নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি কথা বলার ঘড়ি তৈরি করার জন্য শিশুটিকে পুলিশ ধরে নিয়ে যান

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪


সিএনএন আহমেদ মোহামেদ স্কুলে একটি সাদাসিধা ঘড়ি জন্য তাকে গ্রেফতার করা হয় ।সে আমেরিকার টেক্সাসে বসবাস করে । এই শিশুকে নিয়ে সারা বিশ্বে চলছে আলোচনার ঝড় । এনবিসি, বিবিসি, সিএনএন, রয়টার্স সহ বেশ কিছু বড় ধরনের মেইনস্ট্রিম সমগ্র মিডিয়া তাকে সংবাদের প্রধান শিরোনাম করে তুলেছিল । হাতকড়া সহ একটি ছবি তাকে করে দিয়েছে বিশ্ববিখ্যাত ।১৪ বছর বয়ছি এই ছেলেটির নামে পুলিশের কাছে স্কুল কৃতপক্ষ রিপোট করলে পরে তাকে গ্রেপটার করা হয় ।আহমেদের এ বিষয়ে প্রেসিডেন্ট ওবামা প্রথমে ভয় পেলেও পরে তাকে প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসে আমন্ত্রন জানান ।
আহমেদ মোহামেদ নামের ১৪ বছর বয়সী এই শিশুটি তার বাসায় একটি কথা বলা ঘড়ি তৈরি করেন । পরে সে তার ঘড়িটি স্কুলে নিয়ে যান এবং সেই ঘড়িটা তার স্কুল টিচারকে দেখানোর পর শুধুমাত্র মুসলিম হওয়ার কারনে টিচার পুলিশ ডেকে শিশুটিকে ধরিয়ে দেয় । টিচার মনে করেছিলেন আহমেদ আসলে একটি টাইম বোম তৈরি করে নিয়ে গিয়েছিলো । তাই তিনি ঘড়িটি দেখার পরে ছেলেটিকে বলেছে ঘড়িটি আর অন্য কাওকে দেখিও না । পরে সে ম্যাডাম স্কুলের প্রিন্সিপালের কাছে যেয়ে এ ঘটনা বললে সে প্রিন্সিপাল পুলিশকে সংবাদ দিয়ে এনে ছেলেটিক ধরিয়ে দিলে ওখান থেকে হাতে হাতকরা লাগিয়ে পুলিশ আহমেদ কে তাদের সঙ্গে নিয়ে যান ।
তবে আর যাই হোক অবশেষে বলতে গেলে ছেলেটির ভাগ্য ভালো দিকেই নিয়ে গেছে । আর উদাহারন হিসেবে সব শেষে এক পর্যায়ে যখন এই খবরটি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার নজরে নেন এবং তিনি ছেলেটির প্রতিভার প্রশংসা করেন ও তাকে হোয়াইট হাউস ভ্রমনে আমন্ত্রন জানান । তাছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ শিশুটিকে ফেসবুকে যোগ দেওয়ার আমন্ত্রন জানান । এছাড়াও আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নাসার একটি সম্মেলনেও ছেলেটি নাসার তরফ থেকে আমন্ত্রন পান ।

লেখাটি অনুবাদ করা

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


সিঁদুরে মেঘ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ যা ভালো মনে করেন ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

***মহারাজ*** বলেছেন: খুব ভালো কথা ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

মিতক্ষরা বলেছেন: এই ছোট্ট ভুলটিই বালকের ভাগ্য খুলে দিয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

মামুন ইসলাম বলেছেন: হুম ঠিক বলেছেন । মানুষের ভাগ্য ভালো হলে এমনি হয় । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.