নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

হায়রে ভ্রামমান আদালত হায়রে ম্যাজেস্টেডেট । X(( :|

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৬

আজ আর বেশি কিছু লিখবো না কারন আমার সারে চার বছর বয়সি মেয়েটির জন্য মন খারাপ । গত দুই মাস দেখে অনেক ওষুধ খাওয়ানোর পরে ডাক্তার সাহেব ফাইনাল পদক্ষেপ নিলেন আমার মেয়ের গলা কাটবেন । আর ডাক্তার সাহেবের মুখে এই কথাটি শুনে মনটি ভীষন খারাপ হয়ে গেল । অতটুক মেয়ে অতটুক বয়সে সৃষ্টি কর্তা তার এমন একটি রোগ দিলেন যে রোগের কারনে তার গলা কাটতে হবে । থাক আর নাই বা বললাম আমার মন খারাপের কথা আর নাই বা শুনলেন । চলুন এবার দেশের ম্যার্জেস্টেট সাহেবের কিছু কথা বলি । ঘটনা হল আজ কদিন থেকেই শুনছি গাড়ি ভাড়া নিয়মন্ত্রন নিয়ে একটি ভ্রামমান আদালত গঠন করা হয়েছে । অবশ্য সে কারনে রাস্তাও বেশ ফাঁকা যাচ্ছিল কদিন ধরে । যাই হোক আজ সকালে মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ভালই গেছি কোন জায়গায় আটকানো হয় নাই পুজর ছুটির কারনে রাস্তায় তেমনগাড়িও ছিল না ।

ঘটনার অঘটন ঘটলো আসার পথে পিজির সামনে বা সাহাবাগের সামনে থেকে টিকেট কেটে ফাল্গুন গাড়িতে চরে বসলাম আমি আমার স্ত্রী ও আমার ছোট মেয়েটি এবং গাড়িতে অন্যান্য যাত্রীরাও আছেন । গাড়ি কিছু দূর এগিয়ে আসার পর হঠাৎ ব্রেক করল । আমি প্রথমে ভাবলাম হয়ত গাড়ির চাকা পানসার হয়েছে । পরে দেখি না সব ঠিক আছে । প্রথমে দেখলাম দুজন পুলিশ পরে তাদের পিছনে একজন কোট টাই পড়া ভদ্র লোক গাড়িতে উঠছেন । ভদ্রলোক একজনকে জিজ্ঞেসা করলেন আপনদের কাছ থেকে ভাড়া কি বেশি নেওয়া হয়েছে । আমরা সকলে বললাম না ভাড়া বেশি নেয়নি এবং এটা একটি কাউন্টার গাড়ি ও এরা আগের ভাড়াই রাখছেন ।

এর মাঝে গাড়ির ড্রাইভার ভাই বললেন স্যার আমাদের এটা কাউন্টার গাড়ি আর এ গাড়িতে আগের চ্যাট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে । বাস হয়ে গেল ড্রাইভার ভাই এই কথাগুলো বললো কেন ? এটাই তার অপরাধ সে কারনে তাকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে তার গাড়ির কাগজ পত্র পরে তার ড্রাইভারীং লাইসেন্স চাওয়া হল । সবগুলো কাগজ দেওয়া হলে সব দেখে তাকে বলা হল সব ঠিক আছে কিন্তু ড্রাইভারের অপরাধ একটাই আর তা হল সে কেন ম্যাজিস্টেডেটের সামনে বললো স্যার এটা কাউন্টার গাড়ি । আর এ কথার জন্য ড্রাইভার ভাইয়ের জরিমানা করা হল মাত্র ত্রিশহাজার টাকা এবং তা নগদ দিতে হল । এবার পাঠক গণ বলুন এটা কি আসলে ঠিক হল নাকি অন্যায় হলো । এটাকি ব্যাবিচার হলনা একজন ড্রাইভারের প্রতি ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৬

সেয়ানা ০১ বলেছেন: ঠিক করছে| ড্রাইভারকে প্রশ্ন করা হয় নাই, প্রশ্ন করা হইছে যাত্রীদের| উত্তরও যাত্রীরাই দিবে|

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৬

মামুন ইসলাম বলেছেন: আপনি বলেছেন ঠিক করছে| ড্রাইভারকে প্রশ্ন করা হয় নাই, প্রশ্ন করা হইছে যাত্রীদের| উত্তরও যাত্রীরাই দিবে|
এটা যেমন ঠিক তেমন দেশে এখন অনেক সহজ সরল মানুষও আছে যারা কেওনা কেও ড্রাইভার ।
তাই সহজ সরল হলেও যদি তাকে জরিমানা দিতে হয় । তাহলে @সেয়ানা সাহেব আপনিকি বুকে হাত রেখে বলতে পারবেন
এইযে দেশে কত ক্ষেত্রে থেকে ম্যাজেস্টেডেট গণ কত টাকা জরিমানা নেন সব টাকা কি সরকারী গুডামে জমা দেন । আর যদি
সব টাকা সরকারি গুডামে জমা নাই দেন তাহলে তো তারাও অন্যায় কারী তাহলে তাদের জরিমানা কে দিবে ?

২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৬

সেয়ানা ০১ বলেছেন: ড্রাইভারের "চোখ রাংগানী আর ঘার ত্যারামি" আপনি হয়তো দেখেন নাই, দেখলে এই কথা বলতেন না !

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৮

মামুন ইসলাম বলেছেন: দেখিনি যে ভাই একেবারে আসলে তা না কিন্ত আমার প্রশ্ন দেশের সব ড্রাইভারতো আর খারাপ না । দশজন ভালোর সাথে
পাঁচজন খারাপ থাকতেই পারে । তাই বলে সকলকে সাজা দিতে হবে এমন কোন কথা নাই ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:

বিসিএস দেয়ার পর, মানুষ অমানুষ হয়ে যায়।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৪

মামুন ইসলাম বলেছেন: সুন্দর কথা বলছেন ভাই ।
এক কথায় সে পুরনো কথা মনে পরে গেল যারা রক্ষক তারাই হলেন বক্ষক ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০০

আহলান বলেছেন: এটা অন্যায় .. .. ... তবে এই দেশে এসব কোন ঘটনাই নয় ...

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ঠিক বলেছেন এটাই আসল কথা আমাদের দেশে এগুলো রোজকার সিনেমার সংলাপ বা দৃশ্য ।

৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

গেম চেঞ্জার বলেছেন: ভার্সিটিগুলো থেকে কি-সব বেরুচ্ছে???

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ গেম চঞ্জার ভাই । ওইযে কিছু কিছু মানুষ শিক্ষিত নামের ভয়ংকর জন্তু হয়ে বেড়োচ্ছে । আর এরাই নাকি আগামীতে
দেশকে এগিয়ে নিয়ে যাবে ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

কালের সময় বলেছেন: খুব খারাপ খুব খারাপ এটা বহুত অন্যায় ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ খারাপ বা অন্যায় বলে পৃথিবীতে এখন আর কোন শব্দ এখন আছে কি না আমার জানা নাই ।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

নতুন বলেছেন: যদি শুধু কথা বলার জন্য জরিমানা করে থাকে তবে ঠিক হয়নি। এটা ক্ষমতার অপব্যাহার।

মনে হয়না শুধু কথা বলার জন্যই জরিমানা করা হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ নতুন ভাই আমি সয়ং নিজে সে গাড়িতে উপস্থিত ছিলাম এবং এ পরিস্তি আমি নিজে দেখেছি ।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

কিরমানী লিটন বলেছেন: সেয়ানা বলেছেন: ঠিক করছে| ড্রাইভারকে প্রশ্ন করা হয় নাই, প্রশ্ন করা হইছে যাত্রীদের| উত্তরও যাত্রীরাই দিবে|

সতত শুভকামনা ...

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪০

মামুন ইসলাম বলেছেন: কিরামানী ভাই রক্ষক নামের কিছু দানবের কাছে যাত্রীই কি আর ড্রাইভারকি সবই সমান । যদি যাত্রীই উত্তর দিবে তাহলে যাত্রীতো
ড্রাইভারের কাছে যাতে কোন জরিমানা না করা হয় তার জন্য রেফারেন্স করেছিলেন কোথায় তাদের রেফারেন্সতো রাখলেন না তারা ।আপনার জনও সতত শুভকামনা থাকল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.