নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
মা, তোমার এই মাতৃরূপ আজকে পূর্ণতা পেল।
মা, আমরা অভিশাপমুক্ত।
আমরা মূক নই।
অন্ধ নই।
বধির নই।
অক্ষম নই।
দেখো, অপরাধবোধের বোঝায় আমাদের মস্তক আজানু অবনত নয় আর। শোকের কান্না, আনন্দের কান্নার বাইরে পূর্ণতার কান্না বলেও একটা কাঁদা কেঁদে দেখানো যায় মাগো- আজকে সেটাও কেঁদে দেখালাম।
মা-রে! আমরা শুধু একটা ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করিনি, একটা একটা পোকাকে দলিত মথিত করার জন্য আবারো যুদ্ধে জিতেছি।
আমরা অন্যায় সহিনি মা, তবঘৃণা যেন আমাদের আর তৃণসম না দহে।
মাতৃরূপেণ সংহিতা- মা, তোমার মাতৃরূপ এই প্রথম সংহিত হলো।
আমরা আজকে মানুষ। আমরা ধরিত্রীর হাজারো লাখো জাতির মত, লক্ষ লক্ষ বছরের মত, আমরাও, মানুষ। দেখো মা, আমরা ফিনিক্স পাখির মত ছাই থেকে উঠে এসেছি। উঠে এসেছি গুলি খাওয়া ক্ষওয়া করোটির সারি থেকে।
মাগো, তোমায় অভিনন্দন। আজকে রক্তের দাগ কোথায় গেল?
তুমি এত সবুজ কেন মা?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ব্রো, নাইবা হলো পাড়ে যাওয়া... কোনএকদিন, কোন একভাবে শুরু হবে। হয়ত নতুন নিক নিয়েই।
আপনাদের অভিনন্দন। আপনারা না থাকলে কত মানুষ যে ইসলামিক হতে গিয়ে রাজাকার হয়ে যেত!
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
নীলঞ্জন বলেছেন: নতুন দিগন্ত চাই। মুক্তির আলো চাই। সত্যিকারের মুক্ত আকাশ চাই।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আকাশ কি আর মুক্তি পাবে?
আকাশ হবে মুক্ত?
তোমার আমার সবার সাথেই-
আকাশখানা যুক্ত।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
দৃঢ় মানুষ বলেছেন: মা, আমরা অভিশাপমুক্ত।
আমরা মূক নই।
অন্ধ নই।
বধির নই।
অক্ষম নই।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি-
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
নাইট রিডার বলেছেন: সামু কি আপনারে আর স্বাভাবিক ব্লগিং করতে দিবেনা? কি আশ্চর্য!!!মডুদের সাথে কি আপনার জমি নিয়ে গন্ডগোল আছে নাকি?
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জমি নিয়া গন্ডগোল তো ভাই সাঙ্ঘাতিক খারাপ জিনিস। খুন খারাবি হয়। তারচে একটু হালকা গন্ডগোলই হবে বোধহয়-
বাস্তব জীবনেও আমার সাথে কারো দীর্ঘ বিবাদ নেই। আর মডারেটর নামক আড়ালনৃত্যপটুদের সাথে তো ইন্টারাকশনের প্রশ্নই ওঠে না- বিবাদ দূরের কথা।
থ্যাঙ্কস ভাই!
৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
লোনলিফাইটার বলেছেন: যাক গুড্ডি দেখলাম প্রথম পাতায় লিন্ক দিয়া পোস্ট দিছে।পাশে আছি ব্রো
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাইরে, এই জায়গাটায় অবাক হয়েছিলাম। কী আপন হয়ে গেছি আমরা এতগুলো মানুষ, নানা মতবাদ, নানা ঘরানার- ভাই আমি স্রেফ অবাক হয়ে গিয়েছিলাম আপনাদের পারস্পরিক টান দেখে।
মজার ব্যাপার হল, ঘুড্ডির পাইলট ভাইয়ের সাথেও ব্যান মুবারকের আগে কোন ইন্টারাকশন হয়নি- অন্য নিকে হয়েছে কিনা তাতো জানি না।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
ঘুড্ডির পাইলট বলেছেন:
অনেক দুর থেকে হেটে এসে ক্লান্ত হওয়া পথিকের একটু বিশ্রাম।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই শুধু লিঙ্ক দিয়েন না কিন্তু আর। কারণ, টানের জন্য যখন আমরা কিছু করি তখন অকারণ কথা শুনতে হয়। সবচে বিশ্রি লাগবে কেউ যদি সিন্ডিবাজীর কথা তোলে বা আপনার নিক নিয়ে কোন কিছু হয়- এমনটা তো চিরকালের রীতি।
বরং আপনার স্বাভাবিক পোস্টগুলোর শেষে পোস্টের নাম সহ লিঙ্ক দিতে পারেন যাতে কেউ এলে সচেতনভাবে জেনে আসে আর বিষয়টাকে অন্যভাবে না দেখে।
৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: মাগো, তোমায় অভিনন্দন। আজকে রক্তের দাগ কোথায় গেল?
তুমি এত সবুজ কেন মা?
ফিরে আসুন আমাদের মাঝে, শুভ কামনা রইলো ।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আমরা তো একসাথেই আছি।
আমাদের মায়ের আঁচল আজকে কেপটাউন থেকে আলাস্কায় বিস্তৃত।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
নাইট রিডার বলেছেন: ঘুড্ডির পাইলটকে অনেক ধন্যবাদ লিংক শেয়ারের জন্য।
আর @ গোলাম দস্তগীর লিসানি, পাশেই থাকব।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ নাইট রিডার ভাই। কমেন্টব্যান বা পোস্ট প্রথম পাতায় না আসা কোন ব্যাপারই না। ওটা নিয়ে আর না ভাবলেও চলবে।
আজকে ঈদের দিন। আমাদের জাতিগত অমানুষত্ব থেকে মুক্তির দিন।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
আশিক মাসুম বলেছেন: মাগো, তোমায় অভিনন্দন। আজকে রক্তের দাগ কোথায় গেল?
তুমি এত সবুজ কেন মা?
হৃদয় ছুঁয়ে গেলো।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ভরে,
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।
সবচে অবাক হয়েছি কোথায় জানেন? আমি বিশ্বাসও করিনি যে একজন রাজাকারের বিচারও আওয়ামীলীগ এই আমলে করবে। আরে, করেছে তো, তাতেই খুশি। খুব খুশি।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মাগো, তোমায় অভিনন্দন। আজকে রক্তের দাগ কোথায় গেল?
তুমি এত সবুজ কেন মা?
চরম++++
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে-
তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা-
১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
ক্যাপ্টেন জুক বলেছেন: +++++++++++++++
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কাচ্চি খাব না।
রাজাকারের মাংস হারাম।
শুয়োরের মাংসও কোন কোন ধর্মাবলম্বীরা খান।
কিন্তু রাজাকারের মাংস শুয়োরেও খায় না।
১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুড্ডির পাইলটকে অনেক ধন্যবাদ লিংক শেয়ারের জন্য।
হৃদয় ছুঁয়ে গেলো।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ঘুড্ডির পাইলট ভাইকে আমারও কৃতজ্ঞতা।
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: উদ্দীপ্ত করা লেখা। আনন্দের লেখা। এই প্রক্রিয়া আমাদের একদিন দায়মুক্ত করবেই। আশায় আছি। ভালো লাগে এমন প্রতিক্রিয়া দেখে।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হামাভাই থ্যাঙ্কস।
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল লাগল খুব ।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনারা অনেক কষ্ট করেছেন এই দিনটার জন্য। হয়ত পথ নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু মূল বিষয়ের মত নিয়ে নয়- ধন্যবাদ ভাই।
১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
কালো ঘোড়ার আরোহী বলেছেন: রাজাকারের মাংস হারাম।
শুয়োরের মাংসও কোন কোন ধর্মাবলম্বীরা খান।
কিন্তু রাজাকারের মাংস শুয়োরেও খায় না।
অসাধারণ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: যখন ছোট ছিলাম ভাই,
ভাবতাম পাকিস্তান রক্ষার জন্য কেউ কেউ রাজাকারি করেছিল, ভালবাসত বলে সেই দেশটাকে। কেউ করেছিল স্রেফ ভুল করে। কিন্তু নয়মাস ধরে একাধারে ভুল? তারপর, আমরা জাতি হিসাবে উঠে আসব বুঝতে পেরে দুদিন দেরি করল পাঞ্জাবি সেনারা। আর এই ফাঁকে আমাদের মেরুদন্ড ভাঙা হল।
কত্তবড় পাপ! কত্তবড়?
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
রীতিমত লিয়া বলেছেন: মাগো, তোমায় অভিনন্দন। আজকে রক্তের দাগ কোথায় গেল?
তুমি এত সবুজ কেন মা?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রক্তের দাগ মুছে গেলেও নিজেদের গায়ে পাপকে বয়ে বেড়ানোর লজ্জায় নীল ছিলাম।
আজকে সমস্ত নীল বিসর্জন দিয়ে এসেছি বঙ্গোপসাগরে। ধন্যবাদরে ভাই।
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
আফিফা মারজানা বলেছেন: রিপোস্ট দিলাম।পড়ছি খুব মনযোগ দিয়ে ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার ভাবীর কিন্তু এই রাত বারোটার পর থেকে শুরু হল সপ্তম ম্যারেজ ডে।
ভাস্তেটাও এখনো জেগে আছে আমার জন্য। ভাল থাকুন, এতটা মায়ার যোগ্য আমাদের মত রক্তমাংসের ভুলেভরা মানুষরা নয়।
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখা ভাল লেগেছে
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা।
আমার মায়ের বয়স ছিল তখন আট হবে হয়ত।
তিনি পোড়া আলু এখনো খেতে পারেন না। চাচা ব্রাশফায়ারে নিহত, আরেক চাচা শুয়ে আছে হাসপাতালে। সারাবাড়ি পোড়া। কাঠের গুঁড়িগুলো বেরিয়ে আছে। আর তাদের ক্ষেতের অনেক অনেক আলু, সবগুলো আধপোড়া। লাশ যেন।
হ্যা, চেতনায় তিনিও মুক্তিযুদ্ধে ছিলেন তখনি। হয়ত ছোটচাচাটাকে সহায়তা করেছিলেন। আর বাংলার মেয়েরা যখন সহায়তা করে- তারা মুক্তিযোদ্ধা হয়ে ওঠে।
১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
এম এম ইসলাম বলেছেন: দারুন লেখেন আপনি। মডুডের সাথে আপনার কি হয়েছে আমি জানি না। তবে আশা করছি সহসাই আপনাকে প্রথম পেজে দেখতে পারব।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।
মডুদের সাথে একটা ভাব বিনিময় হয়েছে।
তা হল, বিস্ময়।
এর বাইরে কিছুই হয়নি। হয়ে থাকলে তা মাইনর। প্রথম পেজে... হয়ত ভাই। আশা রাখি।
২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
ধান শালিক বলেছেন: মাগো, তোমায় অভিনন্দন। আজকে রক্তের দাগ কোথায় গেল?
তুমি এত সবুজ কেন মা?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আহা, আমাদের গ্রামে আগে পুত্রহারা মুখচোরা সব আয়রেখোকা পাখি থাকতো।
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
আমিনুর রহমান বলেছেন: মাগো, তোমায় অভিনন্দন। আজকে রক্তের দাগ কোথায় গেল?
তুমি এত সবুজ কেন মা?
অনন্য +++
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভূলোক দু্লোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি (বাংলাদেশ) বিশ্ববিধাত্রির।
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
মেলবোর্ন বলেছেন: রাত পোহাবার কত দেরি পান্জেরী?
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অন্তত একটা ন্যায্যতার রাষ্ট্র আমরা একদিন গঠন করতে পারব। যেখানে মানুষ দুর্নীতি করতে গেলে লজ্জা পাবে। রাস্তায় পানের পিক ফেলতে গেলেও সাঙ্ঘাতিক লজ্জা পাবে। রাজনীতিকরা মিথ্যা কথা বা প্রতারণা প্রমাণিত হওয়ার সাথে সাথে লজ্জায় পদত্যাগ করবে।
হতাশ হবার কিছু নেই। একটু একটু করে সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশ।
২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
আফিফা মারজানা বলেছেন: অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন ।আপনাদের শান্তিময় ইহজীবন ও মুক্তিময় পরজীবনের দোয়া করছি ।ভাস্তেটার জন্য বড় আমলদার আলেম হবার দোয়া রইলো ।নাম কি ওর ?
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনেক ধন্যবাদ।
যে ভাস্তেটা মাস্তানি করতে জানে, তার নাম আহমাদ রেজা খান। একজন সব্যসাচী স্কলারের নামে রাখা যিনি তেরো বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন এবং মোটামুটি এগারোশ থেকে তেরশো বই লেখেন।
যিঁনি ভালোবাসার কথা লিখতেন ডান হাতে এবং শাস্তির কথা লিখতেন বাম হাতে।
দশ হাজার সুসংবদ্ধ ফতোয়া দিয়েছিলেন তিনি জীবনে।
আর যে এখনো মাস্তানি শিখেনি, মাত্র চার মাস বয়স, সে হল আদীব মিশকাত উন নূর। মানে, যে সাহিত্যিকের শরীর আলোয় গড়া।
দোয়া রাখবেন তাদের জন্য।
২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
অকৃতজ্ঞ বলেছেন: এই লেখা লিংক দেখে আস্তে হবে কেন!! সংকলিত পাতা টা রাখা হয়েছে কি জন্যে তাহলে?
সামুর কাহিনি আর বুঝলাম না এই জীবনে ।
প্লাস এবং শেয়ারড ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।
এমনতো হয়েই যায়। কোনো ব্যাপার না।
২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬
হাছন রাধা করিম বলেছেন: সালাম লিসানি ভাই। আপনার পোষ্ট দেখে ভালো লাগলো। অসাধারন।
@ঘুড্ডির পাইলট @আফিফা মারজানা: সামুর হাতে গোনা কিছু নির্বিবাদি এবং অসম্ভব ভালো মানুষদের মধ্যে আমাদের লিসানি ভাই একজন। ওনার লেখা আপনারা আগ্রহ নিয়ে প্রমোট করছেন এরজন্য আপনারা আমার অভিবাদন গ্রহন করুন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার নাম আমি যতবার দেখি, ততবার কিন্তু ভিতরের মানেটা বোঝার চেষ্টা করি।
এই প্রথম বুঝলাম। হাসন রাজাকে চিনতে পেরেছি। আবদুল করিমকেও চিনতে পেরেছি। কোন এক মহান কবি রাধা- তার পুরো নামটা জানলে হয়ত তাকেও চিনতে পারব।
আর এখনো তো পুরোপুরি নির্বিবাদী হতে পারিনি।
তবে প্রত্যাশা রাখি।
২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১০
হাছন রাধা করিম বলেছেন: @জানা: গোলাম দস্তগীর লিসানি ভাইকে এখনো সেফ না করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অতিসত্বর ওনাকে সেফ করার অনুরোধ করছি।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমার মডারেশন স্ট্যাটাস সেইফ।
ওইসব এখন অতীত।
আজকাল তো অনলাইনে লেখালেখি করা যায়, নিজের কথা শেয়ার করা যায়। লিঙ্ক পেলে তা শেয়ারও হয়ে যায়- আগে এসবের কোন বালাই ছিল না। তখন পেটমোটা ব্যবসায়ী (আমি নিজেও পেটমোটা অবশ্য!) প্রকাশকদের সে কী দাপট দেখেছি!
২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: কেমন আছেন লিসানি ভাই? আপনার আগের পোষ্টে নতুন মন্তব্য আসল কিনা দেখতে এসে দেখি আরেকটা পোষ্ট দিয়েছেন। অল্প কয়েকটা মাত্র বাক্য এবং ২/৩ টি ছবি দিয়ে যে এত অসাধারণ পোষ্ট দেয়া যায় অকল্পনীয়।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সদা সর্বদা ভাল আছি ভাই। সব সময়।
আপনি কেমন আছেন সেটা বলেন!
আবেগ তো, এইজন্য এমন দু চার লাইন।
২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
হাছন রাধা করিম বলেছেন: সালাম লিসানি ভাই। আমার নিকের মধ্যম নামটি শ্রী রাধারমণ দত্তের নামের প্রথম অংশ। তিনি আমাদের সিলেটের জগন্নাথপূর এলাকার ছিলেন। যেহেতু আপনি সুফি ঘরানার মানুষ তাই শ্রী দত্তের লেখা একটি গান আপনার শোনার জন্য এখানে দিলাম। আমি জানিনা বাংলাদেশে ইউটিউব চালু হয়েছে কি না তারপরও দিয়ে দিলাম।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সালাম ভাই,
রাধারমণ দত্ত!
এত পরিচিত নাম মিস করলাম কীভাবে?
শুনব, শুনবই আশা রাখি। ইউটিউব থাক না থাক, বেরিয়ে আসবে তো।
ধন্যবাদ।
২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
বুদ্ধিমান বলেছেন: পোস্টটি ভাল লাগল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
আমি সাজিদ বলেছেন: ছুঁয়ে গেলো ভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার কথাটুকুও।
৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: অসাধারণ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওই পোস্টটায় কথাগুলোকে ব্যক্তিকেন্দ্রীক মনে হয়নি তো ভাই?
ওগুলো কিন্তু ছিল সমষ্টিকেন্দ্রীক। আমার বা আপনার বিষয়ে নয়।
অনেক ভাল আছেন আশা করি।
৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
অনিক আহসান বলেছেন: পোস্টে +++
তা আপনারে এখনো জেনারেল করে রাখছে নাকি?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।
আন্তরিক পোস্টটা দেখলাম মন দিয়ে।
জামাত নিষিদ্ধ করার ওটা...
আমিতো জেনারেল না। রীতিমত সেইফ।
খালি কমেন্ট করতে পারি না আর পোস্ট প্রথম পাতায় যায় না। এই আরকী!
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
লোনলিফাইটার বলেছেন: ব্রো নতুন নিক খুলেন।এটা দিয়া মনে হয়না কিছু হবে আর।