নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে বিষবাষ্পের মতো প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে
সর্বগ্রাসী রাক্ষসী নড়খাদক দূর্নীতি নামক ক্যান্সার । যা জরীব করলে
দেখা যাবে সমাজে এ ব্যাধি মরনা পর্ণ রোগ এইচ আর বি এইচ এর থেকে তুলনা মূলক কম নয় । সমাজ বলুন পাড়া বলুন থানা বলুন জেলা শহর বলুন সারা দেশ জুড়েই রয়েছে দুর্নীতি । সর্বনাসা এ মরন ব্যধির মরন ছোবলে আজ সারা দেশ সারা দেশের মানুষ জর্জরিত । আর এ ব্যধি স্কুল থেকে শুরু করে কলেজ ইনভার্সিটি পযন্ত ও বিভিন্ন অফিস আদালত পযন্ত চলছে এ দুর্নীতি কার্যক্রম ।
তাছাড়াও রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি আন্তর্জাতিক ,অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি শিল্প ব্যবসা বাণিজ্যসহ সংস্কৃত পযন্ত সর্ব স্থানেই চলছে দুর্নীতি । এক কথায় বলা চলে দেশে তুলনামূলক সততা কমে গেছে ।
আর এ সব দুর্নীতির জন্য দেশের নানা ধরনে ক্ষতিকর দিক বেড়ে চলছে ।
ক্ষতিকর দিকগুলো যেমনঃ
১। প্রশাসনিক দক্ষতা হ্রাস হচ্ছে ।
২। জনগনের মধ্যে নানা ধরনের বিড়ম্বনা বাড়িয়ে তুলে ।
৩। সাধারন জনগণ ও প্রশাসনের মধ্যে দুরর্ত তৈরি করে ।
৪। জনগনকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয় ।
৫। সরকারের সিদ্ধান্ত নিতে দীর্ঘসূত্রতা সৃষ্টি করে ।
৬। সরকারের প্রতি অনেক জনগণের শ্রদ্ধাও কমে যায় ।
৭। আন্তর্জাতিক ভাবে বিদেশের কাছে দেশের সুনাম মারাক্ত ভাবে ক্ষুণ্ন হয় ।
৮। বিভিন্ন উৎপাদনশীল বা উন্নয়ন খাতে বিনিয়োগে নানান ধরনের বাঁধা তৈরি করে ।
৯। দেশে নৈরাজ্য সন্ত্রাস ও মাদক ব্যবসা ও আসাক্ত এবং নানা ধরনের কার্যক্রম ক্রমেই বেড়ে যায় ।
চাইলে রাষ্ট্র সরকার ও রাষ্ট্রের জনগণ একত্রিত বা সমমিলিত হয়ে দেশ থেকে দুর্নীতি নামক মরণ বাধিকে চিরতরে দূর করা যায় । আর সে ক্ষেত্রে সরকারকে জনগনের প্রতি আর জনগনকে সরকারের প্রতি আস্থা রাখতে হবে । তবেই দুর্নীতি মুক্ত একটি দেশ গড়া সম্ভব ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
মামুন ইসলাম বলেছেন: হুম খারাপো বলেন নাই ভাই । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৩
কানিজ রিনা বলেছেন: রাজনীত দূরনীতি হাতের এপিট ওপিট। এখানেই
আমরা সারথক।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১২
মামুন ইসলাম বলেছেন: কি জানি কিছু বুঝি না ।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২১
আমি মিন্টু বলেছেন: দুর্নীতি কি জিনিস ভাই একটু খুলে বলবেন । ভালো বক্তব্য
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১০
মামুন ইসলাম বলেছেন: কমুনি সময় মত
৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৩
গিড়িংগি বাজ বলেছেন: দুর্নীতি বলতে পারেন ছোয়াছে রোগ
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯
মামুন ইসলাম বলেছেন: ঠিকি কইছেন । ভালো লাগলো মন্তব্য ।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮
বিপরীত বাক বলেছেন: দুর্ণীতি সুযোগ নয় অধিকার।।