নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকে আমি ভাবলাম আপন
সেতো ভাবল পর,,
তইতো তারে নিয়া
হইল না বাঁধা সুখে আমার ঘর ।।
অনেক আশা অনেক স্বপ্ন
ছিল মনে,,
সব শেষ হইয়ে গেল
তার মিথ্যে প্রেম বিসর্জনে ।
বিশ্বাস করে তারে
দিয়েছিলাম মন,,
ভেবেছিলাম তারে আপন,
সেই বিশ্বাসে করল আঘাত,
করল অপমান ।
এখন অবিশ্বাসের প্রহরে
কাঁটে যে প্রতি পহর,,
যেন আমি একাই জেগে আছি
সে কষ্ট দেখে
আমার নির্ঘুম চোখ দেখে
কাঁদে প্রতিটি অলিগলি
কাঁদে আমার মত এই ব্যস্ততম রাত জাগা শহর ।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
দীপংকর চন্দ বলেছেন: বিষাদের গোছানো প্রকাশ!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
আমি মিন্টু বলেছেন: ভালো লাগল
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
অশ্রুজলে প্লাবন বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
কালের সময় বলেছেন: গুড কবিতা ।