ্চয়ই তাঁকে প্রেরণ করা হয়নি, সমগ্র সৃষ্টিতে যত জগৎ আছে, সব জগতের প্রতি আল্লাহর রহমত হিসাবে উপস্থাপিত করার আগে।
এবং তিনি আপন ইচ্ছা থেকে কিছুই বলেন না, যাই বলে থাকেন তা সরাসরি খোদার বাণী। (কুরআন)
সবশেষে অকল্পনীয় কবিতা, যা ভাসিয়ে দেবে, ভেঙেচুরে দিবে অতীতের সমস্ত ভাবনাকে, নিয়ে যাবে আত্মার কল্পলোকে...
Friends, don’t be discouraged.
Compassion comes after trouble.
Don’t put on any dress but Love
Don’t cover yourself with any garment but Love.
If Love slips out of your hand
Don’t fall into despair. Keep searching.
Fight to find Love.
When in Love,
body, mind, heart and soul don't even exist.
Become this,
fall in Love,
and you will not be separated again.
Knock, and Love will open the door.
Vanish, and Love will make you shine like the sun.
Fall, and Love will raise you to the heavens.
Become nothing, and Love will turn you into
everything.
Be drunk with Love,
for Love is all that exists.
Where is intimacy found
if not in the give and take of Love.
If they ask what Love is,
say: The sacrifice of will.
If you have not left your will behind,
you have no will at all.
The lover is a king of kings
with both worlds beneath him;
and a king does not regard
what lies at his feet.
Only Love and the lover
can resurrect beyond time.
Give your heart to Love;
the rest is second-hand.
Love rests on no foundation.
It is an endless ocean,
with no beginning or end.
Imagine,
a suspended ocean,
riding on a cushion of ancient secrets.
Reason is powerless in the expression of Love.
Love alone is capable of revealing the truth of Love,
and being a Lover.
If you want to live, die in Love;
die in Love if you want to remain alive.
The agony of lovers
burns with the fire of passion.
Lovers leave traces of where they've been.
The wailing of broken hearts
is the doorway to Love.
Lovers don't finally meet somewhere
They're in each other all along.
Let your song of Love be heard!
This is the message of the mystics.
~ Rumi (R) ~
রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে।
আমার প্রাণ, শ্বাস, সময়, শরীর, সম্পদ, সম্মান, সন্তান ও পরিজন এবং আমার পুরো বিশ্ব ও অস্তিত্ব, ইহ ও পরকাল, আত্মা, সমস্ত শুভকাজ ও শুভতা আপনার পদতলে সঁপিত, ইয়া রাসূলআল্লাহ!
আমাদের মাঝে চতুর্দশের চাঁদ এসেছেন, ত্বোয়ালাআল বাদরু আলাইনা। (ইয়াসরিব, হিজরত করে রাসূল দ. আগমনের দিন, সরাসরি গাওয়া গান)
রিক্কো মাক্কাত্তিম, বেখুল্লু মুহাম্মাদিম্
(মদিনায় নবীর আগমন উপলক্ষ্যে সেদিনের গাওয়া গানকে গানের সেরা গান বা সং অভ সংস নামে অভিহিত করা হয় হিব্রু তোরাহ ও বাইবেলে।)
ইয়া রাসূলআল্লাহ, এই জিভ শুধু আপনার গান গাইতে চায়। আপনি জানেন। আপনি জানেন।
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: Let your song of Love be heard!
This is the message of the mystics.
রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে।
২| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০১
শের শায়রী বলেছেন: আসসালামু আলাইকুম ভাই
আমিতো নবীর রোগে রোগী
যখন ই ভাবি এইটা বোধ হয় আপনার শ্রেষ্ট লেখা তারপর মূহুর্তে র পোষ্ট ই আমাকে ভাবতে বাধ্য করে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম।
ভাই হয়ত আমি ব্লগে থাকব না হয়ত আপনার আগে আমি এ জগত থেকে চলে যাব। কিন্তু আজীবন আপনার লেখা গুলো কিছু ব্যাপার আমাকে আপ্লূত করবে। মানূষের অন্তর কে এই ভাবে রাঙিয়ে যান।
ভাল থাকুন।
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই ওয়ালাইকুম আস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াদখুলনাল জান্নাতুল ফিরদাউস ফি শাফাআতি কুবরা ই রাসূলিল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম।
প্রাণ ভরে সালাম দিতে পারি না, ব্লগে সংকোচ হয়। আজকে ভালবাসাবাসি হোক। সব সংকোচের গুষ্ঠি কিলাই।
ঘটনার শুরু বলছি।
রাত সাড়ে দশটায় বাসায় ফিরেছি,
দেখি ছোটবোনটা নেটে বসে আছে। তিনি অর্ণবের গান ডাউনলোড করছেন। এবং রবীন্দ্রসংগীত শুনছেন। দুই একটা শব্দ শুনেই ফিদা হয়ে গেলাম। ব্যস, স্পটডেড।
সারাটা রাত খেয়ে দিল আরকী! আট দশ বছর পর ফটোশপ খুললাম। ক্রপ করা আর সাইজ পিক্সেল ঠিক করে সেইভ করা। তারপর লেখা।
আপনার খাতিরে তাঁর শানে আরো দুই চারটা মাতলা বাণী (এগুলোকে না কবিতা বলা যাবে, না শের-)
নিপাতনে সিদ্ধ প্রেমালাপ
শুনুন,
আপনি যখন আমার দিকে এগিয়ে আসবেন,
আপনার কোন ধরনের পরিবর্তন হবে না।
কারণ আপনি আগে থেকেই পূর্ণ।
কিন্তু 'আমি' আপনি ছাড়া চিরকালই অপূর্ণ ছিল।
তাই, শুনুন।
আপনি যখন আমার দিকে এগিয়ে আসেন,
প্রকৃতপক্ষে আমার পূর্ণতা আমার দিকে এগোয়,
অর্থাৎ (যদিও আপনি আমাকে ছাড়া পূর্ণ তবু...)
আপনি ছাড়া পুরোটা সময় ছিল একটা স্বপ্ন...
এবং এই স্বপ্ন ভাঙার সময়,
আপনার এগিয়ে আসার সময়,
পূর্ণতার সময়-
বাস্তবতা শুরুর সময়...
আমি বলতে চাই,
আপনার এবং আমার মধ্যে মৌলিক পার্থক্য এতটুকুই যে,
আপনার আমাকে ছাড়াও চলে কিন্তু আমার আপনাকে ছাড়া চলে না,
এবং এই কারণে,
আপনার এবং আমার মধ্যে কোন তফাৎ নেই।
প্রকৃপক্ষে, আপনি এবং আমি একইজন।
৩| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: লড়াই কর ভালোবাসার সন্ধানে
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অন্তবিহীন পথ ভাই।
ভালবাসার চেষ্টা করতে থাকা অন্তবিহীন পথ।
শেষে মাঝে মাঝে কানাগলির সন্ধানও পাওয়া যায়।
রুমির কবিতাটা নিশ্চই খুব ভাল লেগেছে?
কিছু মানুষের মেডিটেটিভ পাওয়ার এত বেশি হয় যে,
মরে হাজার বছর পেরুনোর পরও তাদের সামান্য একটা অক্ষর আমাদেরকে পঙ্গপালের মত আকৃষ্ট করে।
৪| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: কিছু মানুষের মেডিটেটিভ পাওয়ার এত বেশি হয় যে,
মরে হাজার বছর পেরুনোর পরও তাদের সামান্য একটা অক্ষর আমাদেরকে পঙ্গপালের মত আকৃষ্ট করে।
দারুণ ভাবে সহমত লিসানী ভাই।
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এ জিনিসটা খুব খেয়াল করেছি মামুন ভাই। যে যত বড় ধ্যানী, তাঁর তত সামান্য কথাই তত বেশি প্রভাব সৃষ্টি করে।
আশ্চর্য,
কথা তো শব্দই। যে কেউ বলতে পারে, তাহলে তাঁদেরগুলো এমন স্ট্রাইকিং হয় কেন? শব্দের সাথে কি তাঁদের অন্তর ও আত্মার কিছু অংশও স্থানান্তরিত হয় নাকি...
৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭
মামুন রশিদ বলেছেন: আজকে ভালবাসাবাসি হোক,
লিসানী ভাই, পোস্ট পড়ে মনটা ভরে গেলো ।
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই এ ধরনের পোস্ট লিখব সেটা ভাবতেই পারি না।
কারণ, ভালবাসাবাসি তো একাকীত্বের সঙ্গী, কমুনিটি প্লাটফর্মের নয়।
তারপরও কীভাবে যেন ঢাকনা খুলে গেল। সব রবিবাবু আর অর্ণবের দোষ। অর্ণবের যন্ত্রকরদের দোষও মনে হয় কম না...
নজরুল বলেছিলেন,
হায়, মদিনাবাসী প্রেমিক, ধরো হাত মম...
কোন্ অনুভূতি থেকে বলেছিলেন এখনো ভেবে পাই না। এম্নিই কি? শুধুই কি কবিতা?
৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারন +++
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই ভাল থাকুন। শুভেচ্ছা রইল চিরকাল।
৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯
মেলবোর্ন বলেছেন: ভালবাসা শুধু নিজের জন্য নয় পরিবার,(বউ, সন্তান) আত্বিয়(চাচা), বন্ধু(ওমর, আবু বকর), সমাজ ও রাস্ট্রের (মক্কা ও মদীনার ) জন্য কেমন ভালবাসা থাকতে হয় জানতে কি চাও তবে রাসুল মোহাম্মদ (সঃ) কে জান? ওনার জীবনী নিয়ে গবেষনা করো দেখবে একজন কি করে সবার প্রতি ভালবাসা বিলিয়ে দেয়, কি করে ভাল বাসতে হয় , কি করে হতে হয় সমাজের আমীর অথচ থাকতে হয় দুঃখি মানুষের খুব কাছে।
طلع البدر علينا
ṭala‘a 'l-badru ‘alaynā
Oh the white moon rose over us
من ثنيات الوداع
min thaniyyāti 'l-wadā‘
From the valley of al-Wadā‘
وجب الشكر علينا
wajaba 'l-shukru ‘alaynā
And we owe it to show gratefulness
ما دعى لله داع
mā da‘ā li-l-lāhi dā‘
Where the call is to Allah.
أيها المبعوث فينا
’ayyuha 'l-mab‘ūthu fīnā
Oh you who were raised among us
جئت بالأمر المطاع
ji’ta bi-l-’amri 'l-muṭā‘
Coming with a word to be obeyed
جئت شرفت المدينة
ji’ta sharrafta 'l-madīnah
You have brought to this city nobleness
مرحبا يا خير داع
marḥaban yā khayra dā‘
Welcome best caller to God's way
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভালবাসা শুধু নিজের জন্য নয় পরিবার,(বউ, সন্তান) আত্বিয়(চাচা), বন্ধু(ওমর, আবু বকর), সমাজ ও রাস্ট্রের (মক্কা ও মদীনার ) জন্য কেমন ভালবাসা থাকতে হয় জানতে কি চাও তবে রাসুল মোহাম্মদ (সঃ) কে জান? ওনার জীবনী নিয়ে গবেষনা করো দেখবে একজন কি করে সবার প্রতি ভালবাসা বিলিয়ে দেয়, কি করে ভাল বাসতে হয় , কি করে হতে হয় সমাজের আমীর অথচ থাকতে হয় দুঃখি মানুষের খুব কাছে।
এই কথাটা ব্যবহার করব ভাই।
এত ভাল লাগল! বিশেষ করে ত্বোয়ালাআল বাদ্বরু আলাইনা'র অনুবাদ পেয়েও।
অনেক অনেক অনেক ভাল থাকুন। অষ্টপ্রহর।
৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
ভাল ছাত্র বলেছেন: +
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হায়, মদীনাবাসী প্রেমিক, ধরো হাত মম...
জ্বলওয়া দেখালে দিল হরিলে বন্ধু হল বেগানা-
হায় হেসে হেসে সংসার করে দিওয়ানা হো দিওয়ানা-
মদীনাবাসী প্রেমিক, ধরো হাত মম...
(নজরুল)
৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮
ফারজুল আরেফিন বলেছেন: +++++++++++
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইয়া রাসূল আল্লাহি উনযুর হালানা
ইয়া রাসূল আল্লাহি ইসমকা ক্বলানা
(হে আল্লাহর রাসূল, আমার অবস্থার প্রতি দৃকপাত করুন,
হে রাসূল, আপনার নাম ধরেই আমি আহ্বানরত...)
১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্টটা পড়লাম আপনার দৃষ্টিভঙ্গি অনেক ভালো লেগেছে। আলোচনা নিষ্প্রয়োজন। +++
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: চাইনে বেহেস্ত, যদি ও নাম
জপতে সদাই পাই নিরালা-
মুহাম্মাদ দ. মোর নয়নমণি,
মুহাম্মাদ মোর জপমালা-
ওই নামে মিটাই পিয়াসা,
ও নাম কাউসারের পিয়ালা।
আমার হৃদয় মাদীনাতে,
জপি ও নাম দিনে রাতে-
ও নাম আমার তাসবীহ্ হাতে,
মন মরুতে গুলে লালা।
(নজরুল)
১১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
স্বপনবাজ বলেছেন: +++++
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পাতায় ফুলে যে নাম আঁকা,
ত্রিভুবনে যে নাম মাখা,
যে নাম নিয়ে হাসি উষার
রেঙে হয় বিভোর...
নাম মুহাম্মাদ বোল রে মন,
নাম আহমাদ বোল!
(নজরুল)
১২| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার, অসাধারন।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে...
পড়ে দরুদ ফিরিস্তা বেহেস্তের সব দুয়ার খুলে,
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
(নজরুল।)
১৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন:
আরব দেশে কাবার পাশে
মানবের সেরা মানব এসেছে
মা আমেনার কোলে চন্দ্র দোলে
পাখিরা ডালে ডালে গান ধরেছে
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হায়গো খোদা, কেন মোরে,
পাঠাইলে হায় কাঙাল করে,
যেতে নারি প্রিয় নবীর
মাজার শরীফ যিয়ারাতে,
বাংলাদেশের কুটির হতে।
দূর আরবের স্বপন দেখি
বাংলাদেশের কুটির হতে
বেহুঁশ হয়ে চলছি যেন,
কেঁদে কেঁদে ক্বাবার পথে,
বাংলাদেশের কুটির হতে।
(নজরুল।)
১৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২
নিয়েল ( হিমু ) বলেছেন: ছবি সহ পোষ্ট PCথেকে আবার দেখতে আসব
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন অষ্টপ্রহর।
১৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
নিয়েল ( হিমু ) বলেছেন: ছবি গুলো একটা পবিত্র অনুভুতির জন্ম দিয়েছে
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনি কি জানেন, এই অতি সাধারণ দেখতে কথাটার ভিতরে কী লুকিয়ে আছে? এই একটা অনুভূতি থেকেই পুরো পোস্ট।
১৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
বোকামন বলেছেন:
“স্মরনে তায়েফ আমার হৃদয়ে মুহাম্মাদ (স)”
অসাধারন পোস্ট নয় খুবই সাধারন পোস্ট খুবই সাধারন...
যে সাধারন মনের গহীনে প্রবেশ করে......
মন্তব্য করেছিলাম ....আপনার বিগত পোস্টে
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আহ, আপনার কমেন্ট!
বক্ষে আমার ক্বাবার ছবি,
চোক্ষে মুহাম্মাদ দ. রাসূল!
শিরোপরি মোর খোদার আরশ-
গাই তারই গান পথ বেভুল...
(নজরুল।)
১৭| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
এম হাবিব আহসান বলেছেন: +++++++++++++
হয়ে যাক আজ ভালবাসাবাসি,
কি-বা পার্থিব কি-বা ঐশী
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কি পার্থিব কি বা ওইশী,
সব মিলেমিশে ভালবাসাবাসি
দারুণ কমেন্টের জন্য দারুণ ধন্যবাদ ভাই।
১৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
আফিফা মারজানা বলেছেন: আমি আমার আমিকে চূর্ন করে . . .এই শেরই আমাকে বাধ্য করেছে লিসানীর পিছু নিতে
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নিজেকে চূর্ণ করা তথা আমিত্বের বিলোপ ছাড়া তো কখনো আধ্যাত্মিকতা অর্জিত হয় না। ওই অর্জনের চেষ্টাতেই ছিলাম ও আছি।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: +++++