নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আগে নিজেকে চিনুন পরে অন্যকে চেনার চেষ্টা করবেন ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

আগে নিজেকে চিনুন পরে অন্যকে চেনার চেষ্টা করবেন ।
আগে নিজের পেটের কথা বা পেটনীতি নিয়ে ভাবুন পরে
না হয় রাজনীতি বা পরনীতি নিয়ে ভাববেন । ভাই ছোট বড় ছাত্র
সমাজ,কৃষকসমাজ,মোট বাংলাদেশে যত সমাজ বা গোষ্ঠি আছে তাদের সকলেরি রাজনীতি করার অধিকার আছে । শুধু সমাজই নয় সকল ধর্মের সকল লোকেরই রাজনীতি করা ইচ্ছা বা আশা থাকে এবং তাদের রাজনীতি করার অধিকারও আছে । তাই বলে এমন না
নিজেকে বিকিয়ে দিয়ে ।আজ আমাদের মধ্যেই না শুধু পুরো পৃথিবীতেই রাজনীতির বা রাষ্ট্র ক্ষমতার মূল উৎর্স দাঁড়িয়েছে যা নিয়ে তা হল ধর্ম । একজন লোক দেখা গেছে একটি দলে সুযোগ
পাবার আশায় সে আরেক ধর্মের লোকদের যা তা বলছে যার ফলশ্রুটিতে একজন হচ্ছে আস্তিক আর অপরজন হচ্ছে নাস্তিক যা মোটেও একজন ভালো মানুষ হিসেবে সমাজের কারোই কাম্য না । আপনি অন্যকে সম্মান করলে অন্যের ধর্মকে সম্মান করলে অবশ্যই আপনিও সম্মান পাবেন আপনার ধর্মকেও সম্মান করা হবে । আমাদের পূর্ব পুরুষদের কথাগুলো একটু চিন্তা করে দেখুন প্রিয় কবি কাজীনজরুল ইসলাম, প্রিয় কবি রবীন্দ্র ণাথ ঠাকুর এরকম আরো বহু প্রিয় কবি ছিলেন তারাও কিন্তু রাজনীতি কম বেশি করছেন এবং দেখা গেছে তারা একই সমাজে বসবাস করতেন ।
কথা হল তারাতো কখন রাজনীতি করতে গিয়ে ধর্মকে জড়ান নি ।
তাহলে আমরা কেন জড়াচ্ছি ।
সমাজে আজকাল এরকম অনেক বয়বিদ্ধ লোকও দেখা যায় যাদের ঘরে লবণ আনতে পান্তা ফুড়ায় তারাও রাজনীতি নিয়ে
তার বিপরীত দলকে নিয়ে নানা ধরনের খারাপ মন্তব্য করেন ।
কথা হল আপনি রাজনীতি করবেন ভালো কথা কিন্তু আপনি আপনার পেটের কথা আগে ভাবুন । ভাই ছাত্র, কৃষক,শ্রমিক সকলের উদ্যেশেই বলছি আগে নিজের পেট বা আখ গোছান তারপর রাজনীতি করেন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০

সুমন কর বলেছেন: পেত < পেট :(

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ জীবনের ভুলগুলোকে আর মানিয়ে নিতে পারলাম না তাই হয়ত এই পযন্তই থেমে গেলাম ।
ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.