নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এই না হলে বিএনপি

০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬


অনেকেই মনে মনে প্রচন্ড পরিমানে রাগঘোষা বা মন খারাপ করতে পারেন বিএনপির উপরে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে
করি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সিদ্ধান্ত বা কথাগুলো যুক্তিসঙ্গত।

কুকুর যদি আমাকে আপনাকে কামড় দেয় তাহলে কি আমরাও কুকুরকে রিটার্ন কামড়াতে যাবো বা কামড় দিবো ?
না কখনোই তা হবার নয় । যদিও কুকুর মানুষ আর রাজনৈতিক বিষয়টা এক নয় তবুও ক্ষেত্রবিশেষ এক মনে করা যেতেই পারে।

যাই হোক রাজনীতিতে হিংসা প্রতিহিংসা চরিতার্থ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি শুধু আমাদের দেশেই না
আন্তর্জাতিক ভাবে কম আর বেশি সারা বিশ্বে এক অবস্থা।

তবে আমাদের উচিৎ এখন এই ধরনের প্রতিহিংসার রাজনীতি শিকার
না হয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো সুস্থ একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা। তাতে দেশ ও উন্নত
হবে রাজনৈতিক অবস্থানো উন্নত হবে ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মির্জা ফখরুল ভালো কথা বলেছেন। আমার ক্ষুদ্র জ্ঞানেও তাই মনে করি। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে, জনগণ কাকে, কোন দলকে চায়। জনগণ যদি জামায়াতকে বিজয়ী করে, সেটা যেমন জনগণের চয়েস, জনগণ যদি আবার ফ্যাসিবাদী আওয়ামী লীগকেই বিজয়ী করে, সেটাও জনগণের চয়েস। জনগণই ঠিক করবে, তারা কাকে চায়। গণতন্ত্র এমনই হওয়া উচিত।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হবে, যে অধিকার এ অন্তর্বর্তী সরকারের আছে বলেও মনে করি না, তেমনি আওয়ামী লীগের মতো বড়ো একটা দলের নির্বাচন থেকে বিরত থাকাও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্ম দিবে, যা বিগত আওয়ামী লীগ ৩বার করেছিল।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩১

মামুন ইসলাম বলেছেন: ঠিক বলেছেন ভাই আমার মতেও একক কোনো নির্বাচন নয় সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই।

২| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৯

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: হুম বুঝলাম তাদের মায়া মমতা বেশি। অবস্য একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে হলে সকল দলের অংশগ্রহণে হতে হবে না হলে প্রশ্ন থেকে যাবে।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ প্রিয় অনেক দিন পর আপনাকে আমার লেখায় মন্তব্য করতে দেখলাম।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০১

জ্যাক স্মিথ বলেছেন: হুমমম

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪১

মামুন ইসলাম বলেছেন: :|

৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৭

অস্বাধীন মানুষ বলেছেন: রাইট কথা দল মত নির্বিশেষে একটা ফেয়ার ইলেকশন হোক।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪২

মামুন ইসলাম বলেছেন: জী ভাই আমিও সেই কথাই বলতে চেয়েছি।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৬

রাসেল পাটোয়ারী বলেছেন: হুম।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৩

মামুন ইসলাম বলেছেন: হুম.............. ?

৬| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিহিংসার রাজনীতি শিকার না হয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য
ভালো সুস্থ একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা।

.............................................................................................
সহমত, বিভক্তির রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই ।
গনতন্ত্র মানেই জনগনের পসন্দ , যাকে ভোট দিয়ে সংসদ পরিচালনার ভার দিবে ।
আমার মনে হয় , বি.এন.পি দীর্ঘদিন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভালো একটি
অবস্হানের দিকে অগ্রসর হচ্ছে ।
আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন হলে , আমার হিসাব বলে .........
বি এন পি : ৬০%
জামাত : ২০%
আ.লীগ : ১০%
অন্যান্য : ১০% ভোট পাবে ।
তবে ভোটের পূর্বে অবশ্যই প্রশাসন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও পুলিশ নিরপেক্ষ করার
ব্যবস্হা নিতে হবে ।
প্রতিশোধ নয় সুষ্ঠ প্রতিযোগিতা হোক দেশ গড়ার আগামী লক্ষ্য ।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় চমৎকার একটা মন্তব্য করেছেন ভাই। মোট কথা ভোটের আগে নির্বাচনের আগে প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত একটা বিরাট পরিবর্তন আনতে হবে। না হলে যে লাউ সেই কদুই থেকে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.