নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
এত কিছুর পরও আমি বাচঁতে চেয়েছিলাম
কষ্ট মুছে নিয়ে হাসতে চেয়েছিলাম ।
তোমরা আমার দু্ঃখের ইতি টানতে দেও নি
শারিরীক নয় , মানসিক আঘাতে -
ধ্বংস করেছিলে আমায় !
নিজের পায়ে ভর করে
পৃথিবীটা দেখার আজন্ম সাধ ছিল
সৌভাগ্য হয় নি আমার !
আক্ষেপ হয় আমার ! শুধু আক্ষেপ
আমি মরে যাবার পর আমার প্রতি
যে ভালোবাসা প্রকাশ করবে
সে ভালোবাসা আগে প্রকাশ করো
আমি তাহলে আত্মহত্যা করব না !
কবিতাটি লেখার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে । প্রতিনিয়ত অনেক মানুষ আত্মহত্যা করে , শুধুমাত্র আশেপাশের মানুষের অবহেলার কারণে তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় । পৃথিবী ত্যাগের পূর্বে তারা কিছু নিদর্শণ দিয়ে যায় । আমরা বুঝতে ব্যর্থ হই । তারা মূলত বাচঁতে চায়
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮
তানবীর বলেছেন: ধন্যবাদ জানবেন ☺☺
২| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪১
আমি চির-দুরন্ত বলেছেন: সে ভালোবাসা আগে প্রকাশ করো
আমি তাহলে আত্মহত্যা করব না ! খুব ভালো
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯
তানবীর বলেছেন: ধন্যবাদ প্রিয় ☺☺
৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হয়েছে
৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। তবে আত্মহত্যা কোন সমাধান নয়।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে লেখা
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৮
অবনি মণি বলেছেন: ভালো !