নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

দাসত্বের প্যান্ডোরার বাকসো, পীতরোগ, ঘেন্না ধরা ও আপাতত বিদায়

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

কে পোস্ট দিচ্ছেন এর চেয়ে কী পোস্ট আসছে এবং নিজের রাজনৈতিক বিশ্বাসহীনতার কারণে খেয়ালই করিনি, ওইদিনের বিশ্রি পোস্টটা ছিল এক পুরনো, সত্যিকার মেধাবী এবং ডাইহার্ড ব্লগারের। পরে খেয়াল করলাম, তিনি আমার অনুসারিত লিস্টেও আছেন।



প্রকৃতার্থে দাসত্ব আমরা সবাই করি। একজন বিএনপিপন্থী করেন, একজন আওয়ামীপন্থী করেন, কমুনিস্টপন্থী করেন, ধর্মবিদ্বেষীও অবশ্যই দাসত্ব করেন, আমিও করি। দাসত্ব করার মধ্যে কোন সমস্যা নেই- মানুষের জন্ম হয়েছে দাসত্ব করার জন্য। নিজের মনে নিজে যে 'ধারণা' পুঁতে দেয়, যাকে কেউ বলে বিশ্বাস এবং কেউ বলে 'মুক্তমন' আসলে সেটাই দাসত্ব।



দাসত্বরা যেদিন কাছা দিয়ে নামলেন, সেদিন নিজেকে গুটিয়ে নিলাম। দাসত্বর সেই একই কথা ঘুমকাতুর এর পোস্টে, সকল সাংবাদিক পীতরোগী। জন্ডিস রোগী সবগুলাকে মেরে ফেলতে ইচ্ছা করে।



কার বিপক্ষে যুদ্ধ করব? না, দাসত্বদের চোখে নিজের বিশ্বাস ও চেতনাকে চাটনির মত চেটে দেখার স্তরে এখনো নেমে যাইনি। নিজের উপলব্ধি নিজের কাছেই বর্গা দেয়া আছে, কিন্তু প্রশ্ন হল, কার বিরুদ্ধে যুদ্ধ করব? কিছু মনোরোগী পঙ্গপালের বিরুদ্ধে তথ্যযুদ্ধ করা যায়, কিন্তু তাদের ঘুঘুর ফাঁদে পড়া ৩০% বা ৩৮% বা ৪৫% ভোটব্যাঙ্কের বিরুদ্ধে নেমে কী হবে?



গত পোস্টটাও ছিল এই বিষয়েই।



কিন্তু এখন কিছু না বলে যেতে পারি না।



দাসত্বর ব্লগের অনেক অনেক স্ক্রিনশট নিয়ে বিশাল পোস্টের প্রস্তুতি সম্পণ্ন ছিল। কিন্তু কেন? তাদের মনের ময়লা, আসলেই সেটা বিশ্রি, দুর্গন্ধযুক্ত, কদাকার, মিন্সট্রেস রেগুলেশন করার পর সাতদিন আস্তাকুঁড়ে পড়ে থাকা একটা গলিত দলা, যাবে কেমনে? তাই নিজেই সবকিছু শূণ্য ভেবে দূরে চলে গেলাম।



কিন্তু আজকে, গত দেড়মাসে এই প্রথম অনুসারিত লিস্ট দেখতে দেখতে দেখি, দাসত্ব নতুন আরেকটি পোস্ট দিয়েছেন।



ছয়শোর কাছাকাছি ফেসবুক শেয়ার। দুইশ মন্তব্য। তালিয়া, তালিয়া। কে দিল তালিয়া? কে ছয়শ ফেসবুক শেয়ার দিল? আমাদের বিএনপির সেই ভাইয়েরা, যারা না পেরে শুধুই আগামীবার ক্ষমতায় আসার জন্য নাকে রুমাল চেপে যুদ্ধে নেমেছেন জামাতিদের সাথে? নো। নেভার।



প্রথমত, আমাদের মত অভাজনদের বাক্য পুরীষ হতে পারে, মুক্তা নয়। আর পুরীষ হলেও সেটা উলুবনে ছড়াবার কোনই মানে হয় না।



দেখি, দাসত্ব ঘোষণা করছেন,

সাঈদীর ফাঁসি হলে মুজিব পরিবারের আর কেউ কোনদিনই বাংলাদেশে থাকতে পারবে না।



দাসত্ব ও সকল দাসত্বগণ,

সাঈদীর প্যান্ডোরার বাকসো খুলে গেলে মুজিব পরিবার চিরদিনের জন্য লুপ্ত হবে... কিন্তু মুজিব পরিবার বা আওয়ামী ঘরানার বিষয় নয় এটা।



দাসত্বের এতবড় হুংকারের পর যদি কিছু বলে না যাই,

তাহলে বাংলা মায়ের বাতাস খেয়ে বড় হইনি,

শীতলক্ষ্যার কাকজলে সাঁতার কাটিনি,

ডুবতে বসিনি কোন এককালের বুড়িগঙ্গার ঘোলাটে পানিতে,

পদ্মার তীব্র পাকগুলো দেখিনি আটাশির বন্যায় টি বাঁধের উপর বসে,



দাসত্ব, এরপর দেশে যদি কোন দুর্যোগ নেমে আসে, যদি আবার মারা যায় ত্রিশ হাজার মানুষ অথবা তিন লাখ অথবা এমনকি ত্রিশ লাখ, আপনার পোস্ট সযতনে রেফারাল পয়েন্ট হবে।



সকল দাস শুনে রাখুন,

বিষয়টা শেখ পরিবারের নয়।

বিষয়টা আওয়ামীলীগের পাঁড় সমর্থক বা ছুপা সমর্থকের নয় (এই পোস্টদাতা আওয়ামিলিগ বিষয়ে কতটা শিট গিভ করে সেটা অতীত পোস্ট ঘাঁটলে দেখা যাবে। মেধাবীরা ঘেঁটে কাজ করেন।)।

বিষয়টা বাংলাদেশের মানুষের। বিষয়টা আমাদের।



বলতে কি বাধ্য করছেন,

যদি একাত্তরের হন্তারকের শাস্তি হয়,

তবে আমাদের বাংলাদেশের মানুষকে সবংশ নির্মূল করা হবে?

ন্যায়বিচারের পর লুপ্ত হতেও রাজি আছি।







তবে তাই হোক।

মন্তব্য ৬৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: কার বিরুদ্ধে যুদ্ধ/ কে হন্তারক অবাক লাগে
স্বাধীন দেশে আমরা অন্যায়ের প্রতিবাদি মাত্র
আর দাসত্ব করব একমাত্র সৃষ্টিকর্তার
আর যারা মানবতা লঙ্গন করে তাদের বিরুদ্ধে ঘৃণা
ভাইজান শুভকামনা

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাল থাকুন আপনিও।

২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

রাসেল ভাই বলেছেন: শুভ বিদায় ।

বিদায় বেলায় কাঁদতে নেই ।

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: উন্মেষ হোক।

৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: কোনো ছাগীয়তাবাদীদের মাফ নাই ছাগুদের রক্ষা করতে চাইলে। বীরেরা কখনো ময়দান ছেড়ে যায় না।

লিসনী ভাই কোনো বিদায় নয়। আপনার ইনবক্স চেক করেন।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এগুলো কোন কথার ছিরি ভাই, বলেন তো? প্ল্যাটফর্মগুলো শুধু ব্যবহৃতই হয়, এর বেশি কিছু না। কী লাভ চিল্লাচিল্লি করে? সবাই সবার মত শুধু চিৎকার করেই যাবে, আল্টিমেট লাভ হল, এই চিৎকারের আগে যে যেখানে ছিল, শেষেও সেখানেই থাকবে!
আইডি ডিএক্টিভেটেড। দেখছি।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তবে তাই হোক।+++++++++++

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তবে, তাই হোক।

৫| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

রাফা বলেছেন: ঐ কাপুরুষদের ভয়ে চলে যাবেন।গুটি কয়েক শুয়ো পোকা কিলবিল করছে সমুতে।ওদেরকে কাউন্ট করার কিছু নেই।ওরা গিরগিটির মত রং বদলায়।
ওদেরকে তিব্র ধিক্কার জানিয়ে কোন লাভ নেই।ছাগুদের সাথে এক বিছানায় সহবাসে লিপ্ত যারা: তাদের জন্য সাময়িক কেনো কোন বিদায়ই জরুরী নয়।

আমিতো ওদের পোস্টে থু থু দিতেও ঘৃণা করি।

জয় বাংলা।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সাময়িক বিদায় আর চলে যাওয়া এক নয়।
লাভ কী? ওই মানুষগুলো তো কোন পর্যায়েই বদলাবে না। প্রকৃতপক্ষে তো রং বদলায়, গিরগিটি কখনো বদলায় না।

তাহলে আর কেন? আমাদের রাইজ ছিল এবং আছে শুধু জামাতের বিপক্ষে। এরা তো প্রকৃতার্থেই আমাদের ভাই। এরা তো জামাতি নয়। কার বিরুদ্ধে কী বলব, আর তাতে কার কী লাভ হবে বলেন তো রাফাভাই?

একটা কথা শুনলে অবাক হবেন, শুধু জামাত ছাড়া কারো বিরুদ্ধে কলমটাও ধরতে মন সায় দেয় না।

কিন্তু কথাটা খুব খারাপ লাগল। ন্যায়বিচার হলে সবংশ নির্মূল, কী আজব কথা! গত কিছুদিন ধরে যে কথাগুলো, যে সুরগুলো প্রকাশ পাচ্ছে তা শুধুমাত্র, শুধুই একজন জামাতির মুখে মানায়, আর কারো মুখে ওই উচ্ছিষ্ট শোভা পায় না।

জামাত খুব চেষ্টা করল তাদের ইসুটাকে অন্যদিকে নিয়ে যেতে। পারল। এবং একমত হলাম, মানুষ হোক বা পশু, ওরা দক্ষ রাজনীতিবিদ।



জয় বাংলা।

৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

পিওর গাধা বলেছেন: আগেভাগেই পলায়ণ করা হচ্ছে, ঘটনা কি? কি আর করা!! বিদায় লগ্নে বলি, শুভ পলায়ন দিবস :P

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভয় আর ঘিন্নার মধ্যে আংশিক তফাত আছে পিওর গাধা নিকাধিকারী ভাই।

৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

এম আর সুমন বলেছেন: আপনার বক্তব্যের জবাবও দাসত্বের সেই লেখাটিতে আছে। আর কোথাও ,সাঈদীর ফাঁসি হলে মুজিব পরিবারের আর কেউ কোনদিনই বাংলাদেশে থাকতে পারবে না।, কথাটি সে হুমকী হিসেবে বলেনি। সেটা ছিল চমৎকার এক রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষন। এটা আপনি মহাজ্ঞানী উল্টাভাবে নিলে তো হবে না।
আপনার উক্তিতে আসি,
এরপর দেশে যদি কোন দুর্যোগ নেমে আসে, যদি আবার মারা যায় ত্রিশ হাজার মানুষ অথবা তিন লাখ অথবা এমনকি ত্রিশ লাখ, আপনার পোস্ট সযতনে রেফারাল পয়েন্ট হবে।

কেন মনে হল এমন। কতটা অসঙ্গতিপূর্ন আপনার কথাবার্তা সেটা এই লাইনটা দেখলেই বোঝা যায়। দাসত্বের এই লেখার কোথাও উস্কানী দেয়া হয়নি। বরং অনেক অনেক ক্ষেত্রে সতর্কবার্তাই দেয়া হয়েছে। আপনার উল্লেখিত লাইনটি আপনি কেন লিখেছেন? দেশে কত শতাংশ মানুষ এই লেখাটি পড়েছে যে এই লেখার ফলশ্রুতিতে ত্রিশ লাখ লোক মারা যেতে পারে!!!
এই যে আপনি মারা যেতে পারে লিখলেন, এখন এরা মারা গেলে কি আপনিও দায়ি হবেন? এগুলো একান্তই অবাধ মত প্রকাশের স্বাধীনতার অন্তরায়। আপনি যা ধারনা করছেন তা সব সময়ই বলতে পারবেন।
এখানে আর একটি কথা একটু বলে নিই। দাসত্বের সেই পোষ্টে কিছু বিষয়ে স্টষ্ট ইঙ্গিত দেয়া হয়েছিল। একটি হচ্ছে সাঈদীর বিষয়ে।

অন্যান্য যারা যুদ্ধাপরাধের দায়ে কারাগারে আছে, তাদের সাথে সাঈদির বিষয়টার একটু পার্থক্য আছে। সেটাই বলার চেষ্টা করা হয়েছিল।
এখানে সব জাতীয় রাজাকারদের বিচার করা হচ্ছে। যারা একেবারেই চিহ্নিত। সেই কাতারে এমন একজনকে কেন ধরা হল, যার বিশাল ইনফ্লুয়েন্স ক্ষমতা ও সমর্থক আছে। যেখানে তাকে ডিফেন্স করতে গিয়েই কেবল এই ছাগু দল বড় বড় কথা বলতে পারছে।

কাদের বা নিজামীরা কিন্তু নির্দোষ না। বা সেই দাবিও জোরেসোরে কেউ বলতে পারছে না। কিন্তু সাঈদীর বিষয়টিতে পারছে। সাঈদী কতটা পরিচিত রাজাকার ছিলেন যে তাকে এই একই কাতারে বিচার করতে হল।

তার বিচার হতে পারতো আরো অনেক প্রতিষ্ঠিত রাজাকারের বিচার হবার পরে।

৭২ এর আদালতে যাদের বিচার হয়েছিল সেই বিশাল ৩৬০০০ রাজাকারের লিষ্টের আগে বিচার হওয়া কি উচিত ছিল না?
কেন এই বিচার প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়া হল?

আজকে শেখ পরিবার আমাদের গর্ব, একথা যে বিএনপি করুক বা আওয়ামী লীগ করুক তাদের সবারই স্বীকার করা উচিত।

কিন্তু আপনারা দাসত্বের পোষ্টে এত এত যুক্তি দিয়ে শেখ পরিবারের নামে হুমকী ইত্যাদি দেখছেন। আজ প্রতিবাদ করছেন। কোনো কিছু ঘটার আগেই সেই দায় অন্যের উপরে চাপানোর নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।

কিন্তু শাহবাগের ফেসবুক পেইজে , স্পষ্ট খালেদা জিয়াকে হত্যার হুমকী দেয়া হয়েছে, তাতে তো কোনো অশনীসংকেত খুজে পান না !

কেন পান না কে জানে!!!

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনাদের মত রাজনীতি বুঝি না। ধন্যবাদ। নিজের নিজের ম্যান্ডেটে স্থির থাকুন, ইতিহাস আপনাদের মূল্যায়ন করবে।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তিনি হুমকি দিয়েছেন আমি সেটা কিন্তু বলিনি ভাই। বলেছি, কথাটা আল্টিমেটলি ছয়শত ফেসবুক শেয়ারে গিয়ে পতিত হল।

ওই ছেলেগুলোর কাছে এটা উদ্দীপনা হিসাবে গেল, যারা আগেই এ ধরনের কাজ (লীগ হত্যা হোক, ব্লগার হত্যা হোক আর আলিম হত্যা হোক) করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে, আংশিক করেছে, আংশিক করতে ব্যর্থ হয়েছে।

আর ব্লগ বা ফেসবুককে আমরা খাটো করে দেখতে পারতাম এই আন্দোলন শুরু হবার আগে, এখন নয়।

কারণ, বর্তমানে যতদূর জানি, গুগলের বাংলা সার্চে ব্লগার হল টপ ছয়টা ক্যাটাগরির একটা।

ব্লগকে খাটো করে দেখার উপায় নেই আরো একটা কারণে, যারা সারা বাংলাদেশে রয়েছে, তারা ব্লগ বা ফেসবুক দেখে না। কথা শতভাগ সত্যি। কিন্তু, যারা তাদের উদ্দীপ্ত করে শাহবাগ রাইজের পক্ষে বা বিপক্ষে, উভয়েই ব্লগের উপর শ্যেণদৃষ্টি রেখেছে- তাই পরোক্ষে সারা বাংলাদেশকে আসলে উদ্দীপিত করছে শুধু ব্লগাররাই।

আজকে একজন সত্যিকার দক্ষ ব্লগার হয়ে গেলেন রেফারেন্স। এবং তিনি কোন মামুলি দুই দিনের বৈরাগী নন, যে ভাতেরে অন্ন বলবেন।

ব্লগারদের বিপ্লব যদি নিউইয়র্ক টাইমসকে উতলা করে থাকে, আল জাজিরায় গোলামপুত্রকে উপস্থাপনের প্রয়োজন পড়ে থাকে, হয়ে যাওয়া যাবজ্জীবন আটকে গিয়ে সেটা ফাঁসির দিকে ধাবিত হয়ে থাকে, ব্লগার হত্যার জন্য যদি একটা একটা বলগার ধর ধইরা ধইরা জবাই কর এই বাণী সারা দেশে প্রচারিত হয়ে থাকে, তাহলে ব্লগারের একটা মাত্র প্রণোদনা যা ছয়শত ফেসবুক শেয়ার পেল সেটা কতবড় রেফারাল পয়েন্ট তা বলার অপেক্ষা রাখে না। কারণ তা সাতবার ভিউ হওয়া একবারও মন্তব্য বা লাইক না পাওয়া কোন সামান্য পোস্ট নয়।

আরো মজার ব্যাপার দেখুন, আজকে সাঈদী পড়ে থাকল দূরে, অথচ আপনি আমি কেউই জামাতের এই বিষয়গুলো গ্রহণযোগ্যতায় নেই না তাও তাদের বাদ দিয়ে আমাদের কথা কাটাকাটিটা আসল রূপ পেয়ে গেল। এইটাই সাফল্য।

বিচারের আগে পরে আমরা আর কতটা প্রাধান্য দিতে পারি বলুন? ৩৬,০০০ রাজাকারের বিচার চাই। অবশ্যই চাই। এবং আগে পরে, সেটাতো রাজনৈতিক চাল হলে আমাদের অপারগতা এসে পড়ে, রাজাকার হল প্রধান লক্ষ্য।

শাহবাগের পেইজে যদি খালেদা জিয়াকে হুমকি দেয়া হয়ে থাকে, যা দেখিনি, তাহলে নিশ্চই তার প্রতিবাদ করতাম।

যেমন মৌলিক প্রতিবাদ করেছি কাদের সিদ্দিকীকে নিয়ে কথা বলায়, কিন্তু কাদের সিদ্দিকী কথা বলেছেন বলেই তাঁর সরাসরি পক্ষে কথা বলতে না পেরে তাঁর একাত্তর এর মহামানবতার কথা বারবার তুলে ধরেছি কমপক্ষে তিনটা পোস্টে।

৮| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ছাগীয়তাবাদী আর ছাগুদের মধ্যে ব্যাবধান কমছে। সব এক হয়ে যাচ্ছে।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দেখেন তো, এখন কী বলব? জাতীয়তাবাদী আর জামাত জোটে এক থাকতে পারে, কিন্তু দল তো ভিন্ন, তাই না? এই ভিন্নতা ঘুচে গেলে ইতিহাস তাদের কীভাবে মূল্যায়িত করবে?

৯| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশাল সাপোর্ট করেন কি করেন না, এক কথায় জবাব দেবেন দয়া করে।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আমি কখনোই কোন রাজনৈতিক দল করি না এবং কখনোই কোন রাজনৈতিক দলের সাপোর্টার নই। এমনকি আমার ভোটও কোন রাজনৈতিক দলের জন্য নির্ধারিত নয়। এরচে স্পষ্ট আর কী কথা হতে পারে?

১০| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

এম আর সুমন বলেছেন: আপনার সেই জামাতি প্রপাগান্ডা লেখাটি তো স্টিকি ছিল। আমার বেশ ভাল লেগেছিল লেখাটা। এবং সেখানে কিন্তু আপনি যথেষ্ট রাজনীতি বুঝে দেখিয়েছেন। এখন তো না বুঝলে হবে না ভাই। যেখানে যা হচ্ছে তা কি বলাও যাবে না?

একটা কথা খুব স্পষ্ট বলি ভাই, আমি খুব খুব এবং খুব চাই যে ভবিষ্যত প্রজন্ম প্রকৃতপক্ষে কার কি ভূমিকা ছিল তা যেন সঠিক মূল্যায়ন করতে পারে।
আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের মত যেন এই সময়ের ইতিহাসগুলোও বিকৃত করার চেষ্টা না হয়। আমরা যেন বলতে পারি যে এইটা ছিল গুলি, আর এইটা ছিল বোমা।
আপনার লেখার হাত ভাল, খুবই ভাল। আপনাকে ধন্যবাদ।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইতিহাস বিকৃত হোক, এটা কোন বিবেকবান মানুষ চাইতে পারে না। ইতিহাস প্রত্যেককে তার সঠিক অবস্থান, পূর্ণ অবস্থান, স্থির অবস্থান ও পরিবর্তিত অবস্থানে মূল্যায়িত করুক।

রাজনীতির বুঝ দেখিয়েছিলাম বলতে যদি বোঝান দেশনীতির বুঝ দেখিয়েছিলাম, তাহলে আমি পুরোপুরি মেনে নিচ্ছি। আর যদি বলেন কালোকে কালো এবং সাদাকে সাদা বলতে আপত্তি জানিয়েছিলাম এবং সেটা রাজনীতির বুঝ, না, তা করিনি।

১১| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

আমিনুর রহমান বলেছেন: দেখি না আরো কিছু সময় আমাদের ভাইদের বুঝাতে পারি কিনা। চেষ্টা করে যেতে সমস্যা নাই তো। তাদের বুঝাতে হবে তা ভুল পথে পা বাড়িয়েছে। আপাতত একটু রেষ্ট নিতে চাইলে নেন আপনি সেটা আমার আপত্তি নেই তবে হাল ছেড়ে দেয়া যাবে না।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ডান। আপনার কথার ধরণটা স্পর্শ করে ভাই। ডান।

অবশ্য অবশ্যই এটাকে রেস্ট হিসাবে নিলাম। আমাদেরই ভাই। একই পথের পথিক, একই স্বাধীনতায় বিশ্বাসী আমরা।

১২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

পিওর গাধা বলেছেন: একটা অঅনুরোধ করে রাখি, আপনারা ব্লগ ছেড়ে যায়েননা, আপনারা চলে গেলে ব্লগে চটি লেখকদের এক চেটিয়া প্রাধান্য দেখা যাবে।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ছেড়ে যাওয়া না ভাই। কিবোর্ড ছাড়া বাঁচব না। কোন না কোনভাবে কিবোর্ড ধরে রাখতে হবে- এটা যে ডেস্টিনি তা বুঝে গেছি। কিন্তু একত্রেই আছি। শুধু মনটাকে একটু বিশ্রাম দিয়ে আবার প্রোঅ্যাক্টিভ লেভেলে যেতে চাই।

১৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

সবুজ মেঘ বলেছেন: সবাই যে যার মাপের আকাশ দেখে। এই আর কি।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রোপিক, নিক আর মন্তব্য সবটাতেই প্লাস।

১৪| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

যাবেন মানে ! আপনার পোস্টগুলো ভাল পাই আপনি থাকেন আপনার দরকার আছে :(

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই মনটা বিষিয়ে গেলে অক্ষরগুলোও বিষিয়ে ওঠে। তখন শুধু বিতর্ক, কাদা ছোঁড়াছুড়ি। তারচে একটু বিশ্রাম হয়ত আবার প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভংগি ফিরিয়ে আনবে।

এখন বিএনপির সমর্থকদের বা অ-জামাতি যে কাউকে যদি ঢালাওভাবে কোন ট্যাগিং করি, পরে তো রিগ্রেট করতে পারব, কিন্তু সেই কথাটা আর ফিরিয়ে আনতে পারব না।

মানে, হতাশাটা এই জায়গায়, যে কার সাথে বিতর্ক করব? জামাতির সাথে করতাম, সেটা একটা কাজের বিষয় হত। অ-জামাতির সাথে বিতর্ক করে কী লাভ? যে জেনেশুনে বুঝে এড়িয়ে এগিয়ে যাচ্ছে অথচ শত্রুপক্ষ নয়!

কয়েকটা দিন বিশ্রাম। হয়ত চেতনার তীক্ষ্ণতা ও বোধের উন্মেষ ঘটবে নিজের ভিতরে। আপনাদের এমনভাবে আপনজন হিসাবে পেয়েছি, বিষয়টা তীব্র জালের মত। ছেঁড়ার সাধ্য নেই।

১৫| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

শের শায়রী বলেছেন: লিসানি ভাই সালাম। কি ব্যাপার বলুন তো? আভিমান তো আপনাকে মানায় না। আমি যে লিসানি ভাইর কল্পনা করি। খুব দাবী নিয়ে বলছি খবরদার কোথাও যাবেন না কিন্তু।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সালাম রইল আপনার প্রতিও।

ভাই আমরা যারা মনোরোগী নই, যারা সুস্থ, তাদের বলা মানায় না যে, সব সাংবাদিক জন্ডিসের রোগি। সবাইকে মারতে হবে।
মানায় না, একাত্তরের একজন অপরাধীকে শাস্তি দিলে সমাজ বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই এই ঘটবে।

হয়ত কিছুটা সময় বিশ্রামে থাকলে অকারণ আক্রমণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারব। কারণ সব ব্লগারের সব অক্ষরই এখন এক একটা রেফারেন্স।

তবে আপনার দাবি রাখার পূর্ণ অধিকার আছে। এবং সেক্ষেত্রে অসহায়ভাবে মেনে নেয়া ছাড়া আর কোন পথ ব্লগবন্ধুদের থাকে না।

১৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

ভুল উচ্ছাস বলেছেন: দেখি, দাসত্ব ঘোষণা করছেন,
সাঈদীর ফাঁসি হলে মুজিব পরিবারের আর কেউ কোনদিনই বাংলাদেশে থাকতে পারবে না।





আপনি তো দাসত্ব এর পোস্ট থেকে এই লাইন কালেক্ট করেছেন তাই না? বেশ তো, আপনি উনাকে নিয়ে পোস্ট দিয়েছেন, আপনার ব্লগে পাঠক ও আছে কিছু, কিন্তু কথা সেটা কথা ভিন্ন। একেবারেই অন্য।


জামাতি প্রোপাগান্ডা নামের স্টিকি পোস্ট বাদ দিলে আপনার পোষ্টের পাঠক সব মিলিয়ে ১০০-২০০-৩০০। এইই তো। এর বেশি কিছু? না অবশ্যই না। তাও আপনার এই পোস্ট কে গুরুত্ব দিতেই হচ্ছে কারন এরাও পাঠক, একজন হলেও আপনার মিথ্যে কথা গুলো পড়বে।


তো যা বলছিলাম, উপরের ঐ লাইনটা যেটা আপনি কোট করে এনেছেন সেটাই কি শুধু তার পোষ্টে ছিলো? আর কিছুই কি ছিলো না? উনি তো স্পস্ট করেই বলেছেন কার কিংবা কোন ধরনের গোষ্ঠীর তরফ থেকে ঝামেলাটা আসতে পারে। উনি কি সেই গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে? এমন কিছুই কি কোথাও পেয়েছেন?


না অবশ্যই না।


উনার পোস্ট ছিলো শুধু মাত্র বিশ্লেষণী একটা সতর্কতা যা কিনা আপনি রেফারেল হিসেবে ইউজ করার কথা বলেছেন।


আপনি বলেছেন দাসত্ব তার পোষ্টে হুঙ্কার দিয়েছে। আচ্ছা তো সেই হুঙ্কারটা কপি পেস্ট করেন তো। :/ উনি কি কোথাও বলেছেন যে আমি আসছি হাসিনা, তোর পরিবারসহ কাচা মাংশ খুবলে খুবলে খাবো।



আচ্ছা শেষ একটা কথা, আপনি যার পোষ্টের সমালোচনা করেছেন তার পোষ্টের লিঙ্ক কি আপনি দিয়েছেন এখানে?




আপনিই বলুন পাঠক কি উপযুক্ত প্রমানাদি ছাড়া শুধু আপনার পোস্ট পড়ার পর নিরপেক্ষ জাজমেন্ট করতে পারবে?


০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রথমত, আমার ব্লগের পাঠক একশো জনও নয়, এ বিষয়ে আমি পূর্ণ সচেতন। কারণ এখানে যারা আসেন, পাঠক নন, সহব্লগার। এবং সংখ্যায় অতি কম।

দ্বিতীয়ত, আপনার যেন মনে না হয়, যে এটা কোন রেফারেন্স নির্ভর পোস্ট। এখানে একটা লাইনও কোট করা হয়নি। নিজের হাতে লিখেছি। শব্দ পরিবর্তন না হওয়া নিতান্তই আশ্চর্যজনক। এটা নিতান্তই আক্ষেপের লেখা। রেফারেন্সনির্ভর পোস্ট কীভাবে লিখতে হয় তা কিছুটা আমি জানি, বাকিটা শিখে নেয়া যাবে- শেখার ব্যাপারে আগ্রহ আছে।

যদি আপনার পুরো কোয়েরি পরিপূর্ণতা না পেয়ে থাকে, আরো স্পষ্ট করে জানাতে আমি বাধ্য।

১৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

বিডি আইডল বলেছেন: আপ্নেবইসাবইসাবালকাটেন

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই বিডি আইডল ব্লগার এই পোস্ট ছাড়া আমার আর কোন পোস্টে এসে এ ধরনের কথা বলার স্পর্ধা দেখানোর সুযোগ পেত না।

কেন নিজেকে গুটিয়ে নিচ্ছি সেটা বোধহয় এবার বোঝা যাচ্ছে।

পুরনো এবং বেশ জনপ্রিয় ব্লগার বিডি আইডল, এবার আপনিও চোখ বন্ধ করুন এবং লম্বা দম নিন।

আমি ছিললে চামড়া থাকবে না। আর আপনাকে ছেলার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই।

১৮| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

একাকী বাংলাদেশি বলেছেন: আপনার সাথে আমার মতের হয়ত মিল হবে না, আপনি যা বোঝাতে চাইছেন আমি হয়ত সম্পূর্ন অন্য কিছু বোঝাতে চাইব, আপনার দাসত্ব আর আমার দাসত্ব হয়ত সম্পুর্ন ভিন্ন।

কিন্তু আপনার বলার ভঙ্গি এবং মন্তব্যর রিপ্লাইগুলো দেখে এট লিষ্ট ভালো লাগল। আজকে আমাদের ভদ্রতা বোধ যে কোন তলানিতে যেয়ে ঠেকেছে তার উৎকৃষ্ট নমুনা পাওয়া যায় বাংলা ব্লগের এই সবচে বড় প্লাটফর্ম-টিতে এলে।

আমরা যারা এত বড় বড় কথা বলি, গনতন্ত্রের কথা বলি সাধারন মানুষের কথা বলি কখনো কি ভেবে দেখেছি সাধারন মানুষ কি চায় বা কি ভাবে। সব সময় ব্যাস্ত নিজেদের মানষিক নোংরামি নিয়ে। শিশু ধর্ষন যদি যৌন বিকৃতি হয় তাহলে অসুস্থ ব্লগিং হলো চরম ভাবে মানসিক ভারসাম্যহীনতার লক্ষন।যাদের কে সাধারন মানুষ পাড়ার কাদের মাস্তান এর মতই যে কোন মূল্যে এড়িয়ে চলতে চাইবে।যদিও সামনে পড়লে ঠিক-ই একটা সালাম দিবে নিজের প্রান বাচানোর জন্য। কিন্তু আড়াল হলেই ঘৃনার বমি উগড়ে দেয়। কিন্তু তাতেও হয়না কারো বিন্দুমাত্র অনুশোচনা, যেমন হয়না কাদের মাস্তানের।হবে কিভাবে ? সেই বোধটাই যে লুপ্ত হয়ে যাদুঘরে ঠাঁই পাওয়ার আশায় দিন গুনছে। কিন্তু বার বার কিন্তু মুলধন করছে সেই সাধারন জনগনকেই।

তাই আশুন না শুধ্য করি আমাদের ঘর থেকেই। ঘর থেকেই তো সব কিছুর শুরু। গোড়া্য গলদ থাকলে আগায় পানি দিয়ে কতদিন বাচাঁবেন। আপনার মত নামী একজন ব্লগার যদি এগিয়ে আসে হয়ত এগিয়ে আসবে আরো অনেকেই। আশা করতে পারি কাদের মাস্তান দের ঠেকিয়ে দিতে পাড়ার বড় ভাইরাও নিজেদের জান কোরবান করতে পারে।

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার কথাগুলোতে সহমত। তবে তথ্যযুদ্ধ চলার সময় মানুষ আসলেই অন্যরকম করা শুরু করে দেয়। আমিও করি, এটাও হয়ত মানুষের সহজাত। আর আপনি যে ইঙ্গিত দিলেন, তাতে মনে হয় আপনার দাসত্ব আর আমার দাসত্ব একই জায়গায়, কিন্তু আমরা ভিন্নমতাবলম্বী হতে পারি, এটুকুই।

আছি ভাই একসাথে। ভাল থাকবেন সব সময়।

১৯| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

ধূসরধ্রুব বলেছেন: ছাগু আর ছাগুদের দোসর ছাগীয়তাবাদীদের মাঠ ছেড়ে দিয়ে যাবেন না প্লিজ । আমরা আছি । ছাগুদের কে কখনোই ছাড় দেয়া হবে না ।


চটি আইডলের চুলকানী উঠে গেছে দেখছি । চটি যাও নিকটস্থ দোকান থেকে মলম কিনে নাও

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই কারণেই কিন্তু নিজেকে সামলাচ্ছিলাম। যদি এই ধরনের কমেন্ট কোন অ-জামাতিকে করতাম, তাহলে পরে নিজেরই আফসোস হত। শুধু শুধু।

লোকটার আগা নাই মাথা নাই কমেন্ট, তাও আবার মাল্টি ছাড়া দেখে বুঝতে পারলাম কত হট হয়ে আছে মাথা।

২০| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

নিয়েল ( হিমু ) বলেছেন: ন্যায় বিচারের পর লুপ্ত হতেও রাজি আছি ।

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ন্যায় বিচারের পর লুপ্ত হতেও রাজি আছি ।

২১| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

ফারজুল আরেফিন বলেছেন: ছাগীয়তাবাদীদের থেকে দূরে থাকার চেষ্টা করি। :|

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আরেফিন ভাই! এত্তো এত্তো দিন পর! আমার কাছে ব্লগটা অনেকাংশেই পুরনো সুহৃদের সাথে কথোপকথনের মাধ্যম। অনেকইটা যেন ব্যক্তিগত।

২২| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

নিয়েল ( হিমু ) বলেছেন: এস আর সুমন @ ভিক্ষা চাইনা কুত্তা সাম্লা । পোষ্টের চেয়ে বড় বালকমেন্ট করে ।

ভুল উষ্ঠা @ তোমার আব্বাকে এসে যুক্তি খন্ডাইতে বলো তার পাছা তুমি প্রটেক্ট দেও কেন ? X(

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দেখলেন! এখন কিন্তু সত্যি সত্যি ব্লগের সেই পুরনো বিম্পি আলীগ যুদ্ধ শুরু হয়ে গেল। এক হিসাবে কিন্তু এটা হাস্যকর যুদ্ধ।

এই গত তিন সপ্তাহ জুড়ে হাজার হাজার জামাতি নিককে পরাস্ত করা হল।

এখন 'ছাগু' নিকগুলার আত্মা শান্তি পেয়েছে। আরো যে হাজার হাজার 'ছাগু' নিক আছে তাদের আর কষ্ট করে লিখতে হচ্ছে? হচ্ছে না।

তারা এখন গায়ে হাওয়া লাগাবে। বসে বসে হাসবে আর বলবে, নাহ, আরো দশটা ফেবু শেয়ার দিয়ে নিই। ব্যস!

২৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

ফারজুল আরেফিন বলেছেন: ব্লগের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। প্রাপ্য সম্মান না পেলে সেখানে থাকার কোন মানে হয় না। পুরনো সুহৃদদের সাথে কথা বলার জন্যই মাঝে মধ্যে আসি, অপরিচিত মুখ দেখতে তেমন ভালো লাগে না।

এখন আপনার সাথে বেড়াতে যাওয়ার সামর্থ্য হয়েছে, কিন্তু সময় বিক্রি হয়ে গেছে। :(

ব্লগিং চলতে থাকুক....ভালো থাকুন ভাই। :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বেড়াতে আমরা তো যাবই, প্রশান্ত বাংলায় বেড়াতে বের হব। কোন একদিন। তাড়া থাকবে না, না করা কাজ থাকবে না, ভয়াল পরিস্থিতি থাকবে না।

তারপর পাগলাটে বেড়ানো।

আমরা তো ভাই একটা বিক্রি করে আরেকটা কিনে আনি। এই হল নিয়ম। হয় আমাদের সময় বিক্রি করতে হবে, নয়ত সম্পদ-দক্ষতা অথবা নীতি জলাঞ্জলি দিতে হবে।

দেখা হবে, সে পর্যন্ত ভাল থাকুন, ভাল থাকুন আপনারা সবাই।

২৪| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

ভুল উচ্ছাস বলেছেন: হাসবে কাঁদের দোষে জানেন? এই সব নিয়েল হিমুদের দোষে। এরা না পারে অন্যদের সন্মান দিতে না এদের আছে সন্মান। সে যাই হোক কথা গুলো আপনাকেই বলা, অর্ধ উন্মাদদের আমি এড়িয়ে চলতে পছন্দ করি।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এখন যারা ফাঁসি চাইছিল শুধু রাজাকারের, যাদের আর কোন মৌলিক প্রতিপক্ষ ছিল না আন্দোলনকালে, তাদের জন্য হাসির পাত্র যদি সবাই মিলে হই, তাহলে বুঝতে হবে সুরটা কেটে গেছে কোথাও।

হয়ত কেটে যাওয়া সুরের উন্মেষ ঘটেছে আমাদেরই স্বজনদের হাত ধরে।

ভাল থাকুন ভাই।

২৫| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

চলতি নিয়ম বলেছেন: কিছু লেখার ভাষা নাই। সামুতে এখন লগ ইন করাটাও কমিয়ে দিয়েছি।
ভালো থাকবেন।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এটুকুই তো বুঝতে পারি, মাঝে মাঝে কঠিন সময় এসে যায়। তখন চিরায়ত স্বাভাবিকতা কেউ রক্ষা করতে পারে না। কেউ হয়ে ওঠে মারমুখী, কেউ আক্রান্ত আর কেউবা অনিয়মিত।

২৬| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

চলতি নিয়ম বলেছেন: এইখানে কিছু একটা আছে।

সমজদার কে লিয়ে ইসরা ই কাফি হ্যায়। =p~ =p~

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার কোর আই নাইন প্রসেসর চলছে কেমন? কোন শোরুম থেকে কিনলেন ভাই?

২৭| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি নিজেই দেখেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কোথায় ফেলে দিয়ে যেতে চাচ্ছেন। আক্রমণে এদের কোন যুক্তি লাগেনা, বুদ্ধির ব্যাবহার সেখানে সামান্যই।

ভাই, কোথাও যাবেন না। সাথে আছি।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: চেয়েছিলাম একটু লম্বা সময় দূরে যেতে, এখন দেখি সে উপায় নেই।
আপন হওয়া সহজ, পার পাওয়া সহজ নয়...

দেখলাম তো, শুধু একটা ব্লেড লাগে, তাও আবার তাকে সেটা সাপ্লাই দিতে হয় না।

থাকতে হবেই, উপায় আর কোথায়?

২৮| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: মানুষতো ভাই , পথভ্রষ্ট হতেই পারে ... অপেক্ষা করুন ভাই, বুঝতে দিন ... কিছুদিন বিশ্রাম নিতেই পারেন ... এ যুদ্ধেতো জয়ী হতেই হবে তাই না ?! ... এবং অবশ্যই ফিরে আসুন ... ...




শুভেচ্ছা

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এ যুদ্ধে জয়ী হতেই হবে। উপায় নেই, এ বিশ্বাস সরিয়ে দেয়া যাচ্ছে না, আপনারা দিচ্ছেন না। জয় বাংলা। সীমাহীন শুভকামনা।

২৯| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আফিফা মারজানা বলেছেন: হেই লিসানী !
রেগে যাওয়ার আগে ফিরে আসুন ।আগে না হয় মডুর খাড়া ছিলো এবার ?

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আগে মডুরা খাড়া ছিল তো এবার সহব্লগাররা আজব সব লেখা লেখে। প্রতিবাদ করব, কিন্তু কার বিরুদ্ধে? কতজনের বিরুদ্ধে... যাই হোক, সেটা এখন পুরনো।

আর ধমক খেয়ে সোজা হয়ে গেছি।
উপায় নাই।

৩০| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

অরিয়ন বলেছেন: দাসত্ব'র সেই পোষ্টের কোথাওকি লেখা আছে যে একাত্তরের হন্তারকের শাস্তি হলে তবে আমাদের বাংলাদেশের মানুষকে সবংশ নির্মূল করা হবে ? সেখনেতো নিজামী বা মুজাহীদদের নিয়ে কোন কথা
বলা হয়নি। শুধুমাত্র সাঈদীর বিষয় নিয়ে লিখেছেন। আচ্ছা বলেনতো আপনি প্রথম কবে জানলেন যে সাঈদী এতো বড় রাজাকার ছিল? তার এলাকার মুক্তিযুদ্ধের কমান্ডাররা আদালতে সাঈদীর পক্ষে বলেছেন। ভিকটিমা হিসেবে যাদের উল্লেখ করা হয়েছে তাদের আত্মিয় স্বজনদের স্বাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়নি কেন?

ন্যায়বিচারের পর লুপ্ত হতেও রাজি আছি বলে নিজেকে অনেক মহত ও সৎসাহসী ভাবার কোন কারন নাই। যদি ন্যায় বিচার হতো তাহলে ৭২ এর আদালতে যাদের বিচার হয়েছিল সেই বিশাল ৩৬০০০ রাজাকারের লিষ্টের আগে বিচার হওয়া কি উচিত ছিল না? কেন এই বিচার প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়া হল? এই বিচারটি কি এতই হালকা করে দেখার বিষয় ? যে ভাবে ট্রাইবুনাল বা অদক্ষ্য প্রসিকিউশানের মাধ্যমে বিচার চলছে তাদের দ্বারা প্রকৃত দোষীদের অপরাধ প্রমান করতে পরবে কি ? কেন স্ব স্ব ক্ষেত্রে যোগ্য আইনবিদদের এখানে নিয়োগ দেওয়া হল না। অপরাধ প্রমান ব্যাতিরেকে রায়ে কারো সাজা হলে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। প্রকৃত অপরাধীদের বিচার সবাই চায়, কিন্তু বিচারের নামে প্রহসন কেউই মেনে নিবেনা।

বাস্তবাতার আলোকে মনে হয় সরকার বিচারের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তাদের অপকর্ম ঢাকতে চায়। আর তাডের সহযোগী হয়েছে বর্তমানের হলুদ সাংবাদিকরা।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই ওই পোস্টে কোথাও লেখা নাই দেখেই তো বলছি। বিষয়টা কোন একটা পরিবারের নয়, বিষয়টা আমাদের বাংলাদেশের। এখন বাংলাদেশের মানুষদের সবংশ ধ্বংস করাই তো হয় আল্টিমেটলি। এটাই তো বললাম।

যে দলের প্রধানদের মধ্যে নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা আছে, সেখানে আর একটা মাত্র পদ, তা জনাব সাঈদীর! তার ব্যাকগ্রাউন্ড কি আলাদা কিছু হতে পারে? নিতান্তই লজিক্যালি বললাম, আদালতে এই লজিক টিকবে না, কিন্তু মানুষের উপলব্ধি করতে দেরি হবে না।

এই সাঈদী লোকটার একাত্তরের ঘটনা এখন প্রমাণ করতে বসব কি? বসার যৌক্তিকতা আছে কি? কারণ তা অলরেডি আদালতে প্রমাণিত।

কিন্তু তার অতীত নিকটের কর্মকান্ড বিবেচনা করুন। তার আপনজন কারা? তার ঠিক আশপাশের পাঁচটা পদ কারা দখল করে রেখেছে?

সবচে বড় কথা হল, জামাত শিবিরের শহীদী কাফেলায় রিক্রুটিং এজেন্ট এই লোকটা।

সরকার চাইলেই কি কিছু ঢাকতে পারবে? আপনার কী মনে হয়, জামাত এত চেষ্টা করল, পারল ঢাকতে?

মহত্ত্ব তো উপলব্ধির উপর নির্ভরশীল। তাই এটা দুই দিক দিয়ে আপেক্ষিক। সৎসাহস কথাটাও আপেক্ষিক- কখন একটা সততার পক্ষে সাহস সঠিক হয় আর কখন সেটা বোকামি করে ট্রাকের নিচে পড়া হয় তা আমরা কূল করতে পারি না।

যে ছেলেগুলো দুইটা কারণে দশজন আলিমকে হত্যা করতে গেল, তাদের কাছে তো সৎ সাহস হল এটা যে, ওই আলিমরা কেন্ সাইদিকে ভুল তাফসিরকারক বলল? সুতরাং জবাই দাও।

কিন্তু তারা যে দশকের পর দশক ধরে সাঈদীকে ভুল তাফসীরকারক বলে আসছেন, এই বিষয়ে দালিলিক বই প্রকাশ করেছেন, সেটা ঘেঁটে বোঝার মত মানসিক সামর্থ্য তো তাদের হল না।

আজকে যদি সাথে থাকতেন, সরাসরি কথা বলতে পারতাম, আমার দৃঢ় বিশ্বাস, চার ঘন্টা পর আপনি অন্য মানুষ হয়ে যেতেন। কিন্তু সেই সুযোগ তো নেই। এই যে বদলে যেতেন এই বিশ্বাস করতে পারছি, এরই নাম সততার সাহস।

৩১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

ধমাধম বলেছেন: শুধু রাজাকার নয়, এইরকম সাম্প্রদায়িক কীটগুলাও সোনার বাংলাদেশের পথে অন্তরায়। রাজাকারদের সাথে এইসব সাম্প্রদায়িক কীটগুলাকেও বিনাশ করতে হবে।
কিন্তু দেখেন, যখন সংখ্যালঘুরা আক্রান্ত হয়, তখন বেশিরভাগ সংখ্যাগুরুরাই চোখ কান বন্ধ করে নিরপেক্ষতার ভাব ধরে থাকেন যেন দেশে কিছু হয় নাই। ঘরবাড়ি পোড়ানোর সময় মন্দির ভাঙার সময় কাউরেই বাধা দিয়ে দেখা যায় না।
তাই এই দেশ নিয়ে আর আশাবাদী হওয়ার দুঃসাহস দেখাতে সাহস পাই না। এই দেশের বেশির ভাগ মানুষ মনে মনে সাম্প্রদায়িক, এদের ভালো কিছু হওয়াটা আল্লায় নিজেও চাইবে বলে মনে হয় না।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই দেশের বেশির ভাগ মানুষ মনে মনে সাম্প্রদায়িক, এদের ভালো কিছু হওয়াটা আল্লায় নিজেও চাইবে বলে মনে হয় না।

কুরআনেই বলা আছে, আল্লাহ সেই জাতিরই ভাগ্য পরিবর্তন করেন যে জাতির ভাগ্য সে নিজে নিজে পরিবর্তন করে।

আর কষ্টের সাথে বলতে হচ্ছে, সনাতন সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে অনেকটাই নিরবতা দেখা যায় যা আসলে বিষাক্ততার প্রতিভূ।

তবে সাম্প্রদায়িকতা মানে যদি এটা হয়, 'সম্প্রদায়প্রেম' অথবা 'সাম্প্রদায়িক ভাতৃবোধ' তাহলে কোন সমস্যা নেই কারণ সম্প্রদায় হল এক ধরনের ব্রাদারহুড আর ব্রাদারহুডে ভাতৃবোধ থাকবেই।

কিন্তু সাম্প্রদায়িকতার অর্থ যদি হয় 'সম্প্রদায়বিদ্বেষ' অথবা 'অসাম্য' তাহলে তাকে অমানুষত্বই বলতে হবে।

৩২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

বিডি আইডল বলেছেন: ৭আর১০নংকমেন্টেযেমনেপিছলাইলেন,তাতেআপ্নারেখাপোলীগারব্লগারদেরতালিকায়রাখাযায়আপ্নেবইসাবইসানিম্নাগেরছামড়াছিলেনএলা

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার কমেন্ট গৃহীত হল না। আপনার কাছেই থেকে গেল।

৩৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

নিয়েল ( হিমু ) বলেছেন: পোষ্ট কি ফেরত দিছে না আনছেন ফিড়ায়া ?

আর উপ্রে চটি বাইডল কি নিয়া ল্যাদাইল ? বুঝলাম্না তো ?

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: উনি খুব কৌশল করে আমাকে খানকির পোলা ডেকেছেন। আমি সেটা গ্রহণ করিনি। গ্রহণ না করাতে তাঁর সম্পদ তাঁরই কাছে ফিরে গেছে।

৩৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: এই গালিটা তো ওদের অন্তরংগ সংগী । এই জিনিসটা আসলে ওরা কাউরে কোন দিন দিতে পারে না ।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.