নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

যে কারনে নবী লূত ( আ: ) অবাধ্য শ্ত্রীর উপরে আল্লাহুর গজব

১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩


আল্লাহ পাক রাব্বুল আলামীন এর নির্দেশে ফেরেশতাগন নবী হযরত লুত ( আ: ) কাছে তার উম্মতদের
জঘন্যতম অপরাধের শাস্তি হিসেবে তাদের ধ্বংস করে দেয়া হবে জানালেন। নবী লূত ( আ: ) খুব ভেঙ্গে পড়েন।

তখন ফেরেশতাগন নবী ( আ: ) কে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহপাক আপনার পরিবারকে হেফাজত করবেন তবে
আপনার স্ত্রী ছাড়া সকলকে । তার কারন হলো আপনার শ্ত্রী অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত ।

এতে হযরত লুত (আ) আরও বিষণ্ণ হয়ে পড়েন তখন ফেরেশতারা বলেন যদি আপনার শ্ত্রী এই এলাকা ছেড়ে
যাবার সময় পিছনে না ফিরে তাকায় তাহলে তার উপরে আল্লাহর গজব পতিত হবে না ।

তখন ওই স্থান থেকে রাতে যাবার সময় নবী দূত ( আ: ) তার পরিবারের সকল সদস্যদেরকে পিছনে তাকাতে নিষেধ করলেন।
নবীর নির্দেশ সবাই মানলেও তার অবাধ্য শ্ত্রী মানেননি। আর তার ফলে পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর নির্দেশে
ফেরেশতারা তাকে পাথরের মূর্তিতে পরিনত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিনত করে দেন।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:




এলাকাটি উল্টে সাগর হলো? এখন ইহা কোন সাগর হিসেবে পরিচিত?
আমেরিকার মেয়েরাও গন্ডগোল করছে; মনে হয়, তাই ঘনঘন সাগরের প্লাবন আসছে!

আপনার ভান্ডারে এই রকম অনেক গল্প আছে?

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমান মৃত সাগর বা ডেড সি হল নামে পরিচিত যেখানে নবী লূত ( আঃ ) এর জাতিকে ধ্বংস করা হয়েছিলো।

২| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:




আপনি যেই মুর্তি ছবিতে দিয়েছেন, উহা কি সাগরের তলদেশে?

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪০

মামুন ইসলাম বলেছেন: আপনার মত এত বড় বিজ্ঞানী এবং জ্ঞানী বুদ্ধিজীবী লোক থাকতে আমাকে এ বিষয়টিও বলে দিতে হবে

৩| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪

কামাল১৮ বলেছেন: এসব মিথ,এখন আর কেউ বিশ্বাস করে না।হিন্দুরা পাহাড় কেটে মন্দির সহ অনেক কিছু বানিয়েছে বহু বছর আগে।পেট্রা (জর্ডান) সহ বহু শহর পাহর কেটে বানানো।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪

মামুন ইসলাম বলেছেন: ঠিকি বলেছেন ধর্ম যার যার বিশ্বাস। তবে আল্লাহু যেমন আমাদের চোখ দিছেন এই সুন্দর পৃথিবী দেখার জন্য,তেমন কান দিছেন
শোনার জন্য এবং জ্ঞান বুদ্ধি দিছেন ভালো মন্দ বুঝার জন্য। চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে কোন ঘটনার বিশ্বাস যোগ্য প্রমান আবশ্যক
........................................................................................
আমরা ইসলাম ধর্ম পালন করি বলে সব ঘটনা চাপায়ে দিয়ে
বিশ্বাস করতে বল্লে , তা জনগনে র আস্হায় আসবে না ।
বিজ্ঞানের যুগে প্রমান আবশ্যক ।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই। বিজ্ঞান এক বিষয় আর ধর্ম আরেক বিষয়।

৫| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রতি মন্তব্যগুলো ভালো লেগেছে। পোষ্টের জন্য ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
























































































খুবই সুন্দর পোস্ট।
দারুণ বিনোদন।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৭| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৪

আহরণ বলেছেন: হা হা হা, কী সব আজগুবি গালগল্প। অবিরাম বিনোদন....

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩০

মামুন ইসলাম বলেছেন: সব কিছুতেই আমরা শুধু বিনোদন খুঁজে পাই এটাও আমাদের জন্য একটা বিনোদন।

৮| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৬

রাসেল পাটোয়ারী বলেছেন: সব তিনিই ভালো জানেন।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩১

মামুন ইসলাম বলেছেন: জী সেটাই।

৯| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৮

ধুলো মেঘ বলেছেন: নবী লুতের (আ) স্ত্রী কেন সমকামী হবেন? মেয়েরা কিভাবে সমকামী হয় - সেটা কি তখনকার মানুষ জানতো নাকি? এখনকার যুগে নারী সমকামীদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেকগুণ বেশি, কিন্তু সেই আমলে নারী সমকামিতার ধারণাই ছিলনা।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২

মামুন ইসলাম বলেছেন: ভাই উনি সমকামী ছিল কে বলেছে আপনাকে? উনি সমকামীদের সমর্থন করতেন।

১০| ১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৬

মিরোরডডল বলেছেন:





ধুলো মেঘ বলেছেন: কিন্তু সেই আমলে নারী সমকামিতার ধারণাই ছিলনা।

ছিলো না সেটাও একদম বলা যাবে না। হয়তো ছিলো কিন্তু সেটার প্রকাশ ছিলো না।
জাপানের ইতিহাসে ক্যামাকুরা যুগে (১১৮৫-১৩৩৩) লেসবিয়ানদের কথা উল্লেখ আছে।
মিথ হতে পারে, আবার সত্যিও হতে পারে।


১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই বা আপু।

১১| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০০

নতুন বলেছেন: ব্লগে ফেসবুকের মতন বানানো কাহিনি দিয়ে লাইক, সেয়ার পাবেনা না।

এসব আজগুবি কাহিনি শুধুই অন্ধ ভক্তরা বিশ্বাস করে।

https://library.biblicalarchaeology.org/article/how-lots-wife-became-a-pillar-of-salt

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.