নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

শূন্য.

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

এক.



কপাল মুছে দিতে দিতে মা বলল, যদি ধইরা নিয়া যাইত?

মুহূর্তে কঠোর হয়ে ওঠে আফজালের ষোল বছর বয়েসি এখনো সেজে না ওঠা চেহারাটা, নিলে নিত।



-হায়রে আমার মরণ! নিলে তুই বাঁইচা ফিরতি?

-না ফিরলে নাই।

-আমার আর আছে কে রে বাবা? তুই কেন্ গেলি? কে লইয়া গেল তোরে?

-অগো কত্তবড় সাহস! নবীজীরে নিয়া কাঠুন করে।

-কারা করসে কাঠুন?

-অইযে, ঢাকার বলগারগুলা। শাহাবাগে নবীজীর কাঠুন দিয়া ফাঁসি দিসে। অরা ইন্টারনেটে ফেসবুক করে। আমিও দেখছি। হাজার হাজার কাঠুন করসে নবীজীরে নিয়া।



দুই.



-হুযুরের বাসা দি তুঁয়ার কি দরকার?

-আঁই যাইমদেরি।

-ইন কোনো খতা না অর। পুয়া, এইক্কায়। ন যাইস, এইক্কায়।

মাত্র পুরুষ্টু হতে থাকা শরীরটা নিয়ে জোর ছুট দিল রিদওয়ান। তীব্র চিৎকার করতে করতে পিছনে ছুটে এল কিছু মানুষ। জাপটে ধরল তাকে। রিদওয়ান কাঁপছে। কাঁপছে ওর সাড়ে চোদ্দ বছর বয়েসি লকলকে শরীরটা। ও সব বাদ দিয়ে হাত ঢুকিয়ে রাখল পাঞ্জাবীর পকেটে।



ওকে এই পকেটটা আগলে রাখতে হবে। কেউ যেন নিতে না পারে এই পকেটে রাখা তালিকা। তাহলে আরো দশজন সাথীভাই ধরা পড়ে যাবে। সাঈদী সাহেবকে যারা ভুল তাফসিরকারক বলে, সেইসব ভন্ড আলেমদের শাস্তি দেয়া আর হবে না।



সব বাদ দিয়ে রিদওয়ান তীব্রমুষ্ঠিতে চেপে ধরে রাখে শুধু তালিকাটা।



তিন.



For Allah (SWT) I am, was and will be there.

শেষ টুইট করেই নির্ঝর লম্বা করে দম নিল। আজকাল চোখ বন্ধ করলেই একটা ১২৮০X৭৬০ ওয়ালপেপার ওর চোখজুড়ে ভেসে ওঠে। মিশকালো ব্যাকগ্রাউন্ডে সোনালি ক্যালিগ্রাফিতে কালিমা আঁটা। একপাশে উড়ছে পতাকা। আর বড় বড় করে লেখা, খিলাফাত আলা মিনহাজুন নুবুয়্যাহ্ ।



আইপি হাইড সফটওয়্যার দিয়ে লগইন করল ফেসবুকে। ইনবক্স এসেছে। ইটস আ গো। ওরা হয়ত গণতন্ত্র করে, কুফরি। কিন্তু নির্দেশ এসেছে, একসাথে কাজ করতে হবে। আজকে গণতন্ত্রই ওদের ধ্বসিয়ে দিল। হায় গণতন্ত্র!



ওর ভাল লাগে না কুফরি মতবাদে বিশ্বাসীদের সাথে একত্রে কাজ করতে। কিন্তু উপায় নেই। আজ সব মুসলিমকে এক করে নিয়ে নামতে হবে।



তারপর নেমে গেল ও, ব্যাকপ্যাকে ভোঁতামতন কয়েকটা ধাতব অস্ত্র নিয়ে।



চার.







সৌদি আরবে সাত যুবকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত



« আগের সংবাদ পরের সংবাদ»



সৌদি আরবে গতকাল মঙ্গলবার সাত যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দণ্ড বাতিলের আহ্বান জানানোর পর মৃত্যুদণ্ড গতকাল কার্যকর করা হয়নি। দণ্ডপ্রাপ্ত যুবকদের স্বজনেরা গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৬ সালে দক্ষিণাঞ্চলীয় আছির প্রদেশে ওই যুবকেরা একটি অলংকারের দোকানে সশস্ত্র ডাকাতি করে ধরা পড়েছিল বলে অভিযোগ রয়েছে। সৌদি আরবের ইসলামি শরিয়া আইন অনুযায়ী এই অপরাধের শাস্তি হিসেবে ২০০৯ সালে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সময় তাঁরা সবাই অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে তাঁদের মৃত্যুদণ্ড এত দিন কার্যকর করা হয়নি। প্রাপ্তবয়স্ক হওয়ায় গত ফেব্রুয়ারি মাসে বাদশাহ আবদুল্লাহ তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি অনুমোদন করেন।

মানবাধিকার সংস্থা দুটি আলাদা দুটি বিবৃতিতে জানিয়েছে, ওই সাতজনের বিচার নিরপেক্ষ ও স্বচ্ছ হয়নি। তাঁদের আটক করে ব্যাপক নির্যাতন করা হয়েছে। বেধড়ক মারপিট করে, দিনের পর দিন খেতে না দিয়ে, ২৪ ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে। সংস্থা দুটির অভিযোগ, এ ধরনের নির্যাতন করে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়। এ ব্যাপারে তাঁদের কাছে যথেষ্ট তথ্য ও প্রমাণ আছে বলেও দাবি করেছে সংস্থা দুটি। তবে সৌদি কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।

মধ্যপ্রাচ্যের এইচআরডব্লিউর উপব্যবস্থাপক এরিক গোল্ডস্টেইন বলেন, ওই যুবকদের শাস্তি কার্যকর করা হলে সৌদি আরব চরম নিষ্ঠুরতার পরিচয় দেবে। অপরদিকে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই সাতজনকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। উল্লেখ্য, সৌদি আরবে চলতি বছরে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপি



শূন্য.



মনে বাবলা পাতার কষ লেগেছে ... বাংলার একটি মরমি লোকগানে শুদ্ধতার জন্য আর্তনাদ





মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

হায় গনতন্ত্র হায় !!!

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই বিষয়টা হয়ত স্পষ্ট হয়নি। আমি গণতন্ত্রের বিষয়ে কিছু বলতে চাইনি। বলতে চেয়েছি এরা যা করছে এবং যে প্রণোদনায় করছে, তা পুরোপুরি আজব। তারচেও বড় আজব হল, যে আইন তারা প্রতিষ্ঠিত করতে চাইছে।

সৌদি আইনটা যদি বাংলাদেশে বলবৎ হয়,
তাহলে এই কিশোর ছেলেগুলোর প্রত্যেকের শিরোচ্ছেদ শাস্তি হবে।

২| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বোকামন বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী .......

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ঠিক তাই। ভাল থাকুন সবসময়।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: জীবনকে নিয়ে কি হঠকারিতা করছে এরা! এদের সূত্রধরদের ধড় অবশ্য অক্ষতই থাকবে!

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বিশ্বাস করতে চাই না। কিন্তু না করে উপায় নেই হামাভাই। এদের সূত্রধরদের ধড় অক্ষত থেকেই যায় কেমন করে যেন।

৪| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই, প্রথমত আপনি ঠিক কে, সেটাই বুঝতে পারছি না।

দ্বিতীয়ত,
আমি অন্যের কুৎসা শুনে মজা পাই না। কষ্ট করে নিজের এই মজা পাবার প্রবণতা নষ্ট করেছি।

আপনি এই দুইদিন যদি দেশ সমাজ ধর্ম অর্থনীতি বা সভ্যতা নিয়ে ব্যয় করতেন, খুশি হতাম। এতে দেশ সমাজ ধর্ম অর্থনীতি বা সভ্যতার কোন না কোন উন্নতি হতো।

মক্ষীরাণী- অনেক বিশ্রি শব্দ ব্যবহার করেছেন একজন মানুষ সম্পর্কে। আল্লাহ আপনাকে কিতাবের (কুরআন) জ্ঞান দান করুন। আমিন।

৫| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

নিয়েল ( হিমু ) বলেছেন: শাস্তি হিসেবে শিরচ্ছেদ হলেই তো শেষ না । মানবাধীকার সংস্থা প্রমান সহ প্রশ্ন তুলেছে । এর মানে কি ইসলাম প্রতিষ্ঠিত কৈ হৈল ? আজিব B:-)

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এইটাইতো আজব বিষয়।

মানবাধিকার সংস্থা তো কোনমতে ঠেকিয়ে দিল বিষয়টা। কথা সেখানে না হিমুভাই, কথা হল,

সৌদি তথাকথিত ইসলাম, যা তারা প্রতিষ্ঠা করতে চাইছে, সেখানে 'হারব' বা সন্ত্রাসের শাস্তি শিরোচ্ছেদ।
এই একই কথা গত জামাত জোট সরকারের সময় বলেছিল সাঈদী, যারা সন্ত্রাস করবে, তাদের সরাসরি কতল করতে হবে।

এখন, বাংলাদেশের মত দেশে তারা যে অপরাধ করছে, সন্ত্রাস করছে, সেটার শাস্তি বড়জোর জেল হতে পারে।

কিন্তু এই বাচ্চাগুলা সেটা অনুভব করতে পারছে না যে, তারা যে আইন চায়, সে সৌদি আইন (কথিত ইসলামি আইন, যা আসলে পূর্ণ ইসলামী আইন না) তো তাদেরকেই জেলের বদলে সরাসরি শিরোচ্ছেদ করে দিতে বলছে!

৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

কৃষি এবং কৃষক বলেছেন: বোকামন বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী .......

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এক্সাক্টলি! ভাল থাকুন।

৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার লাস্ট পোষ্টটা কোথায় গেল?

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: স্বর্ণাপু, রিপোর্টের পরিপ্রেক্ষিতে মনে হয় অটোড্রাফট হয়ে গেছে!

৮| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

নিয়েল ( হিমু ) বলেছেন: পোষ্ট কি ফিড়াবেন না ঐটা ?

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ড্রাফট যেটা হয়ে গেল সেটা আর ফিরাই কেন শুধু শুধু? যদি কথা বলার মত মানসিকতা তাদের না থাকে, রিপোর্ট করে অটোড্রাফট করে রেখে দেয়, আবার আনলে আবার রিপোর্ট করবে। জাস্ট লাইক বাঁশের কেল্লার ডিএক্টিভেশন। কেমন আছেন আপনি?

৯| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'বাঁশের কেল্লা' আবার ফিরে এসেছে। আপনার পোষ্টটা পারলে আনড্রাফট করেন। পোষ্টটা আমি পড়তে পারিনি, ক্লাসে বসে দেখেছিলাম।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তাহলে তো আনতেই হবে। আনছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.