নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে বিয়ের পর থেকে কয়েকদিন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বেশ ভালোবাসা প্রেম আর ভাবের সম্পর্ক থাকলেও,বিয়ের পর সম্পর্কের
বয়স যত পুরনো হতে থাকে তত কোলাহল বাড়তে থাকে আর শুরু হয় স্বামী শ্ত্রীর অমিল ।এর শুরু হয় শ্ত্রীর উপরে স্বামীর চরম নির্যাতন
অত্যাচার। প্রতিদিনি কম বেশি উত্তম মাধ্যম দিতে থাকেন স্বামী শ্ত্রীকে । যেমনটা আমরা উপরের ছবিতে দেখতে পারছি,বাস্তবে আরো নির্মম হয়।
এবার আসুন নিচের মানে পোস্টের দ্বিতীয় ছবিটা একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এখানে স্বামী শ্ত্রীকে নয় বরং উল্টো শ্ত্রী
স্বামীকেই উত্তম মাধ্যম দিচ্ছে। আর শ্ত্রী স্বামীকে এই উত্তম মাধ্যম দেয়াটা স্বামীর কাছেই শিখেছে,এর কারন প্রথম প্রথম স্বামী শ্ত্রীকে পিটিয়ে তার মনবল ভেঙ্গে দিলেও একটা সময় শ্ত্রী স্বামীর অত্যাচার আর সহ করতে না পেরে নিজেও প্রতিবাদী হয়ে উঠেন। কারন শ্ত্রীও
স্বামীর মতো রক্তে মাংসে একজন মানুষ।
আর তখনি আমারা শ্ত্রী স্বামীর উপর নির্যাতন বলে বলে মুখে ফেনা আর নেট ফেসবুক ব্লগ বিভিন্ন সোসালমিডিয়ায় ঝড় তুলে ফেলি।
পাঠক বা সহ ব্লগার ভাই বোন বা বন্ধু মহলে প্রশ্ন রেখে গেলাম,এখানে আসলে সব থেকে বেশি দোষী কে ?
ঠিক আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এক হয়ে দাঁড়িয়েছে। যদিও কোনো হত্যা গুম মিথ্যাচার মিথ্যা মামলা এবং মিথ্যা হয়রানি
কোনো ভাবেই কাম্য নয়। কিন্তু এতাই সত্য বাংলাদেশে এই হিংসা প্রতিহিংসার রাজনীতি শিকার আমরা সাধারণ জনগণ এবং প্রশাসনের
কিছু সংখ্যক মানুষ। আমি কোনো দল কানা না এবং কোনো দলের পক্ষেও না যা সত্য সেটাই বললাম।
১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৯
মামুন ইসলাম বলেছেন: ও ভাইয়া পোস্টে লিখতে ভুলে গেছিলাম এই পোস্টটি আপনাদের মতো কিছু লোকদের জন্য।
২| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪০
সোনাগাজী বলেছেন:
ইহা আমার জন্য, সেজন্য মন্তব্য করেছি.
আপনি আসলে খুবই জ্ঞানী ব্লগার।
১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৩
মামুন ইসলাম বলেছেন: আমি জ্ঞানী কি না তা জানিনা। তবে চেষ্টা করি জান খাটিয়ে কাজ করতে ধন্যবাদ স্যার।
৩| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১
সোনাগাজী বলেছেন:
এখন শিরোনামটা ঠিক করে দেন; ইহার জন্য প্রশ্নফাঁস করার উপায় নেই।
১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৫
মামুন ইসলাম বলেছেন: প্রশ্নফাঁসের দিন শেষ। এখন আর কেউ প্রশ্নফাঁস করতে পারবেনা।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনি কি ছবি দেখে পোষ্ট লেখেন?