নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

আমরা আমাদের পূর্বপুরুষের কথা বলতে এসেছি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫





যখন অনেক ছোট, লাল পিপড়া- যা কামড় দেয়, সেগুলোকে বলতাম হিন্দু পিপড়া। আর কালো পিপড়া, যা কামড় দেয় না, সেগুলো মুসলমান পিপড়া। মূর্খতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। আংশিক পেরেছিও।





কিন্তু এই লাল পিপড়া আর কালো পিপড়ার সেই চার পাঁচ বছর বয়েসের যুগটাকে এখনো অনেক অনেক মানুষ পেরিয়ে আসতে পারেনি। তাদের জন্য আমাদের পূর্বপুরুষ আজ প্রশ্নবিদ্ধ। আজকে আমরা আমাদের পূর্বপুরুষের কথা বলতে এসেছি।







দরদীর কথা বলতে এসেছি শতকন্ঠে। মমতাময়ের নাম উচ্চারণ করছি উন্মত্তগলায়। আমরা নির্যাতিত মানুষের পথপ্রদর্শক মহান ধর্মীয় ও রাষ্ট্রীয় ও সামাজিক সাধক মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা বলতে এসেছি।



যাঁর কাছে ধর্ম আর রাষ্ট্রে কোন দ্বন্দ্ব ছিল না, সমাজ আর নিজ বিশ্বাসে কোন বিভক্তি ছিল না, রাজনীতির সাথে হঠকারিতার যোগ যিনি পরওয়া না করে, নিজের পোশাক, বেতের টুপি আর চেক লুঙ্গি পরে লন্ডন পিকিং দাপড়ে বেরিয়েছেন, পঞ্চাশের দশকের শুরুতেই বিদায়ী সালাম জানানোর কথা বলে দিয়েছেন পাকিস্তানকে, তাঁর স্মরণে এসেছি।







বাঙালি জাতিকে মানুষের পর্যায়ে যিঁনি উপনীত করেছিলেন, আত্মপরিচয় দান করেছিলেন সেই পলাশীর পর, চাটার দলের চেটেপুটে খাওয়াতে উদ্বিগ্নতা যাঁর কন্ঠে, দীর্ঘ দুই দশকেরও বেশি নিজের পরিজন বাদ দিয়ে জেলখানার ঠান্ডা মেঝে ছিল যাঁর সঙ্গী- আমরা অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে এসেছি।

বলতে এসেছি তাঁর নির্দেশের কথা, আমাদের যে কিছু আছে, তাই জানতাম না। তিনি জানিয়েছেন, যার যা আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।

তিনি সমুন্নত করেছিলেন আত্মপরিচয়। আত্মপরিচয় আপন আপন বিশ্বাসে, মুসলিম-হিন্দু। আত্মপরিচয় আপন প্রজাতির সাথে যুক্ত- আমরা মানুষ। আত্মপরিচয় আপন ণৃগোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত- আমরা বাঙালি বা চাকমা। আর এই তিন মিলেই আত্মপরিচয়ের পরবর্তী উণ্মেষ, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।







আমরা এসেছি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কথা বলতে। একজন আপাদমস্তক সৎ মানুষের কথা বলতে। একজন সত্যিকার দেশপ্রেমিকের কথা বলতে।



তদানীন্তন যুক্ত পাকিস্তান সেনাবাহিনীর সবচে সিক্রেট ও টপক্লাস ফোর্স হেল কমান্ডোর সদস্য মেজর জিয়া হিসাব করেননি। কাগজে আঁকিবুকি করে বের করেননি, কোন পক্ষ নিলে তাঁর জন্য সুবিধা হয়। বরং তীব্রকন্ঠে চিৎকার করেছেন, পক্ষ নিলে রক্ষা নাই।



প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৫ মার্চ ’৮১ প্রদত্ত বক্তৃতায় বলেন, ‘স্বাধীনতাকে রক্ষা করার জন্যে প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ আবার অস্ত্র তুলে নেবে’ এবং ‘কতিপয় লোক স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের আমরা ভালভাবে চিনি। ১৯৭১-এ স্বাধীনতা বিরোধীরা কিছুই করতে পারেনি, আজ যারা বিদেশী অনুপ্রেরণায় স্বাধীনতাকে দুর্বল করতে চাচ্ছে তারাও কিছু করতে পারবে না, বাংলাদেশের মানুষ তাদের ধ্বংস করে দেবে।’



মাইকের সামনে দাঁড়িয়ে অজর অমর অক্ষয় কন্ঠে ঘোষণা করেছেন, বাঙালী জাতি আজকে স্বাধীন। বাংলা বলতে একটা দেশের কথা শুধু নজরুল বলে যাননি, বাংলা বলতে একটা দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে বঙ্গবন্ধুই শুধু বলেননি, মহান নেতার পিছনে এক কাতারে দাঁড়িয়ে শত্রু নিধনের মন্ত্র বাংলাদেশের কোণায় কোণায় ছড়িয়ে দিয়েছিলেন তিনি।







এসেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ডোরাকাটা বাঘের প্রতিভূ, কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা বলতে। এমন একজন পৌরাণিক বীরের কথা বলতে, যিঁনি পাকিস্তান সেনাবাহিনীর বুলেটপ্রুফ কারও দখল করেছিলেন। অন্তত দশটা সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। অন্তত তিনবার হয়েছিলেন আহত। জারজ আক্রমণকারী পাঞ্জাবী সৈনিকগুলোকে একের পর এক লাশ বানিয়ে ফেলার কৃতিত্ব এমনকি খুব বেশি মুক্তিযোদ্ধারও নেই। প্রকাশ্যে রাজাকারগুলোকে খুঁচিয়ে হত্যা করার কৃতিত্ব অসীমতার পরিচয় বহন করে। বঙ্গবন্ধুর হত্যার সাথে সাথে মাংস খাওয়া ছেড়ে দেয়া বা আট হাজার সহযোদ্ধাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করে সহযোদ্ধা একশ সতের জনের লাশ কাঁধে তুলে নিয়েছেন যিঁনি, তাঁর কথা আমরা বলতে এসেছি।







মুক্ত বাংলার জন্য সারা পৃথিবী কাঁপানো ওই চারজন, জেলের ভিতরে গুলি করে মারা হল যাদের, শুধুই প্রধানমন্ত্রীত্ব নিতে অস্বীকার করায়, তাঁদের কথা-

উড়তে থাকা মতিউর সহ সাত বীরশ্রেষ্ঠর কথা-

এমএজি ওসমানী সহ এগারো সেক্টরের কমান্ডারদের কথা-

শহীদের মাতা, নবমুক্তিঅনুসন্ধিৎসুদের মা জাহানারা ইমামের কথা-

আমরা আমাদের পূর্বপুরুষ, সাতকোটি বাঙালির কথা বলতে এসেছি।

সাত কোটি বাঙ্গালীরে, হে বঙ্গজননী,

রেখেছ বাঙ্গালী করে, মানুষ করোনি-

আমাদের সাড়ে সাত কোটি পূর্বপুরুষ, যারা বাঙ্গালী থেকেও মানুষ হয়েছিল, আজকে তাঁদের কথা বলতে এসেছি।

তাঁদের মহত্বের কথা বলতে এসেছি। তাঁদের আকাশের সমান বিশালতার কথা বলতে এসেছি। এই মানুষগুলো হারিয়ে যাননি। ক্ষয়ে যাননি। পচে যাননি। গলে যাননি। আমাদের চোখে তাঁরা অক্ষয়, যদি বাংলাদেশ থেকে থাকে। তাঁদের মৃততুভয় জয় করার কথা, আমাদের- এই ভবিষ্যত প্রজন্মকে ভালবাসতে গিয়ে সব তুচ্ছ করার কথা উচু গলায়, বুক ফুলিয়ে, শিরদাঁড়া টানটান করে, আজকে বলতে এসেছি।









চলমান পরিস্থিতির সাথে সাযূয্য আছে এই পোস্টগুলোর। এমন কিছু পোস্ট, যা হয়ত এখন রিপোস্ট করলেও খারাপ কিছু হত না।



১.মুসলিম, মুসলিম হও- সমর্পিত ও শান্ত তোমার নাম, সমর্পিত ও শান্তিপ্রাপ্ত হও

২.কম করে কিছু দাওনি

৩.মুসলিম?

৪. শেখ মুজিব: খোলামেলা চিত্রায়ণ

৫.আত্মপরিচয়

৬. হিজবুত তাহরীর, খিলাফত ও বাংলাদেশ: দ্য আল্টিমেট সিনারিও

৭.রাসূল দ.'র অবমাননা: গর্ধভায়ন, যুদ্ধ, নাকি সম্পূরক জ্ঞান ও সার্বিক সচেতনতা?

৮.ওমা আমি নয়নজলে ভাসি

৯.শাহবাগের বিপ্লব vs পরাজিত অপশক্তি জামাত শিবির



এছাড়াও শেষের তিনটা পোস্টই এ বিষয়ক ছিল।

মন্তব্য ৪৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

শের শায়রী বলেছেন: ভাই সালামালাইকুম। এই ধরনের একটা পোষ্টের খুব প্রয়োজনীয়তা অনুভব করছি। আপনার সাথে আছি। আরো এই ধরনের ঐক্যবদ্ধ থাকার মত পোষ্ট চাই। বাংলাদেশ দীর্ঘজীবি হোক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওয়ালাইকুম সালাম ভাই।
ভাত খেতে গিয়ে দেরি হয়ে গেল। প্রথম মন্তব্যে আপনাকে পাওয়া আনন্দের।
ভাই সেই পোস্ট আপনারটাও পড়লাম। আমি মুগ্ধ এবং অভিভূত। লগইন করার সুযোগ ছিল না।

প্লিজ, আসুন একইভাবে মূল চেতনার কথা আমরা অনলাইনে এবং বিশেষত অফলাইনে ছড়িয়ে দিই।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

নাজির বলেছেন: চমৎকার লিখেছেন। প্রথম +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুভেচ্ছা রইল নাজির ভাই। ভাল থাকুন সব সময়।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

মিজান আফতাব বলেছেন: এত সুন্দর পোস্ট আপনি লিখেন কিভাবে !!!

+ + + + + + + + + + + + + +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এমন মন ছোঁয়া কথা আপনি বলেন যেভাবে!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আসুন হিংসা ভেদাভেদ ভুলে জাতীয় নেতাদের শ্রদ্ধার সাথে স্মরন করি যাদের সবার অবদান রয়েছে এ দেশের জন্য ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

রবিউল ৮১ বলেছেন: আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন-
ওমা আমি নয়নজলে ভাসি...

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

েরজা১৩েহপী বলেছেন: মিজান আফতাব বলেছেন: এত সুন্দর পোস্ট আপনি লিখেন কিভাবে !!!

+ + + + + + + + + + + + + +



Click This Link

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। স্রেফ সময় কাটাতে এসে কী বাঁধনে জড়ালাম আপনাদের সাথে!

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

রবিউল ৮১ বলেছেন: ++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ রবিউল ভাই। আসলে আমরা এক হলেই সূর্য আমাদের। বিভক্ত থাকলে ঝাটার বাড়ি।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

বিকেল বলেছেন: সবার অবদান সামনে রেখে আসুন আমরা দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাই ।

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে
ওমা আমার প্রাণে বাজায় বাঁশি

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

আমিনুর রহমান বলেছেন: ৩য় ভালো লাগা রইল।


জয় বাংলা !
জয় প্রজন্ম'১৩ !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জয় বাংলা!
ধন্যবাদ ভাই।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: এর পরেও যখন শুনতে হয় আমরা ৭১দেখিনি তখন প্রশ্ন কারি বলদদের কি জবাব দিব বুঝিনা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওরা অন্ধ, তাই দেখতে পায় না।
ওরা আমাদের বিভক্ত করতে চায়, বিভ্রান্ত করতে চায়, আলাদা আলাদা করতে চায়।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

সান্টু বলেছেন: ভালো লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কৃতজ্ঞতা রইল।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

সরোজ রিক্ত বলেছেন: আতাউল গনি ওসমানী'র কথা নাই কেন? নাকি ভুলে গেলেন, নাকি আমিই চোখে দেখছি না?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই পোস্টের একেবারে শুরুতেই তো আমাদের সর্বাধিনায়কের ছবি। বঙ্গবন্ধু আর ভাসানীর ছবির পরই। আর পোস্টের শেষদিকে আবার তাঁর উল্লেখ।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

বোকামন বলেছেন: আস সালামু আলাইকুম

সম্মানিত লেখক,

আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া আদর্শ যদি দলীয় রাজনৈতিক আদর্শে বন্দি না রাখতাম তবে এই দেশের সাধারন মানুষ সবচাইতে বেশী উপকৃত হত । যাইহোক আশা করি সময় এখনো চলে যায়নি, আমারা হয়তো বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে পারবো ।


পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ । আরও ভালো লেখার শুভকামনা থাকলো....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওয়া আলাইকুমুস সালাম ভাই,
যার যার রাজনৈতিক চেতনায় তো উদ্বুদ্ধ হবেই। এতে বিশেষ ক্ষতি নেই। কিন্তু ক্ষতি হল, তাঁদের অসম্মানে। তাঁদের অসম্মান মানেই বাংলার অসম্মান। বিভক্তি।
ভাল থাকুন অনেক অনেক।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

ইয়াশফিশামসইকবাল বলেছেন: অসাধারণ!! লিখতে বরই ক্লান্তি লাগে, কিন্তু এই ধরনের লেখা যখন চোখে পরে তখন মনে হয় ধুর আমি কেন লিখতে পারলাম না? ভাল থাকুন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লিখতে ভাই চরম ক্লান্তি লাগে। একশ ভাগ সহমত।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

একলাতারা বলেছেন:
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি

সুন্দর পোস্ট

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই একলাতারা। আপনার নিকটা তো অসম্ভব সুন্দর।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

চলতি নিয়ম বলেছেন: আবারও যথারীতি ++

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কী শোভা কী ছায়াগো,
কী স্নেহ কী মায়াগো,
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

aniruddho007 বলেছেন: +++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল সেই চেনা জানা পুর্বপুরুষের গল্প আবেগ দিয়ে পড়তে।

আচ্ছা ভাই, আমরা কি এমন কিছু করতে পারব যে আমাদের কোন উত্তর পুরুষ যখন এমন ইতিহাস লিখবে তখন আমাদের নামও আসবে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমরা কি এমন কোন কিছু করতে পারি, যাতে ভবিষ্যত প্রজন্ম আমাদের স্মরণ করবে মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান বীর উত্তম বা কাদের সিদ্দিকী বীর উত্তমের মত?

হ্যা, আমরা পারি মামুন ভাই। আমরা তখনি পারি যখন দেশের সংকট আসে।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

মনিরা সুলতানা বলেছেন: অসম্ভব সুন্দর একটা লেখা :)


২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ রাশিরাশি

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

দাস্তান বলেছেন: facebook e share dilam

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দাস্তান! দ্য প্রিন্স অভ পার্শিয়া!

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

একজন আরমান বলেছেন:
চমৎকার তথ্যবহুল পোস্ট লিসানি ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাক্স বলেছেন: +++++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার টিউটোরিয়াল কেমন চলছে ম্যাক্সভাই। আমিও পড়েছিলাম প্রথমদিকে।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: + + +

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অসংখ্য ধন্যবাদ রেজাউর রহমান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.