নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ই আগাস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চম্পু জাতির উদ্দেশে একটি ভাষণ দিয়েছিলেন। আমরা সবাই দেখেছি সে সময় তিন বাহিনী প্রধানরাও রাষ্ট্রপতির পেছনে দাঁড়িয়ে ছিলেন। ভাষনে তিনি বলেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি ।
কিন্তু এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চম্পু স্যার বলেছেন তিনি নাকি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন । কিন্তু তার কাছে এই সংক্রান্ত কোনো দালিলিক বা অফিসিয়াল প্রমাণ অথবা কোনো নথিপত্র নেই । তাহলে কি দেশে প্রতিবিপ্লব ঘটবে নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চম্পু স্যারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে ?
২০২৪সালের ৫ই আগষ্ট জাতির উদ্দেশে দেয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চম্পু স্যারের ভাষা।
২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩২
মামুন ইসলাম বলেছেন: কি বলেন ভাই এদেরকে সত্যিই আপনার কাছে আবাল মনে হচ্ছে ?
২| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: দেখতে থাকুন!
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
মামুন ইসলাম বলেছেন: ঠিক আছে দেখতে থাকি কি হয় ।
৩| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৬
সোনাগাজী বলেছেন:
গতটা কি বিপ্লব ছিলো? কোন ক্লাশে পড়ার সময় থেকে বিপ্লবের ডেফিনেশন জানা উচিত?
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
মামুন ইসলাম বলেছেন: আমি আসলে বিপ্লব সম্পর্কে বুঝি না।
৪| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৯
সোনাগাজী বলেছেন:
আন্দোলনকারীদের পরিচয়ে প্রতারণার কারণে এবারের আন্দোলন এখন ধুলায় মিশে গেছে; সামনের দিনগুলোতে ইহার বিপক্ষে মানুষ দাঁড়াবে।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
মামুন ইসলাম বলেছেন: হতে পারে আবার নাও হতে পারে।
৫| ২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৮
প্রহররাজা বলেছেন: মনে হচ্ছে সেনারা খেলাফতের কর্মিদের নিয়ে সমস্যায় আছে। এদিকে ফেসবুকে শিল্পী সমাজের সুশীল লাল বাহিনী দেখলাম কনসার্ট, গান বাজনা না করতে পারায় বেশ হতাশাগ্রস্ত।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
মামুন ইসলাম বলেছেন: তাও হতে পারে অসম্ভব বলে এখন কিছু নাই।
৬| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: উনার উচিত সসম্মানে পদত্যাগ করা। এ ধরনের অযাচিত কথা-বার্তা বলে তিনি সমস্যাকে আরো বেশী জটিল করে তুলছেন।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
মামুন ইসলাম বলেছেন: হয়ত আপনার ধারণাই সঠিক।
৭| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩৯
অস্বাধীন মানুষ বলেছেন: চুন্নু সাহেবের উচিৎ অনতিবিলম্বে নিঃশর্তে পদত্যাগ করে জাতীকে মুক্তি দেয়া।
আর ব্লগে দালালদের শরীর চুলকানি দেখে মজাই লাগছে।
৮| ২৫ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৩৬
এম এ কাশেম বলেছেন: স্বৈরচারের চাটুকার দালালরা কে কি, বললো তাতে কিচ্ছু আসে যায় না।
বিপ্লব ১০০% সফল।
ছাত্র জনতা স্বৈরচারের বিরুদ্ধে এক হয়ে পথে নেমেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঠিকতে না পেরে
স্বৈরচারী অবৈধ খুনী আওয়ামী সরকার পালিয়েছে - এর থেকে বড় বিপ্লবের দরকার নাই।
৯| ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা রাষ্ট্রপতি পদত্যাগ পত্রটা হারিয়ে ফেলেছেন। ওনার উচিত থানায় জিডি করা।
১০| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১০
রানার ব্লগ বলেছেন: অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজেদের নাক যারা ভোঁতা দা দিয়ে কাটে তাদের কি বলা যায় ?
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৭
রানার ব্লগ বলেছেন: কিছুই ঘটবে না। দেশ আবালদের হাতে আছে, আবালদের হাতেই থাকবে৷