নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজের মাঝে বৃষ্টির পানি পেয়ে যেন সদ্য যৌবনে ফোটা সাদা নাগ মনি ফুলগুলো শরৎ এর উকি দিচ্ছে।
এই ফুলের কয়েকটি কালারের হয়,আমি তিনটা কালারের কালেকশন করেছিলাম বেগুনি,কালো,আর সাদা ।
বেগুনি আর কালো এই দুই কালারের গাছগুলো এখন আমার কাছে নাই মারা গেছে। আছে শুধু সাদা,তাই সাদা সদ্য ফোটা ফুলের
ছবি দিলাম।
এই ফুলের নাম কেউ বলে চাইনিজ টগর,অনেকের কাছে আবার মিনি টগর নামেও পরিচিত।
এই ফুলটা কম বেশি ভালো মাস ই ফুটে তবে ভর বর্ষায় আর শরৎ এবং বসন্ত কালে ফোটা মিনি বা চাইনিজ টগর গুলো
দেখতে একটু অন্য রকম ভালো লাগে ।
এই ফুলের নাম আমার জানা মতে বাঙালায় বলে কাঠ গোলাপ। অন্য আর কোনো নাম আছে কিনা বা এর বৈজ্ঞানিক কি নাম
সেইটা আমার জানা নেই। এই ফুলটি বেশিরভাগ ভর বর্ষায় এবং শরৎ হেমন্ত ও বসন্ত কালে ফোটে ।
এই গাছটা তাল পাতার মতো পাতা বলে একে বাঙলায় বলা হয় তালপাম । আপনাদের কাছে অন্য কোনো নাম
জানা থাকলে প্লীজ আমাকে জানাবেন।
বাংলা বা বৈজ্ঞানিক বুঝিনা এগুলোর নাম এয়ার কন্ডিশন।
আসুন সবাই মিলে মিশে গাছ লাগিয়ে বাড়ির চারপাশে সবুজ পরিবেশ তৈরি করি।
পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করি।তবে একটু সতর্ক থাকতে হবে যাতে করে গাছের গোড়ায়
বা টপে বা বাসার আশেপাশে পানি জমে না থাকে এবং বাগান যেন নোংরা না থাকে।
এক দুই দিন পর পর বাগান পরিষ্কার করতে হবে। না হলে এসিড মছার উৎপাত বেড়ে যাবে
এতে করে ডেঙ্গু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই বাগান পরিষ্কার করে রাখতে হবে।
০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তথ্যগুলো জেনে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৯
আজব লিংকন বলেছেন: সুন্দর। কাঠগোলাপ আমার পছন্দের একটা ফুল।
গুগল বলে, কাঠগোলাপ (ইংরেজি: Frangipani), (দ্বিপদ নাম: Plumeria) হচ্ছে Apocynaceae পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের গণের নাম। কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল।