নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
বসে আছি ভাঙামনের মদ্যশালায়
মাথার ভেতর ঘুরছে শুধু ভাবনারথের চাকা-
খামচে ধরি চুলগুলোকে অবহেলায়
প্রিয়, তোমার ভালবাসার দৃষ্টিসীমার বাইরে আমি, ফাঁকা।
কোথায় প্রিয়'র দৃষ্টিসীমা ভালবাসার
পচাগলা হৃদয়তলের কোন্ অতলে
বুকের ভিতর সেই সে আলো চেষ্টা করে উঠে আসার
প্রিয়! যোজন যোজন দূরে এলাম কেমন করে কোন্ সে ছলে।
বসে আছি, সুরা-রসাতলের কথা ভেবে ভেবে
প্রেমের পবিত্র সেই মদ
কাটে বেপরোয়া দিন হেসে খেয়ে পিয়ে
চিরদিন ভাবি, অনেক উপরে তোমার পদ।
প্রতি ভুল ভেবে কেঁপে উঠি আজ
সবটুকু পাপ নাঙা হয়ে রয়
দেখেও দেখিনি যাদের, দিয়েছিতো লাজ
প্রিয়! কীভাবে শূণ্য হল এ হৃদয়।
জানি, প্রিয় দায়ী তুমি নও, আমি
অথচ বুকের গহিনেই বসবাস তোর
জানিনি তোমায়, দেখিনিগো স্বামী
আমি তুমি মিলে একেরই ভিতর।
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই নরম্যান শ'র কবিতাগুলো আমার খুব ভাল লাগে। কিন্তু সমস্যা হল, কবিতা অনুবাদে আমার বিন্দুমাত্র ধারণাই নেই।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
নিয়েল ( হিমু ) বলেছেন: অনেক ভাল লাগল ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমারও খুব ভাল লেগেছিল কবিতাটা পড়েই। অনুমতি নিয়ে অনুবাদ করি, কিন্তু অনুবাদ দেখে নিজের মনই ভরে না!
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
shfikul বলেছেন: +++
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শফিকুল ভাই, এখনো সামুতে সদাঁত রয়েছেন! আমি বিস্মিত! (পজিটিভলি কইসি কিন্তুক!)
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
লোনলিফাইটার বলেছেন: +++ দিলাম ব্রো
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্কস ব্রো! ভাল লেগেছে দেখে ভাল লাগল। কাব্য অনুবাদ তো পারি না।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
৫ নং ভালোলাগা দিলাম +++++
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু ভাই,
আপনার প্রোফাইল দেখ্লে সবসময় ভূই পাই।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
জেনো বলেছেন: ভাল লাগল।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নরম্যান শ'র আরেক আত্মানুসন্ধান, আপনার খাতিরে-
to be a mystic was not my choice
I finally gave in and heard an inner voice
one that said " you, you are chosen "
to melt hearts, previously frozen
my path has led from rich to ruin
from ignorance to the fluent
I sipped the cup of love and felt alive
I've seen darkness I didnt think would survive
through all, from my glories to my deepest fear
I've always known that my beloved was near
I dont wish to be a servant, who wishes reward
Im a lover, who wishes to be with his love, the one true Lord
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
যুবায়ের বলেছেন: অসাধারন কবিতা.....
ভালোলাগা++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। আমার বেস্টফ্রেন্ডের নাম যুবায়ের।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: +++++ দিয়ে গেলাম।
অনেক ভালো কবিতা লিখেন আপনি। পাশাপাশি ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাইকে। যিনি আবারো আপনার ব্লগটি পরিচয় করিয়ে দিয়েছেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই, কাব্যের প্রায় কিছুই বুঝি না তো। কোনক্রমে অনুবাদ করেছি। নরম্যান শ'র ভাবনাগুলো আঘাত করে মনের ভিতর।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ্ বেশ সুন্দর লাগলো ভ্রাত!
++++++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভ্রাত: । শেষ স্টেনজাটা ঠিক যুতসই লাগছিল না, শেষের দুটাই।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
আফিফা মারজানা বলেছেন: অনেক ভালোলাগলো ভাই ।কাল ব্লগে আসিনি তাই দেখতে পাইনি ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আজকাল নামকাওয়াস্তে নেট ইউজ করি, তাই প্রায়ই দেখার পরও সাথে সাথে মন্তব্য করতে পারি না নেটের গতির কারণেই।
পরে বিষয়টা খারাপ লাগে।
ভাল আছেন আশা করি।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
আমিনুর রহমান বলেছেন: +++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
আমি সাজিদ বলেছেন: লিসানি ভাই,আপনাকে আবার দেখে অনেক অনেক অনেক খুশি হলাম।
মাঝে অনেকবার আপনার ব্লগে ঘুরে গেছিলাম। দেখেছি,আপনি নাই।
আজকে কি মনে করে ঢুকলাম।আপনার বেশ কয়েকটা নতুন পোস্ট দেখলাম।
অনুবাদটা ভালো লেগেছে।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুভকামনা আপনার জন্যও রাশি রাশি, সাজিদ ভাই।
আজকাল নামকাওয়াস্তে নেট ইউজ করি, তাই প্রায়ই দেখার পরও সাথে সাথে মন্তব্য করতে পারি না নেটের গতির কারণেই।
পরে বিষয়টা খারাপ লাগে।
ভাল আছেন আশা করি।
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ অর্থবহ বাক্যাবলী।
অনুবাদ কি আপনার করা লিসানী ভাই?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কোনমতে করেছি এবং ভয়ে ভয়ে আছি মামুন ভাই। আশা করি অনেক অনেক ভাল আছেন।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
জ্বীন কফিল বলেছেন: +++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কফিল ভাই, আগে পরে কথা নাই....
ভাল লেগেছে দেখে ভাল্লাগলো... আপনার ক্ষুরধার লেখা কিন্তু সব সময় পড়ি।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: এইতো আছি লিসানী ভাই। দিন দিন সার্থপর হয়েযাচ্ছি বোধহয়। ভাবনার থেকে উপভোগটাকেই ইদানিং গুরুত্ব দিচ্ছি। ২/১টা সিরিয়াস ইস্যু নিয়ে লেখার ইচ্ছা ছিল কিন্তু ইদানিং ভাবছি ধুর কি দরকার ভাল্লাগেনা... ইদানিং ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি যে, জ্ঞান বিজ্ঞান বা মানব কল্যাণে যারা সর্বোচ্চ সফল হয়ে ইতিহাসে অমর হয়েছে তারা তাদের ব্যাক্তি জীবনে অনেক কষ্ট করে গেছে। মানুষের উপকৃত হয়েছে তাই ইতিহাসে মানুষ তাদের অমর করে রেখেছে। কিন্তু কথা হচ্ছে, জীবনে কষ্ট করে অনেক কিছু বিসর্জন দিয়ে এভাবে জনসেবা করার যৌক্তিকতা কি। মানুষ লাভের গুড় আরামে খাবে আর আমি শুধু কষ্টই করে যাব এটা কেমন কথা! অমর হওয়ার বাসনাই বা রাখব কেন। মরে গেলে কে আমার নাম নিল আর কে না নিল তাতে আসলেই কি আমার বিশেষ কিছু যায় আসে! তার চাইতে অন্যের সেবা নিয়ে তার প্রশংসা করে লাভের গুড় খেয়ে জীবনটা উপভোগ করে যাওয়াটাই তো ভালো মনেহয়
যে বলে যে //পরের কারণে সার্থ দিয়ে বলি এ জীবন মন সকলি দাও, তার মত সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও// আসলে সেই সবচাইতে বড় সার্থপর। হাহাহা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই,
এই পরম শূণ্যতার অনুভূতি তো সবার আসবেই। কারো আগে আর কারো পরে। কারো প্রথম যৌবনেই, তো কারো বার্ধক্যের শেষ সীমায়।
এখান থেকেই প্রকৃত আধ্যাত্মিকতা বা আসল সত্যসন্ধানের শুরু।
(তাতেও কি মনের ক্ষুধা মেটে? তাতেও কি মনটাকে বোঝানো যায়?)
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
*কুনোব্যাঙ* বলেছেন: এই পরম শূণ্যতার অনুভূতি তো সবার আসবেই।
কথাটা বুঝিনি লিসানী ভাই। তবে আমি মোটামুটি সুখে শান্তিতে ভাবনা চিন্তা বিহীন একটা লাইফের প্ল্যান করছি। নো নিজের আধ্যাত্মিকতা, নো অন্যের সেবা। এবং আমি এব্যাপারে মোটামুটি সিরিয়াস
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দারুণ তো! একটা কূলে তরী ভেড়াটা খুব ইম্পর্টেন্ট।
এই ভিড়তে না পারা নিয়েই রাজ্যের বিপত্তি।
প্রতিটা মানুষ সুখে শান্তিতে ভাবনা চিন্তা বিহীন লাইফের প্ল্যান করলেই তো আধ্যাত্মিকতার অর্ধেকটা করা হয়ে যায় আর অন্যের সেবার পুরোটাই করা হয়ে যায়!
পুরো জীবনের জন্য শুভকামনা রইল।
আর আপনি এম্নিতেই পারবেন, মানুষের অ্যাক্টিভিটিতে তার মনের ছায়া পড়বেই, ঠেকানোর উপায় নেই। আপনি পারবেন তা বোঝা যায়।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
ঘুড্ডির পাইলট বলেছেন:
অসাধারন এবং মুন ছুঁয়ে যাওয়া একটি লেখা ।