নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আগে বুঝতে হবে রিসেট বাটন বলতে কি বোঝানো হয়েছে

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৯


বিশেষ করে এখন আমরা রিসেট শব্দটা নিয়ে বেশ আবেগী হয়ে উঠেছি। ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু মানুষ বিভিন্ন ভাবে তারা উঠে পড়ে লেগেছে রিসেটের পিছনে ।

কিছু মানুষ আছেন যারা রিসেট শব্দটির অর্থ বুঝবে না এটাই স্বাভাবিক। ফলে তারা মনে করছেন,এই সরকার
বিগত সাবেক সরকারের আমলের সব কিছু মুছে ফেলতে চাচ্ছেন।আসলে তারা কোনও ভাবেই বুঝতে চাচ্ছেন না আমাদের সবার লক্ষ্য এবং চাওয়া অতীতকে মুছে ফেলা নয় বরং অতীত থেকে শিক্ষা নেয়া। এবং অতীতের অনেক ভুল পদক্ষেপ গুলোকে মডিফাই করে নতুন ভাবে সাজানো।

ভাই আমাদের বুঝতে হবে এটা একটা দেশ এটা কম্পিউটার বা মোবাইল না ।দেশ রিসেট আর কম্পিউটার বা মোবাইল রিসেট এক বিষয় না ।

দেশ রিসেট মানে, দেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তন আনা। যেমন,ধরা যাক দেখা গেছে একটা প্রতিষ্ঠানে দুই একজন দুর্নীতিবাজ আছে যাস্ট
সেখান থেকে তাদের সরিয়ে তাদের পরিবর্তে ওই পদ গুলোতে অন্য কাউকে বসানো। এরকম আরো অনেক বিষয় থাকতে পারে ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে গত কয়েকদিন ধরে সামাজিক
যোগাযোগ মাধ্যম গুলোতে বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে।আমরা বাঙালি পারিও বটে।



মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৬

সোনাগাজী বলেছেন:




ড: ইউনুসের "রিসেট"কে আপনি কিভাবে মিয়েছেন, সেটাই সবচেয়ে বড় কথা।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৮

মামুন ইসলাম বলেছেন: আমি ভালোর দিকেই মিলিয়েছি।এখন ভাবনার বিষয় আপনেরা তথাকথিত মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা কিভাবে মিলাবেন ।

২| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



আমার মতে, উনি কাজের থেকে কথা বেশী বলছেন, যা উনার বিপক্ষে যাচ্ছে। উনি ফাইন্যান্সের মানুষ, এখনো বলেননি যে, দেশের হাতে কি পরিমাণ ক্যাশ ফান্ডে আছে, কি পরিমাণ হার্ড কারেন্সী আছে।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৬

মামুন ইসলাম বলেছেন: সব থেকে বড় কথা উনি একজন ভদ্রলোক বা ভদ্র মানুষ আর এই জন্যই উনি বাংলাদেশের রাজনীতিতে বেমানান।
বাংলাদেশে রাজনীতি করতে হলে আগে একটা মানুষকে চুরি ছেছরামী শিখতে হবে, পাশাপাশি প্রচুর পরিমাণে বেয়াদবীও শিখতে হবে, তাহলেই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা সম্ভব। এত পাগল হলে চলবে না। বিগত ১৬ বছর ১৭ বছরের হিসাব পেয়েছেন।

৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৮

অধীতি বলেছেন: আপনি তো পিনাকি ভট্টচার্যের বক্তব্য থেকে কোড করে লিখেছেন। আপনার উচিত ছিল আরো বিস্তারিত তথ্য সহযোগে লেখা। আপনি তাড়াহুড়ো করে লিখতে গিয়ে পোস্টটি সম্পাদনা করতে ভুলে গেছেন। আবেগী, ইতোমধ্যে, রিসেট এই বানানগুলো ঠিক করে নিবেন।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে মোবাইলে ব্লগিং করা খুব কষ্টসাধ্য কাজ। বিশেষ করে আমার মোবাইল দিয়ে টাইপ করার অভ্যাস নাই।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫

মামুন ইসলাম বলেছেন: আর একটা কথা ভাই আমি কারো বক্তব্য তুলে ধরি নাই এটা সম্পূর্ণ আমার কথা বা মতামত। আর মোবাইলে এর থেকে বড় পোস্ট লেখা আমার পক্ষে সম্ভব নয়।

৪| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:




আপনার লেখা, নাকি অন্য কারো লেখা?

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৮

মামুন ইসলাম বলেছেন: মনে হচ্ছে আপনি লিখেছেন। কারন আপনি পারেনো দিনে দশ পনেরোটা লেখা পোস্ট না করলে মনে হচ্ছে আপনার মনে শান্তি আসেনা। :)

৫| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:


আমার প্রশ্নের উত্তর দেন, আপনার লেখা, নাকি অন্য কারো লেখা?

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৫

মামুন ইসলাম বলেছেন: আরে ভাই এটা আমিতো লেখলাম। মোবাইলে টাইপ করতে খুব কষ্ট তাই অল্পতেই বলতে পারেন ছোটবেলায় যেমন গ্রামের দূরের কোনো যাত্রা পথে যেতে হলে আমরা বলতাম কোনাকুনি বা শট খাট পথ পাড়ি দিতে । ঠিক সেইরকম কিছুই এখন আমার লেখাগুলো।

৬| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৭

সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূস এর এখন জাতির কাছে পরিষ্কার করে বলা উচিত তিনি কি বুঝাতে চেয়েছেন!

১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। বুঝতে পারছি না সে এত সময় নিচ্ছে কেন বিষয়টি দ্রুত পরিস্কার করা উচিৎ।

৭| ১০ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৬

আরইউ বলেছেন:



মামুন,
"রিসেট বাটন" বলতে কী বোঝানো হয়েছে তা আমি কীভাবে বুঝবো তা আপনি ব্যাখ্যা করছেন, পিনাকী চোরা বলছে, মাহফুজ আলম বলছে... কিন্তু যে আসলে পরিষ্কার করে বলতে পারতো সে বলছেনা। ইনুচ মিয়া নিজেই বলতে পারেন "রিসেট" কী ধরণের রিসেট! এত ড্রামা, সাসপেন্স এসব অপ্রয়োজনীয়। এর ব্যাখ্যা হতে পারে ইনুচ মিয়া সময় নিচ্ছে নিজের কথা টুইস্ট করার জন্য! অথবা, সে কেয়ার করেনা। দু'টা সিনারিওর কোনটাই নট আ গুড লুক অন হিম!

১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

মামুন ইসলাম বলেছেন: হুম ।

৮| ১০ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৭

আমি নই বলেছেন: খুব সিম্পল, রিসেট মানে নতুন করে শুরু করা। যারা ত্যানা পেচানোর তারা পেচাবেই, যেটা বাস্তব সেটা পিনাকি বলল নাকি আরাফাত বলল ম্যটার হওয়ার কথা না।

যারা কনফিউজড তারা কম্পিউটারের রিসেট বাটন টিপে দেখুক কি হয়।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

৯| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৯

আহমেদ রুহুল আমিন বলেছেন:
...!?

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১০| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাখ্যাটা উনার প্রেস উইং থেকে বলা হয়েছে। পত্রিকায় পড়েছি আমি। তবে মনে হয়েছে জোড়াতালি দেওয়া হয়েছে। ব্যাখ্যা না দিলেও চলত। শুধু এটুকুই বলব উনি সঠিক লোক নিয়ে কাজ করছেন না। আওয়ামী লীগের বাইরেও দেশে মুক্তিযুদ্ধের চেতনার অনেক লোক আছে। উনি তাদের নিয়ে কাজ করতে পারতেন। উনি যেভাবে এগোচ্ছেন শেষ পর্যন্ত নিজের সম্মান ধরে রাখতে পারবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.