নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সকলের সাথে সকলের বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত ।

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২


এই বন্ধু দিবস হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল দ্বারা উন্নত হয়েছিল বলে জানা যায় । ১৯১৯ সালে এবং আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস এবং এই দিন সবাই একে অন্যেকে কার্ড দিয়ে দিয়ে এক অপরের সাথে কৌশলআদি ভালম্দ খবরা খবর নিতেন । সর্ব প্রথম বন্ধু দিবসের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়েছিল । ১৯৩৫ সালে মার্কিন কংগ্রেস ঘোষণা করেন যে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারকে বন্ধুত্ব দিবস হিসেবে প্রতিপালিত হবে । সেই থেকে বন্ধুত্ব দিবস হয় জাতীয় উদযাপিত দিনগুলোর মধ্যে একটি দিন বা দিবস । খুব শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের এর রুপ লাভ করে । বিশ্ব বন্ধুত্ব দিবস ধারণাটি ১৯৫৮ সালের ২০ জুলাই ডঃ Artemio Bracho দ্বারা প্রথম প্রস্তাবিত করা হয় । তখন তিনি তার বন্ধুদের সাথে পুয়ের্তো Pinasco তে নদীর তীরে একটি শহর যা উত্তর Asuncion,Paraguay থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত ডিনার করেছিলেন । কিন্তু বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয় প্রথম বিশ্ব বন্ধুত্ব দিবস ৩০ জুলাই করার জন্য প্রস্তাবিত করা হয়ে ছিল ১৯৫৮ সালে । ২০১১সালে ২৭শে এপ্রিল জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষিত হয় ৩০ জুলাই official International Friendship Day ৷ তবে ভারত সহ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপন করা হয় ৷

এবার আসুন বন্ধুদের নিয়ে কিছু ভাবনা করা যাক । আমাদের বন্ধুদের বিষয় কিছু জেনে নেই । যা জানা আমাদের খুব প্রয়োজন ।
তবে একটি কথা না বলেই নয় বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক সবার আগে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে গড়ে তুলতে হবে । পরিবারের সদস্য বলতে মা বাবা ভাই বোন এবং আর আত্মীয়স্বজন যারা আছেন তাদের সাথে আপনাকে খুব শক্ত ভাবে ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলতে হবে ।


একবার ভেবে দেখুনতো এই বন্ধুদিবসের দিনে আপনার বন্ধুর কি আপনার বন্ধুত্বের এই যোগ্যতা গুলো তার আছে কি না
যাচাইয়ে জন্য অবশ্যয়ই নিচের বিষয়গুলি যাচাই করে দেখুন ।

পারস্পরিক বিশ্বাস ।একে অপরের সঙ্গে সব আনন্দ উপভোগ করা । সহানুভূতি থাকা । পারস্পরিক চিন্তাভাবনা ও মূল্যবোধের গুরুত্ব দেওয়া । কম্প্রোমাইজ করার ক্ষমতা থাকা ।মানসিক সমর্থন দেওয়া । অন্যের ভাল কীভাবে হবে এই বাসনা থাকা
কঠিন সত্যের স্বীকার করে হলেও নিজের সততার প্রমাণ দেওয়া । প্রয়োজনে সবার জন্য ইতিবাচক গভীর কোন সিদ্ধান্তে পৌছাতে নিজেদের মধ্যে সমঝোতা করা । কে কি করতেছেন এটা নিয়ে বন্ধুদের মধ্যে কোন সংশয় না থাকা এবং সকলে সাথে শেয়ার । একে অপরের সাথে ঝগড়া করলে বা মনে কষ্ট দিয়ে থাকলে, সহনোভুতির সাহয্যে তা মিটিয়ে ফেলতে হবে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১

বাউল আলমগী সরকার বলেছেন: বন্ধু দিবসের অনেক শুভেচ্ছা

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ বাউল ভাই শুভেচ্ছা থাকল ।

২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:২৬

আবু শাকিল বলেছেন: শুভেচ্ছা মামুন ভাই ।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই শুভেচ্ছা জানবেন ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪

মো: আশিকুজ্জামান বলেছেন: অনেক শুভেচ্ছা রইল।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মো: আশিকুজ্জামান ভাই । শুভেচ্ছা জানবেন ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৫

সুমন কর বলেছেন: বন্ধুত্বের সীমারেখাকে কোন দিবস দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়।

শুভেচ্ছা রইলো।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই । শুভেচ্ছা থাকল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.