নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ফুল ভ্রমরের প্রেম

১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০১


ছবি: ইন্টারনেট

কথা হচ্ছিলো ভ্রমরের সাথে,
বলল সে খানিকটা ব্যস্ত,
হলদে এক ফুল থেকে
মধু নিতে হবে খুব দ্রুত।

বললাম তোমায় নিয়ে একটা গান বাঁধবো গো ভ্রমর,
ভ্রমর গুন্ গুন্ করে শুনিয়ে দিলো এক গান,,,,,

এ ফুল থেকে কিছু রং, সকালে নিয়ে যেও বন্ধু ,
তুমি সন্ধ্যায় সেজো ফুলমতি, আমি ছোঁয়াবো মিষ্টি মধু।
ফুল কাননে দেখা হবে আজ চঁন্দ্রমল্লিকায়,
ভ্রমর তুমি ঘুমিও নিশিতে,পাঁপড়ির বিছানায়।


এটুকু বলেই ভ্রমর মিষ্টি হাসি দিয়ে যেতে নিলো ,
পথ আটকিয়ে বললাম ,
''প্রেমে পড়েছো ভ্রমর তুমি, মধুর কথা পরে,
কোন ফুলেরই পাগল তুমি,তাইতো বল আগে।''


ভ্রমর হেসে লজ্জায় লাল,
বললো গানের পরের লাইনগুলো,

তুমি নাম না জানা ফুল, যদি না হয় কিছু ভুল,
সাদা পাঁপড়িতে জড়িয়ো আমায়, হারাতে চাই না কূল।
কথা দাও তবে ঝরে পড়বেনা, রাত্রি ভোরের শেষে,
খুঁজবো আবার কোথায় তোমায় হাজার ফুলের দেশে। ''


ভ্রমরের হাসিমুখ সহসাই ম্লান হয়ে গেলো
বললাম গান কি তবে শেষ গো ভ্রমর ?
উত্তর না দিয়েই ভ্রমর গুন্ গুন্ করতে করতে চলে গেলো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২১

জুল ভার্ন বলেছেন: অসাধারণ!!!

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২১

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৯

মিরোরডডল বলেছেন:





তুমি নাম না জানা ফুল, যদি না হয় কিছু ভুল,
সাদা পাঁপড়িতে জড়িয়ো আমায়, হারাতে চাই না কূল।
কথা দাও তবে ঝরে পড়বেনা, রাত্রি ভোরের শেষে,
খুঁজবো আবার কোথায় তোমায় হাজার ফুলের দেশে। ''


ভীষণ ভালো লাগা।

দেখতে দেখতে ছয় বছর চলে গেলো।
কিছু মানুষ চলে গিয়েও থেকে যায় আমাদের মাঝে।
সেই শুরুর দিকে এবির একটা গান।





১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৫

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
গানটা অনেক পুরোনো, খুব বেশি শোনা হয় নি ,শুনে সেই লাল টেপ রেকর্ডার /ক্যাসেট প্লেয়ার এর কথা মনে হয়ে গেলো।
এসব গান আমাদের মামা চাচারা খুব শুনতেন সেসময় (যারা একটু ক্লাসি ছিল)। ফিতা (ক্যাসেট) ধার করে গান শুনা সেসময় এক অন্য রকম অনুভূতি ছিলো।
একটু বড় হয়ে যখন খালেক স্যারের বেতনের অর্ধেক টাকা দিয়ে নিজের জন্য একটা ওয়াকম্যান কিনলাম তখন এবি আর জেমসের কম্বাইন্ড এলবাম দীর্ঘশাস কিনেছিলাম। সেখান থেকে একটা গান দিচ্ছি।
পরিণীতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.