নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব লেখাই ভালো করে লেখার চেষ্টা করি । তবু কেন যেন আমার লেখাগুলো কেমন জানি অসম্পূর্ণ রয়ে যায় । অনেক সময় গুছিয়ে লিখলেও কেন যানি অগোছালো হয়ে যায় । মাঝে মাঝে নিজের লেখা নিজে পড়েও যেন কোন তৃপ্ত পাইনি তেমন কোন যুক্তি এবং কোন অর্থ খুঁজে পাই না আমার লেখায় । আবার লেখার পর লেখাগুলো কোন আকার ধারন করলো তাও নিয়ে ভাবার মত কোন বিষয় মনে করি না । যেমন অনেক লেখা অবাস্তব হয়ে যায় আবার অনেক লেখাই অনেকের জীবন কাহিনীর সাথেও মিলে যায় । কিছু সত্য আবার কিছু মিথ্যা মিক্স হয় । আবার কোন কোন পর্বে সে লেখাগুলোই একটি গল্পের গোলক ধাধা হয়ে রয় । আবার কিছু আছে ঢাকা থেকে শুরু করলে বরিশাল যেয়ে লেখা বন্ধ করি তবুও লেখা শেষ হয় না । সব সময় শুনেছি সব কিছুর শুরু থেকে শেষ আছে কিন্ত আমার কোন শেষ দেখছি না । না ভাই জীবন বা লেখা শেষ হওয়ার কথা বলছি না । আমি বলছি আমার বানান ভুল শেষ হওয়ার কথা ।
আজও আমার বানান ভুল শেষ হল না । আর এটার কোন শেষ আছে কি না তাও জানা নাই ।
অবশ্য তা নিয়ে আমি মাথা ঘামানোর চেষ্টাও করি না । আর চেষ্টা করেই বা কি হবে । মনে হয় না কোন লাভ ক্ষতি হবে কারন আমার মাথা আছে বুদ্ধি নাই । এ কথা আমার স্ত্রীই বলেছে । আমার মাথায় নাকি শুধু ইন্টারনেটের ভূত বাস করে ।
অবশ্য স্ত্রীর কোন দোষ নাই । ভাই যত দোষ আমারই কেননা আমি এসব বাড়টি ঝামেলা
নিয়ে কখন চিন্তাও করি না । অবশ্য তাকেই বা কি বলবো যতখন বাসায় অবসর বসে থাকি ততখন ফেসবুক নাইলে বিভিন্ন ব্লগ পাড়ায় ঢুকে এ ব্লগার ও ব্লগারে মারামারি দেখি । সুতারাং অন্য কিছু নিয়ে টেনশনের সময় নাই । আর তাই মনে হয় আমার স্ত্রীর কথাই সত্য আমারো মনে হয় সেটাই । যাক আজকের হাতের লেখা এ পযন্তই । অনেক রাত হল ঘুমাতে হবে । সকাল হতে বেশি বাকি নেই ।
সকাল হলেই আবার সেই আপন ঘরে দৌড় দিতে হবে আপন মানুষদের কাছে । যে কর্ম স্থলে সারাদিন এবং রাত দশটা কোন কোন দিন রাত বারোটাও পযন্ত থাকতে হয় । সারাদিন নানান ধরনের মানুষের সাথে মিশতে হয় অর্থাৎ সে কর্ম স্থলই আমার আপন ভূবন আর সেখানকার মানুষ গুলোই আমার বড় আপন জন ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৮
মামুন ইসলাম বলেছেন: ধুর মিয়া গাজী ভাই ওইটা ভুল হয় কেমনে
ধন্যবাদ গাজী ভাই ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৬
আমি মিন্টু বলেছেন: ভাই আমি বলিনাই গাজী ভায়া কইছে ভাবীর নাম লেখতে যেন ভুল না হয় ।
আর ভালো কথা আপনার মেয়ের শরীর কি অবস্থা জানাইয়েন ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৭
মামুন ইসলাম বলেছেন: ধুর মিয়া ওইটা ভুল হয় কেমনে
৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৬
কমরেড ফারুক বলেছেন: ভাল একটা পিলিংস আমার সাথে মিলে গেলো।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাইজান মিলে যাওয়ায় ।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫৮
চাঁদগাজী বলেছেন:
বউ এর নাম লিখতে ভুল না হলেই হলো!