নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ইউরোপ প্রবাসী, জীবনের নানা চড়াই-উতরাই পার করে আজকের এই আমি। ব্লগে আবেগ অনুভূতি শেয়ার করি যেগুলো হয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়না। আমি একজন অনুভূতির ফেরিওয়ালা......

আমিই সাইফুল

চলতে চলতে হবে পরিচয়.....

আমিই সাইফুল › বিস্তারিত পোস্টঃ

নিউজিল্যান্ডে এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬

আমেরিকার যাওয়ার আশায় ভিবোর হয়েছিলাম কয়েকমাস। ভর্তি হয়েছিলাম নর্দান স্টেট ইউনিভার্সিটিতে কিন্তু আশা ভঙ্গ হলো যেদিন আমেরিকার ভিসা রিফিউস হলাম। এরই মধ্যে শুনতে নিউজিল্যান্ডে এখন খুব সহজেই ভিসা দিচ্ছে তাই অনেক ছাত্রদের পছন্দের তালিকায় এখন নিউজিল্যান্ডও যায়গা করে নিয়েছে। সময়টা ছিল গত বছরের জানুয়ারির দিকে। মাথায় কি ভুত উঠলো জানিনা কিন্তু বিদেশে পড়াশোনা করার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠেছিলাম। অনেকের সাথে সাথে আমিও স্বপ্ন পুরনের আশায় এপ্লাই করলাম নিউজিল্যান্ডে। কিন্তু কথা হচ্ছে সেই স্বপ্নের কতটা পূরন হয়েছে???

কিভাবে আসা যায়, এপ্লাই এর নিয়মাবলী কি তা নিয়ে লেখার কোনো মানে হয় না। হয়ত অনেক ব্লগার এর মধ্যেই এই বিষয়ে অনেক পোস্ট দিয়েছেন। তাই আমি এখানে আমার গত এক বছরের জীবন আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এই বিষয়টা নিয়েই আজ এই লেখা। বাসায় সব কিছু বলা যায় না নানান কথা চিন্তা করে তাই ভাবলাম ব্লগের সবার সাথেই শেয়ার করি।

প্রথমেই বলে নেই নিউজিল্যান্ডে আমেরিকার চেয়ে অনেক কম খরচে ছাত্রত্ব টিকিয়ে রাখা সম্ভব এখানকার কলেজ গুলোর কল্যানে। আর যারা স্কলারশিপ নিয়ে আসেন তাদের বেলায়ত কথাই নেই। অনেকটা পায়ের উপর পা তুলে চলে যাচ্ছে তাদের দিন। আমি যখন এসেছিলাম আমার দুই বছরের একটি কোর্সে টিউশন ফী ছিল ১৯০০০ হাজার ডলার। এরমধ্যে তের হাজার ডলার বাংলাদেশ থেকে দিয়ে ভিসা নিয়ে হাজির হলাম স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে। যখন এসেছিলাম হাতে করে নিয়ে এসেছিলাম ১১০০ ডলার মাত্র, যা দিয়ে এখানে হয়ত দুই মাস কোনভাবে কাটিয়ে দেয়া সম্ভব। কিন্তু তারপর কি করবো তখন পর্যন্ত আমি কিছুই জানিনা।

এসেই পরিচিত হয়েছি অনেক মানুষের সাথে। তার মধ্যে কলেজের সবধরনের কাজে তুশার ভাইয়ের হেল্প পেয়েছি। এটা ওনার দায়ীত্বও বটে। উনি আমার কলেজের মার্কেটিং এ জব করে, মুলত বাংলাদেশি ছাত্রদের সব অভিযোগ তার কাছেই থাকে এবং সে এগুলোর সমাধান করার চেষ্টাও করে। তবে একটা মানুষের ব্যাপারে সব মানুষের মন্তব্য যেমন এক হয়না তাই তার ব্যপারে অন্য কারও অন্য মন্তব্য থাকতেই পারে। তারপরো স্বীকার করতেই হবে কুইন্স একাডেমি গ্রুপের গত একবছরে ভালোই হেল্প পেয়েছি আমি। ক্লাস ব্রেকে গিয়ে বসে আড্ডা মারি ভাইয়ার সাথে। এটাই বা কম কিসের?

কাজের শুরু:
এখানে আসার পর চোখে কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলামনা। আসার এক মাস পরেও যখন কোন কাজ জোগাড় করতে পারছিলামনা তখন বাধ্য হয়েই ফার্মিং এর কাজ করতে চলে যেতাম সিটির বাইরে। এরই মধ্যে একটি ইন্ডিয়ান দোকানে জব পেলাম, সপ্তাহে ২০ ঘন্টার মত কাজ করতাম ১০০ ডলার দিত। যা আমার বাসা ভাড়ায় চলে যেত তখনো খঅয়ার খরচটা নিজের পকেট থেকেই যাচ্ছিল। তারপরো এই টাকা পেয়েই আমি হ্যাপি ছিলাম কারন অনেকে এটাই জোগাড় করতে পারছিলনা। তাই সপ্তাহে ১০০ডলার বেতনেই শুরু করে দিলাম আমার স্বপ্নের পথের যাত্রা , সেই দোকানের মালিকের ছেলে কৃষ্ণ খুবই ভালো ছেলে ছিল। প্রতিদিন আমায় বাসায় নামিয়ে দিয়ে যেত আমরা ভিবিন্ন বিষয়ে আলোচনা করতাম। নিউজিল্যান্ডের পরিবেশ, কেন নিউজিল্যান্ডে থাকার জন্য অন্যান্য দেশের তুলনায় ভালো কিংবা তার ফিজিয়ান গার্লফ্রেন্ড নিয়েও কথা হতো আমাদের।

(চলবে)

সকল পর্বের লিংক একসাথেঃ
নিউজিল্যান্ডে এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
নিউজিল্যান্ডে এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)


মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

লালপরী বলেছেন: চলুক

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ!

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চলুক। আপনার অভিজ্ঞতা জানার অপেক্ষায় রইলাম। সাথে কিছু ছবিও দিয়েন পারলে।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

আমিই সাইফুল বলেছেন: ঠিক আছে!

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

হামীম বলেছেন: এক কথায় উত্তর দিবেন মানুষকে উৎসাহ দিব, না নিরুৎসাহিত করবো?

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

আমিই সাইফুল বলেছেন: আমেরিকার তুলনায় এখন পর্যন্ত ভালো আছি, বাকিটা আপনিই বুঝে নিন। ধন্যবাদ!

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চলুক, কিন্তু আজকে আরেকটু চালালে মন্দ হত না, হুট করেই যেন শেষ হয়ে গেল !

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

আমিই সাইফুল বলেছেন: চলবে! পাশে থাকুন। ধন্যবাদ!

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

সায়ান তানভি বলেছেন: ভাল লাগছে পড়তে, লেখনী দারুন। নিয়মিত লিখুন।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ! আশা করছি নিয়মিত লিখবো।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: চালিয়ে যান তবে পরেরটা আরেকটু বড় করে দিয়েন ভাই

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

আমিই সাইফুল বলেছেন: আচ্ছা ভাইয়া! ধন্যবাদ!

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

ফাহিমোসিস ফয়সালোসিস বলেছেন: লেখার ঢং টা বেশ পছন্দ হয়েছে । আগামী পর্বের অপেক্ষায় রইলাম । এ পর্বটা একটু বেশি ছোট । বুঝলাম ভালো জিনিস বেশি পেতে নেই কিন্তু শুরু না করতেই শেষ হয়ে গেল ।
যতটুকু লিখেছেন অসাধারণ লেখেছেন ।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

আমিই সাইফুল বলেছেন: :) ধন্যবাদ!

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

বিদগ্ধ বলেছেন: তথ্যবহুল পোস্ট। ১ম পর্ব আরেকটু দীর্ঘ হলে কেউ মানা করতো না! :)

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

আমিই সাইফুল বলেছেন: :)

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২

বিজন রয় বলেছেন: আমরা দেশেই ভাল আছি।

আপনার জন্য শুভকামনা।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ!

১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

গোধুলী রঙ বলেছেন: আপনার জন্য শুভ কামনা, আরেকটু লম্বা হলে ভালো হতো আরো।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

আমিই সাইফুল বলেছেন: :)

১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

ফয়সাল রকি বলেছেন: চালিয়ে যান.. তবে একটু বেশি ছোট হয়ে গেছে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

আমিই সাইফুল বলেছেন: :p

১২| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪

ফারিহা নোভা বলেছেন: আমার ইউরোপের প্রথম দিনগুলো সারা জীবন মনে থাকবে, যারা কখনো একা বিদেশ যায়নি তারা এই বাস্তবতা কখনো ফিল করতে পারবেনা।
সুন্দর পোস্ট, আপনার অভিজ্ঞতা গুলো আশা করি অনেকের দিক নির্দেশনা হবে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ। আমিও চাই কিছু মানুষ উপকৃত হউক।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ঘন্টায় মাত্র ৫ ডলার! কষ্টের জীবন। বাংলাদেশের মানুষের এরকমের কষ্টের সমষ্টি গুলোই আরকের অর্থনীতির ভীত!
ভালো থাকবেন!
পড়ালিখায় ফোকাস হারাবেন না!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

আমিই সাইফুল বলেছেন: দোয়া করবেন। পড়াশোনাটা যাতে চালিয়ে যেতে পারি।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১

Safin বলেছেন: দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার অভিজ্ঞতা আমার কাছে খুব ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে! :D

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

আমিই সাইফুল বলেছেন: দ্বিতীয় পর্বের লিংকঃ Click This Link

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

রাশেদ রাহাত বলেছেন: অপেক্ষায় রইলাম।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ফেরদৌসা রুহী বলেছেন: সাথেই আছি। আপনি আপনার অভিজ্ঞতা লিখতে থাকুন। সাথে কিছু ছবি দিবেন তাহলে জানাও হবে দেখাও হবে।

বাসা ভাড়া কেমন ওখানে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

আমিই সাইফুল বলেছেন: বাসা ভাড়া সপ্তাহে ১০০ থেকে ১৫০ ডলার পড়বে দুজনের শেয়ারিং রুম। ধন্যবাদ।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

আমিই সাইফুল বলেছেন: দ্বিতীয় পর্বের লিংকঃ Click This Link

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

ফরিদ আহমাদ বলেছেন: থেমে গেলন যে!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬

আমিই সাইফুল বলেছেন: পরের পর্বগুলো খুব শীগ্রই লিখবো। ধন্যবাদ।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

বাকি বিল্লাহ বলেছেন: টুকটাক ছবি দিলে মন্দ হত না। বিদেশ কি জিনিস সেটা দেশে বসে টের পাওয়া যায়না। চলুক সাথে আছি।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

আমিই সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। পরের পোস্টগুলোতে অবশ্যই ছবি দেয়ার চেষ্টা করবো।

২০| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
নিউজিল্যান্ডের আইনে সর্বনিম্ন বেতন কত প্রতি ঘন্টায়? বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি মালিকরা সব সময় ২ নম্বরি করে বেতন দেওয়ার সময়। এই কানাডায় সেটা নিজে দেখেছি। ক্যাশে পে করে অথবা ১০ ঘন্টা কাজ করিয়ে ৫ থেকে ৭ ঘন্টার বিল দেয়। ছাত্র জীবন সব সময়ই কষ্টকর। কানাডায় ও একই অবস্হা।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

আমিই সাইফুল বলেছেন: এখন ১৫.২৫ মিনিমাম। আর যারা ক্যাশে করে তারা ৫-৬ করে পায়।

২১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার সাথে তো তাহলে পুরাই ডাকাতি করে ভারতীয় মালিক :((

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

আমিই সাইফুল বলেছেন: না ভাইয়া আমি এখন ক্যাশে করিনা। আমি এখন এখানকার সবচেয়ে বড় ক্যাসিনো স্কাইসিটিতে জব করি। সাড়ে ১৫ পাই ঘন্টায়। ইন্ডিয়ান দোকানের কাজ ছেড়েছি আরো ৭-৮ মাস আগেই। আর সামার ভ্যাকেশনে ৫০ ঘন্টা করে করেছি, টিউশন ফী সহ অন্যান্য খরচ নিজেই যোগাড় করতে পেরেছি। আবার নেক্সট উইকে সিঙ্গাপুর,মালেয়শিয়া,থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ট্যুর দিচ্ছি আপনাদের দোয়ায়।

২২| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
শুনে খুশি হলাম যে আপনার কষ্টের দিন শেষে সুখের দিনে পদার্পন করেছেন। আপনার জীবন সুখি ও সমৃদ্ধশালী হউক এই প্রার্থনা করি।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ!

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

নকীব কম্পিউটার বলেছেন: ভালো লাগলো।--- কষ্টের দিন কেটে সুখের সোনালী সূর্য উদিত হোক।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ!

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চলুক......।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

আমিই সাইফুল বলেছেন: :)

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১১

ফারহানা হোসেন বলেছেন: লেখাটা ভালো লাগলো , আশাকরি সামনে সুদিন আসবে ......

২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

২৭| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৫৭

রাঙা মীয়া বলেছেন: চলুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.