নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সামুর সাথে কেন এমন হলো- সামুর বিরহে মন পাগল হলো।

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৯

আমাদের প্রতিদিনের ভাললাগা ভালবাসা ছিল সামু ব্লগ। ছিল প্রতিদিন প্রজাপতির মত ব্লগের আকাশে উড়াউড়ি। কিন্তু সব আনন্দ, সব ভালবাসা, উড়াউড়ি-ঘুড়াঘুড়ি হঠাৎই যেন বন্ধ হয়ে গেল।

সামু নাকি পর্ণ সাইট। হ্যা ঈশ্বর! এ কি কথা শুনি আজ নিন্দুকের মুখে। আমাদের ব্লগারদের এত দিনের ভাবনা, ঘটনা, গল্প, কবিতা, ছড়া, রম্য সবই জলে গেল তাহলে!

কেউ একজন বলেছিল-সব সম্ভবের দেশ বাংলাদেশ। এখতো দেখছি এটাই সত্য। আর এর পিছনে যুক্তি হল সামুকে পর্ণ সাইট বলে বন্ধ করে দেয়া। আরে ভাই একজন রাত কানাও বলবে সামু শুধুই ব্লগ পর্ণ সাইট নয়। কোথায় পড়ে রইল আমাদের সাহিত্য সাধনা, লেখালেখি, ভাব ও যোগাযোগের আদান-প্রদান।


আসলে এ ধরণের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। কি যে মুশকিল! প্রথম দিকে যতবার সার্চ দিতাম ততবারই দেখাতে- সাইটটি খুজে পাওয়া যাচ্ছে না অথবা ব্যাড রিকোয়েস্ট।

কিছুতেই যখন ঢুকতে না পেরে সামুর বিরহে পাগলপারা তখন ব্লগার নীল আকাশ ভাইকে ফোন দিলাম। কেন যেন মনে হয়েছিল উনি হয়তো একটা উপায় বলে দিতে পারবেন। হলোও তাই। উনি তাৎক্ষনিক মেইলে লিংক পাঠালেন আর আমি সামুতে ঢুকতে পারলাম।

কিন্তু খুশিটা স্থায়ী হলনা। পরের দিন থেকে টর ব্রাউজ ব্যবহার করেও ঢুকতে পারছিলামনা। আজ আবার ঢুকতে পারলাম।

আমার মত যারা ভুক্তভুগী তারা ব্লগার নীল আকাশ ভাই এর পাঠানে এই লিংকগুলোতে ট্রাই করতে পারেন।

লিংক-
Desktop Version for Windows:-
https://www.torproject.org/projects/torbrowser.html.en
How to install this shows in here:-
https://www.torproject.org/projects/torbrowser.html.en#windows

Andriod version for Mobile (Not Apple iPhone):
https://play.google.com/store/apps/details?id=org.torproject.torbrowser_alpha&hl=en
Just click this link at Google Play to install.
After installation, open and click the circular picture (Start) and wait, first time it will take some time to initialize. After that a browser window will open and you are fee to go any where...............

সামু মুক্ত হয়ে পথ চলুক অনলাইন জগতে আর ভাল থাকুক সকল ব্লগাররা।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩২

ভুয়া মফিজ বলেছেন: সবাই জানে সামু পর্ণোসাইট না......এটা একজনের প্রতিহিংসার শিকার। এটা নিয়ে চিন্তা করবেন না।
প্রজাপতির মতো ব্লগের আকাশে উড়াউড়ি করতে থাকুন যে কোনও ভাবে। :)
সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ।

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই মফিজ ভাই সে আশাতে বুক বেধেছি।

ধন্যবাদ।

২| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩২

তারেক ফাহিম বলেছেন: ওপেরা দিয়ে ঢুকার চেষ্টা করি।

কিন্তু মাঝের মধ্যে ডিস্ট্রাব করে।


সামুর পূর্বের ন্যায় প্রানবন্ত হয়ে উঠুক।

কল্পনাও করিনি আপনাদের এভাবে হারতে বসবো, স্যার। :(

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না। আমরা হেরে যাবনা।

সমস্যা কাটিয়ে আশার আলো উদিত হবে সামুর আকাশে।

অনেক দিন পর আপনাদের পেয়ে ভাল লাগছে।

ভাল থাকুন প্রিয় ফাহিম।

৩| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আসলে দুষ্টলোকের নজর পরেছে সামুতে।

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই নজরের আগুন যে এমন সর্বগ্রাশী হবে কে ভাবতে পেরেছিল।

আবারও সব ঠিক হয়ে যাবে। ভাল থাকুন।

৪| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৩

জাহিদ অনিক বলেছেন:

অপেক্ষায় আছি---- আছি সামু একদিন নিজেকে প্রমাণ করবে

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই প্রমান করবে এবং অধিষ্ঠিত থাকবে।

ধন্যবাদ।

৫| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৭

আমি মুক্তা বলেছেন: তবুও ধন্যবাদ, দিওয়ানা হইয়াও শ্যাষ পর্যন্ত সামুরে খুইজা পাইছেন! আশা করি অহন আর দিওয়ানা থাকপেন না! জলদি জলদি পোষ্টাইয়া প্রমাণ কইরা দ্যান সামু মরে নাই সামু এখনও জীবিত আছে থাকবে ইনশাআল্লাহ।

২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ! কি দ্বীলখোশ মন্তব্য।

মনটা ভরে গেল।

ভাল থাকুন আপনি।

৬| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: পাপবোধ বাস করছে মানুষের অন্তরে।

২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর সে অন্তরের অতলান্ত খোঁজ জানেনা মানুষ।

সব জানার ভান করে।

ধন্যবাদ।

প্রোপিকটা চেঞ্জ করেননি দেখা যাচ্ছে।

৭| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৯

মাহমুদুর রহমান বলেছেন: প্রোপিকটা চেঞ্জ করেননি দেখা যাচ্ছে।
কেন খারাপ দেখাচ্ছে নাকি?

২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালও নয় , খারাপও নয়।


ধন্যবাদ।

৮| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ পোস্টের জন্য। সামু অচিরেই স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটাই যেন হয়। ধন্যবাদ।

৯| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৯

নীল আকাশ বলেছেন: ব্লগে যেভাবে এখন ঢুকা যায়, ঠিক তেমনই সব রকম পর্ণসাইটে যখন ইচ্ছে ঢুকা যায়। বাম পায়ের হাটুর নীচের বুদ্ধি দিয়ে এই সব সাইট বন্ধ করা হয়েছে।
আমার বুদ্ধিটা শেয়ার করে সবাইকে দেয়ার জন্য মন থেকে ধন্যবাদ রইল!!
আর সামুর জন্য রইল শুভ কামনা।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

ধন্যবাদ।

আপনার কাছে কৃতজ্ঞ। আসলেই হঠকারিতায় ভাল ফল পাওয়া যায় না।

১০| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৩

ম্যাড ফর সামু বলেছেন: বাম পায়ের হাটুর নীচের বুদ্ধি দিয়ে এই সব সাইট বন্ধ করা হয়েছে। =p~ =p~ =p~

স্যালুট আকাশ ভাই! এখন লেগেছে ফেবু আর গুগল এর পিছে। গতকালকের একটা নিউজে দেখলাম, তাদের সতর্ক করে বক্তব্য দিচ্ছে। আর জুকারের সাথে নাকি জোকারের দেখা হয়েছিল স্পেনে, সেখানে নাকি জোকার জুকারকে সতর্ক করেছেন। হাঃ হাঃ

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি ?

হাসবো না কি কাদবো ?

ধন্যবাদ।

১১| ২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

আকতার আর হোসাইন বলেছেন: সামু পর্ন সাইট.....

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মিথাগুলোর এক্টি...

সবচেয়ে বড় অপবাদের মধ্যে একটি....

উপকারী পোস্ট...

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যই বলেছেন সর্বকালের সেরা মিথ্যোর মধ্যে একটি।


ধন্যবাদ।

১২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১২:৫৯

আরোগ্য বলেছেন: অনেক দিন পর মাইদুল ভাই নিশ্বাস নিতে পারলেন।

আশা করি আমাদের সামু শীঘ্রই ডানা মেলবে।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই দম বন্ধে মরে যাওয়ার অবস্থা।

পোস্ট দিতে পেরে অনেক খুশি।

আপনাদের দেখে দারুণ ভাল লাগছে।

ধন্যবাদ।

১৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় কষ্ট লাগে ।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই কষ্ট নিয়েই সামুর পাশে আমরা আছি।

ভাল থাকুন মামা। ধন্যবাদ।

১৪| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি সামুকে পর্ণ সাইটের অপবাদ দিয়ে বন্দ করে দেওয়াটা দুঃখজনক।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুঃখজনক হলেও সত্য। সুদিন আসবেই ।

ধন্যবাদ।

১৫| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুলভাই,

অবরোধের পর সামু ব্লগে ঢুকতে পারাটা যেন একটা পুনর্জন্ম। ব্যক্তিগতভাবে আমারও সে রকম উপলব্ধি হয়েছিল। গতকাল সোনাবীজ ভাই একটা পোস্ট পড়ে ও দেখে বুঝলাম সামুর সংকট খুব শীঘ্রই নিরসন হতে পারে । আমরা অপেক্ষায় আছি সামুর সুদিনের ।


শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় পদাতিক দা

সামুর ক্রান্তিকাল খুব দ্রুত শেষ হোক এটাই আমাদের চাওয়া।

ভাল আছেন নিশ্চয়।

ধন্যবাদ ।

১৬| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০১

আখেনাটেন বলেছেন: সামুর শনির দশা শীঘ্রই কাটবে আশা করি।

গুগলক্রোমে হটস্পট শিল্ড এক্সটেনশনটা চালু করে সহজেই সামু ব্রাউজ করতে পারেন।

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরাও তাই চাই।

ধন্যবাদ।

১৭| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামহোয়্যার ফিরে আসবে আপন মহিমায়।
তাকে আমরা হারাতে চাই না।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামু ফিরবে। ধন্যবাদ।

১৮| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

ভয়ের কোন কারণ নেই,
আমরা আবারো চাঙ্গু পাঙ্গু নিয়ে আড্ডাকে আরো রঙিন করে তুলবো। আমরা আবারো মুক্ত স্বাধীন পতাকার ন্যায় সত্যের গান গাইবো।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাজুল ভায়া

সামু ছাড়াতো আমাদের চলবেনা।

মুক্ত স্বাধীন সামু চাই।

ধন্যবাদ।

১৯| ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা প্রিয় মাইদুলভাই । উপরওয়ালা কৃপায় ভালো আছি। আশা করি আপনিও কুশলে আছেন।

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাদের দোয়ায় ভাল আছি।

ধন্যবাদ।

২০| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:০১

সুমন কর বলেছেন: ভিপিএন দিয়ে সহজে ঢুকতে পারবেন..........আশা করি, সামু অতি দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরাও তাই আশা করছি।

ধন্যবাদ কবি।

২১| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৩

জুন বলেছেন: ব্লগে আমাদের এত প্রানবন্ত ও সাবলীল পদচারনায় মনে হয় কারো কারো বদ নজর লেগেছে X((
সামু আগের অবস্থায় ফিরে আসলে তার গলায় জলদি জলদি একটা নজর পেন্ডেন্ট পরিয়ে দিতে হবে :`>
=p~

আশাকরি শীঘ্রই আমাদের প্রিয় ব্লগ আগের অবস্থায় ফিরে আসবেই আসবে মাইদুল সরকার ।
আমরা আশাবাদী

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সে আশার ঘর যেন বালির বাধ না হয়।

তবুও সামু আছি আমরা, থাকবো।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.