নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

অভিনেতা

০৫ ই মে, ২০২৪ দুপুর ১:১৫



বলতে, আমি নাকি পাক্কা অভিনেতা ,
অভিনয়ে সেরা,খুব ভালো করবো অভিনয় করলে।
আমিও বলতাম, যেদিন হবো সেদিন তুমি দেখবে তো ?
এক গাল হেসে দিয়ে বলতে, সে সময় হলে দেখা যাবে।

আজ আমি অভিনয় শিখে গিয়েছি ,
চোখে কালো চশমা পড়ি, মুখ মাস্ক দিয়ে ঢাকি,
বাহিরের যে অবস্থা, নিজের প্রতি একটু যত্নশীল হয়েছি আরকি,
তোমার কি মনে আছে, তোমার সামনে দিয়ে যাওয়ার সময়
এই আমি হাজারো রোদ, ধুলোয় অন্ধকার রাস্তায়
কালো চশমা বা এসব মাস্ক ফাস্ক পড়িনি,
তুমি রোজ দাঁড়িয়ে দেখো আমায় এখন,
চিনতে পারো?
বুঝতে পারো আমি অভিনয় শিখে গিয়েছি ?
তোমার চোখে চোখ রাখার সাহস আর নেই।
কালো চশমায় রোদ চোখে লাগে না।

মুষলধারে বৃষ্টিতে মাথার ওপর ছাতা নিয়ে হাঁটি এখন,
যদি আবার জ্বর সর্দি এসে যায়,
এ অসুখ ফসুখ আর ভাল্লাগেনা।
মনে আছে তোমার ?
আগে মুষলধারে বৃষ্টিতে মাঝরাস্তা দিয়ে
শার্টের বুকের তিনটা বোতাম খুলে দিব্বি হেঁটে যেতাম,তোমায় দেখতে দেখতে
ওসব জ্বর সর্দি পরোয়া করতাম না।
বুঝতে পারো আমি অভিনয় শিখে গিয়েছি ?
তোমার চোখে চোখ রাখার সাহস আর নেই।
মাথার ওপর ছাতায় শরীরে বৃষ্টি পরে না।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৪ বিকাল ৩:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি
ভাল থাকবেন-------

০৫ ই মে, ২০২৪ রাত ১১:৩১

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ০৫ ই মে, ২০২৪ বিকাল ৩:২৪

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

০৫ ই মে, ২০২৪ রাত ১১:৩২

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই।

৩| ০৫ ই মে, ২০২৪ রাত ৯:৫৭

মিরোরডডল বলেছেন:





আগে মুষলধারে বৃষ্টিতে মাঝরাস্তা দিয়ে
শার্টের বুকের তিনটা বোতাম খুলে দিব্বি হেঁটে যেতাম,তোমায় দেখতে দেখতে
ওসব জ্বর সর্দি পরোয়া করতাম না।
বুঝতে পারো আমি অভিনয় শিখে গিয়েছি ?


হুম বুঝলাম!

০৫ ই মে, ২০২৪ রাত ১১:৩০

মায়াস্পর্শ বলেছেন: হুম বুঝলাম!
B-) B-)

৪| ০৫ ই মে, ২০২৪ রাত ৯:৫৯

মিরোরডডল বলেছেন:




মার্শ, এখানে ঝুম বৃষ্টি হচ্ছে।
ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

০৫ ই মে, ২০২৪ রাত ১১:২৮

মায়াস্পর্শ বলেছেন: আমি এতক্ষণ শিলা (বরফ) কুড়িয়ে খেলাম। এখনও অনেক বৃষ্টি হচ্ছে।

৫| ০৫ ই মে, ২০২৪ রাত ১১:৩৪

মিরোরডডল বলেছেন:




আমি এতক্ষণ শিলা (বরফ) কুড়িয়ে খেলাম।

ছোটবেলার কথা মনে পড়লো।

আমাদের এখানে কিছুদিন আগেও শিলাবৃষ্টি হয়েছে কিন্তু এখন আর সেই আগের মতো কুড়ানো হয়না।

০৫ ই মে, ২০২৪ রাত ১১:৩৮

মায়াস্পর্শ বলেছেন: ছোট বেলা বা বড় বেলা কোন বেপার নয়। আমার শিলা কুড়িয়ে খাওয়া সবার আগে তারপর অন্য কিছু B-)

০৫ ই মে, ২০২৪ রাত ১১:৪০

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন? What updates about your Eyes?

৬| ০৫ ই মে, ২০২৪ রাত ১১:৪৪

মিরোরডডল বলেছেন:




ছোট বেলা বা বড় বেলা কোন বেপার নয়।

ছোটবেলায় আমিও এ কাজ করতাম, তাই মনে পড়েছে :)

এখন শুধু দেখতেই ভালো লাগে, স্পর্শের আগ্রহ হারিয়ে ফেলেছি।

০৫ ই মে, ২০২৪ রাত ১১:৫০

মায়াস্পর্শ বলেছেন: স্পর্শের আগ্রহ হারিয়ে ফেলেছি।
ওরা গলে যাওয়ার আগেই ধরে খেয়ে ফেলি, যেগুলো ধরতে পারিনা ওদের জন্য অনেক মায়া হয়।
ছোট বেলায় একটা বাটি নিয়ে কুড়াইতাম। পরে পানি হয়ে গেলেও সবাইকে দেখাইতাম, বলতাম এই যে দেখো আকাশের পানি ধরিছি।

৭| ০৭ ই মে, ২০২৪ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর প্রেম কাহিনী

০৭ ই মে, ২০২৪ বিকাল ৩:২৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপু । B-)

৮| ১১ ই মে, ২০২৪ রাত ১২:০৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: কেমন আছেন? What updates about your Eyes?

ভালো আছি।
স্পেশালিস্টের এপয়েন্টমেন্ট পাইনি এখনো, ওয়েটিং।

১১ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৩

মায়াস্পর্শ বলেছেন: ভালো আছি।
স্পেশালিস্টের এপয়েন্টমেন্ট পাইনি এখনো, ওয়েটিং।

উন্নত দেশগুলোতে ভালো ডাক্তারের সাক্ষাৎ পাওয়া খুব কঠিন বুঝি ?

৯| ১১ ই মে, ২০২৪ দুপুর ১২:৫৯

মিরোরডডল বলেছেন:





জিপি কে পাওয়া যায় সহজেই কিন্তু স্পেশালিষ্ট পেতে অনেক দীর্ঘ অপেক্ষা করতে হয়।


১১ ই মে, ২০২৪ দুপুর ১:০৩

মায়াস্পর্শ বলেছেন: আচ্ছা আচ্ছা , আরো কতদিন পর সাক্ষাৎ পাবেন ?

১০| ১১ ই মে, ২০২৪ দুপুর ১:০৭

মিরোরডডল বলেছেন:




এন্ড অভ দিজ মান্থ বুকিং রিকোয়েস্ট দেয়া আছে।
হয় সেটা হবে, আর এভেইলেবল না থাকলে আবার নতুন করে ডেট দিবে।

১১ ই মে, ২০২৪ দুপুর ১:১২

মায়াস্পর্শ বলেছেন: এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ ভালো। যেমন লায়ন্স চক্ষু হাসপাতাল, ইস্পাহানি চক্ষু হাসপাতাল এখানে তাড়াতাড়ি ভালো স্পেশালিস্ট দেখানো যায়।

১১| ১১ ই মে, ২০২৪ দুপুর ১:২২

মিরোরডডল বলেছেন:





কারণ বাংলাদেশে ডাক্তারের সংখ্যা আর রোগীর সংখ্যা অলমোস্ট কাছাকাছি :)
এতো ডাক্তার!!

বাইরে ক্রাইসিস বলেই এখনও এখানে অনেক ডাক্তার পাড়ি জমাচ্ছে।
ইমিগ্রেশনের অন-ডিমান্ড লিস্টে চিকিৎসক আছে।



১১ ই মে, ২০২৪ দুপুর ১:২৫

মায়াস্পর্শ বলেছেন: কারণ বাংলাদেশে ডাক্তারের সংখ্যা আর রোগীর সংখ্যা অলমোস্ট কাছাকাছি :)
এতো ডাক্তার!!

একদম খাঁটি কথা। ওখানে বাংলাদেশী ডক্টরদের সংখ্যা কেমন ?

১২| ১১ ই মে, ২০২৪ দুপুর ১:২৯

মিরোরডডল বলেছেন:




I'm not sure actually.
হয়তো আছে কিছু।
সেইভাবে জানা নেই।

১১ ই মে, ২০২৪ দুপুর ১:৪৩

মায়াস্পর্শ বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.