নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার হলে নকল ও পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারলে আত্মহত্যা করা সমান অপরাধ ।

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫

ভাগ্যের কিছু বাস্তবতা আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে বুঝতে শিখেছি । আমি যখন ফাইভে পড়ি তখন মাঝে মাঝে স্কুল চুরি করলে বাবা বলতো হয় ঠিক মতো লেখা পড়া কর নয়ত কোন হাতের কাজে লেগে যাও । ভবিষতে কাজে লাগবে । এ যুগে তুমি পড়া লেখা করলে করার মত করতে হবে যাতে ভবিষতে তোমার চাকুরি তোমার যোগ্যতায় হয় । যাতে চাকুরির জন্য কোন মামা খালুদের প্রয়োজন না হয় ।
আর যদি না কর তাহলে এমন কোন হাতের শেখ যে কাজ নিয়ে তুমি কোন বিজনেস করলে তাতে যেন তোমার হাত হয় পুজি । তার জন্য যাতে কোন ব্যাংকে বা কোন লোন অফিস থেকে কোন লোন নিতে না হয় ।
আমি যখন ক্লাস সেবেনে কিং বা এইটে পড়ি তখন আমার কয়েকটি খারাপ নেশা ছিল আর তা হলো বন্ধুদের নিয়ে আড্ডা আর হলে বাংলা সিনেমা দেখা এবং কবুতর পোষা ।
একদিন বন্ধুদের নিয়ে কাকলি ক্যান্টার মেন্ট সৈনিক ক্লাব সিনেমা হলে নায়ক মান্নার একটি ছবি দেখতে যাই । যাওয়ার সময় হাতে বেশ সময় নিয়ে যাওয়াতে আমার বাসা বাড্ডা শাহাজাদপুর থেকে হেটে হলে চলে যাই । ছয়টা থেকে নয়টা সো দেখে আসার সময়
হেটে বাসায় আসলে সময় বেশি লাগবে আর বাবার হাতের উত্তম মাধ্যম খাবার ভয়ে রিক্সায় আসি । রিক্সাওয়ালাকে কথায় কথায় জিজ্ঞাসা করলাম আপনি কি লেখা পড়া করেছেন ? উনি বললেন হ্যা করেছি বাবা । জিজ্ঞাসা করলাম কতকটুক লেখা পড়া করেছেন ? উনি বললেন বাবা আমাদের সময় দশ ক্লাস পযন্ত লেখা পড়া খরচ যোগাতেই আমাদের বাবা মায়েদের অনেক কষ্ট হত । তাই বাবা আমি বেশি লেখা পড়া করতে পারিনি স্কুলে ছয় ঘর পযন্ত গেছিলাম । উনাকে আমি ওনার লেখা পড়া সম্পর্কে জিজ্ঞাসা করার কারন হলো উনি খুব ইংরেজী বলতেছিলেন । আর ওনার কিছু কথা ছিল খুব বড় শিক্ষিত লোকদের মত ।
ওনাকে আমি একবার মজা করে বলে ফেললাম আংঙ্কেল আপনি কি কখন পরীক্ষার আগে বই কেটেছেন ? উনি আমায় বললো বাবাজি তোমার কথাটা বুঝতে পারলাম না । পরে আমি ওনাকে বুঝিয়ে বললাম পরীক্ষা হলে নকল করার কথা । উনি আমায় বললো বাবাজি তুমি খারাপ খাও আর ভালো খাও যেদিন প্রথম তোমার ভালোপথে উপার্জনের টাকার খাবার খাবে সেদিন তুমি খাবারের যে স্বাদ তা বুঝবে কারন ওটা তোমার উপার্জনের টাকার
খাবার ।
তিনি আরো বললেন বাবাজি তুমি বইকেটে পরীক্ষা দিয়ে যদি এক নম্বার স্থানের অধিকারী হও তবু তোমার সে একনম্বার স্থান কোন কাজে লাগবে না । কেননা তুমি পরীক্ষার হলে বই কেটে নিলে কিন্তু কোন চাকুরির ইন্টাভিউয়ের বোর্ডে তুমি কি কেটে নিবে ?
আর তুমি যদি নিজে কঠর পরিশ্রম করে লেখা পড়া করে পরীক্ষা হলে চতুর্থ কোন স্থান লাভ কর তাও ভাল । কেননা সেইটা তোমার পরিশ্রমের ফল ও তোমার মেধা । সেখানে তোমার জ্ঞান যা অর্জন হবে তা চিরদিন এমন কি মৃত্যুর আগ পযন্ত তোমার সঞ্চিত সম্পদের একটি অংশের মত তোমার কাছে জমা থাকবে ।
পরীক্ষার হলে নকল ও পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারলে আত্মহত্যা করা সমান অপরাধ । পরীক্ষার আগে থেকে ভাল করে পরিশ্রম করে লেখা পড়া করলে তা ফল ভাল হবে । আর একবার ভাল না হলে আরেকবার চেষ্টা করতে হবে । পরীক্ষা খারাপ হলে তাতে আত্মহত্যার কোন কারন আছে বলে মনে হয় না ।

বন্ধু রকিবের বাবার কিছু কথা রিক্সাওয়ালার কিছু কথা নিয়ে ফেলে আসা সৃতির পাতা মেলে
দেখা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৬

ব্লগার মাসুদ বলেছেন: ভাল লেখেছেন ধন্যবাদ ।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.