নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

ব্লগের যুদ্ধবাণী 'রাজাকারের সাথে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করা আর...' বিন্ধন, বিন্ধন!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

১,

Click This Link শামীম আরা সনি বলেছেন: (...) মজার একটি বিষয় দেখুন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যেসব ভালো লেখক এসেছে সবাই জামাত বা শিবিরের শত্রু!!

জাফর ইকবাল, শামসুর রহমান,আনিসুল হক, হুমায়ূন আহমেদ, হুমায়ূন আজাদ, মুনতাসীর মামুন, হাসান আজিজুল হক, আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম সবাই জামাত শিবিরের টার্গেট।

যদি প্রশ্ন করি কেনো?

ইসলাম তো অহিংসার ধর্ম তাহলে তারা ইসলামের নাম দিয়ে মানুষের মস্তকের দাম নির্ধারন করে কেনো?

বাংলাদেশে কোন লেখক থাকবে না, বাংলাদেশে কোন সাধারন বিশ্ববিদ্যালয় থাকবেনা।

তাদের প্রিয় ব্যক্তি হলো দেলওয়ার হোসেন সাইদী, এবং নিজামী এরা তাদের এতই প্রিয় যে স্বয়ং নবী করিম সামনে এসে দাড়ালেও শিবিরপন্থীরা সাইদী, নিজামী, আজমদের সেজদা দিতে থাকবে।



২,

Click This Link



চিন্তিত তাপস পাল বলেছেন: চরম মাম্মা চরম ! ! ! ইহা ছাগুপিডিয়া হইয়াছে। উইকিপিডিয়ায় স্টিকি করনের লাইগা রাগিব ভায়ের কাছে তদবির করলাম।



এরশাদ বাদশা বলেছেন: ফাটাইয়ালাইছেন ভচ!!!!!!! ছাগু দমনে নং ৬....শয়তানের পোস্টে এই ফর্মূলার কথা বলছিলাম। বেইল না দেওয়া। খালি মাইনাস অথবা রিফুর্ট। কোনো কমেন্ট নয়।



লেখক বলেছেন: আপনার ফর্মুলাটা কিন্তু সবচেয়ে কার্যকরী ফর্মুলা। লাদানোর জোস কমাতে ইগনোর + রিপোর্ট ভ্যাকসিনের বিকল্প নাই।



কঁাকন বলেছেন: পরের পর্বের অপেক্ষায়; ইদানিং ছাগবান্ধবদের আনাগোনাই বেশি দেখি; মাঝে মাঝে নিজেরেও কিঞ্চিৎ ছাগবান্ধব মনে হয় :(



৩,

Click This Link

লেখক বলেছেন: এইটার নাম মাখ্খর, পাকিস্তানের জাতীয় পশু। পাহাড়ী ছাগল। এরে দেইখাই ছাগুরা উৎসাহিত হয়।



পিচ্চি পোলা বলেছেন:

আফনে মামা এত নিষ্ঠুর হইলেন ক্যালা? হ্যাগো বুঝি মান সম্মান নাই? এমুন ছ্যাছা খাইতে থাকলে তো হ্যাগো আল-হারাম, আল-তুহরাম, আল-খাইছিরাম, আল-ছাগুমাইন ইত্যাদি বিদেশী এনজিও থিক্যা জিহাদি ফান্ড আসা বন্ধ হইয়া যাইব!! এনজিও মামারা কইব বাংলাদেশী ছাগুগুলানের শরীলে, মনে আর জিহাদি জোশ নাইক্যা, মালাউন আর ফাকিস্তানবিরোধীদের কাছে চ্রম ধোলাই খাইতাছে; আর ফান্ড দেওন যাইব না!! B-)) B-))



আর একখান কতা -আফনের গবেষণা এবং যথাযথ ছবি কালেকশন ক্ষমতা দেইখা যুগপত বিস্মিত, মুগ্ধিত, ও হাস্যিত হইয়াছি। ধন্যবাদ দিয়া ছুডো করুম না। :D



৪,

Click This Link

হুমায়রা হারুন বলেছেন: এত সুন্দর সব কোথায় পেলেন?

১ নং ছবিটা কি সত্যিকারের ছাগল, নাকি ছাগলের মাস্ক পরা মানুষ? খুবই এক্সেপশনাল।



চিমা মস্তকে হুল হুল বলেছেন: ...এ প্রকল্পের সফলতা নির্ভর করে পশুটির যর্থাথ ও উপযুক্ত দামের উপর। কাজেই বিক্রির জন্য যে বাজারে তুলনামূলকভাবে বেশি মূল্য পওয়া যাবে সেখানে ছাগল নেয়া যেতে পারে। তবে মূল্য বেশি হবে এই ধারনায় ছাগলদেরকে দীর্ঘ পথ পায়ে হাঁটিয়ে বা গাড়িতে করে পরিবহন করা যুক্তিযুক্ত নয়। অস্বাস্থ্যকর প্রতিকূল পরিবেশে এধরনের ভ্রমণের ফলে ছাগলের ধকলজনিত কারণে অসুস্থ হয়ে পড়া অত্যন্ত স্বাভাবিক এবং...



লেখক বলেছেন: আমি আপনাকে ফুল দিয়ে বরন করিলাম। যদি রাজাকারদের সাথে সামন্য তম যোগাযোগ থাকে আপনার। তখন অন্য কিছু দিমু



চিমা মস্তকে হুল হুল বলেছেন: ছাগল বীমা * 4 মাস বয়স থেকে সাধারণ বিমা সংস্থার মাধ্যমে ছাগলের বিমা করানো যায় * আকস্মিক দুর্ঘটনা বা রোগে মৃত্যু হলে বিমা দাবি করা যাবে৷



এই পোস্টে খনি পেলাম। আর পূর্ণতা আনা গেল না পোস্টে।



বাংলাদেশ সৃষ্টি নিয়ে দশম ও একাদশ শ্রেণীর বইয়ে লেখা হয়েছে, ‘চূড়ান্তভাবে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিল সামরিক সরকার। আর এই অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করতে এগিয়ে এল জামায়াতে ইসলামীর সশস্ত্র স্বেচ্ছাসেবকেরা। রাজনৈতিক বিরোধীদের সঙ্গে পুরোনো বিবাদের শোধ নিতে এই সুযোগ কাজে লাগাল তারা (জামায়াত)।’

এই কথাটি খোদ পাকিস্তানের স্কুলের বইতে লেখা আছে!!



৬,

Click This Link



লেখক বলেছেন: চে গুয়েভারার ডায়লগ পছন্দ হইছেঃ



১৯৭১এর রক্তের দাম দিয়া নে ছাগু শুয়ারের বাচ্ছারা

তারপর ২৮ অক্টোবরের শোক আমরা সবাই মিল্লা পালন করুম নে



ছাগু = سغ

ছাগুর পো ছাগু=سَغُرٛ فُ سَغُ

পাকিস্তানে যা ছাগুর পুত = فَقِصَّطَنِ ذَ سَغُرٛ فُ



সবশেষে আরো একটু মজা। কী? ছাগু নামে কারো ব্লগের নাম হতেই পারে না? কিন্তু লোকে খুললে আর কী করা? মজার আছে অনেক কিছু-



ছাগুউদ্দীন বা ধর্মের ছাগল

ছাগুভুজ

ছাগু

ছাগুরাম

লালছাগু

তিনকোণা ছাগুরাম

ইচ্ছাগুলো

ছাগু সম্পর্কিত অভিযোগ কেন্দ্র

ধরছাগু

রাম ছাগু

রাম_ছাগু

এন্টি-ছাগু

ছাগুসতিক হানটার

পরিমল_ছাগু

আমি ছাগু বলছি

তুই ছাগু

কিলার অফ ছাগু

ছাগু মুক্ত বাংলাদেশ

ছাগুর যম

গদামখোর ছাগু

জনৈক ছাগুফাইটার

ছাগুর ত্রাস

ছাগু সম্রাট

ছাগু ফাইটার ০০৭

ছাগুহান্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

লোকে আমারে জামাত-শিবিরের দালাল কয়, আমিই ভোরের সূর্যোদয়

জামাত-শিবিরের লগে আছে চুক্তি, এতোদিন ধইরা পা চাইট্টাও মাথায় ধরে না যুক্তি, আমিই নয়া দালাল মুক্তি

বিজলীর খড়ির আশারআলোই বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির

শিবির

জামাত শিবির রাজাকার

একজন শিবির কর্মী

শাহীন শিবির

আওয়ামী-শিবির

শিবির ধর

ছাত্রশিবির

শিবিরকরি

রাবি শিবির

শিবির রাজশাহী

শিবিরকর্মী

আমি কোন একদিন ছাত্রশিবিরের সাথী ছিলাম

জামায়াতে ইসলামী বাংলাদেশ

হ্যাক জামায়াত

জামায়াতি

জামাতীদের শত্রু

জামাত

তুই জামাতি

আজামাত বাগাটভ

জামাতে পিছলামি

জামাতরেচুদ

জামাত শিবির রাজাকার

নির্বাচনে_জামাত_কে_বর্জন_করুন

মারেন লাথি, আমি জামাতি

আস্ত রাজাকার

মইত্যা রাজাকার

তুই রাজাকার

রাজাকার বিরোধী

ভার্চুয়াল মুক্তিযোদ্ধারা কল্পিত রাজাকার হান্টিংয়ে ব্যস্ত রয়েছে। মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ অবধি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আলোচনা চালিয়ে গেছেন। বাঙ্গালীর স্বভাব হচ্ছে হুজুগে। আওয়ামী লীগাররা খুবই খারাপ। জীবনে আ.লীগের মত একটা চীজ দেখি নাই।

তুইরাজাকার

রাজাকার hater

স্বদেশী রাজাকার

রাজাকারের সন্ধানে

রাজাকার ধর

কানা রাজাকার

আমি এক রাজাকার

রাজাকারের যম

কিলার অফ রাজাকার

সত্যিকারের-রাজাকার

দেশপ্রেমিক রাজাকার

আমি রাজাকার না! >গো আ

আিম একজন রাজাকার

রাজাকারদা

রাজাকার২০২১

রাজাকার

রাজাকারের বাপ

ইয়াকুব রাজাকার

আমি রাজাকার না

ভারতীয় রাজাকার

রাজাকারের বিচার চাই

তুই_রাজাকার

আমি রাজাকার , আমি গু আজম

এনটি রাজাকার

আল বদরের সন্তান

আল বদরৈ

গোলাম আযম

মাসুদ সাঈদী

সাঈদী

খেলোয়াড় হোসেন সাঈদী

নিজামী

ফয়সাল আল নিজামী

মতিউর এইচ. নিজামী

আরিফ নিজামী

সাকা েচীধুরী

সাকা

সাকা

সাকা

সাকা বস

যুদ্ধাপরাধীদের বিচার

যুদ্ধাপরাধীদের বিচার চাই

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

মিনেসোটা বলেছেন: জামাতী কবি মতিউড় রহমান মল্লিক ছাড়া আর কোন কবির কদর নেই শিবিরের কাছে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই তাঁকে চিনলাম না। আমাদের জ্ঞানের ব্যর্থতা।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

মিনেসোটা বলেছেন: উনি জগাবাবুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির ও সাইমুম শিল্পীগোষ্ঠী চালু করেছিলেন, তার ভক্তকুল ৯৯% ছাগু

Click This Link

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জগাবাবুর বিশ্ববিদ্যালয়টা চিনেছি। সাইমুমও চিনেছি। তাঁর ভক্তকুলের ৯৯% ও চিনেছি, আশা রাখি তাঁকেও একদিন চিনতে পারব- অথবা লিঙ্কে ক্লিক করে আজকেই।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা, এপিক সব কমেন্ট।
++++++


অঃটঃ পোষ্ট প্রথম পাতায় দেখলাম !:#P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হ্যা ভাই, চলে গেছে প্রথম পাতায়। :|

কমেন্ট কালেক্ট করার ইচ্ছা ছিল। পারলাম কৈ? মাথা ধরে গেল।
দেশের আবেগ নিয়ে তো বেশিক্ষণ কালেকশন করা যায় না। সহ্য হয় না।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই তিন তিনটা প্লাসের জন্য।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০১

শামীম আরা সনি বলেছেন: হায় হায় ! ফার্স্টেই দেখি আমার কমেন্ট :P

আপনার পোস্ট টা প্রথমে দেখে ভাবছিলাম যে ভাবনাচিন্তা করে কোন মন্তব্য করবো জামাত শিবির নিয়ে, পরে ভাবলাম যে জামাত শিবির নিয়ে কোন যুক্তি তর্ক চলতে পারেনা, ওদের সাথে যুক্তি তর্কে যাওয়ার কোন মানে হয়না, শুধু সময়ের অপচয়, জাস্ট এভয়েড দেম, রিজেক্ট দেম!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কিচ্ছু করার নাই। আপনার কমেন্টটা যুক্তিযুক্ত প্লাস জ্বালাময়ের সাথে সাথে চোখ খুলে দেয়া ধরনের ছিল।

আর এভয়েড, রিজেক্ট বা কনভিন্সের ব্যাপারে কিছুই বলব না। তবে আরো একটা সারাংশমূলক মন্তব্য পেলে মন্দ হত না। এটাও অবশ্য সারাংশমূলক হয়েছে।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

মেলবোর্ন বলেছেন: ওয়েলকাম ব্যক- আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর পোস্ট দেখা সাপেক্ষে ছাগু দ্বারা এরিয়ে যেতে পারে।- তাদের পোস্ট পড়তে আগ্রহী করতে কাঠাল পাতা রেডি রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জানি ভাই, শুভানুধ্যায়ীদের অনেককেই হারালাম এই পোস্ট করে। কিন্তু সত্যের সাথে বিকিকিনি যে চলে না!

আশা করি অনেক অনেক ভাল আছেন।
আপনাদের কয়েকজনকে ব্লগে বসে যদি না পাই, মনটা অস্থির লাগে। সারা বাংলাদেশের মানুষ যে জেগেছে সেটার প্রমাণ আপনি ও আমি। দুজনের একজনও জামাত, আওয়ামী লীগ, বিএনপি, কমুনিস্ট, বা কোন রাজনীতিই করি না। অথচ জাতির জন্য এক সুর হয়েছি।

হ্যা, প্রথম পাতায় যাওয়া শুরু করেছে পোস্ট। ধন্যবাদ ভাই।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

রেজোওয়ানা বলেছেন: ছাগু সম্পর্কিত অভিযোগ কেন্দ্র
ধরছাগু".........হা হা হা


প্রথম পাতায় আপনাকে দেখে ভাল লাগছে!
হ্যাপি ব্লগিং লিসানী

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিও ইউজার নেমগুলো দেখে হাসতে হাসতে মরেই যাই।
প্রথম পাতায় গিয়ে ভাল লাগছে আর আপনাদের ভাল লাগছে দেখে আরো বেশি ভাল লাগছে।

হ্যাপ্পি ব্লগিঙ টু অল!

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

পঞ্চপাণ্ডব বলেছেন: ভাই "বিন্ধন" মানে কি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই বিন্ধন মানে হল, বিনোদন যেটা বাঙালির অন্তরাত্মাকে সুচেতনার সাথে বিঁধিয়ে এক গাটছড়ায় বাঁধবে। :)

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) :)++=

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইজ ইকুয়াল টু, ডবল প্লাস গোল্ড মেডালেস্টি

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: লিসানী দা বস @ আপনার খবর কি? কত দুর জয় বাংলা ? ;)

ভাল্লাগছে পোষ্ট :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাংলা তো জয় হয়েই যাচ্ছে ভাই। ;)
মনটা উড়তে থাকে এই কথা ভাবলে, বাংলার পুনরুত্থানে আপনি আমি সবাই আছি।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

শামীম আরা সনি বলেছেন: আচ্ছা আরেকটা সারাংশ মূলক কমেন্ট কেন গোলটেবিল আলোচনা নিয়ে আসবো, তবে আমি একটু পর শাহবাগ যাবো, শাহবাগ থেকে এসে সেই আলোচনা হবে :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিও শাহবাগে যাব।
যাই। প্রতিদিনই। কত রাত ভোর হল সেখানে! আপনাদের দেখি, কাছ থেকে। কাউকে চিনি, কাউকে চিনতে পারি না। মজা হয় খুব।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

চলতে ফিরতে দেখা বলেছেন: ++++++++++++----------------------------

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়! ই ই ই:!

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

কালীদাস বলেছেন: সেফ হয়েছেন নাকি? :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সেফ হয়েছি সেটারচে বড় কথা আপনাদের মত কয়েকজন মানুষের সাথে ইন্টারাকশন চলছে আবার আগের মত। ধন্যবাদ ভাই, আমি কোনদিন আশা করিনি নিজের আপন একটা অংশ গজিয়ে উঠবে ব্লগে।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

শামীম আরা সনি বলেছেন: শিবির শোড দেয়ার ব্লাডি ফেস এগেইন!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অ্যান্ড টুডে, এগেইন! আজকে একটা পোস্ট করার আশা রাখি।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

ফারজুল আরেফিন বলেছেন: কেমন আছেন? :)


+++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আপনাদের সাথে কথা বললে আরো আরো ভাল থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.