নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
***কমেন্টেই আসল ইনফো***
ঘটনা শৈত্য।
বাতাস, পানির পরই আমাদের দরকার নেটওয়ার্ক। ফোন নেটওয়ার্ক হোক বা না হোক, নেট নেটওয়ার্ক।
অবশ্যই সব পদের নেটওয়ার্কের খানা বান্দা একা হজম করেনি। তাই সহবান্দাদের সহযোগিতায় সুখাদ্য হয়ে উঠুক জরিপ প্লাস রিভিউ।
ক্ল্যাসিক 'ব্রডব্যান্ড'
সুবিধা
১. স্পিড 'চলে'।
২. এইচটিপি সার্ভার থাকলে তো কথাই নাই। মুভি নামাও আর দেখো। সাধারণত সার্ভারঅলারা মাস্টার প্রিন্ট নামায় টরেন্ট দিয়ে। সাইজও মধুর। সাতশো আটশো মেগা। কিন্তু সফটওয়্যার বা অফট্র্যাকের এলিমেন্ট ভাল হয় না।
৩. বিল সহনীয়, কোন ডাটা লিমিট নাই।
অসুবিধা
১. নামেই ব্রডব্যান্ড। এরচে এখন ওয়াইফাই জোন পেলে কেউ ব্রডব্যান্ডের দিকে ফিরেও তাকাবে না। চাইলেই তারা স্পিড দিতে পারে, এবং চায় না দেখেই দেয় না। সিম্পিল।
২. 'স্যার, বিষ!' এইটা হল ব্রডব্যান্ডওয়ালাদের সার্ভিস।
কর্পো টাইপ ব্রডব্যান্ড
সুবিধা
১. স্পিড অকল্পনীয়। দামও খুব কম। যেমন, এক এমবিপিএস মাত্র ১৫০০ টাকার আশপাশে। কোন ডাটা লিমিট নাই। কোন আপডাউন নাই।
২. সার্ভিস বেশ বেশ ভাল।
৮ নম্বর মন্তব্যে কোডব্লকার দাবি করছেন, ১ হাজার টাকায় ১ এমবি। ধররে, কোড ব্লকাররে ধর্!
অসুবিধা
১. স্যার, এই এলাকায় আমরা এখনো লাইন দেয়া শুরু করিনি (খুব ভাল কাম করসো, আমার মুখে তো ফিডার একটা ধরায়া দিলা, তুমিও খাও।)
তো, যতদূর মনে পড়ে, লিংক থ্রি হলো সেই কল্পনার নেট লাইন। মাত্র দেড় হাজার টাকায় ১ এমবি (১২৮ কেবিপিএস রিয়েল ডাউনলোড স্পিড, আনলিমিটেড ডাটা) এবং তারা নাকি মাত্র ২ হাজার টাকায় কানেকশন দেয়। সার্ভিসও ভাল।
সব হিসাবে, এটাই বাংলাদেশে একমাত্র (এখন পর্যন্ত জানি যতটুকু) প্রকৃত ইন্টারনেট লাইন, যেখানে তিনটা ইউটিউব ভিডিও দেখা যাবে অ্যাট আ টাইম। কিন্তু ঢাকাতেই সব জায়গায় লাইন যায় না।
বাংলা বিলাই
৭ নম্বরে কিং ভাই... লাইন ভালই। আমার এলাকায় নেটওয়ার্ক একটু কম থাকে। মানে ২ বার থাকে , তাও সুপার কাজ করে। মাঝে মাঝে একটু সমস্যা করে। কিন্তু সেটা ত সব গুল তেই করে। মাঝে মাঝে একটু আধটু সমস্যা করে।
নেট এর রেট আর একটু কম হলে ভাল হত।
সুবিধা
১. লুব দেহায়। অ্যাড দেয় বড় বড়। মাঝে মাঝে টিশার্ট আর ক্যাপ ফিরি দেয়।
অসুবিধা
কোনো অসুবিধা নাই। সবই সুবিধা। লাইন যদি কয় ৩০০ কেবি, আপনে পাবেন ৫০-২৫০ কেবি। অসুবিধা কোতায়?
বিশাল ছুন্দর ইন্টারফেস, তারচেও ছুন্দর ইউষ। কানেক্ট হইতে টাইম নেয়। ক্ষণে ক্ষণে ডিসকানেক্ট হয়, আবার নিজের চেষ্টায় কানেক্ট হয়। খুবই চেষ্টাশীল নেটওয়ার্ক। একটা ক্লিক করার পর চিন্তায় পড়ে যায়, সম্মানিত গ্রাহক কি আসলেই এক্বিনের সাথে ক্লিক করেছেন? যদি শিওর হতে পারে সেকেন্ড দশেক সময়ের মধ্যে যে, গ্রাহক আসলেই একিনের সাথে ক্লিক করেছেন, তখন ঠাস করে পেইজ লোড করা শুরু করে।
ডাটা বাঁচানোর জন্য কত ধরনের ফন্দি যে করা যায়, আল্লাহ জানে। আর কিছু কিছু জানে বাংলাবিলাইওয়ালারা। আমরা মগা জনগণ, কিছুই জানি না।
ওলো
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরি অন্তরে।
ওলো লোলো লাও, কলা বাদুড়ের ছাও, পইড়া ঘুম যাও।
যদি কোনদিন মার্কেটে সত্যিকার অর্থেই নামে, রিভিউ লেখা যাইবেক। আর ভাইয়েরা জানলে জানান।
কিউবি
সুবিধা
যে ডাটারেট ও স্পিড বলবে, সেই স্পিড ও ডাটারেটই দিবে। নো ধানাই পানাই। সিম্পল এবং পাওয়ারফুল মডেম।
সত্যি, যা স্পিড চাই তাই কন্সট্যান্ট পাওয়া একটা স্বর্গীয় আনন্দ।
অসুবিধা
রক্তচোষা। এমনভাবে পোস্টপেইডের প্ল্যান সাজায়, যেন পে করতে দেরি হলে লো স্পিডে মানুষ ব্যবহার করতে বাধ্য হয় কিন্তু পরের মাসের বিল ঠিকমত দিতে বাধ্য হয়। লাইন ইচ্ছামত বন্ধ করার সুবিধা ছিল, সেটাই স্বয়ং বন্ধ হয়ে গেছে।
টেলিটক থ্রিজি
সুবিধা
নেটওয়ার্ক পেলেই, তা যত লো নেটওয়ার্কই হোক, ধুন্ধুমার স্পিড পাওয়া যাচ্ছে।
ঢাকার বাইরেও বেশ কিছু জায়গাতে ধুন্দুমার চলছে।
অসুবিধা
ডাটা কেনার রেট খুব হাই থ্রিজিতে। কিন্তু টুজির ডাটারেট চলে। সবচে বড় অসুবিধা, টেলিটকের 'সরকারি/আধাসরকারি' কর্মকর্তাদের মানুষ বিশ্বাস করে না। তাই কিনে রেখে পরে পস্তাতে চায় না। নেটওয়ার্ক খুবি কম জায়গায়।
৭ নম্বরে, আসে যায়, আসে যায়...
চিটিসেল
মন্তব্য ৬ এ সৌরভ ভাই... দারুণ স্পীড পাই । আমার জন্য খারাপ না । লাইনে প্রব হয় না , হুটহাট নেট ফল করে না । এট লিস্ট ৪ বছরের সিটিসেল লাইফে আমার হয় নাই । চলন্ত গাড়ি বলেন , কিংবা চিপায় খাটের তলা , স্পীড ইজ ইউজেবল। তয় প্যাকেজ একটু সস্তা হইলে ভালো হইত ।
আপনা মাঁসে হরিণা বৈরী। সিটিসেল, তাকে জুম করে দেখুন বা নাই দেখুন, তাদের পলিসিই তাদের ধ্বসিয়ে দিয়েছে। জুমের ডেডিকেটেড স্পিডে অনেকেই সন্তুষ্ট। কিন্তু সত্যিকার দৌড়াদৌড়ি করতে নিলে কি আর পাওয়া যায়?
গ্যাঁড়া (হোয়াট ডু ইউ মিন?)
সুবিধা
মোবাইল ফোন নেটওয়ার্কের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী স্পিড ও কন্সট্যান্ট। কিছুদিন আগেও তাদের নেটওয়ার্কে যেসব সমস্যা ছিল তা সব সময় ঠিক করার উপরে থাকে বলেই মনে হয়।
অসুবিধা
প্যাকেজের রাক্ষুসে দাম।
এই যুগে পাঁচ গিগা কেন মানুষ এক হাজার টাকা প্লাস ভ্যাটে কিনবে? এক গিগার দাম এখনো তিনশো টাকা সব মিলিয়ে। নাইট প্যাকেজ চলে, কিন্তু জেগে থাকবে কে?
এয়ার (ইন্ডিয়া) টেল (আ লাই)
স্পিড মোবাইল হিসাবে চলে, খারাপ না। নেটওয়ার্ক এর বিস্তৃতিও ভাল। এমন সব চিপা পদ্ধতিতে নেটের সুবিধা দিবে, যে তার ট্রান্সলেশন করতে করতে দেখবেন হয় নেট ব্যবহার করা শেষ, নাহয় যখন সেটা প্রযোজ্য ছিল, তা না জানার কারণে অলরেডি টাইম শেষ।
ডাটা বান্ডলের দামও রাক্ষুসে। গ্যাড়ামিনের চেয়ে বেশি দাম কীভাবে তারা রাখে সেটা আশ্চর্য বিষয়।
পোস্টপেইড ইউজারদের বেশি সুবিধা দেয়া সব ব্যবসাতেই একটা নীতি। এনারা এই নীতির ধার ধারেন না। আমাদের কাছ থেকে বারো পনেরশ টাকা নিয়ে মনে করেছে, ফেঁসে গেছ চান্দু, এবার তো তোমাকে বেশি দামে নেট ইউজ করতেই হবে, অথবা বেশি পরিমাণে নিয়ে তারপর ডাস্টবিনে ফেলতে হবে। ফাউল।
বাংলালিংক
বাংলালিংক ব্যবহার করেন যারা, সেই ভাইরা ভাল বলতে পারবেন।
বাংলালিংক দামে নেট পাইসি কিনা সেটা এখনো জানি না। কারণ বাংলালিংককে ডাস্টবিনে ডাম্প করে দিয়েছি। তবে নেট স্পিড চলে।
ভেরি ক্লিয়ার মানে? connecting... connecting... connecting...
জনাব, আপনি বুঝতে ভুল করেছেন। রবির দশা এখন শনিতে হলেও রবির কথায় বাঁধ না ভেঙে দাঁত ভাঙে। তবে, আমাদের নেট যে ভাল, এই দাবি তো আমরা করি নাই, নেটওয়ার্ক আর নেট তো এক বস্তু না হে হে...
পোস্টে থলের যেসব বিড়াল বেরিয়ে এল
বিটিসিএল এর নেট মোক্ষম (২ বছর আগের ঘটনা।)। তারা রিজার্ভ ব্যান্ডউইথডও দিয়ে দেয় সবার মধ্যে বেটে। ফলে ১ এমবিতে ১২৮ কিলোবাইট স্পিড না পেয়ে আরো বেশি এমনকি দ্বিগুণ পাওয়া যাবার কথা শুনতে পাচ্ছি। চা পানির বন্দোবস্ত করার নিয়ম আছে। লাইন ভাল। নানা জিনিসপাতি কিনতে হয়। কারেন্ট গেলে নেটও যায়।
আর বাকি বিড়াল উপরে।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এইজন্যই তো জরিপ! ওরে, এই খবর কি আপনি না বললে জানতে পারতাম? বাংলাবিলাই অন দ্য গো, চেইক করে দেখতেছি গো।
২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
কস্কি বলেছেন: বিটিসিএল বাদ পড়ছে (অবশ্য. এক নম্বরে ফেলা যায়)
মুড়ি- চানাচুর নিয়া গ্যালারিতে বইলুম!!
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বিটিসিএল এর ল্যান্ড ফোন নেটওয়ার্ক তো আসলেই বাদ পড়ছে!
প্লিজ রিভিউ দেন, বাপজানের অফিসে আদ্যিকালে টেরাই করছিলাম, ওই পন্তকই।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
পাকাচুল বলেছেন: আমি কিউবির পোস্টপেইড ব্যবহার করছি, ৭০০ টাকা, ৭ জিবি, ৩৫০kbps কিন্তু ডাউনলোড করতে গেলে ৪৫০-৫৫০kbps পর্যন্ত স্পীড পাই। আমি আপাতত সন্তুষ্ট।
বড় ফাইল অফিস থেকে ডাউনলোড করি, তাই বাসার ৭ জিবি কখনো শেষ করতে পারি না, বড়জোড় ৪-৫ জিবি শেষ হয়।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কিউবি যে স্পিড বলবে, কমপক্ষে সে স্পিড দিবে। বাংলাবিলাই যে স্পিড বলবে, সর্ব্বোচ্চ সে স্পিড দিবে।
অনেকদিন পর পেলাম। ভাল আছেন আশা করি।
৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
এস.কে.ফয়সাল আলম বলেছেন: কয়েকটার ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন।
এখন বিজি.. পরে কমুনে।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্লিজ। আমিতো শুধু নিজের অবজার্ভেশন থেকে বলেছি। আপনিও বলুন। তারপর না সার্বজনীন হয়ে উঠবে।
৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০
স্বাধীনহ্যাপী বলেছেন: qubee .......qubee.......qubee......
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কিচ্ছু করার নাই। কথা সইত্য, কথা সইত্য।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: এমন জেলায় থাকি , যেখানে আমার সিটিসেল ই ভরসা ।
অথচ পাশের জেলাতে বাংলালায়ন , কিউবি , থিরজি আইসা বইয়া আছে
আমি সস্তা প্যাকেজ ইউজ করি । ৪৬০টাকায় দুই জিবি । মাসে দুইবার নেই
দারুণ স্পীড পাই । আমার জন্য খারাপ না । লাইনে প্রব হয় না , হুটহাট নেট ফল করে না । এট লিস্ট ৪ বছরের সিটিসেল লাইফে আমার হয় নাই ।
চলন্ত গাড়ি বলেন , কিংবা চিপায় খাটের তলা , স্পীড ইজ ইউজেবল।
তয় প্যাকেজ একটু সস্তা হইলে ভালো হইত । দুই সিম চালান লাগে । একটা আনলিমিটেড , ( মুভি , টিভি সিরিজ লামানির লাগি ) আরেকটা লিমিটেড ( ফেসবুক , ব্লগ , অফিসিয়াল কাজে ) ;
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনের রিভিউ মেইন পোস্টে আপডেট মারতেছি বন্ধু! ভাল মন্তব্য পাওয়া গেছে, নেট ইউজ থুমি যাবে কোতায়...
৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২
কিং অফ মাইনকা চিপা বলেছেন: বাংলা বিলাইঃ
সুবিধাঃ
>লাইন ভালই। আমার এলাকায় নেটওয়ার্ক একটু কম থাকে। মানে ২ বার থাকে , তাও সুপার কাজ করে। মাঝে মাঝে একটু সমস্যা করে। কিন্তু সেটা ত সব গুল তেই করে। প্যাকেজ রেট তো অন্ন গুলর মতই।
তবে কিউবি র মত ফালতু প্যাকেজ নাই।
আসুবিধাঃ
>মাঝে মাঝে একটু আধটু সমস্যা করে।
>নেট এর রেট আর একটু কম হলে ভাল হত। যেমন- আনলিমিতেদ প্যাকেজ এ প্রতি ৩০ মিনিটে নাকি ৮০এমবি র বেসি দাউনলদ হয় না।
গ্যাঁড়ামিনঃ
কি আর বলব। সবাই তো জানেন ই। প্যাকেজ রেট চরম বেসি উইথ কম স্পীড
টেলি টকঃ
৩জি ইউজাই। নেট আসে জায়, আসে জায়, আসে জায়
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার রিভিউ সত্যিকার একটা দৃশ্যপট তৈরি করছে।
পোস্টে ঢুকিয়ে দেয়া হল ভাইটি।
৮| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
কোডব্লকার বলেছেন: ভাই আমি ১ হাজার টাকায় ১এমবি পাই। কোনো ডাটা লিমিট নাই। কই থাকি কমুনা। লল
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কোডব্লকার আপনেরে পিটামু। তক্তা বানামু। তারপর বস্তায় বান্ধুম। হেরপর বুড়িগঙ্গামে ডালুঙ্গা।
এখনো সময় আছে, আরো আপগ্রেডেড বাড়ি খাওয়ার আগেই সবটুক কইয়া হালান।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আপনে কই? খুজতে খুজতে জান শেষ! আপনারে ছাড়া প্রাণ তো যায়...
৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: লিঙ্ক থ্রি কনে ?????
ভচের কথাই তো কইলেন না ??
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লিঙ্ক থ্রি কি ব্রডব্যান্ড না?
যদি ব্রডব্যান্ড হইয়া থাকে, অগো লগে থাকি না। অরাই তো আমারে ফিডার ধরায় দিল গো! এইখানে দেয়, ওইখানে দেয় না, ছি ছি
১০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
মিটন আলম বলেছেন: আমি সিটিসেল।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কেমন হচ্ছে ইউজ? সুবিধা অসুবিধা বললে ভাল হত।
১১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬
মাথামোটা বাবু বলেছেন: আমার বাংলা বিলাই। ভালই।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাংলা বিলাই তাইলে ইউজারদের কাছে বেশ পপুলার। আইজকা নিয়া তিনদিন ট্রায়ালে বিলাই মারতাসি। দোয়া কইরেন গো, যেন এইটা ধইরা ফালাই। আমার মনে হয় রুচি নষ্ট হইসে কিউবি নিয়া। যেমন কথা তেমন কাজ দুর্দান্ত স্পিড পাইয়া আর সব মুখে রুচে না।
১২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
মাথামোটা বাবু বলেছেন: লিসানী ভাই আমাকে একটি পরামর্শ দিন তো ... Click This Link
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইয়াল্লা ওইটাতো আমার এক্তিয়ারের বাইরে।
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
কস্কি বলেছেন: এডিএসএল. নিয়া কি কমু! যারা চালায় তারাই জানে উহা কি জিনিস! মাঝেমধ্যে সেইরাম ওয়ান্ডাফুল. আবার মাঝেমধ্যে সেইরাম পেইলফুল!! ( আসলে কিছু বিষয়ের উপর নির্ভর করে)
তবে টেলিটককে নিয়ে কিছু কথা বলার ছিলো!! (পরে কমুনে ,!! )
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিতো চালাই নাই, ভাইব্রাদারের ওয়াস্তে কিছু দান খয়রাত কইরা যান।
টেলিটক সহকারে।
১৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টে ভাল লাগা দারুন পোস্ট ভাই।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কান্ডারী ভাই, মূল উদ্দেশ্য হল গিয়ে, সহব্লগারদের মুখ থেকে বেফাস তথ্য বের করা। আপনিও কিছু জানান। যেমন কোডব্লকার আর মন্ত্রী বলেছেন।
ভাই ব্রাদার! প্লিজ লাগে, কেউ আমারে নেট সলুশন দাও...
১৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
রাজ হাসান বলেছেন: FUP (Fair Usage Policy) নিপাত যাক।দলে দলে যোগ দিন।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ফাপ নিপাত যাক। ফাপের বাপভি নিপাত যাক।
গ্রামীণ কয়, পাঁচ গিগার পর ফাপ বসায়। চার...
মনে করলাম চার কিলো বাইট। চলবে।
দেখি চার কিলো বিট নাকি শুধু কিলো। যা দিয়ে দেড় ঘন্টায় একটা পেইজ ডাউন হয়।
ফাউলগুলা এইটারে কয় ফেয়ার ইউজ পলিসি। রক্তচোষা। চার বাইট বা চার কিলো বিটে জিন্দেগীতে ফোনেও এইচটিএমএল ডকু আসবে না, তাহলে এই বদমাশি করার কারণ কী?
১৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
আবিদ ফয়সাল বলেছেন: বাংলালায়ন ইউজ করতেছি । স্পিড ভালোই তবে মাঝে-মধ্যে রাতের দিকে (১২ টার পর) নেটওয়ার্ক থাকে না । কাষ্টমার কেয়ারে ফোন দিলে অবশ্য পাওয়া যায় অর্থাৎ কাষ্টমার সার্ভিস ভাল । ৪.৫ জিবি ইউজ করি ৭০০ টাকায় ।
অন্যগুলার কথা কি কমু !
* ব্রডব্যান্ড খুব ই ভালা পাইছি (ঢাকায় থাকতে অল্পদিন ইউজ করছিলাম)
* জিপি রে গাইলাইলে ও মন ভরে না । জীবনডা আমার ছারখার কইরা দিছে
* সিটিসেল মাঝারি গোছের ।
কিউবি ব্যবহার করতে মুঞ্চায় । কিন্তু দুঃখের বিষয় - আমার এলাকায় অখন ও ছাড়ে নাইক্কা
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আপনারটা তো পুরাই রিভিউ হলো। দারুণ। ধন্যবাদ। দেখি না তো একদমি।
১৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩
সিদ্ধার্থ. বলেছেন: ক্যাম্পাসে থাকলে আনলিমিটেড স্পিড পাই ।আর বাড়িতে থাকলে ৭৫০টাকা মাসে ।৩০০ -৪০০ কেবিপিএস ।আনলিমিটেড ডাউনলোড ।আর একটা আছে ৫০০ টাকা মাসে ।২০০-৩০০ কেবিপিএস ।আনলিমিটেড ডাউনলোড ।"মিডিয়াম ব্রডব্যান্ড "কেবেল কানেকশন ।বি এস এন এল ।
এটা এই ব্লগে যারা ভারতে থাকে তাদের জন্য ।আপনার পোস্ট টা আন্তর্জাতিক হোক ।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার সাথে আমার কী শত্রুতা সিদ্ধার্থদা? ব্যাপক, প্রচুর, অথ্যেন্ত কান্নার ইমো।
আপনাদের নেট স্পিডের সাথে আমাদেরটার তুলনা চলবে? সেখানে রাজনীতিকরা প্রাধান্য দিয়েছেন আইটিকে। ঘরে ঘরে আইটি এক্সপার্ট।
এখানে রাজনীতিকরা ফাইটিকে। ঘরে ঘরে ফাইটিং এক্সপার্ট।
আর বাংলাদেশ এতই ডিজি-টাল যে, আর কিছুদিন পর টাল ছাড়া কোন ডিরেক্টর জেনারেলই দেখা যাবে না কোন প্রতিষ্ঠানে।
১৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
মনুমনু বলেছেন: @কস্কি----এডিএসএলের ১ এমবি ইয়ুজ করবাম মন চায়। দিমু নাকি আপডেট রিকুয়েস্ট।!!...
আমার একখান পুস্ট ছিল এই বিষয়ে--( আরো কিছু হিট খাইতে মন চায় আরকি..)
Click This Link
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এডিএসএল এক এমবি কত কইরা? কেউ আমারে কিছু কয় না ক্যা?
আর লিংক দিবেন না মানে? এসএমসির টাই দিবেন।
১৯| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
আপনার জরিপ ও রিভিউ চমৎকার লাগলো.......
তবে মূল কথা হচ্ছে “খরচ” নেট ব্যবহারে করতে আমাদের যে অর্থ ব্যয় করতে হচ্ছে তা এখন পর্যন্ত উচ্চমূল্যে রয়েছে......
এই বিষয়ে সরকার আরো বেশী সদয় হওয়া উচিত .....
ভালো থাকবেন
আল্লাহ আপনার সহায় হউক
আস সালামু আলাইকুম
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম। ভাই আগের পোস্টের কষ্টটা দূর হয়েছে কিনা জানি না। আমি আন্তরিকভাবেই দু:খিত ছিলাম।
খরচ। ভয়ানক। ভয়ানক।
আল্লাহ আমাদের সবার সহায় হোন। আমিন।
২০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্নবাদ লিসানি ভাই।
বাংলালিংক সম্পর্কে কিছু একটা না বললে আমার ভাল লাগতেসে না
কার কেমন গেসে বলতে পারি না তবে আমি একদিন এর জন্য ভাঙ্গা লিঙ্কের নেট একটিভ কইরা চালাইসিলাম।
সেই দিন থেইকা আমি ওগো মালিক রে খুজতাসি
যে স্পীড পাইসিলাম তাতে মিজাজ তা সেইরকম খারাপ হইসিল।
এক ফেবু আইতে পাক্কা ২৫ মিনিট লাগসিল
একবার সামনে পাইলে হইত
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাংলালিঙ্কের রিভিউ পাওয়া গেছে গো! পাওয়া গেছে। আইজকা অর একদিন কি আমার একদিন।
ঠাসায়া ধন্যবাদ ভাই।
অনেক অনেক ভাল থাকুন।
এই নেট নিয়া মামদোবাজি আর ভাল লাগে না।
২১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
কস্কি বলেছেন: কি কইলেন. ঠিক বুঝলাম না @ মনুমনু ভাই
এই হচ্ছে বিটিসিএল লিংক
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দারুণ! ভাই ব্রাদার আছি কী করতে? যদি পরস্পরের টেকা সেইভ না করি?
থ্রি চিয়ার্স ভাই।
২২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
জাকারিয়া মুবিন বলেছেন:
বিলাইগুলারে ধইরা পিডান দরকার।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কালা বিলাই ধলা বিলাই সব বিলাই পিডাইতাম, যদি খালি দেশি নেটগুলা সস্তা পাইতাম।
২৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
একজন ঘূণপোকা বলেছেন: কিঊবি আনলিমিটেড
৩৫ জিবি
১৪৫০ টাকা
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ৩০/৩৫ জিবির পর ১৬ কিলো বাইট পার সেকেন্ড। সেটাও ভালই।
এটাই সবচে আরামের নেট কানেকশন, যদি তারছাড়া হিসাব করি আরকী! থ্যাঙ্কু ভাই।
২৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
সোহানী বলেছেন: আরে আসল মালেন কথাই তো কইলেন না..গ্রামীন.....আর কি...
নেট অন করে এক ঘুম দেই..তারপর ডাউনলোড দিয়া পার্কে ঘুইরা আসি তাও দেখি মাঝে মাঝে ফেইল করে......বাট মাসে মাসে ৯৫০ মত প্রিপেইড চার্জ......
ছাইরা দিবার চাই বাট নিজের পকেট থেকে যায়না বইলা সহ্য করছি......
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই হল আসল কথা! অফিসের নেটলাইন, কী আর করা, রাখতে হয়... হি হি।
গ্রামীণের কথা তো কইলামই গ্যাঁড়া (হোয়াট ডু ইউ মিন?)
২৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
২০১৩ বলেছেন: অফিসে নেট দিয়ে ডাউনলোড দেই ২ এম্পিবিএস পার সেকেন্ড, জিবন আগে কখনই এত মধুর ছিলনা প্রতি রাতে মাঝে মাঝে ২/৩ গিগা নামাই। (আসলে চুরি করে নামাই furk.net , zbigz.com, filestream.me দিয়ে টরেন্ট idm দিয়ে মনের সুখে নামাই)
আর বাসায় বাংলাবিলাই প্রিপেইড
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাইতো সুখে আছেন। নেট থিকা একটু দিতে পারবেন না তো কী, সুখ থিকা একটু দেন!
ব্যাপক কান্না।
২৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
বইয়ের পোকা বলেছেন: ইউনিতে ইউস করি ১ এমবিপিএস। সব ডাউনলোড ঐখানেই করি। মাঝে ১০ এমবিপিএস এর একটা আইপি পেয়েছিলাম। ১ মাসে ১৫০ জিবির বেশি ডাউনলোড করেছিলাম।
আর বাসায় ৭০ টাকায় জিপির আনলিমিটেড ইউস করি (পিডি প্রক্সি দিয়ে) স্পিড ভালোই (২৫৬কেবি)
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দারুণ বিষয় তো। ৭০ টাকায় একদিন? অনুবাদ কেমন চলছে ভাই?
২৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
বইয়ের পোকা বলেছেন: ৭০ টাকায় সারা মাস!!!!! নতুন কাজ শুরু করি নাই। শুরু করবো ইনশাল্লাহ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ও, আপনি তাহলে ঘটনায় দুর্ঘটনা ঘটান। নতুন বই কোনটা হবে সেটা ব্লগে না বলাটাই বেটার। আমি যতদূর জানি, এই নিয়ে অনুবাদকের মধ্যে পাল্লা চলে।
২৮| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ফারজুল আরেফিন বলেছেন: চিটিচেলে ৫ বছর কাটিয়ে দিলুম
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আ লঙ জার্নি দেন!
নিশ্চই মজার হল তাহলে। ভাল আছেন তো ভাই?
২৯| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ওলো চালাচ্ছি তো অনেক দিন। ওয়াইম্যাক্স হিসাবে বাংলা লায়ন বা কিউবির চেয়ে এগিয়ে।
৩৫০ টাকায় আড়াই জিবি/মাস অফার নিলে মাসের যে কোন সময় ব্যান্ডউইথ শেষ হয়ে গেলেও বাকি সময় ফ্রি ইন্টারনেট ইউজ করা যায় ৬৪ কিলেবিট পার সেকেন্ডে।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই হল কথা। এই প্রথম ওলোর রিভউ পেলাম। অনেক ধন্যবাদ। ৮ কিলোবাইট পার সেকেন্ড মানে তো ভালই, আড়াই গিগা ফুরানোর পর- এক হিসাবে অসাম অফার। প্রথমে আড়াই গিগা ব্রাউজ করো, তারপর আট কিলোবাইটে অটো ডাউনলোড মেরে বসে থাকা বা ছবি বন্ধ করে ব্রাউজ করা, খারাপ না মোটেও।
৩০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
মনুমনু বলেছেন: @কস্কি----বিটিসিএলের লিংক কুনডা আমি আগেও জানতাম , এখন আবার জানলাম !!
আমার নিজের একটা পোস্টের লিংক দিসিলাম।
২৫৬ প্যাকেজ ইউজ করি, মনে চায় ১ এমবি প্যাকেজ নিতে, সেটাই বলাহয়েছিল আগে।
৭৫০ টাকা/মাস, আনলিমিটেড @ ২৫৬কেবিপিএস এখন।( গত ৬ মাসের বিল বাকি আছে --তবুও লাইন একটিভ--বিল দওন লাগবই, তবে কেই বা এমুন কইরা ক্রেডিট দেয় কন দেহি)
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আরে লিংক দেখে তো আমার উপকার হইল। খুল্লাম খুল্লা রেট দেখলাম। ভালই।
২৫৬ এ এখন ৩২ কেবির বেশি স্পিড পান? মানে প্রাপ্যর চেয়ে অতিরিক্ত পান এখনো?
বিলের কথা আর বলবেন না! মরি মরি! এমন হলে তো কথাই নাই।
৩১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৮
মনুমনু বলেছেন: থুক্কু মুক্কু হইসে- 'গত ৯ মাসের বিল বাকি আছে ' অইব--------
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওরে, মারার আগে আমারে কেউ কতল কইরা খুন করিস, দোহাই লাগেরে, দোহাই লাগে।
৩২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
আধখানা চাঁদ বলেছেন: রয়েল বেংগল এর সাথে সম্পূর্ণ একমত।
জিপি চালাতাম প্রথমে। স্টুডেন্ট লাইফে আরকি।মোডেম হিসেবে অরিজিনাল কোরিয়ার সেট ইউজ করতাম, তাই ২৫৬ তে অনায়াসে সব কাজ করতে পারতাম ( বড় রকম ডাউনলোড ছাড়া)
বাংলালিঙ্ক এর নেট কিন্তু খারাপ না। মাসে ৮৫০ টাকায় আনলিমিটেড মনে হয় (ভ্যাট ছাড়া)। ইউজার পলিসি থাকলেও ১০ জিবির উপ্রে গেলেও স্পিড কমত না ( নিজের অভিজ্ঞতা, এখনকার অবস্থা জানিনা)
বাংলা বিলাই চালাতাম কিছুদিন আগেও। আমার এলাকায় কানেকশন ভাল থাকলেও আমি পেতাম না একতলায় থাকার কারণে, দোতলায় উঠলেও সে অবস্থার উন্নতি হয়নি। নেট কানেক্ট হয়, চলে আবার মনমত বন্ধ হয়ে যায়। কাস্টমার কেয়ার জঘন্য।
এখন ওলো ২৫৬ চালাই, স্পীড ভাল পাই, কারণ ফেবুতে ধুমায়া গেম খেলি। ৫০০ টাকা ৪ জিবি। ৫১২ টাও অনেক ফাস্ট। আর ইচ্ছামত প্ল্যান চয়েস করা যায়। আলাদা কিছুই করা লাগেনা। আমার কাছে ওলোটাই ভাল লাগে
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাহ দারুণ তো ভাই। তাহলে ওলোর দিকে পুরোপুরি তাকাতে হয়।
অনেক বিস্তারিত কমেন্ট করলেন। আমার উপকার হল, হয়ত আরো কিছু ব্লগারেরও।
ধন্যবাদ। ওলোর প্ল্যান দেখব নেটে এবার।
৩৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
আমি ব্লগার হইছি! বলেছেন: আমি বাংলালায়ন এর ব্যাকআপ হিসাবে ওলো চালাই।
সুবিধা :ওলোর স্পীড বাংলালায়ন এর চেয়ে ভালো। প্লাগ এন্ড প্লে তাই ইউজারনেম আর পাসওয়ার্ড লাগেনা কানেক্ট করতে। লিমিটেড ইউজারদের জন্যে দামটা বেশ সহনশীল। ডাটা লিমিট শেষ হয়ে গেলেও আপনি ৬৪ কেবিপিএস কানেকশন পাবেন ৩০ দিন পর্যন্ত।
অসুবিধা: কোন আনলিমিটেড প্যাকেজ নেই। তাই আমি এইটা ব্যাকআপ হিসাবে চালাই। বেশীরভাগ যায়গাতে নেটওয়ার্ক নেই। সৌভাগ্য ক্রমে আমার বাসায় ভালো নেটওয়ার্ক আছে।
আর একটা ব্যাপার, ওলোর একটা নেটওয়ার্ক সিগনাল বাড়ানোর এন্টিনা আছে ঐটাকে ওরা ক্রেডল বলে। এই জিনিষটাতে বাংলালায়নের ডন্গল মডেমও কানেক্ট করা যায়।
আপনার এলাকায় বাংলালায়নের নেটওয়ার্ক উইক থাকলে আপনি ওলোর ঐ এন্টিনাতে বাংলালায়ন মডেম লাগিয়ে দেখতে পারেন।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দা-রুণ রিভউ! দা-রুণ ভাই। আপনাদের কথা মিলিয়ে মিলিয়ে তো এপিক হয়ে যাচ্ছে!
৩৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
ৌম্বক ব্যবসায়ী বলেছেন: চালাই ব্রডব্যান্ড। মাস শেষে গুনতে হয় ১২০০ টাকা । ডালো স্পিড ৮০-৯৫ কেবিএস । মাসে ডালো হয় ৮০-১১০ জিবি । সবই এনিমে । খারাপ না। কিন্তু স্পিডের তুলনায় দাম একটু বেশিই মনে হয়।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তবে ভাই, বারোশ টাকায় এই জিনিস পেলে আমার কিন্তু আপত্তি নেই। করার সুযোগও নেই।
ওইযে, লিংক থ্রি’র এক এমবি (১২৮ রিয়েল স্পিড) ১৫০০’র আশপাশে, ওইটা মনে হয় জোস্...
৩৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই লিঙ্ক ৩ কি সত্যিই ১৫০০ টাকায় ১ এমবি দেয়?
এরা কি চট্রগ্রামে দেয়? একটু জানাইলে উপকৃত হইতাম আর কি।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লিংক থ্রিই তো...
পনেরশ টাকার এদিক সেদিক পড়ে, লাইনে ডিস্টার্ব নাই খুব একটা, এক এমবি, বেশ কাস্টমার সাপোর্ট।
চট্টগ্রামে, হতে পারে। তাদের ফোন করে জানতে পারব। পরিচয় আছে। জানাবো ভাই।
৩৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সম্প্রতি সময়ে আমার ব্যবহৃত নেট প্রোভাইডারদের কথা বলি:
১। বর্তমানে অফিসে দুইটি আইএসপি এর লাইন আছে একটা আফতাব অন্যটা লিংক থ্রি, আমি লিংক থ্রি'র নেট ইউজ করি। ১ এম.বি স্পীড আনলিমিটেড। বিল সম্ভবত ১২/১৪শ টাকার মত দেয় প্রতি মাসে কোম্পানী। সার্ভিস ভাল।
২। আর বাসায়ও ২টি প্রোভাইডার আমার পুরনো বাংলালায়ন মডেম আর অ্যান্ড্রয়েড হ্যান্ডেসেট-এ টেলিটকের থ্রিজি। দুটোতেই প্যাকেজে উল্লেখিত স্পীডের চেয়ে সামান্য হলেও বেশি পাই
আর গত বছর কিউবি ব্যবহার করেছিলাম সেটাও ভাল ছিল, কখনো স্পীডের সমস্যা হয় নি।
আমার কাছে এখন সবচেয়ে বেষ্ট মনে হয়ে বাংলালায়ন কে
আমার প্রিয় জেলা শহর নড়াইলেও এর নেটওয়ার্ক আছে। তাই আমি এটা সারা বছরই ব্যবহার করতে পারি।
......................................
২০১১ সালে যখন দনিয়া থাকতাম তখন বেশ কয়েকটা ব্রডব্যান্ড আইএসপি ছিল ওখানে, সেগুলোর সবকটিই ইউজ করে দেখেছি। তবে একটার কথা এখনও ভুলতে পারি না। তারা প্রায়ই রাতে মাথা খ্রাপ করা স্পীড দিত। তখন ডাউনলোড স্পীড থাকত ৫ থেকে ৭ এম.বি / সেকেন্ড !!!........... সেই দিনগুলির কথা মনে পড়লে চৌউক্ষে ওয়াটার চইলা আহে
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওরে রিভউ! ওরে ওরে রিভউ!
এতদিন কোথায় ছিলেন? নেটজ্ঞান পূর্ণ হচ্ছে। আমাদের এলাকায় হবে সেই প্রোভাইডার কবে, বিলে না বড় হয়ে এমবিতে বড় হবে?
৩৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: নাহ বাংলাবিলাই মনে হয় বেটার, ওদের আনলিমিটেডটা আসলেই আনলিমিটেড। রাতের বেলা একটু স্পীড লিমিট দিয়ে সাবধানে ডাউনলোড করলেই হয়।
আর থার্ড ক্লাসের বাচ্চা কিউবির উপর লানত পড়ুক শালা রক্তচোষা। কিউবি আর না। আগামী বুধবারেই বাংলাবিলাই নিব ভাবতেসি। লিঙ্ক ৩ সম্পর্কে বিস্তারিত জানতে পারলে ওইটাও নেওয়া যাইতে পারে। কিন্তু ওদের ফেবু পেজে নেগেটিভ কমেন্টে ভরপুর। অন্য কোনো কোম্পানিও নেওয়া যাইতে পারে।
চট্রগ্রামবাসী কোনো ব্লগার থেকে ভালো সাজেশন পেলে উপকৃত হতাম।
Click This Link
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আর থার্ড ক্লাসের বাচ্চা কিউবির উপর লানত পড়ুক শালা রক্তচোষা।
এক্সাক্টলি। আমার কউবি পড়ে আছে মডেম সহ। পোষায় নাহ্। ত্রিশ গিগা কোথায় খরচ হয় টেরই পাই না।
৩৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
আবিদ ফয়সাল বলেছেন: এই পোষ্টে আগেই একটি কমেন্ট করেছি (কমেন্ট নং ১৬) ।
পোষ্টের অন্যান্য কমেন্টগুলি পড়ে 'ওলো'র প্রতি আগ্রহ জন্মেছে । কিন্তু আমি এ সম্পর্কে কিছুই জানি না । তাই অনুগ্রহপূর্বক কেউ যদি জানাতেন খুব উপকৃত হতাম
* বাংলাদেশের কোথায় কোথায় নেটওয়ার্ক আছে এটা জানা জরুরী ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওলোর নেটওয়ার্কের খবর চাই! চাই চাই চাই!
৩৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭
টাক্কা বলেছেন: লিংক৩ ব্যবহার করি। ১৪০০টাকা ১এমবিপিএস। লাইন ইন্সটলেশন ফি নিয়েছিল ১ হাজার টাকা। ২৪ ঘন্টা ডেডিকেটেড কাস্টমার কেয়ার। একবার রাত ৪টায় ফোন করলেও ফোন রিসিভ করেছিল। আমার দেখা সেরা আইএসপি। যদিও ফেসবুকের পেজে অনলাইন গেমাররা পিং নিয়ে ইদানিং অনেক অভিযোগ করেন।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওহ্ ! হোয়াট আ রিভিউ!
৪০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
নষ্ট ছেলে বলেছেন: এডিএসএল ব্রডব্যান্ডঃ
স্পীড ভালই। ৫১২ কেবিপিএস এ প্রায় সব সময়ই ৬০-৬২ কিলোবাইট ডাউনলোড স্পীড থাকে। আনলিমিটেড কোন ফাপটাপ নাই। সারা দিনই ডাউললোড করা যায়। হটস্পট দিয়া মোটামুটি বাসার সবাই ইউজ করে
৫১২ কেবিপিএস ১১৫০ টাকা + ১৫% ভ্যাট।
আগে টেলিফোন লাইন রেট ৮০ টাকা ছিল কয়েক মাস আগে এইটা ১৬০ টাকা করছে
ফ্রি পাইয়া বাসার সবাই এখন টিএনটি দিয়া ফোন করে মাস শেষে সব মিলাইয়া আমার বিল দিতে হয় প্রায় ২০০০ টাকা
অসুবিধাঃ
প্রায়ই কানেকশন চলে যায়। আবার কিছুক্ষন পরে চলেও আসে। আগে এই সমস্যাটা খুব বেশি থাকলেও এখন কিছুটা কমছে। তবে একেবারে ভাল হয় নাই। ব্রডব্যান্ডের তুলনায় দামটা কিছু বেশি। ( Link3 তে ১ এমবিপিএস ১৪০০ টাকা কোন ভ্যাট নাই। বিটিসিএল এ ১ এমবিপিএস ২০০০ টাকা + ১৫% ভ্যাট)
নিজেদের কোন এইচটিটিপ সার্ভার নাই।
অভিযোগঃ
২৫৬ কেবিপিএস আনলিমিটেড ৭৫০ টাকা, ৫১২ কেবিপিএস আনলিমিটেড ১১৫০ টাকা কিন্তু ১ এমবিপিএস আনলিমিটেড ২০০০ টাকা। ১ এমবিপিএস ১৫০০ টাকা হলে বেটার হত।
সবগুলোর সাথেই ১৫% ভ্যাট আছে।
কাস্টোমার কেয়ার নাই ধরে নেওয়াটাই ভাল।
কিছুদিন আগে শুনলাম জুন-জুলাই মাসে নাকি বিটিসিএল অপটিক্যাল ক্যাবল দিয়ে লাইন দিবে। তখন আশা করি সমস্যাগুলো থাকবে না।
তবে কত সালের জুন-জুলাই এ অপটিক্যাল ক্যাবল দেয় সেটা দেখার বিষয়
ফ্রেন্ডদের ওয়াইম্যাক্স থেকে এডিএসএল আমার কাছে ভালই মনে হয়।
মোবাইলে টেলিটক ৩জি ইউজ করি। এখন পর্যন্ত ভালই মনে হচ্ছে। তবে প্যাকেজের দামগুলো আরো কমানো দরকার। স্পীড নিয়ে কোন অভিযোগ নেই।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সুপ্পার ভাই! সুপার কমেন্ট। চমৎকার সব ইনফো আসছে। এইভাবে একত্রে অনেক তথ্য উঠে আসে রিয়েল ইউজার থেকে।
৪১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
পদ্মারমাঝি০০৭ বলেছেন: আমি একটা উপজেলায় থাকি।এখানে বিলাই,কিউবি বা ওলো কিছু-ই নাই। বছর ২ আগে রাজশাহী শহরে থাকার সময় আনলিমিটেড বিলাই ইউজ ক্রতাম।তখন স্পীড ভাল পেতাম। পরে উপজেলায় এসে এয়ারটেল ইউজ করতাম স্পীড খুব খারাপ। পরে বাংলালিংক ইউজ করতাম স্পীড ভালই পেতাম। লাইভ টিভি দেখা যেত। কিন্তু আনলিমিটেড না। ২/৩ দিন ধরে রবি পোস্টপেইড আনলিমিটেড ইউজ করছি। ৪৮৯ টাকায় ১ম ৬ মাস আনলিমিটেড নেট। স্পীড ভালই।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওরে, ৫০০ টাকায় প্রথম ছয়মাস আনলিমিটেড, বাকিটা নেট ঘেটে বের করে নিতে পারব। সুন্দর পর্যালোচনা চলছে ভাই। এক বস্তা ধনেপাতার শুভেচ্ছা।
৪২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
নষ্ট ছেলে বলেছেন: এডিএসএল লাইনের ভাল খারাপ আর কিছু জিনিসের উপর নির্ভর করেঃ
# টেলিফোন এক্সচেঞ্জ থেকে বাসার দূরত্ব খুব বেশি হলে সিগনাল দূর্বল হয়ে যায়। ৩.৫ কিলোমিটারের বেশি হলে লাইন খুব ডিস্টার্ব করার কথা।
#টেলিফোন লাইনের পুল (যে খাম্বা থেকে বাসায় লাইন টানা হয়) বাসার দূরত্ব বেশি হলে।
#টেলিফোন পুল থেকে যেই কপার ক্যাবল দিয়ে লাইন টানা হয় সেটার ভিতরের কপার ক্যাবল যদি চিকন হয় তাইলে রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণ নয়েজ বেশি হয় তাই লাইনও ডিস্টার্ব দিবে। ( Resistance cable is inversely proportional to square of wire cross-section area. )
# টেলিফোন লাইনের সাথে যদি আড়াআড়ি ভাবে হাইভোল্টেজের বিদ্যুতিক ক্যাবল থাকে। তাহলে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে নয়েজ বেড়ে যেতে পারে।
#এক্সচেঞ্জ থেকে দূরত্ব যত বাড়বে এটেনিউশন তত বাড়তে থাকবে।
SNR (Signal Noise Ratio) Margin:
6dB or below is bad and will experience no synch or intermittent synch problems
7dB-10dB is fair but does not leave much room for variances in conditions
11dB-20dB is good with no synch problems
20dB-28dB is excellent
29dB or above is outstanding
Attenuation:
20dB and below is outstanding
20dB-30dB is excellent
30dB-40dB is very good
40dB-50dB is good
50dB-60dB is poor and may experience connectivity issues
60dB or above is bad and will experience connectivity issues
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই বিরাট ধন্যবাদ। আসলে কাজের কাজ হল পোস্টটায় মন্তব্যগুলোতে। দারুণ, দারুণ।
৪৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
সিস্টেম অ্যাডমিন বলেছেন: Hughes Satellite এর Satellite Internet ব্যাবহার করছি ২০০৯ থেকে ,এছাড়া ৩জি মোবাইল ব্রডব্যান্ড কে মাঝে মাঝে অনিয়ন রাউটার এর মাধ্যমে রিলে করে ব্যাবহার করি দরকার পড়লে।
স্পীড আমার আগের চেয়ে কম। আগে ২০০৮ এ ২ এমবিএস পেতাম এখন একটু কম পাই।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আগে ২ এমবিপিএস পেতেন এখন কম পান!!!
ওরে, প্লিজ লাগে, কউ দয়া করে ধরো।
৪৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮
লিন্কিন পার্ক বলেছেন:
বাংলাবিলাই চালায় অনেকদিন যাবত !! চলে কোনরকম
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এইটাইতো সমস্যা বাংলাবিলাই নয়া লিনকিন পার্ক ভাই! চলে কোনরকম, ভালই বলতে হবে। শালার কউবিটা বেশ ভাল ছিল, কিন্তু ডাটা লিমিট জ্বালায় পোড়ায়।
৪৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫
মৃন্ময় বলেছেন: দেশে আইয়া একটা মডেম লমু,
কোনটা লইলে ভালা অয়.........?আনলিমিটেড প্যাকেজ কত পরব?
চিটাগাং এর লাইগ্গা.......
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সত্যিকারের আনলিমিটেড নাকি ওই বাংলা বিলাই। একটু ট্রাবল মারে, কিন্তু ওভার অল ভালই। এক এমবির লাইন চালাতে চাইলে সমস্যা, আধ এমবির লাইন চালাতে চাইলে সানন্দে হাজার দেড়েক খরচ করতে হবে মাসে। রাতে ডাউনলোড স্পিড অর্ধেক হয়ে যাবে। দিনে ওকে।
৪৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
মৃন্ময় বলেছেন: থ্যাংকু ভাই,ভালা থাহেন........
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনেও এত এত।
৪৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: আমি ভাই সিটিসেল নিয়া বেশ ঝামেলায় আছি ইদানিং। ১ ঘন্টা স্পিড পাই তো ১ ঘন্টা নাই একদম জিরোতে বসে থাকে। কখন আসবে কখন যাবে তার কোন ঠিক ঠিকানা নাই
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সিটিসেলের পালকে আরো একটা মুকুট যুক্ত হল
কী আর করা, আমাদের যা যা সম্ভব তা নিয়েই টিকতে হবে।
৪৮| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২১
বোকামন বলেছেন:
অফটপিক আলোচনার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি..........
ঐ পোস্টে আপনার ক্ষোভের কারনটি আমি অনুভব করেছি
আসলে সচেতন মানুষদেরকে ক্ষোভ প্রকাশের ক্ষেত্রেও সচেতন থাকতে হয়......
তাই বিষয়টি আপনার দৃষ্টিগোচড়ে এনেছিলাম...মনে কিছু নিবেন না দয়া করে
আপনি যদি “লাইফ অফ পাই” মুভিটি দেখে থাকেন তবে আমার পোস্টে আপনার ভাবনাগুলো শেয়ার করাার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি
Click This Link
ধন্যবাদ
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দারুণ রিভিউ। অসাধারণ। এমন জিনিস খুব কম দেখেছি।
৪৯| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২১
প্যাপিলন বলেছেন: সিটিসেল ইউজাই। বাজারে মনে হয় এইটাই সবচে দামী। ২৭৫ টাকায় ৮০০ এমবি। বাকী সবাই এক গিগা দেয়া। খুবই স্মুথ সার্ভিস দেয়, নেট কখনোই ফেল করেনা, তবে ইমেল চেক আর অল্প স্বল্প আয়তনের ফাইল আপলোড ডাউনলোড করার জন্য ফাটাফাটি। অর্থাত অতি ভদ্রলোক আর বুড়োদের জন্য সিটিসেল জোস। তবে ফুটন্ত যৌবনে যারা অবস্থান করছেন তারা ভুল করেও সিটিসেলে যাইয়েননা। সবচে' খ্রাপ গ্রামীন। ৩৫০০ টাকা দিয়া একবার কিনছিলাম, একমাস যাওয়ার পর আর কানেক্ট হয়না, কানেক্ট হইলেও ১০ সেকেন্ডে চলে যায়। কাস্টমার কেয়ারে গেলাম, রিপ্লেস কইরা দিল, সেটারও একই অবস্থা, সার্ভিস সেন্টার কইল সিপিইউর পেছনের পোর্টে লাগাইয়েন ..লাভ হয়নাই, অফিসের এক কলিগরে ধরলাম। সে কইল তারও একই অবস্থা, সমাধান কি?- কইল আছাড় দিয়া ভাঙেন, তাই করলাম। কিন্তু দেখলাম জিনিষ ভাল, ভাঙেনাই। চিটাগাং-এ থাকা এক বেকুবের কাছে ১০০০ টাকায় বেইচা দিলাম। ২/৩ দিন গালি দিসে। পরে আর ফোন ধরিনাই
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সিটিসেলের দামের বিষয়টা দেখলে ভাল লাগে না। আর গ্যাড়ামিন তো বড় প্রতিষ্ঠান, এইজন্য গ্রাহকের কথা ওদের মহাকান পর্যন্ত পৌছায় না।
ধন্যবাদ ভাই। এই অভিজ্ঞতাগুলো জমে থাকবে, অন্যদের সহায়তা করবে।
৫০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯
তাল্হা বলেছেন: লেখক বলেছেন:
খুবই চেষ্টাশীল নেটওয়ার্ক। একটা ক্লিক করার পর চিন্তায় পড়ে যায়, সম্মানিত গ্রাহক কি আসলেই এক্বিনের সাথে ক্লিক করেছেন? যদি শিওর হতে পারে সেকেন্ড দশেক সময়ের মধ্যে যে, গ্রাহক আসলেই একিনের সাথে ক্লিক করেছেন, তখন ঠাস করে পেইজ লোড করা শুরু করে।
হা হা হা।
তবে জনাব, আমার পোড়া কপাল।
জুম ইউজাই। গরিব মানুষ, তাই ছুডু প্যক্যাজ নিছি। তাদের মেজাজ মর্জির উপরে নির্ভর কইরা থাকি।
সুবিধা একটাই, রমজান মাসে সংযম পালনে কুনু প্রব্লেম হয় না। সারা বছর প্রাক্টিস করি তো, তাই .............
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ম্যাজাজ মর্জি... এইটাই তো সমস্যা।
রমজানে নেট ইউজ বন্ধ রাখেন নাকি?
আরে নেট ইউজ তো কত ধরনের প্র্যাক্টিসেই হয়! বাংলাদেশের মানুষ ডাব্লিউ থ্রি স্কুলসে খুব প্র্যাক্টিস করে, অ্যালেক্সা র্যাঙ্কিঙে দেখলাম।
৫১| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: নেট ইউজ করি না, বাসায় কম্পিউটার নেই ।
১। বোনের বাসায় ভাগিনার কম্পিটার বাংলা - লায়ন ( বিলাই না, কমপক্ষে শিয়াল) লাইন। মাস শেষে পয়সা দেয় দুলাভাই । তবে মাসের শুরুর ৪/৫ দিন বন্ধ থাকে । ( বেতন পেলে দুলা ভাই বিলদেয়, পরে লাইন চালু হয়)
২। পাশের ব্লকে - পাশের রোডে উযাইর - Er office. ISP . Good speed!
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আইএসপির অফিস হলে বাসায় কম্পিউটারের দরকার কী!
উযাইর ভাইয়ের সাথে মাঝে মাঝে বাতচিত হয়। আপনার পাহাড় পর্বতের পোস্টগুলো ভাললাগছে। তবে সযতনে ক্যাচাল এড়াচ্ছি। বাঙালি আসলে বিশ্বাস করে, দুনিয়ার সবাই এভারেস্টে চড়তে পারে, কিন্তু আমি তুমি বাঙালি না।
ওইযে গল্প,
দোজখে শুধু বাঙালি পড়ে আছে। সবাই ঘুলঘুলি দিয়ে বেরিয়ে গেছে।
আল্লাহ তো খুশি, কেন পড়ে আছিস আমার মুমিন বান্দারা?
আল্লাগো,
যে-ই উঠতে চায় তাকেই অন্যে টেনে নামায়।
তাহলে, রুমের ঘুলঘুলি পর্যন্ত যদি বাঙালি উঠতে না পারে, এভারেস্টে আর সব জাতি উঠতে পারলেও বাঙালি কী করে পারবে?
তবে, কথাটা কিন্তু ব্রাদার আপনাকে নিয়ে না বা আপনার বিশ্লেষণ নিয়ে না। তারা পাহাড়ে উঠেছেন কি উঠেন নাই এই বিষয়ে দৃঢ় বিশ্বাস করার তেমন গুরুত্বপূর্ণ কারণ নাই। যদি উঠে থাকেন, গর্বিত হব। না উঠে ফাটালে লজ্জিত হব। কারণ তাঁরা জাতির প্রতিনিধি হিসাবেই গেছেন পতাকা নিয়ে।
কথাটা আমাদের জাতিগত সামগ্রিক।
৫২| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
সর্ট সার্কিট বলেছেন: বাসায় থাকলেও ব্যবহার করি না, অফিসে আমরা ১ এমবিপিএস ২০০০ টাকা দিয়ে ৬ টা পিসি ব্যবহার করি, দুপুরে একটু স্রো মারলেও অন্য সময় ঠিক থাকে, সুতরাং কাজ ফাকি দিয়া ধুমাইয়া মুভি ডাউনলোডায়.....
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এমন অফিসে জব করাও আরাম! আমারে তোম্রা দুই এমবিপিএস ডেডিকেটেড লাইন সহ ডেস্কজবের কোন চাকরি দাও!
৫৩| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
নাইটফল বলেছেন: কমেন্ট দিতে অনেক মাস পর ঢুকলাম।
লিঙ্ক থ্রি ইউজার জানুয়ারী থেকে। ১৪০০ টাকায় ১ এমবিপিএস। ফুল ডুপ্লেক্স লাইন। আপ্লোড এবং ডাউনলোড একই টাইমে এক সাথে ১২৮ কেবি কন্সট্যান্ট। দেশের ইন্ট্রানেট সিস্টেম বিডিআইএক্স এর সাথে যুক্ত। ডাউনলোড স্পীড ইন্ট্রানেট এ ৩০০~৪০০ থাকে। তবে আমি কেন যেন একটু বেশী পাই। । প্রায় ১ মেগা এর মত।
ইউটিউব আপাতত অফ। কাজ করে তো করে না। ৪৮০পি ভিডিও বাফারিং ছাড়া দেখা যায়। এখন পর্যন্ত একদিনও আমার লাইন কাটা যায় নাই/ তবে শান্তিনগর এক্সচেঞ্জ এর আন্ডারের ইউজাররা প্রায় ভোগান্তিতে পরে। কারণ অন্য আইএসপি তার ও স্প্লিটার চুরি করে নিয়ে যায়।
নিজস্ব এফটিপি সার্ভার আছে।
গেমিং খেলার জন্য এখন খুব একটা ভালো না। পিং অনেক হাই। নিজস্ব আইজি আনার পর এই প্রব্লেম।
তয় রিয়েল আইপি দেয়। কাউন্টার স্ট্রাইক এর সার্ভার চালাই প্রতি রাতে। কোন লস থাকে না।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দারুণ ওভারভিউ ভাই। চমৎকার রিভিউ।
৫৪| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মৈত্রী বলেছেন:
গ্যাড়ামিন, বিলাই, ওলো ছাড়িয়ে এখন আছি
BTCL ADSL Technology তে
ঢাকাতে সবার স্থায়ী ঠিকানা থাকে না এবং ল্যান্ড লাইন থাকেনা বিধায় কেউ এইটা নিতে চায় না।
কিন্তু জানেনা কি যে আরামে আছি
১৩৭৫+ টাকা ফর ১ এমবিপিএস আনলিমিটেড
আর কি চাই? কোন এফটিপি সার্ভার নাই, দরকারও নাই!!
সবচে বড় কথা হল, কোন ফাপড়(FUP) নাই...
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ১৩৭৫+ টাকা ফর ১
আমি না রেট দেখলাম ২ হাজার প্লাস ভ্যাট?
তাহলে ঘটনা কোথায় প্যাচখেল?
আসলেই ১৩৭৫+ টাকা ফর ১ ?
তাহলে আর দেরি কেন?
৫৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
নষ্ট ছেলে বলেছেন:
"মৈত্রী বলেছেন:
...........
১৩৭৫+ টাকা ফর ১ এমবিপিএস আনলিমিটেড"
ভাই ১ এমবিপিএস আনলিমিটেড তো ২০০০ টাকা + ১৫% ভ্যাট। টোটাল ২৩০০ টাকা হয়। আপনি ১৩৭৫ টাকা কই পাইলেন?
http://www.bcube.net.bd/tariff.html
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমারও তো মৈত্রী ভাইকে একই প্রশ্ন!
তবে উনি তো আর না জেনে বলেননি এই আশা। হয়ত বিটিসিএল আপলোড করতে ভুলে গেছে
৫৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
মৈত্রী বলেছেন:
আমি ভুল করেছি
৫১২ কেবিপিএস ১১৫০+(১৫%) = ১৩২৫ (approx)
তবে কানে কানে একটা কথা বলে যাই- মাঝে মাঝে ৫১২ তে ১ এমবিপিএস এর স্পীড পাই...
http://www.bcube.net.bd/tariff.html
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তাহলে তো কথাই নাই। চলবে ভাই। চলবে।
৫৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
মনুমনু বলেছেন: আমার মনে হয়, মৈত্রী ভাইজান ১এমবি খাইতে খাইতে উনার ৫১২ এর কথা ভুলেই গেছিলেন। আমারও ভূল হু মাঝে মাঝে, আমি কি ২৫৬ নিছি নাকি ৫১২ নিছি।
তয় এসএন আর কেমনে মানুষ করন যায়, কেউ কইতে পারব কি?
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন:
এসএন আর কেমনে মানুষ করন যায়, কেউ কইতে পারব কি?
৫৮| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
ফ্রিঞ্জ বলেছেন: এলাকার ব্রডব্যান্ড ইউজ করতাম একসময়। কয়দিন পর পর হাবে সমস্যা। ঠিক করতে করতে ২/১ দিন পার।
ডিস্কানেক্টেড
তারপর বিটিসিএল এর এডিএসএল
২৫৬ এর দাম দিয়া ৫১২ পাইতাম। সুখেই যাচ্ছিল দিনকাল। একদিন ফোন লাইনে নয়েস আসলো। লাইন তখন যায় আর আসে। একদিন কানেক্ট হয়না। ফোন করলে কয় কি জানি কাজ চলতেসে।
ফালায়া দিলাম
নিলাম কিউবি। কয়েক মাস কন্সট্যান্ট স্পিড। তারপর সন্ধ্যা - রাত ১ টা পর্যন্ত স্পিড কমানো শুরু করলো। মাঝে মাঝে ডিস্কানেক্টেড হয়ে আর কানেক্ট হইতে চায়না।
ফালায়া দিলাম
এখন চলে বাংলা বিলাই
বড় মডেম (ওয়াইফাই ওয়ালা টা) না পাইয়া ইমেইল দিলাম। বাসায় আইসা দিয়া গেল। ফুল নেটওয়ার্ক (@ মিরপুর ১২ )। ভুলে ২/১ বার ডিস্কানেক্ট হয় ... নিজে নিজেই কানেক্ট হয়ে যায়। সবসময় কন্সট্যান্ট স্পিড। ফাপর সিস্টেম টাও অনেক ফ্লেক্সিবল। ১ এম বি লাইন দিয়া ১০০ জিবি + নামাইসি ... কিছুই কয়নাই
অনেক মাস গেল ... কোন কমপ্লেইন নাই এখন পর্যন্ত। আর ওয়াইফাই সহ মডেম টা জটিল জিনিস। বাসার সব ডিভাইস ২ টা ল্যাপি ১ টা টিভি আর মোবাইল সব এই এক মডেম দিয়া এ নেট পায়
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সালাম সালাম হাজার সালাম। ফ্রিঞ্জ ভাই তো আমার বাসার সলুশন দিয়ে দিলেন।
ভাই কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। আমিও বাসাতে বাংলা বিলাইর ওয়াইফাই করব। সব ডিভাইস, নো ত্যাদড়ভ্যাদর। দারুণ্
৫৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪
মিজভী বাপ্পা বলেছেন: আপনার লেখায় ১ম এ ক্ল্যাসিক ব্রডব্যান্ডে লিখেছেন এইচটিপি সার্ভার।কিন্তু এটা এফটিপি হবে তো!!!
আমিও ফ্রডব্যান্ড ইউজাই।তবে যা ইউজাই এক নেট বলা যায় না,এর চেয়ে কচ্ছপ ও আগে যাইতে পারে।যাক সরকার যতদিন পর্যন্ত নেটের ব্যান্ডউইথের দাম আর ও না কমাচ্ছে ততদিন আমাদের এই মরার স্পিডের পেইন সহ্য করতে হবে।
২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এফটিপি... আসলে গুলিয়ে ফেলেছিলাম। অল্পবিদ্যা বিস্তর ভয়ংকরী। ঠিক করে নিব।
ফ্রডব্যান্ড। ছক্কা ডায়ালগ।
দাম কমালেও ইনারা তো স্পিড বাড়ায় না। মনে করে, দাম যা কমিয়েছে তা তাদের চায়ের পয়সা। তারা উল্টা সাবস্ক্রিপশনের পিছনে দেয়া টাকার পরিমাণ কমিয়ে আগের স্পিড বহাল রাখে।
৬০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
মুনতাসীর রোমান বলেছেন: আমার গ্রামীনের স্পিড টানা তিনদিন স্লো থাইকা কালকে হঠাত জাম্প দিছে কেমনে কে জানে ? চেঞ্জ করার চিন্তা করছিলাম তাই মনে হয় । বি লায়নের কথা মাথায় আসছিল কিন্তু আপনের রিভিউ দেইখা তো মনে হয় ঠগ খাইতে যাইতেছিলাম , জাস্ট সেইভড ।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুধু রিভিউ না ভাই, সবগুলো কমেন্ট পড়তে হবে। তাহলে এমনো হতে পারে, আপনি ওলো- গ্রামীণ- টেলি থ্রিজি- সিরাম পরিষ্কার- বি লায়ন- কিউবি বা এমনকি লিংক থ্রি বা সরকারি টেলিফোনে ব্রডব্যান্ড নিতে পারেন।
এগুলো সবই গুডচয়েস, শুধু পরিস্থিতি অনুযায়ী।
৬১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: পোস্টে দরকার মিটিলো ধন্যবাদ।
ভালো থাকবেন।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনিও ভাল থাকুন রিয়াদ ভাই।
৬২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
কালোপরী বলেছেন: আমি আজীবন ব্রডব্যান্ড
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শান্তি পাওয়া নিয়ে কথা। নিশ্চই আপনার প্রোভাইডার ভাল সার্ভিস দেয়।
৬৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: লিসানী ভাই, একটা তথ্য দিয়ে সাহায্য করেন তো দেখি।
বাংলাবিলাই পোস্টপেইডের ক্ষেত্রে, বিলটা কি মাসে শুরুতে, আই মিন প্যাকেজ ব্যবহার করবার আগে দিতে হয়? নাকি আগে আমি তাদের সেবা নিব অর্থাৎ প্যাকেজ ইউজ করব এরপর মাসের শেষে বিল দিব?
কিউবি শালারা তো মাসের শুরুতে তাদের সেবা ইউজ করার আগেই বিল নিয়ে নেয়।
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মাসের শুরুতে আপনার 'সেবা' ক্যাপচার করা হবে বলেই জানি ভাই।
সেবা মানে বুঝেছেন তো
৬৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনি আপনার কোম্পানি চেঞ্জ করলে জানায়েন।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিতো কোম্পানি চেঞ্জ করি নাই। অলরেডি বাংলাবিলাই ট্রাই করতেসি একসপ্তাহ ধরে। মোটামুটি ফাইনাল। বাংলাবিলাইয়ের ওয়াইফাই করব বাসায়।
৬৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫
অদ্বিতীয়া আমি বলেছেন: বাংলাবিলাই ব্যবহার করি । স্পিড ভালই ২৫৬ দেয়ার কথা ২৯০ পাই । তবে সব সময় ধারাবাহিকতা থাকে না , স্পীড কমে যায় । তবে কমই হয় সেটা ।
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাংলা বিলাইয়ের হেব্বি রেপুটেশন তৈরি হল। যাক, পোস্ট দেয়া সার্থক। আমরা ভাইব্রাদাররা ভাগাভাগি করে জানতে পারলাম কার জন্য কোনটা সুইটেবল।
৬৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬
নিয়েল ( হিমু ) বলেছেন: হাহাহা এইটা কি পোষ্ট
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মজা করার চেষ্টা করেছিলাম।
৬৭| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই, বাংলাবিলাই ট্রাই মারতেসি। আলবৎ অতিশয় চেষ্টাশীল নেটওয়ার্ক। কনেক্ট হইতে মারাত্মক চেষ্টা করে। আবার ডিসকনেক্ট হইয়ে যায়। আবার নিজ উদ্যেগে কনেক্ট হয়। এটা কিন্তু খারাপ। কিউবিতে আমি মুভি ডাউনলোড দিয়ে হাওয়া হয়ে যেতাম। কিন্তু এখন প্রতি ঘন্টায় এসে একবার করে চেক করে যাইতে হইতেসে। মহা মুসিবত।
তবে স্পিড ভালো দেয়। আর আনলিমিটেডটা সত্যিকারের আনলিমিটেড এটাই সান্ত্বনা।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: ঈদের আনন্দ পাইতে চাইলে মজিলা খালা(৪)+বাংলাবিলাই বেস্ট