নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা করছি মহান আল্লাহুর রহমতে সকল সহ ব্লগার ভাই বোনেরা ভালোই আছেন । আমিও আপনাদের দুআই ভালো ছিলাম তবে আজ 'ক'দিন ধরে আমাদের সকলের অন্তরে বাসা বেঁধে থাকা এই সামুর ব্লগে একেক সহ ব্লগার ভাইদের কৃতকর্ম বা সোনার হরফের ভাষা বঞ্চনীয় বা তাদের নানান ডির্জাইনের ছবি দিয়ে ব্লগ পোস্ট বা লেখাগুলো দেখে ও পড়ে আমার মন কি যে বলছে তা কি ভাবে প্রকাশ করবো সে জ্ঞানটুকও হারিয়ে ফেলেছি ।
যাই হোক মূল কথায় চলে আসি শুনেন সহ ব্লগ ভাইয়েরা আপনাদের একেক জনের কিছু ধর্ম বিরোধী লেখা দেখে এবং সে সব পোস্টে আপনাদের দেওয়া ছবিগুলো দেখে আমার মনে হয় আমার মত কারই বুঝতে বাকী নেই যে আপনেরা পর্যাপ্ত অসুস্থ হয়ে পরেছেন । তাই দয়া করে কয়েক দিন ব্লগে লেখা বাদ দিয়ে কোন হাসপাতালে যেয়ে ভর্তি হন তার পর না হয় আবার ব্লগ লেখবেন । আর যদি তাও না পারেন দয়া করে ব্লগে পোস্ট এবং সে পোস্টে কোন ছবি সংযোগ করার আগে একবার ভেবে নিবেন বা ভেবে দেখার অনুরোধ থাকলো আপনার পোস্ট করা ব্লগটি এবং তাতে সংযোগ করা ছবিটি আপনার বোন বা আপনার মায়ের চোখের সামনে পড়তে পারে । এবং আপনার মা বা বোন আপনার দেওয়া বা লেখা ব্লগটি এবং তার ভিতরে সংযোগ করা ছবিটি পড়তে পারেন এবং দেখতে পারেন ।
ভাই আমি কোন ধর্ম নিয়ে লড়াইকে সাপট করি না । তাই বলেতো আর কাউকে ধর্ম নিয়ে লড়াই থেকে বিরত রাখতে পারবো না । আপনেরা ধর্ম নিয়ে পোস্ট দিবেন বা লড়াই করবেন ভালো কথা করুন । তবে দয়া করে তা উভয় পক্ষে যুক্তি সঙ্গত ভাবে করুন । আর আপনাদের ধর্ম নিয়ে লড়াইকিত ব্লগগুলোতে খারাপ ভাষা এবং যে কোন প্রকার অশ্লীন ছবি দেওয়া থেকে দয়া করে বিরত থাকুন সকলের কাছে এই অনুরোধটুক থাকলো । আশা করি সহ ব্লগার হিসেবে এই অনুরোধটুক সকল ব্লগার ভাই রাখবেন ।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৬
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি এবং সেলিম ভাইকে । যদিও জানি ভাই এই অনুরোধে কেউ ছাড়া দিবে না তবু চেষ্টা আর কি ।
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২
আজাদ মোল্লা বলেছেন: ভাই মামুন ,
আপনার লেখায় যুক্তি আছে ।
তবে আমার পোস্টে কি কোন খারাপ ছিলো ।
প্রথম পাতা থেকে সরে গেলো যে ।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১১
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই আমি আপনার পোস্টটি পড়েছি আর তাই আপনার পোস্টি প্রথম পাতা থেকে ছড়িয়ে ফেলেছে শুনে মনটি
খারাপ লাগলো । আসলে বুঝতে পারছি না সামুতে হচ্চেটা কি ।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭
প্রবাসী পাঠক বলেছেন: ধর্ম নিয়ে অযথা বাড়াবাড়ি! বিরক্তিকর।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৩
মামুন ইসলাম বলেছেন: অতিরিক্ত বাড়াবাড়ি করছে একেক জন ।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৬
আমি মিন্টু বলেছেন: এটা কোন পোস্ট হল মিয়া । আপনিও দেখছি মামুন ভাই সামুর পক্ষে কথা বলছেন ।
মিয়া সামুতো আজকাল পাগলের কারখানা হয়ে যাচ্ছে তাহলে কি আপনিও সে পাগলের দলের একজন সদস্য নাকি ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৫
মামুন ইসলাম বলেছেন: আমি মিন্টু ভাই আমি সবার দলে ও পক্ষে আছি । কেননা ভাই আমি সুবিদা পার্টি করি ।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩০
আজাদ মোল্লা বলেছেন: প্রবাসী ভাই আমি কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিনি ।
যাহা আছে হিন্দু বইতে , তাই লিখেছিলাম ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৬
মামুন ইসলাম বলেছেন: আরে ভাই বাদ দেন এরকম একসিরেন্ট হয় মাঝে মধ্যে তা নিয়ে মন খারাপ করে বসে থাকলে কি আর চলে ।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩২
প্রবাসী পাঠক বলেছেন: @আজাদ মোল্লা , আপনার পোস্টে কমেন্ট করেছি। আশা করি দেখেছেন। সেই যুক্তিগুলো একটু ভেবে দেখবেন
৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৩
আজাদ মোল্লা বলেছেন: প্রবাসী পাঠক ,
সামু আমার পোস্ট মুছে দিয়েছে ।
তাই দেখতে পারিনি ।
দেখিনি বলে আর ভাবতে পারলাম না ।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
খোলা মনের কথা বলেছেন: নিতান্ত অসুস্থ মস্তিস্কের জন্য সুস্থ মস্তিস্কের উপদেশ। আশা করি সবাই মানার চেষ্টা করবে। ধন্যবাদ
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৮
মামুন ইসলাম বলেছেন: কেউ বুঝে নারে ভাই কেউ বুঝে না ।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর অনুরোধ।