নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে স্বাধীনতা দিবস অর্থাত ২৬শে মার্চ বিকেলে বউ বাচ্চাদের সাথে নিয়ে হঠাৎ কি মনে করে যেন হাতিজিল বেড়াতে গেলাম ।হঠাৎ করে আমার ছোট মেয়েটি আইস্ক্রিম খাওয়ার বাহানা ধরল ।এখন তাকে আইস্ক্রিম না কিনে দিলে আর রক্ষা নাই শেষে দুই মেয়ের জন্য দুটি আমাদের স্বামী শ্ত্রী দুজনের জন্য দুটি মোট চারটি আইস্ক্রিম কিনে আনলাম । তখন বিকেল পাঁচটার মত বাজে । আমরা আইস্ক্রিম খাচ্ছি এমন সময় একটি ছোট দশ বারো বছরের বাচ্চা এসে আমার শ্ত্রীকে বলছে আমাকে একটি আইস্ক্রিম দিবেন । ছেলেটির গায়ে ছিড়া ময়লা একটি সার্ট আর
হাপ প্যান্ট পড়া ।আমার শ্ত্রী তার আইস্ক্রিমের দিকে লক্ষ্য করে দেখল তার আইস্ক্রিমটি শেষ পরে আমায় বললো ছেলেটিকে দশটি টাকা দাও । আমিও আর দেরি না করে সাথে সাথে পকেট থেকে দশটি টাকা বের করে ছেলেটির হাতে দিলাম । ছেলেটি টাকা হাতে নিয়ে এক দৌড়ে বেশ কিছু দূর চলে যেয়ে থেমে পড়ল এবার আমাদের দিকে তাকিয়ে মুখে একটি মায়াবী মিষ্টি হাসি দিয়ে চলে গেল ।এ দেশে এরকম
হাজারো ছেলেমেয়ে আছে যাদের একটি আইস্ক্রিম কিনে খাওয়ার সমর্থটুকো নেই ।
তাদের কে দাঁড়াবে ? এই সমাজের কি কোন দায়িত্ব আছে তাদের প্রতি ?
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই ।শুভরাত্রী ।
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২০
নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো লাগলো পড়ে।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: লেখাটি পড়ে ভালো লাগল।