নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসা করি মহান আল্লাহুর রহমতে আমরা সবাই ভাল আছি ।
সুস্থ সুন্দর ভাবে পরিবার পরিসহ জনদের সাথে ঈদের আনন্দ শেষ করে
আবার সেই ব্যস্ততম স্থান ঢাকা আমরা যার যার কর্ম স্থলে যোগ দিয়েছি।
তাই যারা ঈদের আনন্দকে সহ পরিবার পরিজনদের সাথে ভাগাভাগী করার জন্য
ঢাকার বাহিরে চলেগেছিলেন এবং ব্লগে বসতে পারেন নাই এখন আবার ফিরে এসেছেন বা যারা সাময়ীক সময়ের জন্য ব্লগে বসতে পারেন নাই কিনতু এখন আবার ব্লগে ফিরে এসেছেন তাদের সকলকে সুস্থ ও ভালবাবে ঢাকায় ফিরে আসার জন্য প্রাণঢালা অভিন্দ
ও ঈদের শুভেচ্ছা ঈদমুবারক । চলুন লেখার মুল পর্বে চলে যাই ।
আপনাদের নিষ্চয়ই মনে আছে এর আগে ,,ইয়াহু,,জিমেল,,ব্লগের এ্যকাউন্টের বিষয়
আলোচনায় শধু ইয়াহুর বিষয় বুজিয়েছিলাম ।
তাই এ পর্বে আমরা নতুন বিষয় মানে গুগল জি মেল এ্যকাউন্ট কি ভাবে খুলতে হয়
সে বিষয়ের উপরে ।আলোচনা করব । ওয়েবদেখুন প্রথমত কথা হল আমরা অনেকেই মনে করি ইয়াহু বা জিমেল এ্যকাউন্ট আমাদের কি কি কাজে লাগে । একটু চিন্তা করে দেখুন কি কাজেই বা লাগে না । বর্তমান আমরা এমন একটি সময় মধ্যে দিন অতিবাহী করছি যেখানে নেট সাইটে বা ইন্টার নেটে যোগ দিলেই সবার আগে ডাক আছে একটি গুগল জিমেল । তার আগে একটু গুগল জিমেল আমাদের কি কি কাজে লাগে।গুগল জিমেল কাজে লাগে না এরকম সাইট আজপযন্ত ওয়েবে এরকম কোন সাইট হয় নাই । আপনার ,,আমার,,আমাদের সকলের ওয়েব সাইটে যে কোন সাইটে এ্যকাউন্ট খুলবেন সে ক্ষেত্রেই আপনার গুগল জিমেল প্রয়জন হবে । আর সব থেকে মজার বিষয় হল আপনি আমি পৃথিবীর যে কোন দেশ থেকে চাইলে জিমেল থেকে অন্য জিমেল সহযগী বা সহ কর্মীদের সাথে সামাজীক যোগাযোগ রাখতে পারি । আর জিমেল দিয়ে যোগাযোগের বড় উপকার হল মোবাইল ফোন বা টেলিফোনের মত দেশ অনুসারে একে কোন টাকা দিতে হয় না । আপনি চাইলে আপনার জিমেল থেকে হ্যংগইয়েট করে আপনার অন্য সহকর্মীর সাথে সরাসরী ভিডিও ফোন আলাপ করতে পারেন । তাতে কোন এক্সটা খরচ নাই আছে শুধু একটু ভাল মানের ইসপ্রিটের ইন্টার নেট ।। পৃথিবীর যেকেন স্থান থেকে আপনার কম্পিউটার ,,পিসি ,,নেট না থাকলেউ চলবে আপনার মোবাইল দিয়েউ আপনি আপনার ওয়েব সাইটের জিমেল এ্যকাউন্ট চেক করতে পারেন । যদি আপনার মোবাইলে নেট সিস্টেম থাকে এখন প্রায় সব মোবাইলেই নেট সিস্টেম আছে ।
চলুন দেখি ও শিখে নেই কি ভাবে আপনি ,,আমি,,আমরা সবাই গুগল জিমেলের এ্যকাউন্ট খুলব ।
প্রথমে ইন্টার নেট ইকসপোলার ,,,মজিলা ফায়ার ফক্স.,,,অথবা,,গুগল চরম ,,বা অন্য যেইতা থাকে আপনাদের পিসিতে । অন করার পরে লেখুন http://www.gmail.com/ অথবা এই লিংকের এখানে ক্লিক করুন করেছেন ক্লিক দেখুন এমন একটি প্রেস এসে হাজির হয়েছে
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/NEWSBBCBANGLA/08-2014/1466a31b267634cd2535f5dd6016e633_tiny.jpeg
অথবা এইলিংকে ক্লিক করতে পারেন এইযে এখানে ক্লিক করুন তার পরে দেখতে পারবেন ,,নাম,,পাসওয়ার্ড চাইছে
ঠিক তার নিচে লেখা থাকবে,,, নতুন এ্যকাউন্ট খুলুন,,সেখানে ক্লিক করুন অথবা এইযে এখানে এক ক্লিকে ডুকে পড়ুন
অতপর যেখানে যা যা চাইবে তা তা চটপট কঝক করে লেখে ফেলুন । সব শেষে কারেট নিউ এ্যকাউন্ট বা পরবতি পদক্ষেপ ক্লিক করুন। তার পরে আপনার মোবাইলে একটি গুগল কো্ডের ম্যসেজ আসবে কোডটি সংগ্রহ করে কোড চাইলে সেখানে বসিয়ে
দিন ব্যস হয়ে গেল গুগল জিমেল এ্যকাউন্ট ।
কি ভাই আপনেরা পারবেন না গুগল জিমেল একাউন্ট খুলতে ।
ঠিক এই একই নিয়মে আপনি ব্লগ পোষ্টে যাবেন ঠিক এই ভাবে
bloger লেখে গুগলে সাজ দিলে কয়েক অপসন লেখা একটি প্রেস আসবে যেমন আপনি এখানে ক্লিক করে দেখুন
পরে আপনি Google - Blogger ক্লিক করুন অথবা আপনি এখানে ক্লিক করে দেখুন
দেখবেন এখান আপনাকে সিংঙ্গিইন করতে বলবে
ঠিক আপনি জিমেলে যেভাবে সিংঙ্গিনকরবেন এখানেও ঠিক ঐ ভাবে করতে হবে ।
তার পরে নতুন একটি ব্লগ প্রেস আসবে সেখানে নিউ ব্লগ বা নতুন ব্লগ লেখা থাকবে ঠিক ঐ লেখার উপরে ক্লিক করে ব্লগের নাম বসিয়ে নিন ব্যস হয়ে গেল আপনার ব্লগ পোষ্টে ব্লগ সাইট সারা জিবনের জন্য একটি ফ্রি ব্লগ ।
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৫
মামুন ইসলাম বলেছেন: তেমন আর দিতে পারলাম কই ।
হেডস্যার আপনাকেউ অভিনন্দন কষ্ট করে আমার ব্লগ বাড়ী দেখে যাওয়ার জন্য ।
২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০৪
কালের সময় বলেছেন: বহুল উপকারীত একটি পোষ্ট
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৪
মামুন ইসলাম বলেছেন: @কালের সময় মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১১
মামুন ইসলাম বলেছেন: ভাই ঠিক আছে চলার পথে দেখা হবে
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০১
হেডস্যার বলেছেন:
বাহ !! ২০১৪ সালে এসে ভাই তো বিরাট একটা টেকি পোষ্ট দিয়ে ফেললেন।
অভিনন্দন !