নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

দেশে সরকারী ভাবে কিছু নতুন নিয়ম হলে ভাল হত

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

আমাদের দেশের নিয়মগুলো যদি এমন হত । একটি পরিবারে একটি শিশু জম্ম নেওয়ার প্রথম দিন থেকে তার নামে প্রাথমিক ভাতা শুরু হবে আর তার পড়া লেখা শেষ করে চাকুরি হওয়া পযন্ত সে ভাতা চলতে থাকবে । বিশেষ করে এতে অন্তত ধনী গরীবের যে ব্যবধান তা অনেকটা কমে আসার সম্ভবনা থাকতো ।
এর পাশাপাশি একজন মানুষ লেখা পড়া শেষ করবে তখন তাকে সরকার পক্ষ থেকে চাকুরি দিবে এবং তার চাকুরির বেতন থেকেই প্রতি মাসে তার মত করে যেন আরেকজন মানুষ তার সুবিধা গুলো ভোগ করতে পারে সে জন্য কিছু টাকা কেঁটে রাখবে ।
তাতে হয়ত সমাজে শিক্ষার হার বারতো এবং বেকার যুবক যুবতির যে অভিশাপ তাও মনে হয় সমাজ থেকে দূর হত । যদি এমন হয় একটি মানুষের চাহিদা অনুযায়ী যেমন তার লেখা পড়া থেকে শুরু করে তার লেখা পড়া শেষ এবং চাকুরী পযন্ত সকল দায়ত্ব সরকার নিবে এতে ঘুষের কোন সিস্টেম থাকবে না । এর পর শুরু হবে তার সংসারিক জীবনের যে খরচ তারও একটি বাজেট থাকবে এবং সে বাজেট অনুযায়ী তার বেতন ভাতা বাড়ানো হবে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: বিশাল জনগোষ্ঠী সম্পন্ন বাংলাদেশে মনে হয়, সম্ভব নয় !! অনেক সময় লাগবে......!!

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই । অবশ্য চেষ্টার কোন শেষ নাই ভাই । সরকার একবার চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

কানিজ রিনা বলেছেন: এটাতো মনে হছে্ছ উন্নত বিশ্বের নিয়ম। মামা
বাড়ির আব্দারের সমান। এদিক থেকে আমাদের
দেশ অনেক পিছিয়ে। হয়ত শুরু করা যেতে
পারে পথ কলিদের আর নিম্নবিত্তদের নিয়ে।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১

মামুন ইসলাম বলেছেন: কেন মামার বাড়ির আবদার হতে যাবে এটা আপনার আমার আমাদের সকলের ন্যর্য অধিকার । আমাদের চেস্টায়তো আমাদেরকেঐ
উন্নত বিশ্বর কাছে পৌঁছে দিতে পারে ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: জনসাধারনের সম্পৃক্তি ছাড়া এই দরিদ্র দেশের কোন সরকারের পক্ষেই সম্ভব নয়।। সুমনকরের মন্তব্য প্রনিধান।।

১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ তার পরেও যে যে যার যার স্থান থেকে এসব বিষয়ে সরকারের সাথে খোলা আলোচনায় বসলে অনেক কিছুই সম্ভব নত ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৬

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: যতই চাই সজীব হয়ে উঠব ততই নির্জীব হয়ে যায়। আমরা যে জড় সভ্যতাকে আলিঙ্গন করেছি। জড়তা যদি ভাঙতে পারতাম।

হে জড়সভ্যতা!
মৃত সভ্যতার দাস স্ফীতমেদ শোষকসমাজ
মানুষের অভিশাপ নিয়ে যাও আজ
তারপর আসিলে সময়
বিশ্বময়
তোমার শৃঙ্খলগত মাংসপেশীতে পদাঘাত হানি
নিয়ে যাবো জাহান্নাম দ্বারপ্রান্তে টানি
আজ এই উৎপীড়িত মৃত্যু-দীর্ণ নিখিলের অভিশাপ বও
ধ্বংস হও, তুমি ধ্বংস হও।
(কবি ফররুখ আহমদ)

১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

মামুন ইসলাম বলেছেন: হুম বুঝলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.