নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মা খালাগো ছোট্র বেলার দুঃখের কথা ।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

বাজান বাজারে গেছেন দোকানী শেষ করে আসতে আসতে সেই মাঝ রাইত আর মাতো মইরা যাইয়া চির সুখের নিদ্রায় আছেন । ছোট ছোট আমরা পাঁচ বইন আর এক ভাই একে বারে ছোট বাকি দুই ভাই বিয়া কইরা আলদা হইয়া বাইচ্চা গেছেন । মা মরার সময় তার শরীরে যে সোঁনা রূপা ছিল টা হকলের বড় যে ভাই তার বউ মানে তগো বড় মামি চুরি কইরা লইয়া গেছেন । যত ভাবনা আমার কুলে ছয় মাসের ছোট এক ভাই মানে তগো ছোট মামা । আর বাকি চার বোন কারো তিন কারো দুই গড়ে আট কি দশ বছরের ভিতর হইব । বাজান আসতে আসতে একটু ঘুমাইয়া লই । বাজান আইজ আইতে দেরী হইতে পারে আজ হাট বারের দিন । বাজান কইছে আইজ বেশি বেচাকিনা হইব তাই বাজানেরও বাড়ি ফিরতে দেরী হইব । আর বাড়ি ফেরাপথে বড় মাছ কিনা আনবো ।

কেবল চোখে ঘুম লাইগা আইছে এর মধ্যে চিক্কার শুনতে পেলাম । কে যেন চিক্কার কইরা কইতে লাগলো আগুন লাগছেরে আগুন লাগছে অমনেই চোখ মেইল্লা দেহি আমাগো ছুনের ঘর ছিল যে ঘরে তোর চাইর খালা তোর ছোট মামা আর আমি ঘুমাইতেছিলাম হেই ঘরের একপাশে ধাও ধাও কইরা আগুন জলছে । আমি তোর খালাগো আর মামারে ঘর থেইকা বাইর করতে করতে ঘর পুইড়া মাটি সহ লাল হইয়া গেল ।

তোর নানা আইয়া সে কি কান্দন বাজান মনে করছিল ঘরের সাথে সাথে আমরাও পুইড়া গেছি । আমাগো বাড়ি পুড়ে যাওয়ায় আমরা যাইয়া পাশের বাড়ির এক ঘরে ঘুমাইয়া ছিলাম । আর তোর নানায় মনে করছিল আমরাও পুরে ছাই হইয়া গেছি তার লাইগা কি কান্নারাই না সেদিন কানছিল বাজান । পরে তোর নানার কান্দন শুইন্না হেই পাশের বাড়ির মানুষেরা আইসা তোর নানারে খবর দিল আমরা বাইচ্চা আছি মরি নাই । পরে বাজান যাইয়া আমাগো ছয় ভাই বোনেরে বুকে নিয়া কি কান্দনই না কানছিলরে বাবা । আজও মাঝে মাঝে সেদিনের সেই কথা মনে পড়লে বুক ফাইট্টা কান্দন আছে ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

নূর আল আমিন বলেছেন: গল্পটা ছোট হইলেও অসাধারণ হইছে

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১

মামুন ইসলাম বলেছেন: পড়ার জন্য অসংখক ধন্যবাদ ভাই ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৮

মোঃ হৃদয় শেখ বলেছেন: ভালো লাগলো পড়ে । সুন্দর হয়েছে

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ নতুন গল্প লিখা শিখার চেষ্টা ভাই ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫২

প্রামানিক বলেছেন: ছোটের মধ্যে অসাধারণ গল্প। ধন্যবাদ

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৫

মামুন ইসলাম বলেছেন: দোআ করবেন ভাই । শুভেচ্ছা থাকলো ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭

আমি মিন্টু বলেছেন: বাহ মামুন ইসলাম ভাই বহুদিন পরে আপনার একটি ভালো লেখা পাইলাম । আপনার লেখাটি পরে খুব
ভালো লাগলো । :)

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ পড়েছেন বলে কৃতজ্ঞ থাকলাম ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৮

ব্লগ সার্চম্যান বলেছেন: লেখাটি ছোট হলেও পড়ে তৃপ্ত পেলাম

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১

কিরমানী লিটন বলেছেন: ছোট ছোট পুকুরেরে
ছোট ছোট পুঁটি মাছ
বিদ্যুৎ বুকে ধরে রাখে ...

সত্যিই অসাধারণ , শুভকামনা অশেষ ...

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ লিটন ভাই । শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.