নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

প্রখর রৌদ্রে কোমল জোছনার কথকতা

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮





পাঁচজন মানুষ। পৃথিবীর পাঁচ কোণায়। প্রায় সমদূরত্বে। ইরান-তুরান, অ্যামেরিকা, জাপান, ফ্রান্স-ক্যানাডা আর ভারত-পাকিস্তানে। বিষয় মাত্র একটা, বিষয় একই, প্রখর রৌদ্রে কোমল জোছনার কথকতা।



মিল নেই ভাষায়, ধর্মে, গোত্রে, জাতিতে- কিছুতেই মিল নেই। মিল শুধু অন্তর্গত ব্যাপারে। তাঁরা প্রত্যেকেই প্রোডিজি। সত্যিকার মেধাবী। জীবনের প্রথমদিকেই তাঁদের প্রত্যেককে পেতে হয়েছে অকল্পনীয় আঘাত অথবা বাঁধা। প্রত্যেকেই অসাধারণ জ্ঞানী। প্রত্যেকেই জাদুময় ব্যক্তিত্ব্যের অধিকারী। এবং সবচে বড় কথা, প্রত্যেকেই মনেপ্রাণে কিছু একটা বিশ্বাস করতেন এবং সেই বিশ্বাস ছড়িয়ে দেয়ার সামর্থ্য তাদের ছিল নিজ দেশ ও ভাষার বাইরেও। এবং আরো একটা বিষয়ে মিল আছে যা ক্রমপ্রকাশমান।



প্রথমজন হাসান ই সাব্বাহ। ১০৫০-১১২৪। ১৭ বছর বয়সে নাজিরি মুসলিম সম্প্রদায় থেকে বেরিয়ে এসে ইসমাঈলিয়া শিয়া মুসলিম ধর্মমত গ্রহণ করেন। সেখান থেকে আংশিক বেরিয়ে এসে, ইরান ত্যাগ করে উত্তর আফ্রিকা গিয়ে আবার ফিরে এসে গঠন করেন হাশিশান গ্রুপ।



দ্বিতীয়জন জোসেফ দ্য মামব্রো। ১৯২৪। রোজিক্রুশিয়ান কাল্ট থেকে আংশিক বেরিয়ে এসে নিজ দেশ ফ্রান্স ছেড়ে ক্যানাডায় পত্তন গেড়ে তৈরি করেন অর্ডার অভ দ্য সোলার টেম্পল।



তৃতীয়জন শোকো আশাহারা। ১৯৫৫। চিজিও মাৎসুমুতো নাম ও জেন বৌদ্ধিস্ট ধর্ম ঘরানা থেকে আংশিক বেরিয়ে এসে, মাতৃভূমি জাপান থেকে বেরিয়ে এসে ভারতবর্ষে ঘুরেফিরে ফিরে গিয়ে গঠন করেন ওম শিনরিকয়ো।



চতুর্থজন ডেভিড কোরেশ। ১৯৫৯। জন্মগত ভার্নন ওয়েন হাওয়েল নাম ও খ্রিস্টধর্ম থেকে আংশিক বেরিয়ে এসে গঠন করেন ব্রাঞ্চ ডেভিডিয়ান সেক্ট বা ফিরকা।



পঞ্চমজন আবুল আলা মওদুদী। ১৯০৩-১৯৭৯। নিজ মতবাদ ওয়াহাবি ইসলাম থেকে আংশিক বেরিয়ে এসে, মাতৃভূমি ভারত ছেড়ে পাকিস্তানে গিয়ে গঠন করেন জামায়াত ই ইসলামি।



হাসান ই সাব্বাহ জানতেন, মানুষ বেহেশত চায়। আর তাঁর দরকার ছিল নব্যদীক্ষিত হয়েছেন যে মতবাদে, সেই মতবাদ প্রতিষ্ঠা করা। মানুষ চায় বেহেশতের সুরা, হুররূপী নারী। আর তাঁর দরকার ছিল ভাঙের শরবত, তাঁর দরকার ছিল ভাঙ খাইয়ে কিছু দক্ষ যোদ্ধাকে তাঁর গুপ্ত পার্বত্য বাগানে নিয়ে গিয়ে নারী সংস্পর্শে নিয়ে এসে মাতাল অবস্থা কাটার আগেই আবার 'বাহিস্ত' বা পর্বত থেকে নামিয়ে এনে পরে এই অনুভূতি দেয়া, যে তিনি চাইলেই বেহেস্তে নিয়ে যেতে পারেন এবং এরা তার অধীন সুতরাং গোপনে যাও এবং খুন করো যাকে আমি করতে বলি। বিনিময়ের বাহিস্ত এ তো তুমি গেছই। এই ভাঙের নাম হাশিশ, আর যারা হাশিশ খেয়ে খুন করত তারা হল হাশিশান, আর হাশিশান থেকে ইংরেজি শব্দ অ্যাসাসিন আসে।



জোসেফ দ্য মামব্রো হতাশ তাঁর কাল্ট নিয়ে। আগেই হতাশ হয়েছেন খ্রিস্ট ও মুসলিম ধর্ম এবং ইহুদিবাদ নিয়ে। বেরিয়ে এলেন অনেকটাই, একত্র করতে চাইলেন খ্রিষ্ট-মুসলিম-ইহুদিবাদের সমস্ত শাখা প্রশাখাকে। কিন্তু নিজেই বিশ্বাস করে বসলেন, এই পৃথিবী আর বেশিদিন টিকবে না। যা করার এখনি করতে হবে। প্রস্তুত হতে হবে মহাজাগতিক সফরের জন্য। কিন্তু কসমিক যাত্রা শুরু করতে হলে যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই সত্য সবাইকে জানাতে হবে! ভোতা কাঠ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করতে হবে আপন সন্তানকে, তাহলেই 'সেই' প্রভু খুশি হবেন। আর আগুনে পুড়ে আত্মহত্যা করতে হবে!



শিশু শোকো আশাহারা নানা দিক দিয়েই শারীরিকভাবে প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীতা কাটাতে গিয়ে সে শিখল অনন্ত আনন্দের আকর, মুক্তির আকর ধ্যান। কিন্তু তার তৃষা মেটে না। সারা পৃথিবী ঘুরে, ভারতবর্ষে ঘুরে সে টের পেল, পৃথিবী নষ্টদিকে যাচ্ছে। টোকিওর পথে পথে চলতে থাকা মানুষ শুধু টাকা আর নিছক সামাজিকতার দিকে যাচ্ছে। সুতরাং তাদের শিক্ষা দাও। প্রভু এসেছেন, তিনি সেরেন গ্যাসের আক্রমণ করলেন টোকিওর সাবওয়ে রেলে। বহু লোক মারা পড়ল এক আক্রমণে।



ডেভিড কোরেশ চৌদ্দ বছর বয়েসি কুমারী মাতার সন্তান, তার মায়ের বয়ফ্রেন্ড ডেভিডের জন্মের আগেই আরেক মেয়ের সাথে চলে গেছে। কী কষ্ট! কী লড়াই! না, এ লড়াই এভাবে করবে কেন কোরেশ? সে ঘোষণা করল, সে-ই জেসাস ক্রাইস্ট রিবর্ন। ড্রাগ নাও, যত খুশি নেশা করো, সব নারী মহান শেষ পয়গম্বরের (!) ভোগ্য।



পৃথিবীর সবচে সৌকর্যময় রাজ্যের সবচে সুষমামন্ডিত রাজার দেশ, হায়দ্রাবাদে আবুল আলা মওদুদী দেখল, সব বুজরুকি। আধ্যাত্মিকতা বলতে কিছু নেই। রূহানী ক্ষমতা বলতে কিছু নেই। পারফেকশন বলতে কিছু নেই। সব বুজরুকি। ইসলাম ধর্ম আসলে এসেছে শুধুই রাজনীতির জন্য। এক আল্লাহকে মানো, আর সবার উপর আল্লাহর নীতি চাপিয়ে দাও। সব পাপ মাফ। শুধু যেভাবে পারো সবার উপর আল্লাহর নীতি চাপিয়ে দাও। হায়দ্রাবাদে সমস্যা, করাচিতে গিয়ে সেখানেও সমস্যা। এমনকি তার যে নীতি, সেই ওয়াহাবি মতবাদেও সমস্যা, ওয়াহাবি মতবাদ হাদিস মানার ভাণ করে, কিন্তু হাদিস মানতে গেলে কিছুই হয় না। সবই ভুল। সব নবীর ভয়ানক সব ভুল আছে। সব সাহাবির ভয়ানক সব ভুল আছে। সবই ইম্পার্ফেক্ট। পারফেকশন মাত্র একটা জায়গায়, কোনক্রমে আল্লাহর মতবাদ প্রতিষ্ঠা করো। যে-ই বিপরীতে যাবে, তার মরণ। কাদিয়ানির মরণ, সমস্ত হিন্দুর মরণ, সমস্ত বাঙালির মরণ। রাজ্যগঠনই ইসলাম।



এর পরেরটা খুব দ্রুত বলে ফেলি, প্রখর রৌদ্রের কথা আর কত?



হাসান আল সাব্বাহর দলকে নিশ্চিহ্ন করা হয়। জোসেফ দ্য মামব্রোর দলকে নিশ্চিহ্ন করা হয়। নিশ্চিহ্ন করা হয় ডেভিডকে, তার আস্তানায় ডেল্টা ফোর্স পাঠিয়ে। শোকো আশাহারাকে নিশ্চিহ্ন করা হয় তার প্রতিটা অনুসারীকে শুদ্ধপথে নিয়ে আসার সাইকোথেরাপি দিয়ে এবং তাকে আজীবন কারাবন্দি করে।



এই পাঁচটা দলকেই যারা সাপোর্ট করেছে, তৃণমূল পর্যায়ে তারা সবাই একেবারেই সরল। নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল এবং মোহগ্রস্ত। তাদেরকে ভয়ানক থেকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনা খুব সহজ ছিল, শুধু বিষয়টাকে উপড়ে ফেলা, বিষয় যারা অনুসরণ করে তাদের নয়।



প্রখর রৌদ্র থেকে কোমল জোছনায় পৌছতে হলে কঠিনের পথ পাড়ি দিতে হয়। কিন্তু কঠিনের পথ হত্যা নয়, হত্যা করায় বাধ্য করাও নয়।



ভাই, তোমরা শুনতে পাচ্ছ? তোমরা বুঝবে। বোঝালে তোমরা বুঝবে।



*ইমন জুবায়ের ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। ইমন জুবায়ের ভাইয়ের দর্শন বিভাগ থেকে এই বিষয়গুলো জেনেছিলাম। তিনি আজকে থাকলে কতই না সুন্দর করে আমাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করতেন!

মন্তব্য ৬২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৭

আশিক মাসুম বলেছেন: কি ছুই ভুজলাম্না :(



সময় করে একটু ঘুরে আইসেন :)

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:০২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অবশ্যই। অসাধারণ জিনিস ভাই। প্রিয়তে।

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১২

একজনা বলেছেন: ইতিহাস সাক্ষী। প্রখর রৌদ্র থেকে কোমল জোছনায় পৌছতে হলে কঠিনের পথ পাড়ি দিতে হয়।

অনেক ভাল লাগল। নতুন কিছু জানলাম। ধন্যবাদ জানবেন। আপনার পোষ্টগুলো সত্যিই অসাধারণ।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ। পোস্টটার মৌলিক উদ্দেশ্য কিন্তু সরল। যারাই ভয়ানক আদর্শকে লালন করেছে, যে দেশই করেছে, সে দেশই ছোবল খেয়েছে।

মানুষ তো শুধু টুল। ব্যবহৃত হওয়ার জন্য মুখিয়ে আছে। তাদের নিয়ে সমস্যা নয়, সমস্যা সেই অসুস্থতা নিয়ে যা উপড়ে ফেলতে হবে।

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১২

নায়করাজ বলেছেন: পরিষ্কার বুঝলাম।

মওদুদীবাদ সম্পর্কে এখন সিদ্ধান্ত নেয়ার সময়। এদের নিশ্চিহ্ন না করে থামা যাবে না। এই ভয়ংকর ড্রাগ থেকে পৃথিবীকে বাচাতে হবে।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এবং সেটা সবচে সুন্দর পদ্ধতিতে। কারণ যারা মারা পড়তে পারে, তারা কেউ কূট নয়। তারা কূটতার শিকার মাত্র। তাই সাবধানতা। বাংলাদেশকে কোনক্রমেই আফগান পাকিস্তান এর মত ধ্বংস হতে দেয়া যাবে না।

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

রেজোওয়ানা বলেছেন: প্রখর রৌদ্র থেকে কোমল জোছনায় পৌছতে হলে কঠিনের পথ পাড়ি দিতে হয়......আমাদের এই প্রখর রৌদ্রকালিন সময় দ্রত শেষ হোক!

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিন! কী পরিমাণ খুন খারাবি হচ্ছে! পুলিশ, যার একমাত্র কাজ দেশের প্রয়োজনে লড়া, তারা মারা যাচ্ছে। তারও আগে থেকে হাজার হাজার পুলিশ আহত।

আর ওই ছেলেগুলো, মাই গড! আসলে তারা কি জানে, কীসের জন্য তাদের জীবনের শুরু থেকেই শেষ নেমে এল?

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

আমিনুর রহমান বলেছেন: অসাধারণ পোষ্ট। অনেক কিছু জানাতে পারলাম।

এবার সময় এসেছে মওদুদীবাদ কে নিশ্চিহ্ন করার যার শুরু হয়েছে আর সেটাকে ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

অতি গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। কর্তৃপক্ষকে স্টিকি করার অনুরোধ রইল।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিনুর রহমান ভাই, আমাদের উপর এই মতবাদের কারণেই একাত্তরে বিপদ নেমে এসেছিল। মানুষ মোহ থেকে বেরিয়ে আসতে পারে। বেরিয়ে আসতে জানে, তাকে সে সুযোগ দিতে হবে।

স্টিকির ক্ষেত্রে এই পোস্ট এর চেয়ে আগের পোস্টটা বেশি জরুরি।

৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: গুড অবজার্ভেশন।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। ধন্যবাদ প্রাপ্য ইমন জুবায়ের ভাইয়ের।

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: স্টিকি হোক। এখনই সময়..............

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই পোস্টটা স্টিকি হওয়া উচিত হবে না ভাই। আগের পোস্টটা বেশি ইফেক্টিভ। ওটা থাকলেই ভাল লাগবে। এটা ব্যক্তিগত অবজার্ভেশন।

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৯

বিপদেআছি বলেছেন: জামাতকে বাংলার মাটিতে চিরদিনের জন্য পুতে ফেলতে হবে , এরা ভয়ংকর, কিছু বুড়া ভাম রাজাকারদের বাচাতে এরা যেভাবে দেশের কিছু তরুনকে ব্যবহার করছে তা কোনভাবে মেনে নেয়া যায়না।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমাদের দেশের তরুণরা আমাদের দেশের বিরুদ্ধে কিছু ভয়ানক অপরাধীর পক্ষে নেমেছে- এ কষ্ট কীভাবে মোছা যাবে?

৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৮

একটু স্বপ্ন বলেছেন:
ইন্টারেষ্টিং..
ভাববারও..

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৫৪

গ্যাম্বলার বলেছেন:
চিন্তার বিষয়! আসলে অনেক কিছু জানার আছে। মওদুদী সম্পর্কেও তেমন জানিনা। তিনি ইসলামের থেকে কত দুরে ? কিভাবে? যা জানি, সব ভাসাভাসা! আপনার বা অন্য কারো বিস্তারিত লিখা আছে কি?

অনেক ধন্যবাদ।

আপনার আগের পোস্ট পড়েছি, অসাধারন!!

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তাঁর ধর্মীয় মতবাদ সম্পর্কে আমিও ভাসাভাসা জানি। তবে ফেসবুক আর সামুতে এই বিষয়ে অজস্র অজস্র পোস্ট স্ট্যাটাস আসছে। সেগুলো দেখলে প্রায় পুরোটাই বুঝতে পারবেন ভাই।

১১| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:০৭

ওবায়েদুল আকবর বলেছেন: লিসানি অনেক ভারী পোস্ট। শেয়ার দিলাম অনুমতি না নিয়েই।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অবশ্যই ভাই। কোন সমস্যা নেই। আপনি আছেন কেমন?

১২| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: একটা ব্যাপারে উল্লেখ করতে ইচ্ছে হলো-

মওদুদি নিজে তার সন্তানদের ব্যাপারে সচেতন ছিলেন। একারনে তার কোন সন্তান জামায়াতে ইসলামী করেনি।
এ ব্যাপারে মওদুদির ছেলে বলেছেন, নেশা বিক্রেতা যেমন কখনই তার সন্তানকে নেশা বিক্রিতে নিয়োগ দেয় না। ঠিক তেমনি আমার বাবা আমাদের জামায়াত করতে দেয়নি।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মওদুদি নিজে তার সন্তানদের ব্যাপারে সচেতন ছিলেন। একারনে তার কোন সন্তান জামায়াতে ইসলামী করেনি।
এ ব্যাপারে মওদুদির ছেলে বলেছেন, নেশা বিক্রেতা যেমন কখনই তার সন্তানকে নেশা বিক্রিতে নিয়োগ দেয় না। ঠিক তেমনি আমার বাবা আমাদের জামায়াত করতে দেয়নি।


অকল্পনীয়। তার পরও আমরা বুঝব না।

১৩| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

মৃন্ময় বলেছেন: এই পাঁচটা দলকেই যারা সাপোর্ট করেছে, তৃণমূল পর্যায়ে তারা সবাই একেবারেই সরল। নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল এবং মোহগ্রস্ত। তাদেরকে ভয়ানক থেকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনা খুব সহজ ছিল, শুধু বিষয়টাকে উপড়ে ফেলা, বিষয় যারা অনুসরণ করে তাদের নয়।
5 numbare ektu gapla.......protom carta tik ace..........

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বোঝালে মানুষ বুঝবে। প্রত্যেকটাতেই সাঙ্ঘাতিক বিপজ্জনক লোক ছিল। কিন্তু বিষয়ের অন্তর্ধানের সাথে সাথে তাদের ভয়ানকত্বও বিলুপ্ত হয়।

১৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: লাইক দেয়র জন্যই লগইন করলাম। +

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ইয়াসিন ভাই। ভাল থাকুন আজীবন, সময় আর কাজের যোগফল যদি জীবন হয়ে থাকে, তাহলে তার শেষ রেজাল্ট হোক চলমান সুখ।

১৫| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

শের শায়রী বলেছেন: আপনার পোষ্টের জন্য আপেক্ষা করি। ভাবায়। আপনার পোষ্টের মর্ম সবার হৃদয়ে পৌছে যাক এই কামনায়। ভাল থাকুন লিসানি ভাই

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার পোস্টগুলোও সব সময় সুন্দর এবং স্পর্শী। প্লিজ লিখতে থাকুন। কিছু মানুষ কথা দিয়ে মানুষের অন্তরে প্রবেশ করতে পারে। আপনি তেমনি একজন।

শুভেচ্ছা রইল। নিরাপত্তার আর্জি রইল আল্লাহর কাছে।

১৬| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: তসলিমার লজ্জা এবং দ্বিখন্ডিত এর বিরুদ্ধে যারা মিছিল করেছে, তাকে হত্যার হুমকি দিয়েছে তারা অনেকেই যানতো না কি লেখা আছে তাতে। আসলে তাদেরকে বুঝানো হয়েছে। আর বুঝিয়েছে কিছু কটু বুদ্ধির চতুরেরা।

বোঝার আছে অনেক কিছু। শুধু ঠিকমত চেস্টা করলেই হয়।

দারুন একটা পোস্টের জন্য ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনেকেই যানতো না কি লেখা আছে তাতে।

আমি যে এখনো লজ্জা আর দ্বিখন্ডিত পড়িনি!
দেখুন, অপূর্ণতা আমাদের ভিতরেই।

অবশ্য তসলিমা নাসরীনের লেখা পড়ব, হুমায়ূন আজাদের লেখা পড়ব (তাঁর শুধু কবিতা পড়ি।), শেখার অংশ হিসাবে।

ধন্যবাদ ভাই আপনাকেও।

১৭| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১০

বাংলার হাসান বলেছেন: অসাধারণ পোষ্ট। অনেক কিছু জানাতে পারলাম।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আপনার উপস্থাপন শক্তিময়। প্লিজ এগিয়ে যান।

১৮| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

আমিনুর রহমান বলেছেন: লিসানি ভাই আমার কাছে এই পোষ্টটিও কম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। অত্যন্ত মানুষ এর জানা উচিত জামাত এর লক্ষ্যে কি? এরা যাকে অনুসরণ করে সে কে।

আমি একটা বইয়ের পড়েছিলাম আবুল আলা মওদুদী সিআইএ এর এজেন্ট ছিলো। আমি লিঙ্কটা খুজতেছি। পেলে দিয়ে যাবো। আপনার জানা থাকলে দিয়েন।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সিআইএর ডাইরেক্ট এজেন্ট ছিল কিনা, তা তো ঠিক বলতে পারব না, কিন্তু পশ্চিমা শক্তির সমর্থক ও সমার্থক যে ছিল এটাতো ছত্রে ছত্রে প্রকটিত।

এই পোস্ট যদি উপরে যেত, তাহলে ওইটা নামাতে হতো, তাতে জামাতিরা একটু আরাম পেত ভাই।

আপনার আমার উপলব্ধি লক্ষ মানুষের উপলব্ধি। এই কোটি মানুষ শুধু মুখ খুললেই হয়, তাসের ঘরের মত বাঁশের কেল্লা ভেসে যাবে।

১৯| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

মামুন রশিদ বলেছেন: অভিভূত । এত চমৎকার বিশ্লেষন আর সময়োপযোগী পোস্ট আর কি হতে পারে । ফেবু থেকে শেয়ার দিলাম ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আমাদের আসলে তথ্যযুদ্ধে এগিয়ে যেতে হবে। এক একজন ব্লগার, ফেসবুক ইউজার মানে পুরো পৃথিবী পাল্টে দেয়ার মত ক্ষমতাধর এক একজন ব্যক্তি।

প্লিজ এগিয়ে যান। থামবেন না। থমকাবেন না। আমরা করবো জয়।

২০| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: আপনার পোস্টে ভাল খারাপ কিছুই বলব না চিন্তা করেছি ...

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমি বুঝতে পেরেছি ভাই। আপনাদের সবার প্রচেষ্টা সত্যের সাইক্লোনে রূপ নিবে।

২১| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

মু. ইশরাত হোসেন লিপটন বলেছেন: আরেকটু সহজ করে লিখলে ভাল হত। তার পর ও +++

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সহমত। ঘটনাক্রমে একটু জটিল হয়ে গেছে।

২২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:১২

পরিবেশ বন্ধু বলেছেন: বোকা মদুদির পাল্লায় বাংলার ছাগুদের প্রান যায়
এরা কি পৈতৃক সম্পদ বুঝেনা

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পেল্লায় পাল্লায়
শুধু হই হল্লায়
আল্লাহ্ র নামে দেখো-
প্রাণ যায়, প্রাণ যায়।

আল্লাহ তো রহমান
সবকে খাওয়া পরান
তিনি যাকে রেখেছেন
তার খুন বহমান।

প্রভু এনে সামনে,
মৃততুর ঘ্রাণ নে-
তাঁর নাম নিয়ে আজ
স্বদেশীরই জান নে।

এ কেমন মন্ত্র?
দখলের যন্ত্র
চেপে বসে গলাতে-
না, শান্তির ঘ্রাণ নে।

২৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

একটু স্বপ্ন বলেছেন:
পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:
মওদুদি নিজে তার সন্তানদের ব্যাপারে সচেতন ছিলেন। একারনে তার কোন সন্তান জামায়াতে ইসলামী করেনি।
এ ব্যাপারে মওদুদির ছেলে বলেছেন, নেশা বিক্রেতা যেমন কখনই তার সন্তানকে নেশা বিক্রিতে নিয়োগ দেয় না। ঠিক তেমনি আমার বাবা আমাদের জামায়াত করতে দেয়নি।


এর বিশ্বাসযোগ্য লিংকটি কি দেয়া যাবে ভাই/আপু? সেক্ষেত্রে এ কথাটি ব্যাপকভাবে শেয়ার করে কিছু মানুষকে ভুল পথ থেকে ফেরানো যেতে পারে।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আর যদি তা নাও হয়ে থাকে,
তাহলে তিনি ওই নেশাদ্রব্য বিক্রেতা,
যে নিজের সন্তানকেও আসক্ত করেছে।

প্রয়োজনই পড়ছে না রেফারেন্সের। কারণ, মূল বিষয় নেশা, তার সন্তান নয়।

২৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫০

নিয়েল ( হিমু ) বলেছেন: আমাদের এই প্রখর রৌদ্রকালিন সময় দ্রত শেষ হোক!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাংলাদেশের মানুষ লড়াই করে, এবং সংক্ষিপ্ত সময়ে বিজয় অর্জন করে।
হত্যা নয়, প্রতিপক্ষ বাংলার কাছে আত্মসমর্পণ করে।
ইতিহাস তাই বলে।
এ নিয়ে একটা পোস্ট করার আশা রাখি।

২৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সবগুলা সাইকোলোজিক্যালি ডিসঅর্ডারড ... X( X( X( X( X( X(

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এক্সাক্টলি। অনেক ধন্যবাদ ভাই। এগিয়ে যান। স্পর্শ করুন অন্তরাত্মা।

২৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

তো কি হইছে বলেছেন: মামা,আমি টোকাই চৌধুরী,আপনার বেয়াদপ ভাগনে।আইডি খুলেছি মেলাদিন হলো কিন্তু ব্লগে লেখার তাগিদ অনুভব করিনা ক্যান জানি।আপনার আইডি ত্রিভুজের ব্লগে দেখে জানলাম আপনি এইখানে লেখালেখি করেন।অনেক শক্তিমান লেখক আপনি।শুভকামনা রইলো

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আর আমার ভাল লাগল ব্লগার রূপে আপনাকে দেখে। সহনশীলতার কথা, সম্পূর্ণতার কথা আমাদের বলতে হবে। আমরা সবাই অনেক শক্তিমান, কারণ তাঁর দেয়া শক্তিতে বলবান। অ্যাক্টিভিটি করুন। আজকে বিদেশি মিডিয়া ও ইংরেজি ভাষায় বেশি অ্যাক্টিভ তারা। আসুন এগিয়ে যাই।

২৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫২

আমি সাজিদ বলেছেন: একটা প্রশ্ন-এরা নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এতো মানুষের সমর্থন পেয়েছিলেন কিভাবে?যার ফলে তারা নিজেদের মতবাদকে আরও ধ্বংসাত্মক করে তুলতে পেরেছিলেন?

আরেকটা প্রশ্ন আপনাকে কাছে জানতে চাই,এটা একটু পোস্টের বাইরের-ইসলামে আধ্যাত্মিকতার সংজ্ঞা কি?

পোস্ট ভালো লেগেছে।আপনার লেখা ভালো লাগে,অনেক।[email protected] এটা আমার ইমেইল আইডি।আপনার উত্তরটা যদি আমি ইনবক্সে দেখি তবে অনেক আনন্দিত হবো।

ভালো থাকা হোক।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইনশাআল্লাহ গুছিয়ে লিংক নির্ভর একটা মেইল পাঠাবো ভাই। ভাল থাকবেন। এখানেও মন্তব্যে দিতে পারি যদি আল্লাহ কবুল করেন।

২৮| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

আফিফা মারজানা বলেছেন: আমি হাসান বিন সাবাহ ও মওদুদী সম্পর্কে জানি ।তাদের কাজের পদ্ধতিতে যথেষ্ঠ মিল !

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনেক অনেক মিল। ভাল থাকুন আপু। আপনার পীরবাদ সম্পর্কিত পোস্টটা দেখেছি। কিছু কথা যোগ করার ইচ্ছা হয়েছিল, চেপে গিয়েছি।

২৯| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
লেখক বলেছেন:
আপনার আমার উপলব্ধি লক্ষ মানুষের উপলব্ধি। এই কোটি মানুষ শুধু মুখ খুললেই হয়, তাসের ঘরের মত বাঁশের কেল্লা ভেসে যাবে।


গভীর ভাবে ভেবে দেখার আছে বিষয় গুলো। ভাই দারুন ভাবে তুলে ধরেছেন বিষয়টাকে । কিন্তু আমরা কেন মুখ খুলতে পারছিনা !! আমাদের ভয় পাবার এমন কি আছে ?

চলুন ওদের এখুনি রুখে দেই।

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমরা মাস পিপল, তাই আমরা ভয় পাব। এইটাই ভয় পাবার একমাত্র সূত্র।

মাস পিপল সারা জীবন দেখে এসেছে, গুটিকয়েক মানুষকে ভয় পেতে হবে, কিন্তু বিশাল সংখ্যক মানুষকে তারা ভয় পায় না।

হাস্যকর হলেও কথাটা কিন্তু সত্যি ভাই।
ভাল থাকুন নিরন্তর।

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫

অনন্ত আরেফিন বলেছেন: একমত, জামাত শিবির ধরে ধরে জবাই করার চাইতে তাদেরকে বোঝানোটাই বুদ্ধিমানের কাজ হবে। ঘৃণা ঘৃণা দিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করাটাই মনে হয় বেশি ইফেক্টিভ। পোস্টে +।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভালবাসা দিয়ে জয় করার পদ্ধতি ভালমত গ্রহণ করতে হবে। ভালবাসা হল সবচে বড় সাইকোথেরাপি।

অগুণতি ধন্যবাদ ভাই।

৩১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

ছোট গ্রাম বলেছেন: অসাধারণ পোষ্ট।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.