নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত জীবন

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৬


মানুষের জীবনের সব চাওয়াই তো আর পূরন হয়না বা অনেক ক্ষেত্রে পূরন হওয়া সম্ভব হয় না। তাই কিছু চাওয়া অপ্রাপ্তি নিয়েই, গল্প গুলোর ইতি টানতে হয় । এরই নাম হয়তো জীবন। তবুও ছোট ছোট কিছু আশা নিয়ে কিছু জীবন কিছু জীবনের পিছু এলোমেলো
পথ ধরে ছুটে চলে হয়তো সেই পথের গন্তব্য কখনো খুঁজে পায় কখনো পায়না।থেকে যায় অতৃপ্ত আত্মা অচেনা এক গন্তব্যের খোঁজে।

হাজার সমস্যার মধ্যে জীবনের ভালো দিক হলো জীবন কারো জন্য থেমে থাকেনি। কখনো হয়তোবা থেমে থাকবেও না।

শান্তা কে নিয়ে আদিবের অনেক স্বপ্ন বুনেছিল, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল কিন্তু আদিবের জীবন থেমে যায়নি । আবার
হয়তো নতুন কোনও শান্তা কে নিয়ে কিছু এলোমেলো ভাবনা এলোমেলো স্বপ্ন বুনেছে।এটাই জীবনের বাস্তবতা যেখানে শেষ
সেখানেই হয়তোবা শুরু।

রাতের পথিক চন্দ্র,
দিনের পথিক সূর্য!
পৃথিবী থেমে নেই,ছুটে চলছে দিক দিগন্ত,
তবুও সে কারো না কারো ছায়ায় অন্ধ !
আবার সেই কারো না কারো আলোয় আলোকিত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৩

জুল ভার্ন বলেছেন: ছোট্ট একটা লেখা কিন্তু অনেক অর্থবহ!

মনে রাখবেন, কিছু কিছু অপ্রাপ্তির মধ্যেও এমন কিছু প্রাপ্তি থাকে যা প্রাপ্ত হলে আর মনে থাকতো না।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যে করেছেন স্যার। সত্য বলতে আপনাদের লেখার কাছে আমাদের এই সব ছাইপাশ লেখা কিছু না । তবুও সমস্যা একটাই ভাইয়া সামুতে জয়েন্ট করার পর থেকেই ব্লগে কিছু টুকিটাকি লেখা এবং পড়া একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। তাই সামুতে
আছি । এখন আর পারছি না সম্ভবত সামুকে এবার ছাড়তেই হবে। কারন................... থাক আর কিছু বলবো না ভাইয়া।হয়তো
আপনি বুঝতে পারছেন।

২| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই জীবন।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৫

মামুন ইসলাম বলেছেন: মূল্যহীন না মূল্যবান সেই মূল্যবোধটুকো আজ কাল জীবনের বড় রহস্য।

৩| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫০

জটিল ভাই বলেছেন:
এটাই জীবনের গান......

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.